Tag: সংবর্ধনা

  • যুক্তরাজ্য দু’প্রবাসীকে নিজ গ্রামের মানুষের সংবর্ধনা।

    যুক্তরাজ্য দু’প্রবাসীকে নিজ গ্রামের মানুষের সংবর্ধনা।

    ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দশঘর গ্রামে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য প্রবাসী দুই কমিউনিটি নেতা। সোমবার (১৩ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলা গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর গ্রামের যুব সমাজের পক্ষ থেকে তাদেরকে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিতরা হলেন, প্রবাসী ভিত্তিক সংগঠন হ্যাল্পিং হ্যান্ড সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, দশঘর গ্রামের মরহুম হাজী রশিদ আলীর পুত্র আলী আহমদ ও তার ভাই সাজুর আলী।

    গ্রামের অন্যান্য প্রবাসীদের নিয়ে হ্যাল্পিং হ্যান্ড সোসাইটি প্রতিষ্টা করেন তারা। এর মাধ্যমে গ্রামের অসহায় গরিব মানুষরা পাচ্ছে সাহায্য ও সহযোগীতা। সুন্নতে খৎনা কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অবধান রাখছে এ সোসাইটি।

    দশঘর যুব সমাজের সভাপতি সুজন আহমদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত ইউপি সদস্য আলমগীর কবিরের নেতৃত্বে ফুল দিয়ে তাদেরকে সংবর্ধনা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, সংস্থার সহ-সভাপতি মহন মিয়া, সাদিকুর রহমান, শাহজাহান, মাস্টার রেজ্জাদ আহমদ,আওয়াল হোসেন,সাংবাদিক ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফজল উদ্দীন,আতাউর রহমান, সদস্য নাইম আহমদ,বদরুল আলম,মাহবুবুর রহমান, আফজাল হোসেন,সানোয়ার হোসেন,আবুল ফয়েজ সাজু,ছাব্বির আহমদ,নাজমুল ইসলাম,মদরিছ আলি,মোশাররফ আহমদ,এনাম আহমদ,মাজেদ আহমদ,সুমন আহমদ,মিজানুর রহমান,রুহুল আমিন প্রমুখ।

    উল্লেখ্য,যুক্তরাজ্য থেকে সোমবার সকাল ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।

  • তাড়াশের মাধবপুর জিকেএস স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সাংসদকে সংবর্ধনা।

    তাড়াশের মাধবপুর জিকেএস স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সাংসদকে সংবর্ধনা।

    তাড়াশ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশের মাধবপুর জিকেএস স্কুলের শিক্ষক শিক্ষার্থীর ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজকে সংবর্ধনা দিয়েছেন। উপজেলার মাধবপুর জিকেএস জুনিয়র বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি,শিক্ষক মন্ডলী ও ছাত্রীবৃন্দ।

    ১০ ডিসেম্বর সন্ধ্যার আগে সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ওই বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ খন্দকার,সহ সভাপতি ও বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা,সগুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রাপ্ত নজরুল ইসলাম চৌধুরী,সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমন,ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল,৮টি ইউনিয়ন ও পৌরভার আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক,অন্যান্য নেতৃবৃন্দ এবং ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিগণ।

    এই সংবর্ধনা অনুষ্ঠানে সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য জহুরুল ইসলাম সাজ সজ্জিত ভাবে এক বিশাল মিছিল নিয়ে অংশগ্রহন করেন। ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি মহোদয়ের নিকট বক্তারা জিকেএস জুনিয়র বালিকা বিদ্যালয়ের উন্নয়নসহ এলাকার উন্নয়নের বিভিন্ন দাবি তুলে ধরেন।

  • খাসি ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা ও প্রাক-বড়দিন  অনুষ্ঠান পালন।

    খাসি ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা ও প্রাক-বড়দিন  অনুষ্ঠান পালন।

    এলিসন সুঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ খাসিয়া স্টুডেন্ট ইউনিয়ন আয়োজনে এবছর  বিভিন্ন বিশ্ববিদ্যালয়  উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া খাসি জনগোষ্ঠির ছাত্র-ছাত্রীদেরকে  সংবর্ধনা দেওয়া হয়,একই সাথে তাদেরকে নিয়ে একত্রিত ভাবে প্রাক-বড়দিন অনুষ্ঠান  পালন করা হয়েছে।
    শুক্রবার (১০ডিসেম্বর)  কারিতাস সিলেট   হলরুমে এই সংবর্ধনা ও প্রাক-বড়দিন আনন্দ উৎসব পালন মধ্য দিয়ে একটি মিলন মেলায় পরিণত হয়েছে তারা।
    বাংলাদেশ খাসিয়া স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু রুপসীর সঞ্চালনায় খাসিয়া স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি এলিজ্যাক তাংসং এর সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রিক সোয়ের ও লিভিংসন পঃস্না, প্রিন্সি পাটুয়াট, সানডে পঃডুয়েং, রিয়া রেখেলেম, মারকুস পাপাং, বিজয় সুচিয়াং প্রমূখ।
    প্রধান অতিথি  বলেন,আধুনিক শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞানে দক্ষতা অর্জন করেই আগামীর পৃথিবীতে টিকে থাকতে হবে।নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টিকে বুকে ধারণ করে বিশ্বায়নের যুগে মূলধারার জনগোষ্ঠির সাথে প্রতিযোগিতায় সফল হতে খাসিয়া জনগোষ্ঠির প্রতিটি ছাত্র-ছাত্রীকে পরিশ্রমী ও মেধাবী হতে হবে।
    দূর্গম পাহাড় টিলা ও সীমান্ত এলাকায় কঠোর পরিশ্রম করে প্রকৃতির সাথে মানিয়ে পরিবেশ ও জৈব বৈচিত্র রক্ষা করে টিকে থাকার সংগ্রামের পাশাপাশি দেশের মূলধারায় অবস্থান সুসংহত করতে না পারলে মৌলিক ও মানবাধিকার পুরোপুরি ভোগ করা সম্ভব হবে না।
    তিনি খাসিয় পুঞ্জিসমূহে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য সরকারের নিকট দাবী জানান। এছাড়া সামাজিক বনায়নের মাধ্যমে কোনো খাসি পরিবার যাতে বাস্তুচ্যুত না হন ও তাদের জীবন-জীবিকা যাতে হুমকির সম্মুখিন না হয় সেজন্য সরকার সুদৃষ্টি কামনা করেন।
    বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে খাসি জনগোষ্ঠির অবদানের বর্ণনা  করে তিনি আরও বলেন, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের মূলধারার নাগরিকদের ন্যায় ক্ষুদ্র নৃ-গোষ্টিসমূহের সদস্যদের রাষ্ট্রের সকল সুযোগ সুবিধায় প্রবেশাধিকার নিশ্চিত করার মধ্যে মুক্তিযুদ্ধের সুফল নিহিত।
    উল্লেখ্য বাংলাদেশ তথা সিলেটের অন্যতম একটি জাতিগোষ্ঠি খাসি। বাংলাদেশ ও ভারত উভয় দেশেই খাসিরা বসবাস করলেও মূলত ভারতের মেঘালয় রাজ্যই হচ্ছে খাসি বা খাসিয়াদের প্রধান অবস্থান। সেখানে দশ লক্ষের বেশি আর বাংলাদেশে ২০ হাজারের মতো খাসি বসবাস। হবিগঞ্জের চুনারুঘাট ও বাহুবল, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কুলাউড়া, জুড়ি, বড়লেখা, রাজনগর, সুনামগঞ্জের তাহিরপুর ও সিলেটের তামাবিল সীমান্তবর্তী জৈন্তাপুর ও জাফলং এলাকায় মূলতঃ খাসিপুঞ্জিসমূহের অবস্থান। খাসিদের আদি ধর্ম থাকলেও বর্তমানে প্রায় ৯৮ শতাংশ খাসি খ্রীস্টান ধর্মাবলম্বী।
    মিশনারীগুলোর মাধ্যমে আধুনিক ইংরেজী মাধ্যমের শিক্ষায় শিক্ষিত হচ্ছে নতুন প্রজন্ম। প্রতিবছরই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ জনগোষ্টির শিক্ষার্থীরা চান্স পাচ্ছেন।বাংলাদেশ  খাসি স্টুডেন্ট ইউনিয়ন নামে এ একটি ছাত্র সংগঠন রয়েছে। এ সংগঠন খাসি জাতিগোষ্টির ছাত্র-ছাত্রীরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে সে ব্যাপারে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে এই সংগঠন।
  • ভিক্টোরিয়া হাইস্কুলের শিক্ষক আখতারুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা।

    ভিক্টোরিয়া হাইস্কুলের শিক্ষক আখতারুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা।

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শহরের ঐতিয্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলের বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক মোঃ আখতারুজ্জামান এর অবসরজনিত কারণে বিদায়সংবর্ধনা অনু্ষ্ঠিত হয়েছে।

    ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজিত অনু্ষ্ঠানে মানপত্র পাঠ, শিক্ষক ও শিক্ষার্থী পক্ষ হতে উপহার সামগ্রী প্রদান সহ প্রবীন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা প্রদান, দোয়া ও আলোচনাসভা অনু্ষ্ঠানের আয়োজন করেন।

    বৃহস্পতিবার (২ডিসেম্বর) সকালে অত্র বিদ্যালয়ের হলরুমে- প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ শফী উল্লাহ্।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ারা হোসেন ফারুক, পৌরসভায় প্যানেল মেয়র মোঃ নূরুল হক।

    এসময় অনু্ষ্ঠানে আরো বক্তব্যে রাখেন ও দোয়া করেন,সিরাজগঞ্জ জামে মসজিদের খতীব আলহাজ্ব মওলানা মোঃ রেজাউল করিম। অনু্ষ্ঠান সঞ্চালনায় ছিলেন,সহকারি শিক্ষক মোঃ রাশিদুল হাসান।

    এ সময় অত্র বিদ্যালয়ের সাবেক সদস্য মোঃ খালেকুজ্জামান,মির্জা গোলাম মোস্তফা,আতাউর রহমান,সাবেক শিক্ষক মোঃ আব্দুল হালিম, নীল মণি মজুমদার,আবু সাঈদ ,সহকারি প্রধান শিক্ষক শফিউল আলম, সহকারি শিক্ষক রকিকুল ইসলাম,সাইফুল ইসলাম, শামীম হোসেন,ওমর ফারুক,নাহিদা লায়লা,নাজমা খাতুন,শিউলী আক্তার,সানজিদা খাতুন সহ সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • ওসমানীনগরে মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজে শিক্ষার্থীদের সংবর্ধনা।

    ওসমানীনগরে মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজে শিক্ষার্থীদের সংবর্ধনা।

    ওসমানীনগর প্রতিনিধি: জ্ঞান ও গুনের সমৃদ্ধিতে এলাকাকে আলোকিত করে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির প্রত্যয়ে প্রতিষ্টিত সিলেটের ওসমানীনগরের মোল্লাপাড়া হাজি আব্দু মিয়া কলেজে অনুষ্ঠিত হয়েছে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।

    মঙ্গলবার সকালে কলেজে এসে বিদায় অনুষ্ঠানে সমাবেত হয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় আর পেছনে ফেলে আসা স্মৃতিগুলো মিলিয়ে একাকার হয়ে আনন্দের পাশাপাশি বেদনার চাপও দেখা যায় বিদায়ী শিক্ষার্থীদের মাঝে।

    কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উমরপুর ইউপি চেয়ারম্যান মো: গোলাম কিবরিয়া।বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী,কলেজ পরিচালনা কমিটির উপদেষ্টা কমিটির সদস্য ফেরদৌস খান,নির্বহী কমিটির সদস্য সেলিমুর রহমান সেলিম। বক্তব্য রাখেন,হাজী আনহার আহমদ,সালমান আহমদ মাসুম,হাজী মোসাহিদ আলী চৌধুরী,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ,তাজপুর ডিগ্রি কলেজের প্রভাষক রাসেল আহমদ, সমাজসেবী ডা: সুমন সুত্রধর,মো:খসরু মিয়া,আব্দুর রাজ্জাক,মতিউর রহমান,ছাদিকুর রহমান,মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।

    কলেজের প্রভাষক কয়েছ আহমদের পরিচালনায় বক্তারা বলেন, উমরপুর ইউনিয়ন ওসমানীনগর উপজেলার একটি গুরুত্বপূর্ন ইউনিয়ন হলেও এখানে উচ্চ শিক্ষার জন্য কোন কলেজ ছিল না। কলেজের অভাবে এলাকার দরিদ্র,স্বল্পবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা যখন উচ্চ শিক্ষার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছিল এমন পরিস্থিতিতে ২০১৪ সালে নিজস্ব অর্থায়নে পারিবারিক উদ্যোগে কলেজটি প্রতিষ্ঠা করেন মোল্লাপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী হাজী আওলাদ মিয়া ও তাঁর পরিবার।

    প্রতিষ্ঠার পর থেকে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ন অবদান রাখছে মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজ। এতদাঞ্চলের শিক্ষা বিস্তারে আওলাদ মিয়ার পরিবারের ত্যাগ অপূরনীয়। শিক্ষাজীবনে আরো উন্নতিপূর্বক দেশ ও জাতি গঠনে ভূমিকার পাশাপাশি গ্রামিন জনপদে প্রতিষ্ঠত কলেজের সুনাম ও ঐতিহ্য সর্বক্ষেত্রে ছড়িয়ে দেয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহব্বান জানান তারা।

    কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী আবু হামজা ফাহিমের কোরআন তিলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন,শিক্ষার্থী হামিদা আক্তার শিমু,আজিম উদ্দিন,সুজন মিয়া। অনুষ্ঠান শেষে কলেজের প্রতিষ্ঠা পরিবারের সদস্যরাসহ সংশ্লিষ্টদের দীর্ঘায়ু ও উন্নতি কামনা পূর্বক শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্টিত দোয়া মাহফিলটি পরিচালনা করেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ তাহমিদ। অনুষ্ঠানে অভিবাবক, শিক্ষক-শিক্ষকা ও শিক্ষার্থীরা ছাড়াও সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ওসমানীনগরে যুবদল নেতা ফখরুলের স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা।

    ওসমানীনগরে যুবদল নেতা ফখরুলের স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা।

    ওসমাানীনগর,প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফখরুল ইসলামের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা জাতীয়তাবাদি পরিবারের ব্যানারে সংবর্ধনা সভা অনুিষ্টত হয়েছে। উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন যুবদল ও ছত্রদলের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় গোয়ালাবাজার এলাকায় আয়োজিত সংবর্ধনায় বক্তারা বলেন, এম ইলিয়াস আলীর সন্ধান আন্দোলনসহ দলকে সুসংগঠিত করে যুবদলকে সাংগঠনিক ভাবে এগিয়ে নিতে নানা প্রতিকূলতা,মামলা- হামলার শিকার হয়ে নাজেহাল হয়েছিলেন ফখরুল।

    তারপরও তিনি পিছপা হননি। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রানিত থেকে আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের দিক নিদের্শনা মেনে প্রবাসে থেকেও জাতীয়তাবাদি শক্তিকে উজ্জীবিত করতে নানা ভাবে ত্যাগ শিকারসহ সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছেন।উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাএদলের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ রাজের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া।

    বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সদস্য শাহ মোঃ এহিয়া,শাহাব উদ্দিন সুহেল,গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপি আহবায়ক কামরুল ইসলাম সদস্য লোকমান আহমদ,তশিল মিয়া,শিবলু খাঁন,বিএনপি নেতা মতিন মিয়া,মিজান আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, যুগ্ন আহবায়ক শাহ হুমায়েল,সদস্য শরিফ আহমেদ চৌধুরী বাচ্চু,শামীম আহমেদ শাহীন, আব্দুল মুকিদ,সৈয়দ ফয়ছল আহমদ,উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা রকিব আলী, লয়লুছ মিয়া সুহিনুল হক আক্তার,আতিকুল আলম,রাহেল মিয়া, মাহবুব আল মনসুর,আঙ্গুর মিয়া,মোতালিব,হারুন মিয়া,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজন আহমদ,সদস্য ওয়েছ আহমদ, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক জুনায়েদ আহমদ,সদস্য আমিনুল ইসলাম জামিল,উপজেলা ছাত্রদল নেতা শায়েদ মাসুদ, ফাহিম আহমদ,মিলাদ মিয়া,বেলাল মিয়া,ফয়েজ আহমদ,সাজ্জাদ মিয়া,জাবেদ আহমদ প্রমুখ।

  • জাগরণী ইসলানী তরুন সংঘের উদ্যোগে বড়লেখায় প্রবাসীদের সংবর্ধনা।

    জাগরণী ইসলানী তরুন সংঘের উদ্যোগে বড়লেখায় প্রবাসীদের সংবর্ধনা।

    শাহরিয়ান আহমেদ বড়লেখা(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক সংগঠন জাগরণী ইসলামী তরুণ সংঘের পক্ষ থেকে ২ জন প্রবাসীকে প্রবাস গমন উপলক্ষ্যে বিদায়ী সংর্বধনা দেওয়া হয়েছে।

    রবিবার (৩১ অক্টোবর) বিকেল ৪ ঘটিকার সময় জাগরণীর কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়।

    জাগরণীর সাধারণ সম্পাদক শাকিল আহমেদ এর পরিচালনায় এবং জুনেদ আহমেদের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তিলাওয় করেন সংগঠনের সাহিত্য সম্পাদক ছাইফুর রহমান, প্রধান অতিথি হিসাবে উপস্হিত হয়ে বক্তব্য রাখেন মুড়াউল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং সংগঠক মাস্টার জাকির হোসেন। নিরাপদ সড়ক চাই নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমিদ ইরশাদ রিপন, প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা শাহাব উদ্দিন, মুহাম্মদ নগর প্রবাসী ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্ঠা ফয়সল আহমেদ, জাগরণীর উপদেষ্ঠা মাও কবির হোসাইন, দিলদার হোসেন অপু, নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমেদ, অর্থ সম্পাদক রায়হান আহমেদ, সহ-অর্থ সম্পাদক আলতা হোসেন, প্রচার সম্পাদক শামিমুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক তাওহিদুর রহমান তায়েফ, সদস্য রুহান মাহমুদ, মুজাহিদ আহমেদ, হাবিবুর রহমান, রাহিম আহমেদ,রুয়েল আহমেদ সহ উপস্হিত ছিলেন এলাকার গন্যমান্য মুরুব্বিগন।

    বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা শাহাব উদ্দিন এবং মুহাম্মদ নগর প্রবাসী ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্ঠা ফয়সল আহমেদ কে জাগরণীর পক্ষ থেকে প্রবাসগমন উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

    উল্লেখ্য অনুষ্টানে বক্তারা জাগরণীর বিভিন্ন সামাজিক কাজ কর্ম সম্পকে আলোচনা করেন, এবং আগামীতে সামাজিক কাজ কর্মে বিভিন্ন ধরণের সহযোগীতা করবেন বলে আস্হ্য করেছেন।
    পরিশেষে জাগরণীর উপদেষ্ঠা মাও কবির হোসাইনের দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি করা হয়।

  • ফুলবাড়ীতে নবাগত এসিল্যান্ডকে পৌর ছাত্রলীগের সংবর্ধনা প্রদান।

    ফুলবাড়ীতে নবাগত এসিল্যান্ডকে পৌর ছাত্রলীগের সংবর্ধনা প্রদান।

    ফুলবাড়ীতে নবাগত এসিল্যান্ডকে পৌর ছাত্রলীগের সংবর্ধনা প্রদান মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুর ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোছা: শামিমা আক্তার জাহান যোগদান করায় তাকে পৌর ছাত্রলীগের পক্ষ থেকে ফুলদিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। ২৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে এসিল্যান্টের অফিস কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।

    এ সময় পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মুশফিকুর রহমান রিয়াদ,সহ-সভাপতি,মোঃ-শাহারিয়া আসিফ দিনার,সহ সভাপতি মোঃ-মেরাজ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ-সোহাগ হোসেন অন্তত সহ ৬,৭,৮ নং ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    নবাগত এই কর্মকর্তা ৩৫ তম বিসিএস ব্যাচের
    প্রশাসন ক্যাডারে পদায়ন পাওয়ার পর এর আগে কক্সবাজার সরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্সন কার্যালয়ে এসিল্যান্ড হিসেবে দায়ীত্বরত ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলায়।

  • লক্ষীপুর সদরের ইউএনও মাসুমকে বিদায় সংবর্ধনা।

    লক্ষীপুর সদরের ইউএনও মাসুমকে বিদায় সংবর্ধনা।

    সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি লাখ করায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদে উদ্যোগে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপু।

    উপস্থিত ছিলেন সহকারী কমিশন (ভূমি) মোঃ মামুনুর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার,লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিপন বড়ুয়া, ১৪নং মান্দারী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম, ৪নং চররুহিতা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারী, ২০নং চর রমণী মোহন ইউনিয়নের চেয়ারম্যান আবু সৈয়দ ইউছুভ, ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান মীর শাহ আলম, ১নং উত্তর হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু, ১৬নং শাকচর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন টিটু চৌধুরী, ৩নং দালাল বাজার ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল প্রমুখ।

  • বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান পিপিকে জেলা আইনজীবীর পক্ষ থেকে সংবর্ধনা

    বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান পিপিকে জেলা আইনজীবীর পক্ষ থেকে সংবর্ধনা

    নব গ‌ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের এডহক ক‌মি‌টি‌র সদস‌্য নির্বাচিত হলেন সিরাজগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ্যাডভোকেট আব্দুর রহমান। বৃহস্প‌তিবার সকাল ১০ টায় জেলা আইনজীবী স‌মি‌তি সিরাজগঞ্জ শাখার প‌ক্ষে থে‌কে তা‌কে ফু‌লেল শুভেচ্ছা জানানো হয়।

    পরে আইনজীবী স‌মি‌তির হল রু‌মে জেলায় কর্মরত আইনজী‌বি ও সাংবা‌দিকদের সাথে এক মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি সিরাজগঞ্জ আইন‌জীবি স‌মি‌তির সাধারণ সম্পাদক আব্দুর রউফ পান্নার সঞ্চালনায় সভাপ‌ত্বিত ক‌রেন আইন‌জীবি স‌মি‌তির সভাপ‌তি মীর রুহুল আমিন বাবু।

    এ সময় বক্তব‌্য রা‌খেন নারী ও শিশু ট্রাইবুনা‌লের স্পেশাল পি‌পি কায়সার আহা‌ম্মেদ লিটন, এ‌ডিশনাল ১ কো‌র্টের পাব‌লিক প্রসি‌কিটর এড‌ভো‌কেট ও‌য়েস ক‌রোনী ল‌কেট, সি‌নিয়র এড‌ভো‌কেট সিরাজগঞ্জ জেলা ম‌হিলা আওয়ামীলী‌গের ম‌হিলা বিষয়ক সম্পা‌দিকা অ‌তি‌রিক্ত দায়রা জজ এ‌ডিশনাল ২ সে‌লিনা পার‌ভিন পান্না।সিরাজগ‌ঞ্জে কর্মরত সি‌নিয়র এড‌ভো‌কেট আব্দুল হা‌মিদ, এড‌ভো‌কেট কামরুল ইসলাম শান্তা, আব্দুল আজিজ সরকার প্রমুখ।