মৌলভীবাজার প্রতিনিধিঃ
Tag: সভা
-
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা।
” বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।শনিবার (৪ নভেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদার এর সভাপতিত্বে আলোচনা অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, মোয়াজ্জেম হোসেন ছমরু, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর প্রমুখ।এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। -
বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতির স্বরণ সভা অনুষ্ঠিত।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও শাহদৌলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলী মুহাম্মদ হাশেমের স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের আয়োজনে তাঁর ৬ষ্ঠ মৃত্যু দিবস উপলক্ষে এই স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা।সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত স্বরণ সভায় বক্তব্য রাখেন মরহুম আলী মুহাম্মদ হাশেমের সহর্ধমিনী মঞ্জুরা বেগম, প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, অর্থ সম্পাদক লালন উদ্দীন, প্রচার সম্পাদক আশরাফুল আলম, তথ্য ও প্রকাশনা সম্পাদক আবদুল সালাম, সদস্য সাইদুল ইসলাম, সমাজ সেবক কামাল হোসেন, রাজশাহী মহানগরের মানবাধিকার কর্মী বৈশাখী সরকার প্রমুখ। দোয়া পরিচালনা করেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আসলাম আলী।উল্লেখ্য, শিক্ষক ও সাংবাদিক হিসেবে মরহুম আলী মুহাম্মদ হাশেম ছিলেন একজন সহজ সরলমনা মানুষ। ১৯৮৪ সালের ৫ নভেম্বর শাহদৌলা কলেজে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১০ সালের ৭ জুলাই অবসর গ্রহন করেন। জাতীয় দৈনিক ইত্তেফাক ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদের বাঘা প্রতিনিধি ছিলেন। ১৯৯১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বহু কবিতা, উপন্যাস লিখেছেন। ১৯৫০ সালের ৭ জুলাই সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন আলী মুহাম্মদ হাশেম । তার পিতার নাম কফিল উদ্দীন। তিন ভাইয়ের মধ্যে মরহুম হাশেম ছিলেন দ্বিতীয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রয়াত ড. মজির উদ্দীন ছিলেন তার বড় ভাই। তিনি ডায়াবেটিক, হার্ট, ও প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ২৫ জুলাই রাতে উপজেলা সদরে অবস্থিত নিজ বাস ভবনে ৬৭ বছর বয়সে ইন্তেকাল করেন। -
রামপালের ভোজপাতিয়ায় আ’লীগের কর্মী সভা।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বা
গেরহাটের রামপালের ভোজপাতিয়ায় আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল ৫.০০ টার সময় ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বেতকাটা বাজারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শেখ নুরুল আমিনের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন,জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান।এসময় ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যত উন্নয়ন সারা দেশে করেছে,তা পূর্বের কোন সরকার করেনি। সারা দেশের মত বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের প্রতিটি স্থানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। সারা দেশের মতো স্মার্ট রামপাল-মোংলা গড়ার লক্ষ্যে খুলনা সিটি করপোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার সহধর্মিণী উপমন্ত্রী হাবিবুন নাহার দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তাই নেতা কর্মীরা মনে করেন বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহারের কোন বিকল্প কেউ নেই। তাই নেতৃবৃন্দ আবারও এ আসনে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান। -
মাধবপুরে দূর্গাপুজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা।
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি।হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা মাধবপুর থানা পুলিশের আয়োজনে শনিবার (১৪-অক্টোবর) দুপুর ১টায় থানার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খাঁনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায়ের সঞ্চালনায়বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সুকোমল রায়,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি বেনু রঞ্জন রায়,উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ আলী,সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, পুজা উদযাপন পরিষদের সভাপতি পংকজ কুমার সাহা,পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল,সাধারণ সম্পাদক অন্জন বনিক,শ্রীমৎ স্বামী নীরদানন্দ গিরিএসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিলিপ দেব,পরিমল দেব,নারায়ণ চন্দ্র কর্মকারসহ পুজা উদযাপন পরিষদের ১১টি ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ।মাধবপুর থানা ওসি রকিবুল ইসলাম খাঁন বলেন, পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় পূজা মণ্ডপের বাইরে এলাকায় পুলিশি টহল অব্যাহত থাকবে। পূজা মণ্ডপ এলাকায় মন্দিরগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে।এ ব্যাপারে মাধবপুর (সার্কেল) সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী বলেন, এ বছর ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ১২০টি পূজা মণ্ডপে ২০ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে পুলিশি টহল থাকবে।সিসি টিভি(আইপি) ক্যামেরা পূজা মন্ডপে স্হাপন করতে হবে ,এ বিষয়ে আমাদের সব সহযোগীতা থাকবে। -
বাঘায় পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত।
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর বাঘায় পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর ) দুপুর দেড় টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জুয়েল আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস, উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু, সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা, উপজেলা হিন্দু ,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী রাম গোপাল সাহা, সাধারণ সম্পাদক নিহার রঞ্জন পান্ডে প্রমুখ।
সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দপ্তর প্রধানসহ আইনশৃঙ্খলা ও মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এবার উপজেলার ৪৭টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে জানা গেছে। -
নাগরপুরে ভোট কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাংগাইলের নাগরপুরে বিভিন্ন ইউনিয়নে ভোট কেন্দ্র কমিটি গঠন করার লক্ষ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার নাগরপুর সদর ইউনিয়নের পানান,মামুদনগর ইউনিয়নের মামুদনগর হাই স্কুল ভোটকেন্দ্র,সলিমাবাদ ইউনিয়নে খাষ ঘুনিপাড়া ভোট কেন্দ্র কমিটি গঠনে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে কেন্দ্র ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোট কেন্দ্র কমিটি গঠনের ব্যাপারে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি বলেন,মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয় একজন দূরদর্শিতা সম্পন্ন নেতা। এমপি মহোদয়ের দিক নির্দেশনায় আমরা নাগরপুরের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিয়ে ভোট কেন্দ্র কমিটি গঠন করছি। আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ ভাতৃপ্রতীম সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে ভোট কেন্দ্র কমিটি হচ্ছে। এই ভোট কেন্দ্র কমিটি আগামী জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নাগরপুর উপজেলার বিভিন্ন ভোট কমিটি গঠনে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি একেএম কামরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর,মোঃ আব্দুল আলিম দুলাল,সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, জাহিদুল হাসান জাহিদ,শেখ শামসুল হক,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, মোহাম্মদ আনিসুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সম্পাদক মোঃ ফারুক হোসেন, ছাত্রলীগ সম্পাদক সজিব মিয়া,নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত শিকদার,সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল, সম্পাদক কেবি খান সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
-
রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, মিষ্টির দোকানে ওজনে কম দেয়া, ফলমূলে ফরমালিন ব্যবহার, মোবাইলে জুয়া খেলা, নেকমরদ বাজারের হাইওয়ে রাস্তা দখল করে অবৈধ গাড়ি পার্কিং, পৌরসভার ফুটপাত দখল, নোটিশ বিহীন গাড়ীর কাগজপত্র চেকিং ও জরিমানা, প্রেট্রোল পাম্পে তৈল ওজনে কম দেয়া এবং যততত্র গ্যাস সিলিন্ডার বিক্রি করা, সন্ত্রাস,বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।এসময় উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ৬ ইউনিয়নের চেয়ারম্যান, ধর্মগড় বিওপি কমান্ডার জহিরুল ইসলাম, কোচল বিওপি কমান্ডার আবুল কালাম আজাদ, আনসার ভিডিপির কর্মকর্তা আবুল কাশেম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম ইকবাল প্রমুখ।সভার শুরুতে বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আসন্ন দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।এসময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। -
রামপালে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার ৫ নং রাজনগর ইউনিয়নে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।(২৫ জুলাই) মঙ্গলবার রামপাল থানা পুলিশের আয়োজনে রাজনগর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।রাজনগর ইউপি চেয়ারম্যান মোসা. সুলতানা পারভীন (ময়না’র) সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন ও রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম।এসময় অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।সভায় (ওসি) আশরাফুল আলম সকলের সাথে প্রতিটি ওয়ার্ডের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কুশল বিনিময় করেন এবং সভা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, কালেখারবেড় দীঘির পাড়ে থানা পুলিশের উদ্যোগে একজন নিরাপত্তা প্রহরী দেওয়া হবে। -
উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই বিএনপি’র পদযাত্রা-আ’লীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল ।
উন্নয়নকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে পদযাত্রার নামে সারাদেশব্যাপী বিএনপি কর্তৃক সন্ত্রাসী হামলা ও অরাজকতা সৃষ্টি প্রতিবাদে রাঙ্গামাটি লংগদু উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ( ২০ জুলাই) বিকাল ৪টায় লংগদু উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ভারপ্রাপ্ত সভাপতি সেলিম এর নেতৃত্বে উন্নয়নকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে পদযাত্রার নামে সারাদেশব্যাপী বিএনপি কর্তৃক সন্ত্রাসী হামলা ও অরাজকতা সৃষ্টি প্রতিবাদে বাইট্টাপাড়া বাজার আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শুরু হয়।বিক্ষোভ মিছিলটি আলতাফ মার্কেট থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইট্রাপাড়া বাজার শান্তি পরিবহন কাউন্টারের সামনে এসে একত্রিত হয়ে প্রতিবাদ সভায় একত্রিত হয়।উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হোসেন আলী মেম্বার, সাধারণ সম্পাদক বাবুল দাস বাবু, যুগ্ম সম্পাদক রকি চাকমা ইন্দ্রনাথ, উপজেলা যুবলীগের সভাপতি চাঁন মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ বারেক সরকার, ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,জেলা পরিষদের সদস্য আসমা বেগম,সহ বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন, লংগদুতে কোন অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দেবো, আমরা রাজপথেই থাকবো, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, ঐক্যবদ্ধ হতে হবে, বিএনপি জামাত সারাদেশে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করছে, আমরা সম্মিলিত ভাবে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবো। তারা খাগিড়াছড়িতে আমাদের নেতা কর্মীদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা সংবিধানের উপর বিশ্বাস করি, আগামী নির্বাচন ও সংবিধান অনুযায়ী হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে।