Tag: সভা

  • বেগম হাবিবুন নাহারকে চতুর্থ বারের মতো এমপি নির্বাচিত করায় রামপালে মতবিনিময় সভা।

    বেগম হাবিবুন নাহারকে চতুর্থ বারের মতো এমপি নির্বাচিত করায় রামপালে মতবিনিময় সভা।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ খুলনা সিটি করপোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিএনপি জামায়াতের নেতারা মিডিয়ার সামনে গনতন্ত্র নিয়ে বড় কথা বলে বেড়ান তারা এদেশের গনতন্ত্রকে কবর দিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিয়েছে। বিএনপি জামায়াত জোট সরকার দ্বারা দেশের কোন উন্নয়ন হয়নি। তারা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করছে এবং নিজেদের পকেট ভারী করছে।

    তিনি আরও বলেন যে, বিশেষকরে সুন্দরবনের কোল ঘেঁষা বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসন ছিল বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের আবাসস্থল। আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস মৎস্য ঘের। তারা সাধারণ মানুষের মৎস্য ঘের জোরপূর্বক দখল করে নিতো। সাধারণ মানুষ মৎস্য ঘেরের হারীর টাকা চাইতে গেলে তাদের নিষ্ঠুরভাবে হত্যা করতো।
    তিনি আরও বলেন যে, ১৯৯১ সালে আমি এ আসনের আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হই সেসময়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় আমাকে কোন কাজ করতে দেওয়া হয়নি। এ এলাকার মৎস্য ঘেরগুলো তাদের উশৃঙ্খল লোকজন সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে দখল করে নেয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে এ আসন থেকে জনগণ আমাকে আবারও এমপি নির্বাচিত করে। এরপর আমি সরকারের সহায়তায় এ অঞ্চলের সন্ত্রাসীদের বিতাড়িত করতে শুরু করি। যে সকল মৎস্য ঘের বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা দখল করে রেখেছিল আমি তাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দেই। পাশাপাশি প্রকৃত জমির মালিকদের নিজ জমি ভোগদখল করতে সহযোগিতা করি। এর ফলে আস্তে আস্তে জমির প্রকৃত মালিকেরা তাদের অধিকার ফিরে পায়। এছাড়া রামপাল মোংলায় যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তাদেরকে আমি এই এলাকা থেকে তাড়িয়ে দেই।  জোট সরকার ক্ষমতায় এসে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলাকে পুরোপুরি অচল করে রেখেছিল জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে কোটি কোটি টাকা ব্যয় করে মৃতপ্রায় মোংলা বন্দরকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করেছে। পাশাপাশি এ অঞ্চল ইপিজেডসহ নানা প্রতিষ্ঠান গড়ে তুলতে সহায়তা করেছে আওয়ামী লীগ সরকার।
    তিনি আরও বলেন যে, আমাদের সবাইকে রামপাল মোংলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না করতে পারে, এ বিষয়ে তিনি সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।  কেউ এলাকায় শান্তি শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করলে প্রশাসনকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
    বৃহস্পতিবার (১১ জানুয়ারি)  সকাল সাড়ে ১১ টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বেগম হাবিবুন নাহারকে বিপুল ভোটে চতুর্থ বারের মতো এমপি নির্বাচিত করায় রামপাল উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক।
    উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক,  উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আ. রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন, অধ্যক্ষ মোতাহার রহমান, শেখ নিজাম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অতীন্দ্রনাথ হালদার দুলাল।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির, তপন কুমার গোলদার, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স,  সাবেক ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, শেখ নুরুল আমিন,  গাজী আক্তারুজ্জামান, শেখ বজলুর রহমান,  তাঁতী লীগের সভাপতি নাজমুল হাসান সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ।
    এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোসা. সুলতানা পারভীন, আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল মান্নান, হাওলাদার আবু তালেব, সিরাজুল আযম দ্বারা,  ইকরামুল হক কচি, আরাফাত হোসেন কচি, শেখ শরিফুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
  • শ্রীমঙ্গলে শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

    শ্রীমঙ্গলে শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে।
    শনিবার ২৩ ডিসেম্বর ২০২৩ ইং, সকাল ১১টার সময় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে শ্রীমঙ্গল থানার বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জ পুলিশ সুপার (এএন্ডএফ) সিলেট মোঃ জেদান আল মুসা।
    এ সময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সভাপতিত্বে ও এসআই রাকিবুল হাছান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সার্কেল অফিসার সহকারি পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. হরিপদ রায়, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়।
    এছাড়াও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, পৌরসভার কাউন্সিলর ও অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রমুখ।
  • নাগরপুরে পাকুটিয়া,ভারড়া ও ধুবড়িয়া ইউনিয়নে আ.লীগের বর্ধিত কর্মী সভা।

    নাগরপুরে পাকুটিয়া,ভারড়া ও ধুবড়িয়া ইউনিয়নে আ.লীগের বর্ধিত কর্মী সভা।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টার: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল-৬ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটুকে বিজয়ী করার লক্ষ্যে পাকুটিয়া,ভারড়া ও ধুবড়িয়া ইউনিয়নে বিশেষ বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫ ডিসেম্বর) সকালে  পাকুটিয়া  ইউনিয়ন আ.লীগ,বিকেলে ভারড়া ইউনিয়ন আ.লীগ ও রাতে
    ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ বিশেষ বর্ধিত কর্মী সভার আয়োজন করে। তিনটি ইউনিয়নের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি।
    এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনিসুর রহমান,সহ সভাপতি এড.আজহার,একেএম কামরুজ্জামান মনি,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছবুর, আবদুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম অপু,জাহিদুল হাসান জাহিদ,শেখ শামসুল হক,  কৃষি ও সমবায় সম্পাদক মোঃ হুমায়ুন কবীর,তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জাকির তালুকদার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা,যুবলীগের সভাপতি( দায়িত্বপ্রাপ্ত) ভক্ত গোপাল রাজবংশী, যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, আনিসুজ্জামান তুহিন,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সম্পাদক মোঃ ফারুক হোসেন,শ্রমিকলীগ সভাপতি মোঃ আব্দুস ছালাম, সম্পাদক মোঃ শাহলম মিয়া,ছাত্র লীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সম্পাদক মোঃ সজিব মিয়া সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
  • নাগরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে  আলোচনা সভা ও দোয়া মাহফিল।

    নাগরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে  আলোচনা সভা ও দোয়া মাহফিল।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টার:টাংগাইলের নাগরপুরে উপজেলা আ.লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উপলক্ষে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নাগরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি।
    বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায়  আরও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড.আজহার,একেএম কামরুজ্জামান মনি,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছবুর, আবদুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম অপু,জাহিদুল হাসান জাহিদ,শেখ শামসুল হক,  কৃষি ও সমবায় সম্পাদক মোঃ হুমায়ুন কবীর,তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জাকির তালুকদার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা,যুবলীগের সভাপতি( দায়িত্বপ্রাপ্ত) ভক্ত গোপাল রাজবংশী, যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, আনিসুজ্জামান তুহিন,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সম্পাদক মোঃ ফারুক হোসেন,শ্রমিকলীগ সভাপতি মোঃ আব্দুস ছালাম, সম্পাদক মোঃ শাহ আলম মিয়া,ছাত্র লীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সম্পাদক মোঃ সজিব মিয়া সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
  • মাধবপুরে আওয়ামী লীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত।

    মাধবপুরে আওয়ামী লীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত।

    নাহিদ মিয়া মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত।
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায়  আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল হোসেন চৌধুরী সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ  জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট ফজলে আলী। প্রধান অতিথির বক্তব্যে বলেন দেশের উন্নয়নের অগ্রযাত্রা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও সকলের আন্তরিক প্রচেষ্টায় ৭ জানুয়ারী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফজল চৌধুরী (মেম্বার), ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, নরুত্তম মেম্বার, ফরুক মিয়া মেম্বার,বশু চৌধুরী, সাইফুল ইসলাম  মেম্বার, তপন কুমার সরকার, জীবন সূত্র ধর, চন্দন সরকার, শ্রমিক নেতা আলম মিয়া। যুবলীগ সভাপতি মো: এরশাদ আলী, সাধারণ সম্পাদক প্রনব ভৌমিক, সুজিত দাস , ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্র লীগ নেতা অভিশান্ত সরকার সহ সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক  নেতৃবৃন্দ।
    সভায় সর্বসম্মতিক্রমে তোফায়েল হোসেন চৌধুরী অপুকে আহবায়ক এবং সেক্রেটারি মিজানুর রহমানকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট আন্দিউড়া  ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।’
  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রামপালে আ’লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রামপালে আ’লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত।

    রামপাল প্রতিনিধিঃ দরজায়  কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।  সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া।  সুন্দরবনের কোলঘেষা ৯৭ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনেও এর ব্যতিক্রম নয়। আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাটের রামপালে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় রামপাল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
    সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভুঁইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ড. এ কে আজাদ ফিরোজ টিপু, মোল্লা আ. রউফ,  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, প্রচার সম্পাদক তালুকদার নাজমুল কবীর ঝিলাম, বাংলাদেশ আওয়ামী লীগের আইন-উপ কমিটির সদস্য ব্যারিস্টার শেখ ওবায়দুর রহমান ওবায়েদ।
    এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন,  অধ্যক্ষ মোতাহার রহমান,  শেখ নিজাম উদ্দিন,  অধ্যক্ষ খালিদ আহমেদ,  উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন,  মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি,  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির, তপন কুমার গোলদার,  তালুকদার সাব্বির আহমেদ,  সুলতানা পারভীন ময়না, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন,  গাজী আক্তারুজ্জামান,  শেখ নুরুল আমিন,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ ও সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথি তার বক্তব্য বলেন, নৌকা মার্কা স্বাধীনতার মার্কা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন। তাই দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণ ও বুদ্ধিমত্তার অধিকারী। তিনি বিচার বিবেচনা করে এ আসনে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে নৌকার টিকিট দিয়েছেন।  আওয়ামী লীগ বড় একটি রাজনৈতিক দল। দলের মধ্যে যে কোন কারণে মত পার্থক্য তৈরি হতে পারে।  এখন সবাই অতীত ভুলে একতাবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতির মাধ্যমে এই আসনে হাবিবুন নাহারকে বিজয়ী করতে হবে।
  • বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে রামপালে প্রস্তুতি সভা।

    বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে রামপালে প্রস্তুতি সভা।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    রামপাল উপজেলা মানবাধিকার কমিশনের আয়োজনে বুধবার (৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় রামপাল কলেজে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
    মানবাধিকার কমিশন রামপাল শাখার সদস্য শেখ শাহ নেওয়াজের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন, রামপাল শাখার  সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম বকতিয়ার,  সদস্য শেখ মোস্তফা কামাল পলাশ, হাওলাদার আব্দুল মান্নান, সাংবাদিক মো. হাফিজুর রহমান,  এ্যাড. মো. হাফিজুর রহমান,  মো. গোলাম ইয়াছিন রাজু,  মো. আসাদুর রহমান, মো. মাছুম বিল্লাহ প্রমুখ।
    এসময় আগামী ১০ ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উদযাপনের বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়।  আলোচনান্তে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, ১০ ই ডিসেম্বর  সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে এক র‌্যালী বের করা হবে। র‌্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনার আয়োজন করা হবে। বিশ্ব মানবাধিকার দিবস রামপালে যথাযথ  মর্যাদার সাথে উদযাপনের জন্য মানবাধিকার কমিশন রামপাল শাখার সকল সদস্যদের সহযোগিতা কামনা করা হয়।
  • মাধবপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা।

    মাধবপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রস্তুতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এড. মাহবুব আলীকে নৌকা প্রতীকে বিজয়ী করতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার ৫ ডিসেম্বর দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের পরিচালনায় কামেশ রঞ্জন করের সভাপতিত্বে সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. আবু জাহির এমপি।
    হবিগঞ্জ -৪ মাধবপুর – চুনারুঘাট আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এড. মাহবুব আলী। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী, সহ সভাপতি এড. মনোয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, পৌর সাবেক মেয়র শাহ্ মো: মুসলিম।
    বর্ধিত সভায় উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষক লীগ, শ্রমিক লীগ,তাতী লীগ,মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    নৌকার জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করতে নেতা কর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।বর্ধিত সভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এড. মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নজিরবিহীন উন্নয়ন হয়েছে, শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে তিনি মাধবপুর – চুনারুঘাটের জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।অতীতের ভুলত্রুটি ক্ষমা করে আওয়ামী লীগের আদর্শের প্রতি অবিচল থেকে নৌকার জন্য ভোট চেয়েছেন।
  • গোদাগাড়ী মাটিকাটা ইউনিয়নে মতবিনিময় ও আলোচনা সভা।

    গোদাগাড়ী মাটিকাটা ইউনিয়নে মতবিনিময় ও আলোচনা সভা।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ীতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী গতিশীল নেতৃত্বে বঙ্গবন্ধর সোনার বাংলা গড়ে তোলার প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন। শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে, শেখ হাসিনা জয়লাভ করলে আপনি জয়লাভ করবেন, আপনার ছেলে, মেয়েসহ এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে। গোদাগাড়ীর এমন কোনা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ১৫ বছরে যা উন্নয়ন হয়েছে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে আগামী ৫ বছরে এধরনের উন্নয়নে করা হবে। শুধু মাত্র গত ১৫ বছরে গোগ্রাম ইউপিতে ৬১৫ কোটি ৯৪ লাখ টাকার উন্নয়ন করা হয়েছে। গরুর মাংশ ৮ শ টাকা কেজি সাবই সপ্তাহে ৩/৪ গরুর মাংশ খেতে পারছে। কিন্ত বিএনপি জামায়াতের আমূলে ১৫০ টাকা কেজি গরুর মাংশ ছিল কিন্তু সপ্তাহে একদিনও খেতে পারেন নি। যেখান আগে একটি গরু জবাই করে মাংশ বিক্রি করতে সন্ধ্যা হয়ে যেত। এখন সেখানে ৬/৭ গরু জাবাই করে দুপুরে আগেই মাংশ বিক্রি হয়ে যায়। দৃশ্যেমান হয়েছে পদ্মা সেতু, বঙ্গবন্ধু ট্যানেল, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ বিভিন্ন উন্নয়নের ধারা অব্যাহত নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধান মন্ত্রীর চেয়ারে বসাতে হবে।

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি এসব কথা বলেন।
    আজ ১১ নভেম্বর শনিবার সকাল ১১ টার সময় গোগ্রাম স্কুল এন্ড কলেজ মাঠে গোগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুর চৌধুরী।
    উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদের সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব অয়জুদ্দিন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, অধ্যক্ষ আব্দুল আওয়াল রাজু, উপজেলা আওয়ামীলীগের সহকারি প্রচার ও প্রকাশনা বিষায়ক, কাষ্টম গোয়েন্দা রাজশাহীর সবেক সহকারি পরিচালক সুনন্দন দাস রতন, প্রধান শিক্ষক আব্দুল বারী প্রমূখ।

    দেশের মানুষ শান্তিতে বসবাসের জন্য, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয়সরকার, যোগাযোগ, বিদ্যুৎসহ সর্বক্ষেত্রে বাপক উন্নয়ন হয়েছে, এসব উন্নয়ন দেখে কিছু কুচক্রী মহল দেশে বিদেশে গুজব ছড়াচ্ছে। সব গুজাবে কান দিবেন না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে
    ওমর ফারুক চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার দেশ ও জনগনের জীবনমান উন্নয়নের সঠিক তথ্য প্রচার ও মাদকমুক্ত গোদাগাড়ী উপজেলা গড়ার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে।
    ওমর ফারুক চৌধুরী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, শুধু দেওপাড়া ইউনিয়নে ৪৭ হাজার ৬ শ ৯২ জন উপকার ভোগি প্রায় ১৩৪ কোটি টাকা ভাতা পেয়েছেন। আপনাদের পেছনে বর্তমান সরকার অনেক অবদান আছে। আপনারা সুখী আছেন এর পেছনে শেখ হাসিনার সরকারের অবদান আছে। সাড়ে ১৪ বছরে শিক্ষায় ৬ শ ৩৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন করেছি, নতুন ভবন নির্মান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে ৮০ কোটি ২৩ লাখ টাকার উপবৃত্তি দেয়া হয়েছে।
    সরকরি প্রাথমিক বিদ্যালয়ে ৭৮ টি ভবন নির্মান করা হয়েছে এতে ব্যয় হয়েছে ২০৯ কোটি টাকা, সংস্কার কাজ হয়েছে ৩৪৭ কোটি টাকা, নতুন বই বিতরণ করে হয়েছে ৮০ লাখ ২৮ হাজার টি বই। কম্পিউটার ল্যাবে ব্যয় হয়েছে ৯০ লাখ ৮১ হাজার টাকা। শিক্ষার্থীদের মাঝে ৫৩৫ টি বাইসাইকেল বিতরন করা হয়ে। তিনি আরও বলেন, এখন শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে বিএনপি জামায়াতের শাসন মূলে বিদ্যুৎ পেয়েছে ৩৬ ভাগ মানুষ বিদ্যুৎ পেয়েছেন। তিনি আরও বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় বসে ভিসানীতির প্রতিবাদ করেছেন। আর ফকরুল সাহেব আমাদের ভিসানীতির ভয় দেখাচ্ছেন। তারা বিদেশীদের হাত ধরে ক্ষমতায় আসতে চাই। দেশকে তালেবান, জঙ্গীবাদ, সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত করতে চাই। তাদের সে ইচ্ছা কোন দিনই পূরণ হবার নয়। খালেদা জিয়া মামলায় দন্ডিত, তারেক জিয়া পালাতক, ফেরারী আসামী তাদের দল ক্ষমতায় আসলে কে হবে প্রধানমন্ত্রী এনিয়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে।

    আগামী দিনে আবারও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশ পরিণত হবে এবং সুখি রাষ্ট্রে পরিণত হবে। তাই আগামী দিনে আপনাদের কাজ হবে সরকারকে সহযোগী করা। সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা ও নৌকায় ভোট দিয়ে প্রধান মন্ত্রীকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে হবে।
    আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি জামায়াত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেশে বিদেশে অপপ্রচার চালাচ্ছেন, বিদেশে ধর্না দিচ্ছেন কিন্তু কোন লাভ হবে না। শেখ হসিনার অধীনে সংসদ নির্বাচন অনু্ষ্ঠিত হবে। শেখ হাসিনা আবার যদি প্রধান মন্ত্রীর চেয়ারে বসতে পারেন তবে এখানে মিনি স্টুডিয়াম করে দেয়া হবে। আমি ফারুক চৌধুরী যা বলি তাই করি অতীতে যা কথা বলেছি তা পূরণ করেছি।
    ২০১৫ ইং সালের পর স্কুল, কলেজ, মাদ্রায় যত শিক্ষক কর্মচারী নিয়োগ হয়েছে, সবাই প্রধান মন্ত্রী শেখ হাসিনার বদলাতে আপনাদের চাকুরী হয়েছে, কর্মসংস্থান হয়েছে। আপনাদের দোয়া নিয়ে আবারও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে দেশ রত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। নির্বাচন নিয়ে জামায়াত বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

    তিনি বাল্য বিয়ে, যৌতুক, মাদক, জঙ্গিবাদ, সরকারের উন্নয়ন, সাফল্য নিয়ে বিস্তর আলোচনা করেন। তিনি আরও উল্লেখ করেন, মেধা ১ ভাগ আর পরিশ্রম হচ্ছে ৯৯ ভাগ, যারা এ কাজটি করতে পারবে তারা জীবনে সাফল্য অর্জন করতে পারবে। পড়া লিখার পাশাপাশি, সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহনে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

  • দেলদুয়ারে ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সভা।

    দেলদুয়ারে ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সভা।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টার: টাংগাইলের দেলদুয়ারে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার দুপুরে দেলদুয়ারে এমপি মহোদয়ের নিজ বাস ভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।
    এ সময় আরও উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক,সহ সভাপতি বাবু এস প্রতাপ মুকুল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন,মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা আক্তার , দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুজ্জামান,পাথরাইল ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ,ডুবাইল ইউপি চেয়ারম্যান মো: ইলিয়াস আলী,এলাসিন ইউপি চেয়ারম্যান মানিক রতন,দেউলি ইউপি চেয়ারম্যান তাহমিনা,  উপজেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা,সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের জন্য আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয় এর পক্ষ থেকে ভুঁড়ি ভোজের আয়োজন করা হয়েছে।