Tag: স্কুল

  • সরকারি নীতিমালা উপেক্ষা করে স্কুলের গাছ কর্তনে স্থানীয়দের অভিযোগ।

    সরকারি নীতিমালা উপেক্ষা করে স্কুলের গাছ কর্তনে স্থানীয়দের অভিযোগ।

    সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে সিরাজগঞ্জের উল্লাপাড়ার গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের ১২টি ইউক্যালিপট্যাস গাছ কেটে ফেলা হয়েছে। মঙ্গলবার বিকেলে স্কুলের পুকুর পাড়ে থাকা এসব গাছ কেটে ফেলা হয়। গাছের মূল শিকড় স্কুলের পার্শ্ববর্তী লোকজনের জমিতে ঢুকে পড়ায় প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে এ সকল গাছ বিক্রি করা হয়েছে। সরকারি নিয়ম নীতি উপেক্ষা, প্রকৃতি ও পরিবেশ বিনষ্ট হওয়ায় এ ব্যাপারে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিরা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

    স্থানীয় লোকজন মঙ্গলবার বিকেলেই উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন, উক্ত স্কুলের ব্যবস্থাপনা কমিটি ও প্রধান শিক্ষক কোনরকম সরকারি নীতিমালা না মেনে অবৈধভাবে স্কুলের মূল্যবান গাছ বিক্রি করে দিয়েছেন।ক্রেতারা গাছগুলো কেটে ফেলেছে। যার আনুমানিক মুল্য ১ লাখ টাকা। গাছগুলো অন্ততঃ ১৫ বছর আগে লাগানো হয়েছিল। তারা আরো জানান, প্রকৃতি ও পরিবেশ বিনষ্টকারী প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া অনুরোধ জানান ভুক্তভোগী শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী।

    নামপ্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, গাছ আমাদের বেঁচে থাকার পরম বন্ধু। বিনা বিচারে এভাবে গাছ কাটলে অচিরেই পরিবেশ ধ্বংস হয়ে পড়বে।

    এ ব্যাপারে এই স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এসব গাছ স্কুল থেকে লাগানো হয়েছিল। কিন্তু গাছগুলো বড় হবার পর এর শিকড় পার্শ্ববর্তী লোকজনের জমির সীমানায় ঢুকে যাওয়ায় ওই জমির মালিকেরা এসব গাছ কেটে ফেলার জন্য বার বার প্রধান শিক্ষককে তাগিদ দেন। পরে বিষয়টি স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরকে জানালে তারা গাছগুলো বিক্রি করে স্কুলের উন্নয়ন কাজে ব্যয় করার জন্য রেজুলেশন করে দেন। সেই প্রেক্ষিতে ৪৫ হাজার টাকায় গাছগুলো বিক্রি করে দেওয়া হয়েছে।

    এ বিষয়ে সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আল আমিন সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি গাছ কাটার কথা স্বীকার করেন। প্রধান শিক্ষকের বক্তব্যের অনুরুপ কথা বলে তিনি জানান, এসব গাছের অর্থ স্কুলের উন্নয়নে ব্যয় করা হবে। তবে সরকারি নিয়ম মেনে গাছ কাটা হয়েছে কিনা জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে চাননি।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সঙ্গে কথা বললে তিনি গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের অবৈধভাবে গাছ কাটার ব্যাপারে অভিযোগ পেয়েছেন। তিনি আরোও জানান এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামছুল হক জানান,স্কুলের গাছ কাটার ব্যাপারে তদন্তের জন্য ইউএনও’র নির্দেশনা পেয়েছেন। দ্রুত তদন্ত করে রিপোর্ট দাখিল করা হবে।

  • ওসমানীনগরে গাড়ি চাপায় স্কুল ছাত্রী’র মৃত্যু। 

    ওসমানীনগরে গাড়ি চাপায় স্কুল ছাত্রী’র মৃত্যু। 

    ওসমানীনগরে গাড়ি চাপায় স্কুল ছাত্রী’র মৃত্যু। 


    সিলেটের ওসমানীনগরে গাড়ির চাপায় ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্রী উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ভাগলপুর গ্রামের মদন দাশের মেয়ে বৃষ্টি দাশ। সে বেগমপুর শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

    স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার সকাল ৭টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে সিলেট-ঢাকা মহাসড়কের কাগজপুর ব্রিজের পাশে অজ্ঞাত গাড়ি চাপা দেয় বৃষ্টিকে। এ সময় বৃষ্টির স্কুল ব্যাগ ছিটকে এক পাশে পড়ে যায়। অন্যান্য শিক্ষার্থীরা রাস্তার পাশে বৃষ্টির স্কুল ব্যাগ দেখে স্থানীয়দের জানালে রাস্তার পাশে বৃষ্টির লাশ দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত কোন গাড়ি বৃষ্টি দাশকে চাপা দিলে পালিয়ে যায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে এবং ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    বেগমপুর শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, প্রাইভেট পড়তে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ী চাপায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী বৃষ্টি দাশ নিহত হয়। এই মর্মান্তিক দূর্ঘটনায় বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

    এই বিষয়ে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্য পরিমল চন্দ্র দেব বলেন, খবর পেয়ে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ছাতকে স্কুল ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা।

    ছাতকে স্কুল ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা।

    ছাতকে স্কুল ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা।


    ছাতক উপজেলার ছৈলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের মোঃ মাসুক মিয়ার স্কুল পড়ুয়া কন্যা শিমলা (১৭) গত ১০/মে মঙ্গলবার সন্ধ্যার দিকে রহস্যজনক আত্মহত্যা করে।

    স্থানীয় সূত্রে জানাযায়, শিমলা গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। ঘরের লোকজন ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার করলে পাশের মানুষ এসে শিমলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ এসে লাশ নামিয়ে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে।

    ওয়ার্ড মেম্বার জহির মিয়া জানান, পুলিশকে জানানোর পর পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। মৃত্যুর কারন সম্পর্কে পরিবার থেকে কিছু জানা যায় নি। মেয়েটি ভদ্র ও পড়ালিখায় মনোযোগী ছিল। কেনো আত্মহত্যা করেছে কেহই বুঝে উঠতে পারছে নাহ।

    ছাতক থানার তদন্ত কর্মকর্তা এস আই শাহীন হোসেন সত্যাতা নিশ্চিত করে জানান, আত্মাহত্যার কারন জানা যায়নি। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হসপিটালে প্রেরন করা হচ্ছে।

  • বেলজিয়ামে ছাত্রের হাতে প্রাথমিক স্কুলের শিক্ষিকা খুন।

    বেলজিয়ামে ছাত্রের হাতে প্রাথমিক স্কুলের শিক্ষিকা খুন।

    বেলজিয়ামে ছাত্রের হাতে প্রাথমিক স্কুলের শিক্ষিকা খুন।


    প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের কাছ থেকে অপমানিত হওয়ার ৩০ বছর পর ২০২০ সালে তাকে ছুরিকাঘাতে হত্যা করার কথা স্বীকার করেছেন ৩৭ বছর বয়সী এক ব্যক্তি। বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলজিয়ামের আইনজীবীরা এ তথ্য জানান।

    গুন্টার উভেন্টস নামে ওই ব্যক্তি তদন্তকারীদের বলেন, ১৯৯০ এর দশকের প্রথম দিকে যখন তিনি সপ্তম শ্রেণিতে পড়তেন,তখন শিক্ষক মারিয়া ভারলিন্ডেন ক্লাসে তাকে অপমান করেছিলেন।

    ২০২০ সালে অ্যান্টওয়ার্পের কাছে হেরেন্টালসে নিজ বাড়িতে ৫৯ বছর বয়সী ভারলিন্ডেন বর্বর হত্যাকাণ্ডের শিকার হন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,তাকে ১০১ বার ছুরিকাঘাত করা হয়েছিল।

    ২০২০ সালের ২০ নভেম্বর হত্যাকাণ্ডের ১৬ মাস পর উভেন্টস তার বন্ধুর কাছে অপরাধ স্বীকার করে। পরে ওই বন্ধু বিষয়টি পুলিশকে জানান। রোববার তাকে আটক করা হয়।

    স্থানীয় প্রসিকিউটর অফিস বার্তা সংস্থা এএফপিকে জানায়, উভেন্টস তার কৃতকর্মের ‘বিস্তারিত ব্যাখ্যা’ দেন, যা স্বীকারোক্তি হিসেবে গণ্য করা হয়। তিনি ওই শিক্ষকের কারণে প্রাথমিক বিদ্যালয়ে অপমানিত হন বলে জানিয়েছেন।

    ‘তিনি যা বলেছেন তদন্তে তা প্রমাণ হয় কি না,তা আমরা দেখব’,একজন আইনজীবী বলেন।

    উভেন্টসকে মঙ্গলবার বিচারকের সামনে হাজির করা হয় এবং হত্যার অভিযোগে তাকে হেফাজতে রাখা হয়েছে।

    বেলজিয়ান গণমাধ্যম জানায়, উভেন্টস একজন ধর্মপ্রাণ খ্রিস্টান। তার গৃহহীনদের সাহায্য করার জন্য পরিচিতি রয়েছে।

    সূত্র : এনডিটিভি, দ্যা গার্ডিয়ান

  • দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৬ ফেব্রুয়ারী পর্যন্ত ছুটি।

    দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৬ ফেব্রুয়ারী পর্যন্ত ছুটি।

    বাংলাদেশে করোনা ভাইরাস নতুন রুপ ওমিক্রনের সংক্রমন প্রতিরোধে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল,কলেজ ও মাদ্রাসা ২১ জানুয়ারী থেকে আগামী ৬ ফেব্রুয়ারী পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয় জানিয়ে আজ ২১ জানুয়ারী শুক্রবার সকালে সংশ্লিষ্ট দপ্তরে মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্নসচিব স্বাক্ষরিত নির্দেশনা জারি করেছে। এ সময় সর্বমোট ছয়টি নির্দেশনা জারি করেন।

    এগুলোর মধ্যে রয়েছে ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ ও সমপর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোও অনুরুপ ব্যবস্থা গ্রহণ করবে।

    রাষ্ট্রীয়-সামাজিক-রাজনৈতিক-ধর্মীয় সমাবেশ বা অনুষ্ঠানে ১’শ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগ দেবেন তাদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে সরকারি বেসরকারি অফিস,শিল্পকারখানায় কর্মকর্তা কর্মচারীদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট গ্রহণ করতে হবে।

    সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবে বাজার, মসজিদ, বাসস্ট্যান্ড,লঞ্চঘাট,রেলস্টেশনসহ সবধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি মনিটর করবে।

  • কুমারখালিতে গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে স্কুল ছাত্রীর আত্মহত্যা।

    কুমারখালিতে গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে স্কুল ছাত্রীর আত্মহত্যা।

    কুষ্টিয়ার কুমারখালিতে মাকছুমা খাতুন(১৬) নামের এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

    নিহত ওই স্কুল ছাত্রী কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচরা গ্রামের মোকাদ্দেসের মেয়ে ও কুমারখালি উপজেলার যদুবয়র ইউনিয়নের যদুবয়রা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

    সোমবার সকালে কুমারখালি উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

    ঘটনা সূত্রে ও নিহতের খালা ফারজানা ইয়াছমিন আমারজমিনকে জানান মাকছুমার মা মারা যাবার পর থেকে তার নানারা লালন-পালন করে। এর আগে একবার স্ট্রোক হয়।বর্তমানে সে চিকিৎসাধীন ছিলো। সোমবার সকালে ঘরের দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকির পর কোন সারাশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ফেলে,ঘরে ডাবে ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে স্বজনেরা।পরে প্রতিবেশিরা আগাইয়া এসে থানায় খবর দেন।

    এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আকিবুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।এ সময় তিনি জানান, স্থানীয়দের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়।লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।

  • তানোরে ট্রাকের চাকায় স্কুল ছাত্র’র মৃত্যু।

    তানোরে ট্রাকের চাকায় স্কুল ছাত্র’র মৃত্যু।

    রাজশাহীর তানোরে ট্রাক চাপায় শাহরুখ জাহান মুয়াজ(১০) নামের এক স্কুল ছাত্র’র মৃত্যু হয়েছে। নিহত চাপাইনবয়াবগঞ্জ শিবগঞ্জের আজমতপুর গ্রামের শাজাহান আলীর ছেলে ও শানসাইন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

    জানা যায় নিহতের বাবা শাজাহান আলী বেসরকারি ইউএসডিও তানোর শাখার ম্যানেজার পদে চাকুরী করেন। এই সুবাদে পরিবার পরিজন নিয়ে চাপাইনবয়াবগঞ্জের শিবগঞ্জ থেকে রাজশাহীর তানোরে বসবাস করতেন। ১০ জানুয়ারি সোমবার বিকেলে বাইসাইকেল যোগে নিহত মুয়াজ থানা মোড় থেকে উপজেলার দিকে যাচ্ছিল।পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়।এ সময় মুয়াজ ঘটনা স্থলে মারা যায়। ট্রাকসহ চালক ও হেল্পারকে উদসুক জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

    তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান নিহতের ঘটনা নিশ্চিত করে জানান এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে।চালক ও হেল্পারকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রয়েছে। আইনি সকল প্রক্রিয়া শেষ করে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।এখন পর্যন্ত মামলা হয়নি।

     

  • তানোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ।

    তানোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ।

    সারোয়ার হোসেন,তানোর(রাজশাহ)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে স্বামী পরিত্যক্ত এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়, বইছে নানা মুখরুচোক গুঞ্জন। তানোরের কামারগাঁ ইউপির কামারগাঁ শেখজিপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। অন্যদিকে শিক্ষক পলাশের শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

    জানা গেছে, তানোরের কামারগাঁ ইউপির কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ কুমারের বাড়িতে চুলের কারখানা রয়েছে। পলাশের কারখানায় ওই স্বামী পরিত্যক্তা নারী কাজ করতেন। পলাশ ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করায় ওই নারী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে তাকে করখানা থেকে বের করে দিয়ে ঘটনা ধাঁমাচাপা দিতে মরিয়া হয়ে উঠে। এদিকে ২৩ নভেম্বর দিবাগত রাতে এক ইউপি সদস্য, সাবেক সদস্য ও ধান ব্যবসায়ী মোবারক আলীর মাধ্যমে পলাশের পক্ষ থেকে ভিকটিম পরিবারকে নগদ প্রায় ৫ লাখ টাকা দিয়ে ঘটনা ধাঁমাচাপা দেয়া হয়েছে।

    এবিষয়ে জানতে চাইলে পলাশ কুমার অভিযোগ অস্বীকার করে বলেন, ছোট ঘটনা ঘটেছিল সেটা আপোষ করা হয়েছে কারো কোনো অভিযোগ নাই। এব্যাপারে প্রধান শিক্ষক নিখিল কুমার বলেন, লোকমুখে এসব শুনেছি, তবে আপোষ মিমাংসা হয়ে গেছে।

  • সিংড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত।

    সিংড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত।

    সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় সমরেন্দ্রনাথ দেব (৫৫) নামের এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম লাল ঘর ব্রীজে এই দুর্ঘটনা ঘটে। নিহত সমরেন্দ্রনাথ দেব উপজেলার বনকুড়ি গ্রামের নারায়নচন্দ্র দেবের ছেলে এবং বিয়াশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

    প্রত্যক্ষ দর্শীরা জানায়, সকালে বাড়ি থেকে সিংড়া উপজেলা সদরে আসার পথে চৌগ্রাম ব্রীজে একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লাল ঘর ব্রীজে ঢাক্কা খেলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

    সিংড়া থানার ওসি নুর এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

    ঝলমলিয়া হাইওয়ে থানার উপ- পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম জানান, আমরা সরেজমিনে গিয়ে লাশটির সুরতহাল করি। পরে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত না করে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় স্বজনদের কাছে লাশ হস্তান্তরের জন্য আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

  • কমলপুরে পরিক্ষার ভয়ে এক স্কুল ছাত্রের আত্মহত্যা।

    কমলপুরে পরিক্ষার ভয়ে এক স্কুল ছাত্রের আত্মহত্যা।

    কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরব কমলপুরে পরিক্ষার ভায়ে এক সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরিক্ষার্থীর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরব কমলপুর বাসস্ট্যান্ড এলাকার কাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ছাত্র কমলপুর জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বাণিজ্যিক বিভাগের ২০২১ সালের এসএসসি পরিক্ষার্থী ছিল।

    জানা যায়, রোববার সকালে ঘুম থেকে উঠে সে তার রুম থেকে আর বের হয়নি। পরে বিকেলেও তাকে বের হতে না দেখে পরিবারের সদস্যরা কক্ষের জানালা ভেঙে ফেলেন। তারা রুপককে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলতে দেখেন।

    নিহতের বড় ভাই রুপম বলেন, আমার ছোট ভাই এ বছর এসএসসি পরীক্ষার্থী দিত। সে ছাত্র হিসেবে তেমন ভালো ছিল না। ভেবেছিল এ বছর সরকার অটোপাস দেবে। তবে আগামী ১৪ তারিখ তিন বিষয়ে এসএসসি পরীক্ষা হবে শুনে সে চিন্তায় ছিল। ফেল করলে লোকজনে কী বলবে, সবসময় এসব চিন্তা করত। এ কারণেই শেষ পর্যন্ত আত্মহত্যা করে বসেছে সে।