Tag: সাংবাদিক

  • সিরাজগঞ্জে মাসুদ রানা নামের এক ভূয়া সাংবাদিক গ্রেফতার ।

    সিরাজগঞ্জে মাসুদ রানা নামের এক ভূয়া সাংবাদিক গ্রেফতার ।

    সিরাজগঞ্জে র‍্যাব-১২’র বিশেষ অভিযানে মাসুদ রানা বাচ্চু (৩৫) নামের এক ভূয়া সাংবাদিক গ্রেফতার  করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়ীয়া বাজারের দি-ইনসাফ ডায়গনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার  করা হয়।

    র‍্যাব-১২’র মিডিয়া অফিসার,সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান গতকাল রবি বার রাত ০৯.০৫ টার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র‍্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের সদর কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পিপুলবাড়ীয়া বাজারের দি-ইনসাফ ডায়গনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১ জন ভূয়া সাংবাদিক গ্রেফতার করা হয়।

    এছাড়াও তাহার নিকট হইতে দৈনিক গণতদন্ত নামে ভুয়া সাংবাদিকতা আইডি কার্ড ১ টি, জবস টিভি নামে ভুয়া সাংবাদিকতা আইডি কার্ড ১ টি, মোটর সাইকেল-১ টি এবং ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুদ রানা (বাচ্চু)(৩৫) সিরাজগঞ্জ জেলার সদর থানার রতনকান্দী একডালা দক্ষিনপাড়া গ্রামের মৃত জেল হোসেনের ছেলে।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই ভুয়া সাংবাদিকতার আইডি কার্ড ব্যবহার করিয়া দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নেয় বলে জানা যায়।

    গ্রেফতারকৃত ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • দৌলতখানে মূলধারার সাংবাদিকরা সম্প্রতি ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ।

    দৌলতখানে মূলধারার সাংবাদিকরা সম্প্রতি ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ।

    ভোলার দৌলতখানে মূলধারার সাংবাদিক সম্প্রতি ভুয়া অনলাইন সাংবাদিকের দৌরাত্ম্য অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা প্রেস, সাংবাদিক স্টিকার ও মনোগ্রাম সাঁটানো বিভিন্ন বাহন নিয়ে প্রত্যন্ত অঞ্চলে দাপিয়ে বেড়াতে শুরু করেছে। এতে পেশাদার ও প্রকৃত সাংবাদিক সব সময় বিব্রতকর অবস্থার সম্মুখীন হচ্ছেন।

    ভূয়া অনলাইন সাংবাদিকদের রুখতে আজ (২৫ জুলাই) রোববার দৌলতখান প্রেসক্লাবে মূলধারার সাংবাদিকরা এক আলোচনা বৈঠকে বসেছেন।

    বৈঠকে প্রেসক্লাব সহ সভাপতি এম এ তাহের বলেন, অসৎ উদ্দেশে মানুষের চরিত্র হণণকারী চাঁদাবাজ এসব সাংবাদিকদের এখনই অনবরুদ্ধ করতে হবে। সম্পাদক মেহেদী হাসান শরীফ বলেন, ভুঁইফোড় তথাকথিত কিছু সাংবাদিকের অপতৎপরতার কারণে প্রকৃত সাংবাদিকরা প্রতিনিয়ত বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। এ সকল ভুয়া সাংবাদিকদের রুখতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

    সাবেক প্রেসক্লাব সভাপতি শ.ম ফারুক বলেন, ফেসবুক ও অনলাইনের সহজলভ্যতায় এখন অযোগ্যরাও সাংবাদিকতার কার্ড নিয়ে দৌঁড়ঝাপ শুরু করে দিয়েছে।

    আলোচনা বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান মহিন, সহ সভাপতি মো: জাকির আলম, যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান, অর্থবিষয়ক সম্পাদক তানভীর মৃধা, সদস্য মো: মামুন, রাকিব হোসেন প্রমুখ।

  • কাজিপুরে সাংবাদিককে মেয়রের প্রাণনাশের হুমকি এ ঘটনায় থানায় ডায়রি। 

    কাজিপুরে সাংবাদিককে মেয়রের প্রাণনাশের হুমকি এ ঘটনায় থানায় ডায়রি। 

    সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করছেন একজন স্থানীয় সাংবাদিক গোলাম কিবরিয়া খাঁন। তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জেরে মেয়র ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকী  দেওয়ার  কারনে গতকাল শুক্রবার ১৬ ই জুলাই রাতে তিনি এই ডায়েরি করেন। তিনি সময়ের আলো পএিকার কাজিপুর প্রতিনিধি।

    তিনি বলেন,গত বৃহস্পতিবার (১৫ জুলাই)  রাতে সিরাজগঞ্জের একটি স্থানীয় অনলাইন ও স্থানীয় পত্রিকায় “কাজিপুরে কৃষি প্রণোদনার তালিকায় পৌর মেয়রের নামচ্ শিরোণামে একটি সংবাদ প্রকাশিত হলে , এর জের ধরে ওইদিন রাতে মেয়র আমাকে( গোলাম কিবরিয়াকে) ফোন করে অকথ্য ভাষায় গালি গালাজ করেন। এক পর্যায়ে মাথা কেটে গোলাবাড়ি খেলারও হুমকী প্রদান করেন।

    এই ঘটনায় ওই সাংবাদিক  শুক্রবার রাতে  তাকেসহ আরও একজন স্থানীয় সাংবাদিককে প্রাণনাশের হুমকী দেবার বিষয়টি উল্লেখ করে কাজিপুর থানায় মেয়রের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন। এর আগে তিনি নিজ বাড়ি থেকে থানায় আসতে নিরাপত্তার অভাববোধ করে ৯৯৯ নম্বরে ফোন করেন। ফোন পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যান এবং থানা থেকে  তাকে নিজ বাড়ি কাজিপুরের বাঐখোলা গ্রামে পৌঁছে দেন।

    কাজিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) পঞ্চনন্দ সরকার জানান, ‘আমরা সাংবাদিকের জিডি নিয়েছি এবং তাকে নিজ বাড়িতে পৌঁছে  দিয়ে এসেছি।থ
    উল্লেখ্য কাজিপুর পৌর এলাকার ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্যে বরাদ্দকৃত সার ও বীজ  এর “তালিকায় মেয়র ও তার পরিবারের আট সদস্যের নামচ্  শিরোণামে  বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত
    হয়েছে।

     

  • হাতীবান্ধায় সাংবাদিক সম্রাটের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেফতার-৩।

    হাতীবান্ধায় সাংবাদিক সম্রাটের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেফতার-৩।

    তথ্য অনুসন্ধান করতে গিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাংবাদিক সেলিম সম্রাটের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে হাতিবান্ধা থানা পুলিশ।

    বুধবার (১৪ জুলাই) সকালে ওই উপজেলার পারুলিয়া এলাকার তিস্তা নদীর পাড় থেকে তাদেরকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ।

    এর আগে গত রোববার ওই উক্ত উপজেলার বড়খাতা ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় জমি জবর দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির তথ্য প্রযুক্তি সম্পাদক ও দৈনিক বাহান্নোর আলো পত্রিকার হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি সাংবাদিক সেলিম সম্রাট।ওই হামলার একটি ভিডিও ভাইরাল হলে সারাদেশে সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

    আটক ৩ জন হলেন, বড়খাতা এলাকার আব্দুর রহমানের পুত্র তাইজুল ইসলাম মুকুট (৪৮) আলী রেজা বাদল (৩০) ও তাইজুল ইসলাম মুকুটের পুত্র মিরাজুল ইসলাম হৃদয় (২৮)।

    এবিষয়ে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলী বলেন, সাংবাদিক সেলিম সম্রাটের উপর হামলার ঘটনাটি আমলে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করার জন্য লালমনিরহাট পুলিশ প্রশাসনকে ধন্যবাদ। সেই সাথে প্রতিবাদ জানানোর জন্য দেশের সকল সংবাদকর্মী ভাইদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

    হাতীবান্ধা থানার (ওসি) এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসমীকে আদালতে প্রেরণ করা হবে।

  • সিরাজগঞ্জের তাড়াশে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং।

    সিরাজগঞ্জের তাড়াশে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং।

    সিরাজগঞ্জের তাড়াশে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে। ১৯ জুন শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মেজবাউল করিমের সভাপতিত্বে এ প্রেস ব্রিফিং করা হয়।

    ‘আশ্রয়ণের অধিকার -শেখ হাসিনার উপহার’ এই শ্লোগান নিয়ে “মুজিব শত বষর্” উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মান কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিপিং করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম।

    প্রেস ব্রিপিংয়ে তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন গরিব দুঃখী মানুষদের মুখে হাসি ফোটাতে, অন্ন, বস্ত্র, আশ্রয়,শিক্ষা ও চিকিৎসাসহ জীবনের মৌলিক বিষয় গুলো সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদে অন্তর্ভূক্ত করেছিলেন।

    সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি ১৯৭২ সাল থেকেই কাজ শুরু করেছিলেন।তিনি তখন নোয়াখালী জেলার (বর্তমান লক্ষীপুর) চরপোড়াগোছা গ্রাম পরিদর্শন করে গৃহহীন মানুষের গ্রহ নিমার্নের নির্দেশ দেন। তঁারই নির্দেশে শুরু হয় এই আশ্রয়ণ প্রকল্প।

    তার স্বপ্ন বাস্তবায়নে বদ্ধ পরিকর তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি ১৯৯৭ সালে কক্সবাজার পরিদর্শন করে গৃহহীন মানুষদের ঘর নিশ্চিত করেন। বর্তমানে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রীর নিজস্ব তত্বাবধানে।

    এই দেশের একটি মানুষও গৃহহীন থাকবেনা এই প্রতিশ্রুতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ও তার সহযোগী বাহিনী। এই উপজেলাতে ১ম পর্যায়ে ১শ ৫২টি ঘর হস্তান্তর করেন এবং ২য় পর্যায়ে ১শ টি ঘর নির্মান কাজ চলমান আছে। আগামী ২১ জুন সকাল ১০.৩০মিনিটে প্রধানমন্ত্রী সারা দেশে এক সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  ৫৩ হাজার ৩শ ৪০টি উপকারভোগী পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করবেন।

    সেই সাথে তাল মিলিয়ে এই উপজেলাতে ৭০টি ঘর জমিসহ হস্তান্তর করা হবে। এ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ  আব্দুল আজিজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হক, বারুহাস ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।