Tag: সভা

  • তাড়াশে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

    তাড়াশে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জের তাড়াশে  ইউনিয়ন পরিষদের  নির্বাচনকে সামনে রেখে বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৭ জানুয়ারী বৃহস্পতিবার  সন্ধ্যায় উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী হাফেজিয়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোঃ ময়নুল হকের সভাপতিত্বে  এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা  গাজী আব্দুস সামাদ খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার,কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য মিঠুন মোস্তাফিজ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মর্জিনা খাতুন, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ,খলিলুর রহমান,সহপ্রচার সম্পাদক মোহাম্মাদ আলী,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ,বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

  • ইউপি নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রার্থীদের নিয়ে বিট পুলিশিং সভা।

    ইউপি নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রার্থীদের নিয়ে বিট পুলিশিং সভা।

    রাঙ্গামাটির লংগদু উপজেলার আগামী ৭ফেব্রুয়ারি ইউপি নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাইনীমুখ বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (২৬জানুয়ারী) দুপুর ১২টার সময় মাইনীমুখ বাজারে লংগদু উপজেলার সকল ইউপির চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করে লংগদু থানা পুলিশ।
    সভায় লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙ্গমাটির অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ,সহকারী পুলিশ সুপার বাঘাইছড়ি সার্কেল আব্দুল আওয়াল চৌধুরী,সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, লংগদু উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম সহ  উপজেলার সকল চেয়ারম্যান, মেম্বার প্রার্থী ও জনসাধারণ।
    এসময় পুলিশ সুপার মাহমুদা বেগম আগামী ৭ফেব্রুয়ারি লংগদু উপজেলার বিভিন্ন ইউপিতে নির্বাচনকে কেন্দ্র করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোন রকম আচরণ বিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা আপনাদের সহযোগীতা চাই। আপনাদের সমস্যা হলে আমাদের জানান আমরা ব্যবস্থা নিবো। নির্বাচনে যথেষ্টসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকবে বলেও জানান তিনি।
    বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, লংগদু উপজেলার ইউপি নির্বাচন হবে একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন। এখানে কোন রকম আচরণ বিধি লঙ্ঘন করলে কেউ ছাড় পাবেনা।
    এসময় উপস্থিত প্রার্থীদের সকলকে মত প্রকাশের সুযোগ করে দেওয়া হয়,মত প্রকাশে সকলেই একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের দাবী জানিয়েছেন। অপর দিকে এতো সুন্দর ভাবে মত প্রকাশের সুযোগ করে দেওয়ায় লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জনসাধারণ।
  • বাঘায় আড়ানী পৌর আ.লীগের বর্ধিত সভা অনুষ্টিত।

    বাঘায় আড়ানী পৌর আ.লীগের বর্ধিত সভা অনুষ্টিত।

    রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর আ.লীগের বর্ধিত সভা রোববার (২৩ জানুয়ারী) সকাল ১১টায় আড়ানী ইউনিয়ন পরিষদের হলরুমে আগামী ২৮ জানুয়ারী আড়ানী পৌর আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে এই বর্ধিত সভা অনুষ্টিত হয়।
    আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আড়ানী পৌর আ.লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ। আড়ানী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, মুজিবুর রহমান, সংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিক, সদস্য মাসুদ রানা তিলু, রফিকুল ইসলাম রফিক, শফিকুল ইসলাম নান্টু, বাঘা পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু, আড়ানী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কার্তিক হালদার, আড়ানী পৌর আ.লীগের সহ-সভাপতি সাইদুর রহমান, আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল, আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পী প্রমুখ।
    উল্লেখ্য, বর্ধিত সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ২৮ জানুয়ারী আড়ানী পৌর আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আড়ানী সরকারি মনোমোহীনি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হবে।
  • লক্ষ্মীপুরে ইউনিয়ন আওয়ামীলীগের কার্য নির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত।

    লক্ষ্মীপুরে ইউনিয়ন আওয়ামীলীগের কার্য নির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত।

    লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম সাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগ আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ ইউনিয়ন ও থানা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগে সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা- কর্মী। সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা মনোনীত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আইনুল আহমেদ তানভীরকে সমর্থন না করে নিজেই বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল আমিন কে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তে জেলা আওয়ামী লীগের বহিষ্কারকে অনুমোদন দেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন কাজল কে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়।

    অপর এক প্রস্তাবে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গিয়াস লিটনকে বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট করায় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ছবি সংবলিত পোষ্টার পেষ্টুন ভাংচুর ও অগ্নি সংযোগ করার অপরাধে আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি পদানের সিদ্ধান্ত গৃহীত গ্রহনের জন্য জেলা আওয়ামী লীগের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানানো হয়। উক্ত সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট করায় বিদ্রোহী প্রার্থী নুরুল আমিনের মদদে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলুসহ নেতৃবৃন্দের উপর ১৬ ই জানুয়ারি সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এছাড়াও আগামীদিনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সুসংহত রেখে দলীয় কর্মসূচী জোরদার করার উপর গুরুত্বারোপ করে ব্যপক সিদ্ধান্ত গৃহীত হয়।

    সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন কাজল ও সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান।

  • বাঘায় আইন- শৃঙ্খলা  কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    বাঘায় আইন- শৃঙ্খলা  কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    রাজশাহীর বাঘায় বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।
    এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের  চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ ওবাইদ ,ওসি(তদন্ত) রফিকুল ইসলাম,উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার,মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ,বাজুবাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ফিরোজ আহম্মেদ রঞ্জু,বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।
  • ওসমানীনগরে পুষ্টি সমন্বয় কমিটির সভা।

    ওসমানীনগরে পুষ্টি সমন্বয় কমিটির সভা।

    খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’শ্লোগানকে সামনে নিয়ে সূচনা: বাংলাদেশে অপুষ্টি প্রতিরোধের প্রয়াস প্রতিপাদ্যে সিলেটের ওসমানীনগরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলিমা রায়হানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার,প্রানী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিতোষ মজুমদার,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ,সমাজ সেবা কর্মকর্তা জয়তী দত্ত,তথ্য কর্মকর্তা রুহানী আক্তার,মৎস্য কর্মকর্তা মাসরুপা তাসনিম, মেডিকেল অফিসার ডা: সাকিব আব্দুল্লাহ, এস ও এস শিশু পল্লী সিলেটের সহকারী পরিচালক মাজাহারুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচির উপজেলা সম্বনয়কারী মো: মিজানুল হক,নিউট্রেশন অফিসার ঝন্টু লাল পাল,আই ডি ই প্রতিনিধি শাহিনুর হাসান প্রমুখ।

    সভায় উপজেলার প্রান্তিক জনগোষ্টির মধ্যে পুষ্টি বিষয়ের সচেতনা বৃদ্দির আহব্বানে বক্তারা বলেন,সুস্বাস্থ্য ও সুস্থ মনের অধিকারী হতে হলে পুষ্টিকর সুষম খাদ্যে চাহিদ পূরনে সবাইকে সচেতন হতে হবে। মা ও শিশুর পুষ্টির সাথে সাথে বাড়ন্ত ও কৈশোর বয়সের ছেলে-মেয়েদের পুষ্টির দিকেও গুরুত্ব দিতে হবে। দেশের উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টির গুরুত্ব অপরিহার্য। করোনার ৩য় ধাপ ওমিক্রন প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্য বিধি মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।

    ওসমানীনগরের প্রতিটি গ্রামের বাসিন্দাদের অপুষ্টি দূরীকরনে সম্মেলিত প্রচেষ্টার বাস্থবায়নে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান।সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ওসমানীনগরে গোলাম কিবরিয়ার সমর্থনে মতবিনিময় সভা।

    ওসমানীনগরে গোলাম কিবরিয়ার সমর্থনে মতবিনিময় সভা।

    সিলেটের ওসমানীনগর উপজেলার উমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগ মনোনিত উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়ার সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার রাতে ইসবপুর গ্রামে বালাগঞ্জ-ওসমানীনগর অ্যাডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি বদরুল ইসলামের বাড়িতে ইউনিয়নের ওয়ার্ডবাসীর আয়োজনে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া।

    সভায় বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ মনোনিত গোলাম কিবরিয়ার প্রয়োজন। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে প্রথমবার এই ইউনিয়নে গোলাম কিবরিয়া নির্বাচত হয়ে বিগত সময়ে যে পরিমান উন্নয়ন করছেন তা অনম্বিকার্য। উপজেলার সীমান্তবর্তী হওয়ায় এক সময় এখানে যোগাযোগ ব্যবস্থা ছিলো নাজুক। এখন গ্রামের যে দিকেই যান রাস্তায় হাটতে পায়ে কাদা লাগবে না। করোনা কালে সরকারের পাশাপাশি নিজ ও পরিবারের উদ্যোগেও এলাকার অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। দিনরাত নিরলসভাবে জনগণের কল্যাণে কাজ করে যাওয়া গোলাম কিবরিয়া চেয়ারম্যান হিসেবে নয়,সেবক ও বন্ধু হিসেবে জনগণের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। গোলাম কিবরিযা নিজের জন্য নয়, জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন, যা বিগত সময় আপনারা দেখেছেন। উমরপুরকে মডেল ইউনিয়নে পরতিনত করতে গোলাম কিবরয়িার বকিল্প নেই।

    সমাজসেবক রাসেল আহমদ চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় প্রবাসী আওয়ামীলীগ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা এস এম কামাল, বদরুল ইসলাম, সাজ্জাদুর রহমান, কদরুল ইসলাম, মাসক মিয়া,সামউল ইসলাম চৌধুরী বাবুল।

    আরো বক্তব্য রাখেন, যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম নূর মিয়া, জেলা যুবলীগ নেতা মনির মিয়া, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ, খুজগীপুর মান উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ ছইল, যুগ্ন সাধারণ সম্পাদক কওছর আহমদ, ইউনিয়ন যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনহার মিয়া,এডভোকেট সমিরণ চন্দ্র দেব, যুবলীগ নেতা আজিজুর রহমান নানু, ইউনয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ঝুমন আহমদ, উপজেলা যুবলীগ নেতা, অলি আহমদ, আক্তার হোসেন, বাবুল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা রায়হান আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা জুনাইদ সিদ্দকি প্রমুখ।

  • দাসিয়ারছড়া পরিমার্জিত শিক্ষাক্রমের ট্রাই আউট কার্যক্রম বাস্তবায়নে সভা অনুষ্ঠিত।

    দাসিয়ারছড়া পরিমার্জিত শিক্ষাক্রমের ট্রাই আউট কার্যক্রম বাস্তবায়নে সভা অনুষ্ঠিত।

    আজ ৫ জানুয়ারী (বুধবার) সকাল ১১ ঘটিকায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলাধীন বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে সমগ্র বাংলাদেশে ৬০টি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে পরিমার্জিত শিক্ষাক্রমের ট্রাই আউট কার্যক্রম বাস্তবায়নে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
    সমগ্র বাংলাদেশে ৬০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা মূলক ভাবে পাইলট প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তন্মধ্যে কুড়িগ্রাম জেলায় ২টি প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে ফুলবাড়ী উপজেলাধীন দাসিয়ারছড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং রৌমারী উপজেলার টাপুরর চর বি জি উচ্চ বিদ্যালয় নির্বাচিত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সাথে মত বিনিময় এবং করোনাকালীন সময় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব সুমন দাস, উপজেলা নির্বাহি অফিসার, ফুলবাড়ী, কুড়িগ্রাম। তিনি মেয়েদের জন্য নিরাপদ পরিবেশে পড়াশোনা করা, কোলমতি শিক্ষার্থীদের বেশি বেশি পানি পান করা এবং শিক্ষা মূলক বিভিন্নমুখি দিক নির্দেশনা দেন।
    আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব গোলাম রব্বানী সরকার, উপজেলা চেয়ারম্যান, ফুলবাড়ী, কুড়িগ্রাম।
    বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জনাব আব্দুল হাই, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব আব্দুস সালাম, একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ফুলবাড়ী, কুড়িগ্রাম।
  • উল্লাপাড়ায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিদর্শন ও মতবিনিময় সভা।

    উল্লাপাড়ায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিদর্শন ও মতবিনিময় সভা।

    স্টাফ রিপোটারঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা ফসলের প্রদর্শনী প্লট পরিদর্শন, কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন প্রকল্পের বিভাগীয় পিডি মোঃ জসিম উদ্দিন৷ মঙ্গলবার বিকেলে প্রকল্পের পিডি মোঃ জসিম উদ্দিন উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বেতুয়া গ্রামের মাঠে সরিষা প্রদর্শনী প্লট পরিদর্শন করেন ৷

    পরিদর্শন শেষে কৃষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমির সভাপতিত্বে মতবিনিময় সভায় এ সময় বক্তব্য রাখেন- প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ আখেরুর রহমান, মোঃ শফিকুল হক আকন্দ, কৃষি বিভাগের জেলা প্রশিক্ষন অফিসার আহসান শহীদ সরকার প্রমুখ।

  • মাধবপুরে নির্বাচন উপলক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

    মাধবপুরে নির্বাচন উপলক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

    নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১এর উপলক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কাসিমনগর পুলিশ ফাঁড়ির কৃর্তৃক আয়োজনে চৌমুহনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন মাধবপুর চুনারুঘাট (সার্কেল) সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ।

    বিশেষ অথিতির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া,মাধবপুর সার্কেল ইন্সেপেক্টর আরিফ হোসেন,মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রহম আলী,বর্তমান চেয়ারম্যান আপন মিয়া,সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,চেয়ারম্যান প্রার্থী শাহ সৈয়দ আমানউল্লাহ চুন্নু,চৌমুহনী বাজার কমিটির সভাপতি ডাঃ লাল মিয়া,আব্দুর রশীদ,আঃ রউফ,আমজাদ হোসেন মাসুক,আক্তার হোসেন,ডাঃ ফরিদ হোসেন রানা,কাজী আবু নাসের জালাল প্রমুখ। একই দিন সকালে ধর্মঘর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।