Tag: সভা

  • নওগাঁ জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

    নওগাঁ জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

    নওগাঁ জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

    মাহবুব আলম,নওগাঁ জেলা প্রতিনিধি:রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আলমগীর রহমান মহোদয় জেলা পুলিশ নওগাঁ’র আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত বিশেষ কল্যান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত প্রধান অতিথি মহোদয় উপস্থিত অফিসার ফোর্সের বিভিন্ন সমস্যার বিষয়ে মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের নির্দেশ দেন । তিনি উপস্থিত সকলকে পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন । বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কুতুব উদ্দিন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) । এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বেলকুচিতে শারদীয় দূরর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

    বেলকুচিতে শারদীয় দূরর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জের বেলকুচিতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এই সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া।

    সভায় সহকারী কমিশনার (ভূমি) প্রতিক মন্ডল, সিনিয়র এস এরাফিউর রহমনা রাফি, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর এস এম তবিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকেরিয়া হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা জামায়তের আমীর আরিফুল ইসলাম সোহেল, পৌর বিএমপির সভাপতি আলতাফ হোসেন প্রামানিক, বাংলাদের পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি বৈদ্যনাথ রায়, সাধারণ সম্পাদক অমৃত নারায়ন দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি জয়শংকর সাহা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মুছা হাসেমী সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

    এ সময় বক্তারা বলেন, আজান ও নামাজের সময় মাইক ও বাদ্যযন্ত্রের ব্যবহার বন্ধ রাখতে হবে। থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করাসহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

  • রামপালে পূজা উদযাপন পরিষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা।

    রামপালে পূজা উদযাপন পরিষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা।

    বাগেরহাটের রামপালে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে  উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রামপাল উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আব্দুল্লাহ আল মেহেদী, সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, সাব ইন্সপেক্টর রিফাজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা যুব জামায়াতের সভাপতি সাবেক শেখ আসাদুজ্জামান(আসাদ), ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, আনসার ভিডিপি কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অজয় কুমার ও রামপাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ এম আতিয়ার রহমান।
    এ বছর রামপাল উপজেলার ৩৭ টি মণ্ডপে শারদীয় দূর্গোৎসব পালিত হবে। সকল মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি পূজা নির্বিঘ্নে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে কোন প্রয়োজনে পূূজা উদযাপন পরিষদের পাশে থাকবে বলে ঘোষণা দেয়া হয়।
    সভায় পূজা উদযাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান  ঐক্য পরিষদের সদস্যরা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
  • রামপালে ছাত্রদলের শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    রামপালে ছাত্রদলের শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় জাতীয়তাবাদী ছাত্রদল বাঁশতলী ইউনিয়ন শাখার আয়োজনে গিলাতলা বাজারে বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন (বাবু)।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম আহ্বায়ক ফকির শাহাদাত হোসেন, এস. এম. আব্দুল্লাহ, এনামুল কবীর প্রিন্স ও মুজিবুর রহমান ও উপজেলা যুবদলের সদস্য সচিব এস. এম. আলমগীর কবির বাচ্চু।
    আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম (শোভন)। বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য মোফাজ্জল হোসাইন (বাদল) ও ইমরান হাওলাদার (তুহিন)।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোল্লা বাকী বিল্লাহ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ ইয়াছিন আরাফাত।
    সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলে বিশৃঙ্খলাকারীদের কোন স্থান নেই। সবাইকে শান্ত থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী সবাইকে সামনের দিকে সুসংগঠিত হয়ে এগিয়ে যেতে হবে। কোন দুষ্কৃতকারীকে দলে জায়গা দেয়া হবেনা। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলের আত্নার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।
  • উল্লাপাড়ায় কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সভা অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সভা অনুষ্ঠিত।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৩তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকালে উল্লাপাড়া পৌরশহরের শ্যামলীপাড়া যুব সমিতিতে  উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান ইউসুফ আলী মন্টুর সভাপতিত্বে বার্ষিক সভার ১ম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার সুযোগ্য মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মারুফ হোসেন, উল্লাপাড়া সোনালী ব্যাংক ব্যবস্থাপক মো: রফিকুল ইসলাম, জেলা ব্যবস্থাপক (কালব্) জুট গোমেজ, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ আব্দুস সালাম প্রমুখ। তার আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

    দ্বিতীয় অধিবেশনে সদস্যদের মধ্যে লটারি, সৌজন্য পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে জন্মদিন উদযাপন  উপলক্ষে-প্রস্ততিমুলক সভা।

    নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে জন্মদিন উদযাপন  উপলক্ষে-প্রস্ততিমুলক সভা।

    নওগাঁ প্রতিনিধিঃ
    নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম দিন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ২০২৪ তম জন্ম বার্বিকী উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসকের সভা কক্ষে এক প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়।
    নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবাষিকী উপলক্ষ্যে আজ ১৫ এপ্রিল  বেলা ১২ টার সময় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত প্রস্ততিমুলক সভায় সভাপত্বিত করেন নওগাঁ জেলা প্রসাশক মোঃ-গোলাম মাওলা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আত্রাই-রানীনগর সংসদ সদস্য এ্যাডঃ ওমর ফারুক সুমন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুলিশ সুপার রাশেদুল হক বি পি এম অতিরিক্ত জেলা প্রসাশক সোহেল রানা, আব্দুল করিম,অতিরিক্ত জেলা প্রসাশক, সহ আরও উপস্থিত ছিলেন আত্রাই রানীনগরের উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান গন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্টানের প্রধান ও নওগাঁ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ। প্রস্ততিমুলক সভায় পর্যায়ক্রমে বক্তরা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জীবনের নানা গুরুত্বপূর্ণ স্মৃতিচারণের মাধ্যমে বক্তব্য রাখেন।
    এসময় অনুষ্ঠান পরিচালনার জন্য প্রস্তুতি মূলক বিভিন্ন শাখা কমিটি গঠিত হয়। রানীনগর আত্রাই এর সাংসদ এ্যাডঃওমর ফারুক সুমন বলেন,আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে বলছি, জন সমাগমে পোস্টার,লিফলেট ও মাইকে পূর্ব থেকেই প্রচরনা চালাতে হবে।
  • উল্লাপাড়া উপজেলা কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

    উল্লাপাড়া উপজেলা কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

    আমারজমিন প্রতিবেদকঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কৃষকলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৪ এপ্রিল(বৃহস্পতিবার) বিকেলে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মতবিনিময় সভায় উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল লতিফ টিটুর পরিচালনায় এবং উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক মোঃ আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন; উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, পৌর আওয়ামীলীগের সভাপতি এবং পৌর মেয়র এস.এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শফিউল আলম হ্যাভেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মজনু মিয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, জেলা যুবলীগের সদস্য এবং উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক এস. এম. তোফায়েল ইসলাম বকুল, আওয়ামীলীগ নেতা মোঃ নবী নেওয়াজ খাঁন বিনু প্রমুখ।

    আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে ইফতারি বিতরণ করা হয়।

  • ঈদুল ফিতর উপলক্ষে গোয়ালন্দে সমন্বয় সভা-নানা উদ্যোগ গ্রহণ।

    ঈদুল ফিতর উপলক্ষে গোয়ালন্দে সমন্বয় সভা-নানা উদ্যোগ গ্রহণ।

    রাজবাড়ী প্রতিনিধিঃ
    আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের সুষ্ঠ ব্যবস্থাপনা ও যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করার লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে
    উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন, বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের সহকারী প্রকৌশলী নিশাদ আহম্মেদ, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, দৌলতদিয়া নৌ পুলিশের এসআই মো. ফরিদ উদ্দিন, জেলা সড়ক পরিবহন ও বাস মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য সুকুমার ভৌমিক, আরিচা লঞ্চ মালিক সমিতির অফিস সেক্রেটারী জুয়েল রানা, পরিবহন নেতা তোফাজ্জেল হোসেন, হাসেম খান, সহ থ্রি হুইলার সমিতিসহ ঘাট সংশ্লিষ্ট বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
    সভায় জানানো হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরী ও লঞ্চ সংখ্যা বাড়ানোসহ ঘাট প্রস্তুত রাখা, যাত্রীদের সুবিধার্থে সড়ক ও ঘাট এলাকায় পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা, লুচ কালেকশনের নির্ধারিত পোশাক পরিধান করা, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো, ঈদকে সামনে রেখে যাতে অপরাধীদের অপতৎপরতা বেড়ে না যায় সেদিকে নজরদারি বাড়ানো, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলরত ফেরীতে ঈদের সময় জুয়া,  ছিনতাইকারী,  ডাকাতির দল সক্রিয় হয়ে উঠে নৌপুলিশ সদস্যদের এ ব্যাপারে আরো বেশি তৎপর হওয়ার অনুরোধ জানানো হয়।
    সভায় আরো জানানো হয়, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করবে এছাড়াও যাত্রী পারাপারের জন্য ফেরীর পাশাপাশি ছোট-বড় মিলিয়ে ২০টি লঞ্চ চলাচল করবে এই নৌরুটে। ফেরিতে জুয়ারি চক্রের তৎপরতা বৃদ্ধি, ডাকাতি, ঘাটে অতিরিক্ত বাস – প্রাইভেটকারের কাউন্টার বসিয়ে কতিপয় নেতা ও জনপ্রতিনিধির অনৈতিক সুবিধা আদায়,ছিনতাই, অবৈধ ও ফিটনেস বিহীন যানবাহন চলাচল বন্ধ, বাড়তি ভাড়া আদায় বন্ধ, ঘাটে যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধিকরন, লঞ্চ ও ফেরির সংখ্যা বাড়ানো,প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানো, নদীতে অবৈধ ট্রলার, স্পীড বোট,বলগেট চলাচল বন্ধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে মোট ছয় দিন জরুরি পণ্য ও সেবা ব্যতীত সব পণ্যবাহী ট্রাক এবং কাভার্ডভ্যানের ফেরি পারাপার বন্ধ থাকবে। এ ছাড়াও ৬ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে এবং পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
    গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মহাসড়ক ব্যবহার করে সরাসরি ঘাটে চলে যাওয়া বা ফেরিতে উঠে যাওয়া যানবাহন হতে যে কোন ধরনের টোল বা চাঁদা আদায় অবৈধ। অন্তত ৬ ঘন্টা টার্মিনাল ব্যবহার না করলে টার্মিনাল চার্জ আদায়েরও বিধান নেই। ইতুপূর্বেও আমার কাছে এ বিষয়ে অভিযোগ এসেছে। সংশ্লিষ্টদের এ ধরনের টোল আদায় বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। তারপরও না মানলে কঠোর আইনানুগ ব্যবস্হা নেয়া হবে।
    উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী ঘাট সংশ্লিষ্ট সকলের প্রতি স্ব-স্ব দায়িত্ব পালন করার জন্য অনুরোধ জানান। ঘরে ফেরা মানুষ যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে এবং ঘাটে যেন যাত্রী হয়রানীর শিকার না হয় সে জন্য সংশ্লিষ্ট তিনি সকলের প্রতি আহবান জানান।
     উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, এ বছর ঘাট দিয়ে ঈদে ঘরমুখো মানুষ যেন কোন রকম ভোগান্তি ছাড়াই বাড়ী পৌছাতে পারে তার সু-ব্যবস্থা করা হবে। কোন ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সে সকল বিষয়ে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
    তিনি আরও বলেন, দৌলতদিয়া ঘাটে যাত্রী হয়রানী ও ভাড়া মনিটরিংয়ের জন্য মোবাইল কোর্ট পরিচালিত করবে উপজেলা প্রশাসন। এমনকি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ঘাট এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।
  • গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।

    গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।

    রাজবাড়ী প্রতিনিধিঃ
    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ এপ্রিল)
    বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজবাড়ী জেলা অফিসের আয়োজনে এবং গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
    সভায় উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আছিফুর রহমান সহ ব্যবসায়ীবৃন্দ প্রমুখ।
    এ সময় নিরাপদ খাদ্য নিশ্চিতকরনে উপজেলা পর্যায়ে খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরন, মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে নিয়ন্ত্রন করার পরিকল্পনা করা হয়। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি নিরুপন, নিরাপদ খাদ্য বিষয়ক সমস্যাসমূহ চিহ্নিতকরন, চিহ্নিত স্থানীয় সমস্যা সমূহের অগ্রাধিকার নির্নয়, অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যমান সমস্যা দূরীকরন, উপজেলায় নিরাপদ নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারনা এবং সর্বোত্তম পন্থা অবলম্বন করে স্থানীয়ভাবে সমাধানের বিষয়গুলো তুলে ধরা হয়।
  • মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল।

    মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
    হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় মাধবপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের নিচতলায় উক্ত আলোচনা সভা ও ইফতার  মাহফিলে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: এরশাদ আলী, সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী।
     উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন চৌধুরী অসিম, পৌর মেয়র মো: হাবিবুর রহমান মানিক,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস.এম. রিয়াদ তুষার,মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আতিকুর রহমান,  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, পৌর আওয়ামী লীগ সভাপতি শাহ মো: সেলিম, সাংবাদিক আনোয়ার হোসেন বেলাল প্রমূখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন খান্দুরা হাবেলীর পীরজাদা সৈয়দ জুবায়ের কামাল।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা মো: কবির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহফুজুল হক, সাধারণ সম্পাদক সুলেমান মিয়া, পৌর আওয়ামী লীগের সেক্রেটারি আলমগীর হোসেন টিপু, মাধবপুর বাজার মুদি ও স্টেশনারি সমিতির সভাপতি স্বপন সাহা,সেক্রেটারি সুজিত পাল,  উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সহ সভাপতি সুজন রায়, সাবেক যুগ্ন আহব্বায়ক জুলহাস উদ্দিন রিংকু,এমএম গউছ, নাহিদ মিয়া, জাকির হোসেন, শেখ জাহান রনি, কায়েস আহমেদ সালাম, আক্তার হোসেন, ত্রিপুরারি দেবনাথ, জালালউদ্দিন লস্কর,মুক্তার হোসেন,মাও জাকিউর রহমান,শহীদ  আলী শান্ত,মশিউর রহমান, যুবলীগ নেতা ইকবাল চৌধুরী, আব্দুর রাজ্জাক,আমিনুল ইসলাম ভুট্রু প্রমূখ।