Tag: সভা

  • মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার নিমিত্তে সচেতনামূলক সভা।

    মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার নিমিত্তে সচেতনামূলক সভা।

    আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    মা ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আসন্ন মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ সফল করার নিমিত্তে সচেতনতামূলক সভা অনু্ষ্ঠিত হয়েছে ।

    রোববার (৩ অক্টোবর) সকালে সদর উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনু্ষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহেদ আলী ।
    সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।

    সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রোস্তম আলী, আওয়ামী মৎস্যজীবী লীগ সিরাজগঞ্জ জেলার সভাপতি, সেক্রেটারী সহ অন্যান্য নেতৃবৃন্দ, মৎস্য ব্যবসায়ী, আড়ৎদার ও মৎস্যজীবীবৃন্দ।

  • তানোর পৌর যুবদলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা।

    তানোর পৌর যুবদলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা।

    সারোয়ার হোসেন,তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলা যুবদলের সদ্য নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার(৩ অক্টোবর) বেলা ১২টার সময় গোল্লাপাড়া বাজার বরেন্দ্র ভবনে বিএনপির দলীয় কার্যালয়ে যুবদলের সদ্য নতুন এ আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে তানোর পৌর যুবদলের আহ্বায়ক এমদাদুল হক মন্ডলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন তোফার সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী)আসনের সাবেক সংসদ সদস্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরিফ উদ্দিন।

    এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামিনী সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল হক সমাপ্ত, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম, সদস্য সচিব শামসুল হক,তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মুর্তুজা উপস্থিত ছিলেন। এসময় তানোর পৌর যুবদলের ৩১সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের ফুলের মালা পরিয়ে নেতাকর্মীদের সাথে পরিচিত করা হয়।

  • শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে কানাইঘাট থানা পুলিশের প্রস্তুতি সভা।

    শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে কানাইঘাট থানা পুলিশের প্রস্তুতি সভা।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে নিয়ে কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক প্রস্তুতি সভা শনিবার বিকেল ৩ টায় থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

    থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) জাহিদুল হকের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে কানাইঘাট সার্কেলের (এ এসপি)আব্দুল করিম বলেন,দূর্গা পূজাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সব ধরণে প্রস্তুতি ইতিমধ্যে থানা পুলিশ নিয়ে রেখেছে। উপজেলার প্রতিটি মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার বিডিপির সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

    দুষ্কৃতিকারীরা যাতে করে পূজা মন্ডপে বিশৃঙ্খলা ও প্রতিমার ক্ষতি সাধন করে ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে না পারে এজন্য প্রতিটি মন্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে সার্বক্ষণিক নজরদারী রাখার জন্য তিনি আহবান জানান।

    প্রস্তুতি সভায় কানাইঘাট উপজেলার ৩৩টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা ধর্মীয় ভাবগম্ভীর ও উৎসব মুখর শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন মতামত তুলে ধরে সভায় বক্তব্য রাখেন,উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা,সাধারণ সম্পাদক শ্রী রিংকু চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্রশিল্পী ভানু লাল দাস,সাধারণ সম্পাদক ভজন লাল দাস,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,ঐক্য পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি দুর্গা কুমার দাস,পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মাষ্টার সলিল চন্দ্র দাস,পৌর ঐক্য পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস,উপজেলা ঐক্য পরিষদের সহসভাপতি বিকাশ চন্দ্র দাস,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র দাস,মিলন কান্তি দাস,উপজেলা ছাত্রযুব ঐক্য পরিষদের সভাপতি বিধান চৌধুরী সহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।

    দুর্গা পূজার প্রস্তুতি সভায় উপজেলা পূজা উদযাপন ও ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন মন্ডপের সদস্যরা বলেন,কানাইঘাটে যুগযুগ ধরে ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গা হয়ে আসছে। এবছরও শান্তিপূর্ণ ভাবে সকলের সহযোগিতায় পূজা উদযাপন হবে।

  • বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আখলাকুরের সমর্থনে সভা।

    বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আখলাকুরের সমর্থনে সভা।

    ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বচনে ওসমানীনগরের বুরুঙ্গা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আখলাকুর রহমানের সমর্থনে মতবিনিময়সহ অব্যাহত রয়েছে গনসংযোগ।

    এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয়ে লন্ডন মহানগর যুবলীগের সহ-সভাপতি আখলাকুর রহমান দেশে অবস্থান করে বুরুঙ্গা বাজার ইউনিয়নের ৯টি ওর্য়াডে চষে বেরাচ্ছেন। দলীয় নেতা ও তার কর্মীসমর্থক নিয়ে এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগের উন্নয়নের চিত্র তুলে ধরে নিজের প্রার্থিতার ঘোষণা করছেন।

    যার ধারাবাহিকতায় শনিবার রাতে বুরঙ্গা বাজার ইউনিয়নের ৫নং ও ৬নং ওয়ার্ডবাসীর আয়োজনে চেয়ারম্যান প্রার্থী আখলাকুর রহমানের সমর্থনে সভা অনুষ্ঠিত হয়েছে।

    সমাজসেবী মাওলানা কামাল আহমদের সভাপতিত্বে ও ছাত্রনেতা রাসেল আহমদ ও আব্দুল গফ্ফারের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবী সিদ্দিকুর রহমান।
    এ সময় বক্তারা বলেন,তৃনমূলের রাজনীতি থেকে উঠে আসায় এলাকার সার্বিক উন্নয়নের সাথে অতপ্রুতভাবে জড়িত রয়েছেন আখলাকুর। যার ফলস্রুতিতে বিগত সময়ে তিনি টানা দুই বার ইউপি সদস্যের দ্বায়িত্ব পালন কালে ওর্য়াড পর্যায়ের সর্বক্ষেত্রে নিশ্চিতসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দিন রাত কাজ করে গেছেন।পরবর্তীতে জবীনের তাগিদে প্রবাসে পারি জমালেও প্রবাসের বিলাসী জীবন আকঁরে না ধরে নিম্ন আয়ের মানুষের কল্যাণসহ ইউনিয়ন বাসীর সার্বিক উন্নয়নে সদা তৎপর তিনি।জন জরিপের ভিত্তিতে মনোনয়ন দিলে এই ইউনিয়নে আখলুকুর রহমানই আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা করেন কর্মীসমর্থকরা।

    বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক লেবু মিয়া,সাবেক ইউপি সদস্য আফতাব মিয়া, ইউপি সদস্য আব্দুল ছত্তার, বতর্মান ইউপি সদস্য সেবুল আহমদ, বিবু ভূষন দেব, ইসলাম আলী, ফারুক মিয়া, মনিরুল হক,মাওলানা আব্দুস শহীদ,হারুনুর রশীদ,আব্দুল মুহাইমিন,সাইস্তা মিয়া,খালিছ মিয়া,জাবেদ হাসান চৌধুরী,প্ররিন্দ্র সূত্র ধর,মামুন যুবরাজ,ছাদেক আহমদ,দিলাল মিয়া,ছানা মিয়া,রোসন মিয়া, ছালেহ আহমদ,পারভেজ মিয়া,ছমছু মিয়া,নজরুল ইসলাম প্রমুখ।

    সভায় চেয়ারম্যান প্রার্থী আখলাকুর রহমান তাঁর প্রতিক্রিয়ায় বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের রুপান্তরের ওসমানীনগর বিশ্বনাথের আগামীদিনের নৌকার কান্ডারী যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারাণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশনায় ছোটবেলা থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল দলীয় কার্যক্রমে সক্রিয় থাকার চেষ্ঠা অব্যাহত রেখেছি।পাশাপাশি এলাকার সামাজিক ও সার্বিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় বুরুঙ্গা বাজার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করার আশাবাদ প্রকাশ করেন তিনি।

    অনুষ্টানে তাহসিন আহমদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে বুরুঙ্গা বাজার ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

  • কামারখন্দ উপজেলা যুব মহিলালীগের বর্ধিত সভা অনু্ষ্ঠিত।

    কামারখন্দ উপজেলা যুব মহিলালীগের বর্ধিত সভা অনু্ষ্ঠিত।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা শাখা’র আওয়ামী যুব মহিলালীগের বর্ধিত সভা অনু্ষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১অক্টোবর) সকালে কামারখন্দ উপজেলার মিনি অডিটোরিয়ামে কামারখন্দ উপজেলা আওয়ামী যুব মহিলালীগ শাখার সভাপতি মোছাঃ আরজিনা খাতুনের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোছাঃ কাছিদা খাতুন রোজির সঞ্চালনায় অনু্ষ্ঠিত বর্ধিত সভার প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন,বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন রিমি।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,বাংলাদেশ যুব মহিলালীগ সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক রুমানা।

    রেশমা,যুগ্ন-সাধারণ ঈশিতা পারভীন,কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সেলিম রেজা,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেখ,কামারখন্দ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ তাহমিনা ওয়াজেদ মেরিনা, সাধারণ সম্পাদক মোছাঃ সম্পা রহমান প্রমুখ।

  • রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উদ্যোগে বিট পুলিশিং সভা।

    রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উদ্যোগে বিট পুলিশিং সভা।

    রাজু আহমেদ,রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর সদর উপজেলায় ‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আহলাদিপুর হাইওয়ে থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আহলাদিপুর হাইওয়ে থানায় কমিউনিটি ও বিট পুলিশিং সভায় পুলিশ ও জনগণের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিভিন্ন সামাজিক অপরাধ জঙ্গি, মাদক, নারী ও শিশু পাচার এবং সন্ত্রাস দমন ও মহাসড়কে শৃঙ্খলা রক্ষা চুরি-ডাকাতি-ছিনতাই এবং চাঁদাবাজি রোধে গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে কমিউনিটি ও বিট পুলিশিং মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    এ সময় কার্যকরী বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনতার মাঝে দূরত্ব কমিয়ে কিভাবে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা যায় সে বিষয়ে অলোকপাত করা হয়। কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর হাইওয়ে রিজিয়নের ফরিদপুর পুলিশ সুপার হামিদুল আলম বিপিএম পিপিএম।

    এ সময় আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সার্জেন্ট জয়ন্ত কুমার দেবের সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সেলিম মুন্সি, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন ইউনিয়ন দৌলতদিয়া ঘাট শাখার সভাপতি তোফাজ্জল হোসেন তপু, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইসাক প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার হামিদুল আলম বলেন, হাইওয়ে পুলিশিংশের স্বার্থক ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষিত পরিবহন মালিক, চালক ও হেলপার তৈরি করে গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও দুর্ঘটনা প্রতিরোধ করতে গণসচেতনতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা হবে।

  • প্রধানমন্ত্রীর জন্মদিনে উমরপুরে জিলু মিয়ার আলোচনা সভা।

    প্রধানমন্ত্রীর জন্মদিনে উমরপুরে জিলু মিয়ার আলোচনা সভা।

    জিতু আহমদ,ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ
    যার বলিষ্ঠ নেতৃত্বের ফলে উন্ননত বাংলাদেশ আজ উন্নয়নের পথে উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করে যাচ্ছে স্বাধিন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনকে ঘিরে সিলেটের ওসমানীনগরে শহিদ পরিবারের সন্তান উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জিলু মিয়ার আয়োজনে অনুষ্টিত হয়েছে সভা ও দোয়া ও কেককাটা অনুষ্ঠান।

    বুধবার সন্ধ্যায় উমরপুর বাজার সংলগ্ন ফারুক মিয়ার বাড়িতে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দবীর আহমদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুসাইন আহমদ ছইল মিয়া, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান আমীন উদ্দিনের পুত্র মো: জিলু মিয়া। ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাওছার আহমদের পরিচালনায় বক্তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার অব্যাহত পরিশ্রমের ফলে বাংলাদেশ এখন সারা বিশ্বের দরবারে পরিচিতি পেয়েছে উন্নয়নের রোল মডেল হিসাবে। সঠিক নেতৃত্ব ও কর্মদক্ষতায় দেশের সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি বাস্থবাহিত হয়েছে বঙ্গবন্ধুর সোনার বাংলা।শেখ হাসিনার অব্যাহত উন্নয়নের অগ্রগতির ফলে বাংলাদেশ পরিণত হচ্ছে সমৃদ্ধির,উন্নত ও শান্তির দেশে হিসাবে।

    এসময় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান চৌধুরী,আওয়ামীলীগ নেতা নুর হোসেন মেম্বার,নেছাওর আলী,ছালিক মিয়া,খলিল মিয়া,আবুল হোসেন, আব্দুল আজিজ,আব্দুল হান্নান,বানু বাবু,দিলিপ দে,উমরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুমন আহমদ, উপজেলা যুবলীগের সদস্য সালেহ আহমদ।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা করে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী অনুষ্টানের আয়োজক জিলু মিয়া বলেন,আওয়ামীলীগ করার অপরাধে আমাদের পরিবারকে অনেক নির্যাতনের খড়গ সহ্য করতে হয়েছে। এরপরও পিছপা হইনি। বঙ্গবন্ধুর আদর্শে লালিত থেকে দেশ ও এলাকার উন্নয়নে কাজ করার ফলসরুপ ইউনিয়নের সুশিল সমাজের আহবানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছি। শেখ হাসিনার সুদৃষ্টি পেলে শহীদ পরিবারের সন্তান হিসেবে এলাকার অব্যাহত উন্নয়ন আরও দৃঢ করব।

    অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহিদ সদস্যদের আত্নার মাগফেরাত কামনাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাসহ তাঁদের পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে অনুষ্টিত হয় বিশেষ মোনাযাত। অনুষ্ঠানে উমরপুর ইউনিয়ন আওয়ামীলী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • নাগরপুরে ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার মাস্টারের মতবিনিময় সভা।

    নাগরপুরে ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার মাস্টারের মতবিনিময় সভা।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ টাংগাইলের নাগরপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মামুদনগর ইউনিয়নে আ’লীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন মাস্টার কর্মীসভা ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

    বৃহস্পতিবার ( ৩০সেপ্টেম্বর), বিকেলে শুনসী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার স্থানীয় নেতৃবৃন্দ ও জনগনের সাথে মতবিনিময় করেন।

    এ সময় মামুদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন মাস্টার বলেন,আমি গত পাঁচ বছর চেয়ারম্যান হিসেবে আপনাদের সেবা করেছি,আগামীতেও আপনাদের পাশে থাকতে চাই।

    আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আ’ লীগ থেকে চেয়ারম্যান পদে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী।আমি আপনাদের দোয়া চাই।ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধরে রাজপথেই আছি। দেশরত্ব শেখ হাসিনার স্বপ্ন ‘প্রতিটি গ্রাম হবে শহরথ বাস্তবায়নে কাজ করতে চাই। সমাজের সকল বৈষম্য আর দুর্নীতিকে নির্মূল করে, অবহেলিত, অসহায় মানুষের পাশে থেকে কৃষক, শ্রমজীবী মানুষ ও নারী সমাজের অধিকার আদায়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। অবহেলিত মামুদনগর বাসীর স্বপ্ন ও প্রত্যাশা পূরণে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমি প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছি। শিক্ষা ,সংস্কৃতি ও খেলাধুলার বিকাশ ঘটিয়ে যুব সমাজকে কাজে লাগিয়ে মামুদনগর বাসীর ভাগ্য উন্নয়নে কাজ করার সুযোগ চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।

    এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, শুনসী ৫ নং ওয়ার্ড আ,লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, ইউপি সদস্য হাশেম,মামুদনগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মজিবর মাস্টার,উপজেলা তাতীলীগের সভাপতি ইমারত হোসেন প্রমুখ।

  • সনাতন ধর্মালম্ভিদের দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা।

    সনাতন ধর্মালম্ভিদের দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা।

    সনাতন ধর্মালম্ভিদের দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ
    আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন স্বচ্ছতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে ও লিটন রায়ের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন মাধবপুর চুনারুঘাট (সার্কেল)সহকারী পুলিশ সুপার এস এম মহসিন আল মুরাদ ,থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক , এজিএম পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম আজহারুল ইসলাম , ফায়ার সার্ভিস ইনচার্জ, আনসার ও ভিডিবি কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল দাস, অরুণ নাগ,দুলাল মোদক, দিলীপ দেব, মিজানুর রহমান অনিক প্রমূখ।

  • মৌলভীবাজার বড়লেখায় পুষ্টি সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত।

    মৌলভীবাজার বড়লেখায় পুষ্টি সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সিএনআর এর সুচনা প্রকল্প সহযোগীতায়  পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়।

    বুধবার (২৯ সেপ্টেম্বর)  উপজেলা পরিষদ সভাকক্ষে  উপজেলা অবস্থিত সকল পুষ্টি সমন্বয় কমিটি এটে অংশ গ্রহণ করে।সূচনা প্রকল্পের নিউট্রেশন অফিসার আল আমিনের সঞ্চালনায় বড়লেখা  উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে সূচনা প্রকল্পের বড়লেখা ও জুড়ী উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর সৈয়দ আব্দুস সামাদ স্বাগত বক্তব্য মধ্যদিয়ে সভাটি আরম্ভ হয়।

    সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন,নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক প্রমুখ।বক্তারা মানবদেহে জন্যে বিশেষ করে মা ও শিশু পুষ্টি প্রয়োজনীয়তা বিষয়ে গুরুতপুর্ণ আলোকপাত করেন।

    সভায় আরও উপস্থিত ছিলেন  নুরমিশন বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার সুজয় সরকার,  বড়লেখা শাখার আশা ব্যবস্থাপক প্রদীপ কুমার সিংহ, কারিতাস সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প প্রতিনিধি মাইকেল নংরুম, আইপিডিএস প্রতিনিধি জসিন্তা সুমের, হীড বাংলাদেশ প্রতিনিধি আন্না পঃডুয়েং প্রমুখ।