Tag: সভা

  • গোদাগাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা।

    গোদাগাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা।

    গোদাগাড়ীত(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ের আয়োজনে।
    ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শুক্রবার ( ৯ই ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা চত্বর থেকে মানববন্ধনটি বের হয়ে ফিরোজ চত্বর ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

    উক্ত আলোচনা সভা ও মানববন্ধনে অংশগ্রহণ করেন গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ জানে আলম, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক।
    উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি ,সহ সাংবাদিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী সংগঠনের উদ্যোক্তা ও মহিলা ও শিশু বিষয়ক দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সহযোগী সংগঠন,
    ব্রাক brac অংশগ্রহণ করে এবং আব্দুল কুদ্দুস সহ তাদের সহকর্মীরা উপস্থিত ছিলেন।

    এ সময় ওয়েভ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মাঠ সংগঠকরা উপস্থিত ছিলেন ।

  • রাণীশংকৈলে ইএসডিও-এডুকো প্রকল্পের মুক্ত আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত।

    রাণীশংকৈলে ইএসডিও-এডুকো প্রকল্পের মুক্ত আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত।

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ হলরুমে বুধবার ২৩ নভেম্বর ইএসডিও-এডুকো ফান্ডেড প্রোজেক্টের মাধ্যমে দিনব্যাপী মুক্ত আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
    এসময় সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহারিয়ার আজম মুন্না, চেয়ারম্যান উপজেলা পরিষদ রাণীশংকৈল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শেফালী বেগম, নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ।
    এছাড়াও উপজেলার বিভিন্ন কমিউনিটি থেকে শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, অভিভাবক, শিক্ষার্থী, কিশোর-কিশোরী ও যুব প্রতিনিধি সহ মোট ১১০জন অতিথি উপস্থিত ছিলেন। এ সময় এডুকো বাংলাদেশ এবং ইএসডিও সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
    অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারীদের আসনগ্রহণ এবং সভাপতির বক্তব্যের মাধ্যমে সেশন কার্যক্রম শুরু হয়।
    শুরুতে ইএসডিও প্রতিনিধি নির্মল মজুমদার এবং সহযোগী সংস্থা এডুকো বাংলাদেশ প্রতিনিধি তাহ্সিনা মোরসালিন ও রাফেজা আক্তার স্বাগত বক্তব্য রাখেন।
    আলোচনা ও পরামর্শ সভায় সংস্থা পরিচিতি ও অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়।
    অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন ইএসডিও-এডুকো বাংলাদেশ পরিচালিত কার্যক্রম সমূহ রাণীশংকৈল উপজেলায় সফলতার সাথে বাস্তবায়িত হয়েছে। প্রায় দুই বছর ধরে  উপজেলায় বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে প্রাথমিক শিক্ষা এবং কিশোর-কিশোরী ও যুবদের নিয়ে ক্লাব কার্যক্রম অন্যতম। বিশেষ করে করোনা অতিমারীতে মোবাইল ফোনে শিক্ষার্থী, অভিভাবক, কিশোর-কিশোরী ও যুবদের সহযোগিতা, কমিউনিটি ভিত্তিক শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা এবং অসহায়দের জন্য ভকেশনাল ও আইজিএ কার্যক্রম বিশেষ ভূমিকা রেখেছে।
    সমাপনী বক্তব্যে সভাপতি ইন্দ্রজীত সাহা, সহকারী কমিশনার ভূমি বলেন, রাণীশংকৈল এলাকার জনগণ ভাগ্যবান কারণ এখানে ইএসডিও এর মত প্রতিষ্ঠান বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়িত হলে ক্ষুদ্র নৃ-তাত্তিক জনগোষ্ঠীর শিশুরা শিক্ষায় অগ্রসর হবে, বাল্যবিবাহরোধ হবে, শিশুশ্রম বন্ধ হবে, যুবাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
    উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারি ২০২১ সাল হতে  উপজেলায় এডুকো বাংলাদেশ এর সহায়তায় ইএসডিও কর্তৃক তিনটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প সমূহ উপজেলার সকল ইউনিয়ন এবং পৌরসভা এলাকার মোট ৪০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সংশ্লিষ্ট কমিউনিটিতে বাস্তবায়িত হয়েছে। কমিউনিটি এবং উপজেলা পর্যায়ের প্রকল্প সহায়ক সরকারি বেসরকারি অংশীজনদের সাথে যৌথ পরিকল্পনা এবং পরামর্শের মাধ্যমে প্রকল্প কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।যা বাস্তবায়িত প্রকল্প উপকার ভোগী শিশু, কিশোর-কিশোরী এবং যুবদের উন্নয়নে কতটুকু ভূমিকা রেখেছে, পরবর্তীতে সময়ে এর প্রয়োজনীয়তা কতটুকু? এসব বিষয়ে সরাসরি উপকারভোগী এবং সেবা প্রদানকারীদের প্রশংসা, পরামর্শ ও অভিযোগ গ্রহণ এর মাধ্যমে প্রকল্পের পরিবর্ধন ও পরিমার্জন করতে সহায়ক হবে।
  • সিরাজগঞ্জ-৫ নির্বাচনী এলাকার বিএনপি নেতাকর্মীদের সমন্বয় সভা।

    সিরাজগঞ্জ-৫ নির্বাচনী এলাকার বিএনপি নেতাকর্মীদের সমন্বয় সভা।

    সিরাজগঞ্জ-৫ নির্বাচনী এলাকার বিএনপি নেতাকর্মীদের সমন্বয় সভা।


    সিরাজগঞ্জ-৫ নির্বাচনী এলাকার বেলকুচি,চৌহালী ও এনায়েতপুর থানা একত্রিত হয়ে কেন্দ্রীয় বিএনপি’র সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খাঁন বেলকুচি উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করেন। প্রতিবাদে পদ বঞ্চিত ৩ থানার বিএনপি নেতাকর্মীদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকালে শেরনগর গ্রামে বিএনপি নেতা গোলাম মওলা খাঁন বাবলুর বাসভবনে বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলু।

    প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান জনাবা মাহফুজা খাতুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপি’র সদস্য সচিব,জাহিদুল ইসলাম মোল্লা।

    বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম আজমের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার,এনায়েতপুর থানা বিএনপি’র সাবেক আহবায়ক ও জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব সাইদুল ইসলাম,এনায়েতপুর থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মীর জাহাঙ্গীর হোসেন,বেলকুচি পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক রেজাউল করিম,সাবেক যুগ্ম আহবায়ক আবু খালিদ রাজ্জাক,মোশারফ হোসেন,পৌর বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন শামীম,সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান,সাবেক ভি পি মোকলেছুর রহমান প্রমূখ।

    সভায় বক্তারা আলীম কর্তৃক সুপারিশকৃত গঠনতন্ত্র পরিপন্থী আহবায়ক কমিটির বাতিল করে দলকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ কমিটি করার জন্য কেন্দ্রীয় বিএনপির’ হস্তক্ষেপ কামনা করা হয়।

  • শিবগঞ্জে শিশুকল্যাণ বোর্ডের সভা।

    শিবগঞ্জে শিশুকল্যাণ বোর্ডের সভা।

    শিবগঞ্জে শিশুকল্যাণ বোর্ডের সভা

    চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ও ইউনিসেফের সহযোগিতায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, প্রধান শিক্ষিকা সেলিনা খাতুন, অ্যাডভোকেট আতাউর রহমান ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক মোজাম্মেল হকসহ অন্যরা। এছাড়া শিশুককল্যাণ বোর্ডের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

  • বেলকুচি পৌরসভার প্রস্তাবিত সাধারণ বাজেট সভা অনুষ্ঠিত।

    বেলকুচি পৌরসভার প্রস্তাবিত সাধারণ বাজেট সভা অনুষ্ঠিত।

    বেলকুচি পৌরসভার প্রস্তাবিত সাধারণ বাজেট সভা অনুষ্ঠিত।


    সিরাজগঞ্জ বেলকুচি পৌরসভার আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত সাধারণ বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৩০জুন) বিকালে বেলকুচি পৌরসভার সভা কক্ষে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার সভাপতিত্বে আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত সাধারণ বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

    আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত সাধারণ বাজেট ধরা হয় ৮৮,৮৪,৭০,৮৬৫.০০ টাকা।
    উক্ত ধার্যকৃত বাজেটের উপর উন্মুক্ত আলোচনা করা হয়।

    আগামী ২০২২-২০২৩ ইং অর্থবছরের প্রস্তাবিত সাধারণ বাজেট রাজস্ব খাতে আয় ৮,৯৯,৪৪,১৬০.০০ টাকা।
    ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭,৮৪,৪০,০০০.০০ এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ১,১৫,৫৪,১৬০.০০ টাকা।
    অপরদিকে উন্নয়ন খাতে বার্ষিক সরকারি মঞ্জুরী ও বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প খাতে প্রাপ্ত আয় ৭৮,৭৫,৩০,৯৫৫.০০ টাকা ও ব্যয় ৭৮,৪৫,০০,০০০.০০ টাকা এবং উদ্বৃত্ত ৩০,৩০,৯৫৫.০০ টাকা।

    ২০২২-২০২৩ ইং অর্থ বছরে মুলধন হিসাবে আয় ধরা হয়েছে ১,০৯,৯৫,৭৫০.০০ টাকা ব্যয় ৫৫,৭৫,০০০.০০ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে ৫৪,২০,৭৫০.০০ টাকা মাত্র।

    এসময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র ইকবাল রানা, পৌরসভার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সচিব ওয়ারেছ কবির, পৌর সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান, পৌর হিসাব রক্ষক রফিকুল ইসলাম,সহ পৌর কাউন্সিলরগণ প্রমুখ।

  • মহানবী (সাঃ)কে কটুক্তির প্রতিবাদে সানন্দবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

    মহানবী (সাঃ)কে কটুক্তির প্রতিবাদে সানন্দবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

    মহানবী (সাঃ)কে কটুক্তির প্রতিবাদে সানন্দবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। 


    ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন সানন্দবাড়ী ও আশেপাশের আলেম উলামা, নেতৃবৃন্দ এবং এলার ধর্মপ্রাণ মুসলমানগন।

    শুক্রবার (১০ জুন) বাদ আসর দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

    সানন্দবাড়ী বাজার জামে মসজিদ এর হতে মিছিল টি বের হয়ে সানন্দবাড়ী বাজারের অলিগলি প্রদক্ষিণ শেষে মসজিদ মোড়ে অবস্থান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করেন হাজার হাজার জনতা। তাদের মুখে অগ্নি কন্ঠে প্রতিবাদ জানান। শ্লোগান তোলেন “বিশ্ব নবী অপমান সইবেনা আর মুসলমান”, “নুপুর শর্মার দুই গালে জুতা মারো তালে তালে”,সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

    কর্মসূচিতে অংশগ্রহনকারীরা বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়ই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে এর তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

    এছাড়াও বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ভারত সরকারের এ কর্মকাণ্ডে নিন্দা জানাতে হবে এবং ভারত রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।

    বক্তারা আরও বলেন, ভারতের সরকার দলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দশ্য প্রনোদিতভাবে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে কটুক্তি করেছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই।উৎসুক জনতা ভারতের নুপুর শর্মার ফাঁসি চান।

  • বাঘায় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ সভা।

    বাঘায় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ সভা।

    বাঘায় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ সভা।

    রাজশাহীর বাঘায় বুধবার (৮-জুন) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মেলন কক্ষে  জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
     অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ।
    সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
    এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কেদ্রিীয়  কমিটির সভাপতি ও বাঘা মডেল  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজারুল ইসলাম, বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ফিরোজ আহাম্মেদ রঞ্জু প্রমুখ।
     উপস্থিত ছিলেন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও সুধীজন।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে ভিটামিন এ-এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরের দুইবার অর্থাৎ ছয় মাস অন্তর-অন্তর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করে থাকেন। এ দিক থেকে বাঘায় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর জন্য ১৪৫ টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। আগামি ১২ জুন  থেকে ১৫ জুন পর্যন্ত এ সেবা অব্যাহত থাকবে।
  • বাঘায় সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা।

    বাঘায় সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা।

    বাঘায় সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা।


    রাজশাহীর বাঘায় ঠিকাদার কর্তৃক সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। রোববার (২৮ মে) বিকেলে বাঘা প্রেস ক্লাবে এই প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। প্রতিবাদ সভায় ঠিকাদারকে গ্রেফতার করে আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

    জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার হরিনা মাষ্টার পাড়া গ্রামে মহসিনের বাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা জনাব আলীর বাড়ি পর্যন্ত ৩১ লক্ষ ৩৭ হাজার ১৫৯ টাকা মূল্যো রাস্তা সংস্কারের কাজ করছিলেন ঠিকাদার ও বাঘা পৌর আ.লীগের সভাপতি আবদুল কুদ্দুস। রাস্তার কাজ নিন্মমানের হচ্ছে মর্মে, স্থানীয়রা সাংবাদিক আখতার রহমানেক অবগত করেন। আখতার রহমান বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ওই স্থানে তদন্ত করতে যায়। সরেজমিন তদন্ত শেষে ফেরার পথে প্রথমে তাকে মোবাইল ফোনে ও পরে উপজেলা সদরের সামনে পৌঁছলে বিকেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে হাত পা ভেঙ্গে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেন ঠিকাদার।

    এই ঘটনায় বাঘা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা। প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমানের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি গোলাম তোফাজ্জল কবীর মিলন, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী,অর্থ সম্পাদক লালন উদ্দিন, দপ্তর সম্পাদক ফজলুর রহমান মুক্তা, সদস্য শাহানুর রহমান বাবু, আবদুল হামিদ মিঞা, সুব্রত কুমার সরকার প্রমুখ।
    আয়োজিত প্রতিবাদ সভায় ঠিকাদারকে গ্রেফতার করে অতিদ্রæত আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
    এ বিষয়ে সাংবাদিক আখতার রহমান বলেন, আমার বিরদ্ধে আবদুল কুদ্দুস থানার করা অভিযোগে যে সময় উল্লেখ করা হয়েছে, সেই সময় আমি চারঘাটের ভায়ালক্ষীপুর গ্রামে একটি সংবাদ সংগ্রহে ব্যস্ত ছিলাম। তার করা অভিযোগটি ভিক্তিহীন।
  • প্রেসক্লাব নওয়াপাড়া’র আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত।

    প্রেসক্লাব নওয়াপাড়া’র আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত।

    প্রেসক্লাব নওয়াপাড়া’র আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত।


    যশোরের শিল্প ও বন্দরনগরী নওয়াপাড়ার প্রাণ কেন্দ্রে অবস্থিত প্রেসক্লাব নওয়াপাড়া’র আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৭ মে) সন্ধা সাড়ে ৭ টার সময় প্রেসক্লাব নওয়াপাড়ার সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ রিপানুর ইসলাম রিপনের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ আলীর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় ক্লাবের আগামী দিনের কর্ম পরিকল্পনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েকে তুলে ধরে আলোচনা করেন, ষুগ্ন -আহ্বায়ক এস এম ফেরদৌস সালাম বাবলু, মোঃ মনিরুজ্জামান,এম এম মাহবুবর রহমান নান্নু, মোঃ মাহবুবুর রহমান,সদস্য মনিরুল ইসলাম লাভলু, শিবপদ শুভ,মোঃ আহাদ মোল্যা,মোঃ আলী আকবর সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন ।

  • বাঘায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত।

    বাঘায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত।

    বাঘায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

    রাজশাহীর বাঘায় উপজেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলরার (২৪ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.লায়েব উদ্দিন লাভলু।

     সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এম মনোয়ার হোসেন বাবুল দেওয়ান মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ,বাজুবাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. ফিরোজ আহম্মেদ রঞ্জু , বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান প্রমুখ।