Tag: সদস্য

  • শ্রমিকদের সাথে ইউপি সদস্য প্রার্থী আলমগীর হোসেনের নির্বাচনী মতবিনিময়।

    শ্রমিকদের সাথে ইউপি সদস্য প্রার্থী আলমগীর হোসেনের নির্বাচনী মতবিনিময়।

    গোলাম রব্বানী শিপন, বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থান লেবার শ্রমিকদের সাথে ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী আলমগীর হোসেন লালুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার সন্ধ্যা ৬ টার সময় মহাস্থানহাট লেবার অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লেবার সংগঠনের সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়নগর ৮নং ওয়ার্ডের ইউনিয়ন সদস্য পদপ্রার্থী আলমগীর হোসেন লালু।

    এসময় তিনি বলেন,যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করুন। ৮নং ওয়ার্ডে প্রার্থীর ভাল মন্দ বিবেচনা আপনারাই ভাল জানেন। তাই আসন্ন রায়নগর ৮নং ওয়ার্ডে আমি আবারও নির্বাচন করতে যাচ্ছি। এর আগেও এক বার নির্বাচিত হয়েছিলাম।

    গত বার নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি। অতিতের ভুলত্রুটি শুধরে এই ৮নং ওয়ার্ড যেন একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পারি। এজন্য তিনি সবার কাছে ভোট চেয়ে নির্বাচনের প্রথম দিবস হিসেবে প্রচার ও গণসংযোগ শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন, মহাস্থান হাট লেবার শ্রমিক সংগঠনের সকল সদস্যগণ।

  • লক্ষীপুরে অসহায় মহিলার ঘর তৈরি করে দিলেন-সাখাওয়াত হোসেন।

    লক্ষীপুরে অসহায় মহিলার ঘর তৈরি করে দিলেন-সাখাওয়াত হোসেন।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষীপুর সদর উপজেলার নন্দনপুর গ্রামের খিদুর পাটোয়ারী বাড়ির নুরজাহান বেগমের আগুনে পুড়ে যাওয়া ঘরটি পুনরায় সংস্করণ করে দিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফ।

    স্থানীয় সূত্র জানা যায় গত ১১ সেপ্টেম্বর শনিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ওই অসহায় নারীর ঘর পুড়ে যায়। উক্ত বিষয়ে সংবাদের বিষয়টি লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য শাখাওয়াত হোসেন আরিফের নজরে পড়ে। তিনি ঘরটি মেরামত করে দিব বলে আশ্বস্থ করেন।

    শনিবার ২৫ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে ঘরটি মেরামত করে দেন সাখাওয়াত হোসেন আরিফ। স্বেচ্ছাসেবীদের মধ্যে ছিলেন, সাইফুল কিবরিয়া, সোহেল, মোবারক, রোমান, জেবু, শাহারিয়ার চৌধুরী শুভ, শাকিল, ইমন,সোহেল শামীম প্রমূখ ।

    একান্ত আলাপে সাখাওয়াত হোসেন আরিফ বলেন পশ্চিম নন্দনপুর খিদুর পাটোয়ারী বাড়ির মৃত রুস্তুমআলী মেয়ে নুর জাহান বেগম এই বসত ঘর থাকতেন গত কয়েকদিন আগে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন পুড়ে যায় ঘরটি তাই আজ একঝাঁক তরুন ভাইদের স্বেচ্ছাশ্রমে কাজটি করেছি,আমরা আমাদের মত করে নিজেদের সামর্থ অনুযায়ী মানুষের জন্য করে যাবো।

  • লালমনিরহাট হাতীবান্ধায় নব্য জেএমবিথর সদস্য ঢাকায় গ্রেফতার

    লালমনিরহাট হাতীবান্ধায় নব্য জেএমবিথর সদস্য ঢাকায় গ্রেফতার

    লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশ ও এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)’র যৌথ অভিযানে পালাতক নব্য জেএমবিথর সদস্য নাজমুস সাকিব (২৬) কে ঢাকার খিলগাঁও হতে গ্রেফতার করেছে।

    বুধবার (১১ আগস্ট) দুপুরে ১টার দিকে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এরশাদুল আলম এক প্রেসব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

    প্রেসব্রিফিং এ তিনি আরোও জানান, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং হাতীবান্ধা থানার পুলিশের একটি যৌথ অভিযানিক দল দীর্ঘদিনের অনুসন্ধানের ভিত্তিতে ৯ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ডিএমপি ঢাকার খিলগাঁও এলাকা হতে পলাতক নব্য জেএমবিথর সদস্য নাজমুস সাকিবকে গ্রেফতার করে হাতীবান্ধা থানায় আনা হয়।
    আজ বুধবার দুপুরে তাকে লালমনিরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    গ্রেফতারকৃত পলাতক নব্য জেএমবিথর সদস্য নাজমুস সাকিব হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকার কোরবান আলীর ছেলে। তার পিতা স্থানীয় একটি মসজিদের ইমাম।

    কোরবান আলী জামায়াতের এক জন স্থানীয় নেতৃত্বদানকারী ব্যক্তি তার নামে একটি নিয়মিত মামলা রয়েছে। তারা ৪ ভাই ও ১ বোনের মধ্যে নাজমুস সাকিব সবার বড়। তার ছোট ভাই রাকিবুল ইসলাম অরফে রাকিব অরফে নাঙ্গা তরবারী অরফে প্রভাতের মুয়াজ্জিন স্থানীয় মাদ্রাসার ছাত্র ছিলো।

    রাকিব নব্য জেএমবিথর সদস্য। সে ২০১৭ সালে গ্রেফতার হয়ে বর্তমানে লালমনিরহাট কারাগারে আটক আছে। তার ভাই রাকিবের নামে ২টি মামলা রয়েছে। নব্য জেএমবিথর সদস্য রাকিবের অন্যতম প্রধান সহযোগী নব্য জেএমবিথর নেতা আজাদুল ইসলাম কবিরাজ অরফে বিপ্লব।

    নাজমুস সাকিব স্থানীয় শিশু নিকতন স্কুল হতে ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে। পরবর্তীতে ভবানীপুর ছেফাতিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা হতে আলিম পাশ করে। সে ২০১৫ সালে তিতুমীর কলেজে সমাজ বিজ্ঞান অনার্সে ভর্তি হয়। বর্তমানে সে কেক এন্ড সুইটস কোম্পানির খিলগাঁও এর একটি ব্রাঞ্জ অফিসে চাকরিরত ছিলো। তার নামে হাতীবান্ধা থানায় দুইটি (পুলিশ এসল্ট ও সরকার বিরোধী অন্তর্ঘাতমুলক কার্যক্রম) নিয়মিত মামলা রয়েছে।

    হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এরশাদুল আলম বলেন, নব্য জেএমবিথর সদস্য নাজমুস সাকিবকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য পদ হারালেন হেলেনা জাহাঙ্গীর।

    আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য পদ হারালেন হেলেনা জাহাঙ্গীর।

    বারবার আওয়ামী লীগ দলের শৃঙ্খলা অভিযোগে হেলেনা জাহাঙ্গীরের নারী বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে তাকে বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

    শনিবার ২৪ জুলাই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।

    এ সময় তিনি আরোও বলেন হেলেনা জাহাঙ্গীর তো কুমিল্লা আওয়ামী লীগের সদস্য। আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসাবেই আমি জানি ও চিনি।ওনার জয়যাত্রা টেলিভিশন নামে একটি মিডিয়া চ্যানেলও আছে,যেটার সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়ও আছেন।

    এই সুবাদে উনাকে আমরা উপ-কমিটিতে রেখেছিলাম। কিন্তু উনি কি করছেন তা আমাদের জানাননি। তিনি চাকরিজীবী লীগ তৈরি করে তার নাম সভাপতি রেখেছেন।যা আমাদের নিয়মনীতির বাইরে।

    এ কারনে আমি ইতিমধ্যে আমাদের দপ্তরে জানিয়েছি,তাকে চিঠিও দেওয়া হয়েছে। উনি যেহেতু আমাদের দলীয় উপ-কমিটির নিয়মনীতি ভঙ্গ করেছে তিনি কি করছেন তা আমাদের জানানি।তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার সদস্য পদ বাতিল করে দিয়েছি।