বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
Tag: সমাবেশ
-
ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।
ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বৃহস্পতিবার বিএনপি জেলা কার্যালয়ের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, জেলা কৃষকদলের সভাপতি আনারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর,জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস প্রমুখ।বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বেগম খালেদা জিয়ার নামে সকল মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের জোর দাবি জানান। -
চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে ইসলামী আন্দোলনের বিভাগীয় সমাবেশ।
চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে ইসলামী আন্দোলনের বিভাগীয় সমাবেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ আগামীকাল শুক্রবার নগরীর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই, মহাসচিব প্রিন্সিপাল ইউনুস আহমাদ।এ উপলক্ষে গতকাল ২৫ মে বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বলা হয়, আউটার স্টেডিয়ামের সমাবেশ স্মরণকালের সর্ববৃহৎ মহাসমাবেশে পরিণত হবে। সমাবেশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও নগর ইসলামী আন্দোলনের সভাপতি মুহাম্মদ জান্নাতুল ইসলাম। সংবাদ সম্মেলনে পীর সাহেব চরমোনাই ঘোষিত দেশ ও মানবতার পক্ষের ১৫ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শরিক হওয়া এবং সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।এ সময় আবুল কাশেম মাতাব্বর, আল মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ ইবরাহীম খলিল, মাওলানা তরিকুল ইসলাম, মুহাম্মদ তাজুল ইসলাম শাহীন, মুহাম্মদ আব্দুর রহমান রবিন প্রমুখ উপস্থিত ছিলেন। -
মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবী শ্রীমঙ্গল উপজেলা খেলাফত মজলিসের সমাবেশ।
মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবী শ্রীমঙ্গল উপজেলা খেলাফত মজলিসের সমাবেশ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ এপ্রিল) জুমআ নামাজের পরপরই শ্রীমঙ্গল রেলস্টেশন জামে মসজিদ থেকে মিছিলটি বের করে মৌলভীবাজার রোড ও হবিগঞ্জ রড প্রতিবাদে মিছিল দিয়ে পরে চৌমোহানা এই সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিবাদে মিছিল ও সমাবেশে উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক হাফিজ আবদুল মতিন এর পরিচালনায়।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংগঠনের মৌলভীবাজার জেলা পরিবেশ বিষয়ক সম্পাদক মাওলানা এম এ রহীম নোমানী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজি মাওলানা শিহাব উদ্দিন। জনাব এনাম উল্লাহ খান রুবেল ও মাওলানা মাসুক আহমদ সহ প্রমুখ।আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী সদস্য মাহবুবুল আলম বাসার আজিজুর রহমান ফটিক।সমাবেশে বক্তারা বলেন-মাহে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্যপয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। সকল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। অশ্লীলতা বেহায়াপনা, মদ, জুয়া, ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে। দিনের বেলায় প্রকাশ্যে পানাহার পরিহার করতে হবে। রমজান মাসে ট্রাফিক জ্যাম বন্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ নির্বিঘণে করতে হবে। -
তাড়াশে বাৎসরিক সাধুসঙ্গ ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত।
তাড়াশে বাৎসরিক সাধুসঙ্গ ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত।
সিরাজগঞ্জের তাড়াশে বাৎসরিক সাধুসঙ্গ ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ শনিবার বিকাল থেকে রাত ব্যাপি উপজেলার ঘরগ্রামে প্রতিষ্ঠিত তরিকায় আত্মশুদ্ধি ও মানবকলাণ সংঘ এর আয়োজনে ইয়া-হক দরবার শরীফ মাজারে সংগঠনের সভাপতি ও মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ওয়ারেছীর সভাপতিত্বে বাৎসরিক সাধুসঙ্গ ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
“আমরা তরিকার ভাই ভাই আত্মশুদ্ধি করতে চাই-বিশ্বাস ভক্তি শুদ্ধতা সেবা শান্তি মানবতা” এই প্রতিপাদ্য নিয়ে প্রতি বছর হাজী শাহ শরীফ জিন্দানী (রঃ) ওরশের পরের দিন এখানে বাৎসরিক সাধুসঙ্গ ও ভক্ত সমাবেশ অনুষ্ঠানে ভক্তদের গামছা দিয়ে বরণ,গুনীজনদের সংবর্ধনা, ভক্তদের অন্ন সেবা ও রাত ব্যাপি বাউল গান পরিবেশন করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল,তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক বকুল,ইউপি সদস্য সামেজা খাতুন,উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান,সাংবাদিক এম ছানোয়ার হোসেন সাজু প্রমুখ।
এছাড়াও রাজশাহী ,পাবনা ,নাটোর ও সিরাজগঞ্জ থেকে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদফতরের ডেপুটি ডিরেক্টার ও সিরাজগঞ্জ লালন সংসদের সভাপতি তারিকুল ইসলাম তারা, লালন সংসদেও সাধারণ সম্পাদক কণ্ঠ শিল্পী আহমেদ শাকিল, তরিকায় আত্মশুদ্ধি ও মানবকলাণ সংঘ এর সহ সভাপতি শহিদুল ইসলাম চিশতী,সহ সাধারণ সম্পাদক আলী আশরাফ চিশতীসহ অনেকে।
অনুষ্ঠানের সার্বিকা ত্বত্তাবধানে ছিলেন তরিকায় আত্মশুদ্ধি ও মানবকলাণ সংঘ এর সাধারণ সম্পাদক আনান বাউল। সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইয়া-হক দরবার শরীফ প্রধান সেবক ও তরিকায় আত্মশুদ্ধি ও মানবকলাণ সংঘ এর প্রতিষ্ঠাতা শাহ সুফি আয়নাল হক আল চিশতী।
-
কলাপাড়ায় ষড়যন্ত্র নৈরাজ্য রুখতে যুবলীগের মিছিল ও সমাবেশ।
কলাপাড়ায় ষড়যন্ত্র নৈরাজ্য রুখতে যুবলীগের মিছিল ও সমাবেশ।
বিএনপি-জামাতচক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য ও অতৎপরতার বিরুদ্ধে পটুয়াখালীর কলাপাড়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা যুবলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মনোহরিপট্টির সুরেন্দ্র মোহন চৌধুরি সড়কে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ। এসময় উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা কাউন্সিলর হুমায়ুন কবির, যুবলীগ নেতা জিয়াউর রহমান জিয়া, সৈয়দ মশিউর রহমান শিমু, উপজেলা যুবলীগের সাংগঠনিত সম্পাদক সৈয়দ জাকির হোসেনসহ উপজেলা যুবলীগ, পৌর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অগ্রগতি রুদ্র উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে চলছে বাংলাদেশ। গত ১৩ বছর বাংলাদেশ ও জনপদের জীবন মানে অভূতপূর্ব উন্নয়ন আজ বিশ্ব স্বীকৃত। বাংলাদেশ জাতিসংঘের স্বীকৃতি উন্নয়নশীল দেশ।
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রুখে দিতে বিএনপি-জামাত একদিকে যেমন বিদেশি দেশবিরোধী লবিস্ট নিয়োগ করছে তেমনি দেশের অভ্যন্তরের দেশ ধ্বংসের অভিপ্রায় অপতৎপরতা চালাচ্ছে। তাই বিএনপি-জামাতচক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য রাজনৈতিক ভাবে রজপথে থেকে মোকাবেলা করা হবে।
-
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।
টাঙ্গাইলের নাগরপুরে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
শনিবার ৫ মার্চ ২০২২ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাগরপুর উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ শেষে দলীয় কার্যালয়ে
উপজেলা বিএনপি আলোচনা সভার আয়োজন করা হয়।।সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি, কেন্দ্রীয় বিএনপি র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর দিকনির্দেশনায় উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) আব্দুস সালামের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবির সঞ্চালনায় বক্তারা সরকারের বিভিন্ন সমালোচনা করে।
সেইসাথেচাল,ডাল,পিয়াজ,বিদ্যুত,তৈলসহ দ্রব্য মূল্যের লাগামাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশ আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ উদ্দীন আরজু, সাবেক সাঃসম্পদাক সেলিম মিয়াসহ, নাগরপুর উপজেলা যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল,কৃষক দল,মহিলা দল,জাসাস দল সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
-
কলাপাড়ায় হাজারো কৃষকের প্রতিবাদ সমাবেশ।
কলাপাড়ায় হাজারো কৃষকের প্রতিবাদ সমাবেশ।
পটুয়াখালীর কলাপাড়ায় মিঠা পানি সংরক্ষিত খালে লবন পানি প্রবেশ করানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কৃষক-কৃষানীরা। উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী খালে বৃহস্পতিবার শেষ বিকালে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন তারা। প্রায় ঘন্টা ব্যাপী কর্মসূচিতে খালের পাড়ের শতাধিক নারী পুরুষ উপস্থিতি ছিলেন। এসময় বক্তব্য রাখেন টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, ইউপি সদস্য মো.খলিল মল্লিক, কৃষক মো.রফিকুল ইসলাম সহ আরো অনেকে।
এসময় বক্তরা বলেন, এই খালটি কৃষকের কৃষি কাজের জন্য পানি সেচের একমাত্র অবলম্বন। খালের তীরের কয়েকটি গ্রামের হাজারো কৃষক বোরো ধান, তরমুজসহ বিভিন্ন প্রজাতির রবিশস্য চাষ করে আসছে। বুধবার রাতে একটি চক্র মাছ শিকারের জন্য খালটিতে নোনা পানি প্রবেশ করায়। এতে কৃষি কাছে মারাত্মক ক্ষতি হবে বলে তার দাবি করেন।
এদিকে খালে নোনা পানি প্রবেশ করানো বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি হিসেবে সরেজমিন পরিদর্শণ করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান।
-
কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশের নবাগত কমিটি গঠন।
অসংকোচ প্রকাশে দুরন্ত সাহস নিয়ে যাত্রা শুরু করা জনপ্রিয় দৈনিক সমকাল পত্রিকার পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ এর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কমিটি (২০২২-২০২৩) গঠন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (২৩ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে সুহৃদ সমাবেশ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাব্বির এলাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথ এর সঞ্চালনায় প্রথমেই পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।অনুষ্ঠানে ২য় পর্বে সভাপতিত্ব করেন সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ। আলোচনায় অংশ নেন কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের প্রভাষক শাহরিয়ার জেবিন, প্রভাষক হামিদা খাতুন, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রভাষক রাবেয়া খাতুন, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, মণিপুরি ললিতকলা একাডেমি গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, নারী উদ্যোক্তা মৌসুমী জাহান, কবি নির্মল এস পলাশ, সংগীত শিল্পী রমা কান্ত গোয়ালা প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দৈনিক সমকাল জননন্দিত একটি পত্রিকা। ইতোমধ্যে পাঠকদের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা পালন করছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জনগণের চাহিদা, মানুষের দুঃখ-দুর্দশা, চিন্তা চেতনার খোরাক যোগাচ্ছে। সেই পত্রিকার পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছে। বক্তারা আরো বলেন, নতুন কমিটি মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গঠনে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে পিন্টু দেবনাথকে সভাপতি, মো. মোনায়েম খানকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিস্ট সুহৃদ সমাবেশ কমলগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যরা হলেন- প্রভাষক রাবেয়া খাতুন, প্রভাস চন্দ্র সিংহ সহ-সভাপতি, এলিসন মুঙ যগ্মসম্পাদক, সেলিম আহমদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক, আকাশ আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক, হামিদা খাতুন অর্থ সম্পাদক, মিজানুর রহমান দফতর সম্পাদক, শাহরিয়া জেবিন সাহিত্য সম্পাদক, দিপু আহমেদ রাসেল সহ সাহিত্য সম্পাদক, রমা কান্ত গোয়ালা সাংস্কৃতিক সম্পাদক, মৌসুমী জাহান নারী বিষয়ক সম্পাদক, সীতারাম বীন সমাজ কল্যাণ সম্পাদক, প্রতাপ চন্দ্র কর সহ-সমাজকল্যান সম্পাদক, সুমন রঞ্জন দাশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, নাজমুল আহমদ পাঠচক্র সম্পাদক, নির্বাহী সদস্য: শাব্বির এলাহী, জয়নাল আবেদীন, নির্মল এস পলাশ, রাজকুমার সৌমেন্দ্র সিংহ, আহমেদুজ্জামান আলম, আলমগীর হোসেন, সালাউদ্দিন শুভ, মঙ্গলী কৈরীসহ ৪১ সদস্য বিশিষ্ট সমকাল সুহৃদ সমাবেশ কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
-
সাংবাদিক সোহেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও সমাবেশ।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের ডাক পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ইমাম হোসেন সোহেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গণমাধ্যম কর্মীরা। শ্রীমঙ্গল প্রেসক্লাব ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে শুক্রবার (৭ জানুয়ারি) বিকালে স্থানীয় চৌমোহনা চত্বরে অনুষ্ঠিত মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী।এ সময় বক্তব্য রাখেন,সাংবাদিক মো.কাওছার ইকবাল,দীপংকর ভট্টাচার্য্য লিটন,মুমিনুল হোসেন সোহেল,সৈয়দ আমিরুজ্জামান, সৈয়দ আবু জাফর সালাউদ্দিন,আনিসুল ইসলাম আশরাফী,কাওছার আহমদ রিয়ন,সঞ্জয় দেব,ইমন দেব চৌধুরী ও শফিকুল ইসলাম রুম্মন, নিরাপদ সড়ক চাই এর শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনি,যুবলীগ নেতা বদরুল আলম শিপলু,অঙ্গিকার সাহিত্য ও সামাজিক সংগঠনের সারোয়ার জাহান জুয়েল,আসক ফাউন্ডেশনের সাংবাদিক আমজাদ হোসেন বাচ্চু,ইন্টারন্যাশনাল ডায়লগ এইড ফাউন্ডেশনের শ্রীমঙ্গল সভাপতি সাইদুল ইসলাম সবুজ,আলোর শক্তি সামাজিক সংগঠনের সভাপতি তসলিম আহমেদ, ইন্টারন্যাশনাল ডায়লগ এইড ফাউন্ডেশনের সভাপতি সাইদুল ইসলাম সবুজ,ব্লাডম্যান শ্রীমঙ্গলের জহির রহমান ইয়েন,আইন সহায়তা কেন্দ্র আসক ফাউনেশনের সহ-সাধারণ সম্পাদিক জনাব ইনাম উল্লাহ খাঁন,পৌর ছাত্রলীগের সাধার সম্পাদক মোঃ আবেদ হোসেন প্রমুখ।বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,অনলাইন প্রেসক্লাব,আসক ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই,ব্লাডম্যান শ্রীমঙ্গল,সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি,ইন্টারন্যাশনাল ডায়লগ এইড ফাউন্ডেশন,এশিয়ান জার্নালিস্ট চেরিটেবল সোসাইটি,আলোর শক্তি সামাজিক সংগঠন, অনলাইন স্কুল শ্রীমঙ্গলসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর মসুদ আহমেদ৷ সাংবাদিক এম এ রকিব, শামিম আক্তার হোসেন, চৌধুরী ভাস্কর হোম,আবুজার বাবলা,শুকুর, এলিসন সুঙ প্রমূখ উপস্থিত ছিলেন।গত ২ জানুয়ারি রাতে কমলগঞ্জের মুন্সীবাজারে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদের উপর সন্ত্রাসী হামলা চালায় দুষ্কৃতকারীরা। এমপি আব্দুস শহীদকে রক্ষায় এগিয়ে এলে হামলার শিকার হন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলসহ ৬ জন।সাংবাদিক নেতা ইমাম হোসেন সোহেলকে প্রান নাশের উদ্দেশ্যে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার মাথায় ২৫টি সেলাই দেয়। বর্বরোচিত এই হামলার ক্ষত নিয়ে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।সাংবাদিক নেতা ইমাম হোসেন সোহেলের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশ প্রশাসনের ভুমিকার সমালোচনা করে বলেন, দেখেছি প্রশাসন বিভিন্ন সময় অতি অল্প সময়ের মধ্যেই ক্লুলেস ঘটনায় জড়িত সন্দেহভাজন দোষীদের আইনের আওতায় আনতে। কিন্তু একজন নির্বাচিত ও জননন্দিত সাংসদ ও তার সফরসঙ্গী সাংবাদিক যিনি তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন তাদের উপর সন্ত্রাসী হামলা হলো৷ অথচ চিহ্নিত অপরাধীদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বর্বরোচিত এ ঘটনায় প্রসাশন আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতা আনতে ব্যর্থ হলে সাংবাদিক সমাজও ছেড়ে কথা বলবে না। প্রয়োজনে সারাদেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ ভাবে কঠোর কর্মসূচি পালন করবে।