Tag: সংবর্ধনা

  • প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেকের সংবর্ধনা অনুষ্ঠান।

    প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেকের সংবর্ধনা অনুষ্ঠান।

    প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেকের সংবর্ধনা অনুষ্ঠান।

    ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী চট্টগ্রামবাসীর আবেগ আর পত্রিকার সম্পাদক এম এ মালেক চট্টগ্রামের রত্ন। তিনি যেই প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়েছেন, সেই প্রতিষ্ঠানগুলোতে একটা ভালো পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। তাঁর মতো কিছু ব্যক্তি এখনো আছেন বলে চট্টগ্রামবাসী ছায়া পাচ্ছে।
    আজ (১৯ মার্চ২২) শনিবার বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত অভিমত ব্যক্ত করেন।
    প্রেস ক্লাব সভাপতি আলহাজ¦ আলী আব্বাসের সভাপতিত্বে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
    মন্ত্রী বলেন, যে মন্ত্রণালয় নিয়ে আগে মানুষ নেগেটিভ চিন্তা করতেন এবং যে সকল অফিসারদের কাজের দক্ষতা ছিলো না এমন ব্যক্তিদের ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হতো, সেই মন্ত্রণালয় এখন ডাইনামিক মন্ত্রণালয় হিসেবে মর্যাদা পেয়েছে। সততার একটা জায়গায় আনতে সক্ষম হয়েছি। বর্তমানে দশটি ভালো মন্ত্রণালয়ের মধ্যে ভূমিমন্ত্রণালয় তৃতীয় স্থানে রয়েছে। তবে ভূমি রেজিস্ট্রেশনের বিষয়টি ভূমি মন্ত্রণালয়ের বাইরে আইন মন্ত্রণালয়ের আওতায় হওয়াতে সমন্বয়ের অভাবে এখনো মানুষের একটু ভোগান্তি হচ্ছে। যখন পুরোপুরি অনলাইনভিত্তিক হয়ে যাবে, তখন এই সমস্যাও দূর হবে।
    তিনি বলেন, জায়গা সংক্রান্ত বিষয়ে অনলাইনে খতিয়ান দেখা, খাজনা দেওয়ার ক্ষেত্রে ওয়ানস্টপ সার্ভিস ব্যবস্থা চালু হয়েছে। দিনে দিনে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের সমস্যা সমাধানে সিস্টেম ডেভেলপমেন্টের মাধ্যমে তা সমাধানের জন্য কাজ করে যাচ্ছি।
    একুশে পদকপ্রাপ্ত সংবর্ধিত সাংবাদিক এম এ মালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দৈনিক আজাদী বরাবরাই মানুষের মনের কথা বলে।  আমার বাবা ইঞ্জিনিয়ার আবদুল খালেক রাষ্ট্রদ্রোহীতার ভয়কে উপেক্ষা করে স্বাধীনতার প্রথম কবিতা ছাপিয়েছিলেন দৈনিক আজাদী পত্রিকায়। পৃথিবীতে এমন কোনো নজির নেই, যারা মায়ের ভাষার জন্য প্রাণ দিয়েছেন। কিন্তু বাঙালি জাতি তা দেখিয়েছেন।
    চট্টগ্রাম এবং চট্টগ্রামের মানুষের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে থাকতে অনেক সুযোগ থাকার পরও ঢাকা থেকে জাতীয় দৈনিক হিসেবে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন আজাদী সম্পাদক এম এ মালেক। একইসঙ্গে চট্টগ্রামের মানুষকেই প্রাধান্য দিয়ে দৈনিক আজাদীর পুরো পরিবার গঠন করা হয়েছে চট্টগ্রামের জনগণের সমন্বয়ে। এমন অনুষ্ঠান আয়োজনে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং তাঁর এই প্রাপ্তি চিরজীবনের পাথেয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন।
    প্রেস ক্লাব সভাপতি আলহাজ¦ আলী আব্বাস বলেন, যোগ্য ব্যক্তি এম এ মালেক’কে উপযুক্ত পুরস্কার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীকে সম্মানিত করেছেন। একইসঙ্গে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমি মন্ত্রণালয়ের জন্য নিরলসভাবে যেসকল কাজ করে যাচ্ছেন, এতে বাংলাদেশের মানুষ ভূমি সংক্রান্ত জটিলতা থেকে ম্ক্তু হবেন বলে সভাপতি উল্লেখ করেন। একইসঙ্গে উপস্থিত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের নতুন বর্ধিত অংশ আখতারুজ্জামান চৌধুরী কর্ণার করার প্রতিশ্রুতি দেয়ায় প্রধান অতিথি সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ধন্যবাদ জানিয়ে বলেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু চট্টগ্রামে প্রেস ক্লাবের প্রথম অনারারী জীবন সদস্য ছিলেন। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাব অঙ্গনকে ভালবাসতেন। ক্লাবে নিয়মিত ব্যাডমিন্টন খেলতেন।
    যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখে সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাবেক সভাপতি কলিম সরওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র সহসভাপতি শহীদ উল আলম, সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, তপন চক্রবর্তী।
    অনুষ্ঠানে এম এ মালেককে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং উত্তরীয় দেন প্রেস ক্লাব সভাপতি আলহাজ¦ আলী আব্বাস।
    প্রধান অতিথি সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এম এ মালেক এবং উত্তরীয় দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।
    এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়–য়া দেবু, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ক্লাবের আজীবন দাতা সদস্য ছাড়াও আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।
    ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী চট্টগ্রামবাসীর আবেগ আর পত্রিকার সম্পাদক এম এ মালেক চট্টগ্রামের রতœ। তিনি যেই প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়েছেন, সেই প্রতিষ্ঠানগুলোতে একটা ভালো পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। তাঁর মতো কিছু ব্যক্তি এখনো আছেন বলে চট্টগ্রামবাসী ছায়া পাচ্ছে।
    ১৯ মার্চ শনিবার বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত অভিমত ব্যক্ত করেন।
    প্রেস ক্লাব সভাপতি আলহাজ¦ আলী আব্বাসের সভাপতিত্বে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
    মন্ত্রী বলেন, যে মন্ত্রণালয় নিয়ে আগে মানুষ নেগেটিভ চিন্তা করতেন এবং যে সকল অফিসারদের কাজের দক্ষতা ছিলো না এমন ব্যক্তিদের ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হতো, সেই মন্ত্রণালয় এখন ডাইনামিক মন্ত্রণালয় হিসেবে মর্যাদা পেয়েছে। সততার একটা জায়গায় আনতে সক্ষম হয়েছি। বর্তমানে দশটি ভালো মন্ত্রণালয়ের মধ্যে ভূমিমন্ত্রণালয় তৃতীয় স্থানে রয়েছে। তবে ভূমি রেজিস্ট্রেশনের বিষয়টি ভূমি মন্ত্রণালয়ের বাইরে আইন মন্ত্রণালয়ের আওতায় হওয়াতে সমন্বয়ের অভাবে এখনো মানুষের একটু ভোগান্তি হচ্ছে। যখন পুরোপুরি অনলাইনভিত্তিক হয়ে যাবে, তখন এই সমস্যাও দূর হবে।
    তিনি বলেন, জায়গা সংক্রান্ত বিষয়ে অনলাইনে খতিয়ান দেখা, খাজনা দেওয়ার ক্ষেত্রে ওয়ানস্টপ সার্ভিস ব্যবস্থা চালু হয়েছে। দিনে দিনে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের সমস্যা সমাধানে সিস্টেম ডেভেলপমেন্টের মাধ্যমে তা সমাধানের জন্য কাজ করে যাচ্ছি।
    একুশে পদকপ্রাপ্ত সংবর্ধিত সাংবাদিক এম এ মালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দৈনিক আজাদী বরাবরাই মানুষের মনের কথা বলে।  আমার বাবা ইঞ্জিনিয়ার আবদুল খালেক রাষ্ট্রদ্রোহীতার ভয়কে উপেক্ষা করে স্বাধীনতার প্রথম কবিতা ছাপিয়েছিলেন দৈনিক আজাদী পত্রিকায়। পৃথিবীতে এমন কোনো নজির নেই, যারা মায়ের ভাষার জন্য প্রাণ দিয়েছেন। কিন্তু বাঙালি জাতি তা দেখিয়েছেন।
    চট্টগ্রাম এবং চট্টগ্রামের মানুষের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে থাকতে অনেক সুযোগ থাকার পরও ঢাকা থেকে জাতীয় দৈনিক হিসেবে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন আজাদী সম্পাদক এম এ মালেক। একইসঙ্গে চট্টগ্রামের মানুষকেই প্রাধান্য দিয়ে দৈনিক আজাদীর পুরো পরিবার গঠন করা হয়েছে চট্টগ্রামের জনগণের সমন্বয়ে। এমন অনুষ্ঠান আয়োজনে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং তাঁর এই প্রাপ্তি চিরজীবনের পাথেয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন।
    প্রেস ক্লাব সভাপতি আলহাজ¦ আলী আব্বাস বলেন, যোগ্য ব্যক্তি এম এ মালেক’কে উপযুক্ত পুরস্কার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীকে সম্মানিত করেছেন। একইসঙ্গে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমি মন্ত্রণালয়ের জন্য নিরলসভাবে যেসকল কাজ করে যাচ্ছেন, এতে বাংলাদেশের মানুষ ভূমি সংক্রান্ত জটিলতা থেকে ম্ক্তু হবেন বলে সভাপতি উল্লেখ করেন। একইসঙ্গে উপস্থিত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের নতুন বর্ধিত অংশ আখতারুজ্জামান চৌধুরী কর্ণার করার প্রতিশ্রুতি দেয়ায় প্রধান অতিথি সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ধন্যবাদ জানিয়ে বলেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু চট্টগ্রামে প্রেস ক্লাবের প্রথম অনারারী জীবন সদস্য ছিলেন। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাব অঙ্গনকে ভালবাসতেন। ক্লাবে নিয়মিত ব্যাডমিন্টন খেলতেন।
    যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখে সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাবেক সভাপতি কলিম সরওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র সহসভাপতি শহীদ উল আলম, সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, তপন চক্রবর্তী।
    অনুষ্ঠানে এম এ মালেককে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং উত্তরীয় দেন প্রেস ক্লাব সভাপতি আলহাজ¦ আলী আব্বাস।
    প্রধান অতিথি সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এম এ মালেক এবং উত্তরীয় দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।
    এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়–য়া দেবু, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ক্লাবের আজীবন দাতা সদস্য ছাড়াও আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।
  • লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা।

    লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা।

    লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা।


    লক্ষ্মীপুর জেলাতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে উপলক্ষে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৫ মার্চ) রাত ৮ টার দিকে জেলা পরিষদের পক্ষ থেকে অতিথিরা তাদের হাতে অর্থ তুলে দেন। এসময় মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

    জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

    জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমার সার্বিক তত্ত্ববধানে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরী ও সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুল আলম৷ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, যুবলীগ নেতা সাইফুল হাসান পলাশ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক মাহবুব, মামুন বিন জাকারিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজসহ অনেকে।

    এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি৷ মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো। তারা আমাদের অনুপ্রেরণা৷ ২০৪১ইং সালে আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন বাস্তবায়নে জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরামর্শ অত্যন্ত প্রয়োজন। শেখ হাসিনা সবসময় মুক্তিযোদ্ধদের গুরুত্ব দিচ্ছেন। সরকারি ভাতার মাধ্যমে তাদেরকে তিনি সম্মানিত করছেন

  • জাতীয় দলের ক্রিকেটার ইবাদতকে সংবর্ধনা দিলো বড়লেখা ক্রীড়া সংস্থা।

    জাতীয় দলের ক্রিকেটার ইবাদতকে সংবর্ধনা দিলো বড়লেখা ক্রীড়া সংস্থা।

    জাতীয় দলের ক্রিকেটার ইবাদতকে সংবর্ধনা দিলো বড়লেখা ক্রীড়া সংস্থা।


    মৌলভীবাজারের বড়লেখার কৃতী সন্তান ও নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেটের টেষ্ট জয়ের অগ্রনায়ক ইবাদত হোসেন চৌধুরী জীবানকে শুক্রবার সন্ধ্যায় সংবর্ধনা দিয়েছে উপজেলা ক্রীড়া সংস্থা।

    উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে ইবাদত হোসেন চৌধুরী বলেন, তার স্বপ্ন বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নেওয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সহসভাপতি আব্দুর রহমান, সাবেক ফুটবলার কমর উদ্দিন, ক্রীড়া ভাষ্যকার আমজাদ হোসেন পাপলু।

    নিউজিল্যান্ড জয়ের পর প্রথমবার বৃহস্পতিবার তিনি গ্রামের বাড়িতে বাবা-মা ও পরিবারের সাথে দেখা করতে এলে ক্রিকেটপ্রেমীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

    ক্রিকেটে বাংলাদেশের জন্য আরো বড় সম্মান বয়ে আনতে উদীয়মান তরুণ ক্রিকেটার ইবাদত হোসেন চৌধুরী সকলের দোয়া চেয়েছেন। তিনি উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের সাবেক বিজিবি কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ও গৃহিনী মা সামিয়া বেগমের ছেলে।

    এসময় সভাপতির বক্তব্যে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ইবাদতের পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে বড়লেখা থেকে যেন তার মত জাতীয় পর্যায়ের আরো ক্রিকেটার তৈরী হয়, সে লক্ষে আমাদের সকলকে কাজ করতে হবে। ইতিমধ্যে বড়লেখায় একটি মিনি স্টেডিয়াম তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে।

  • ডিমলায় বালাপাড়া নাগরিক কমিটির সংবর্ধনা।

    ডিমলায় বালাপাড়া নাগরিক কমিটির সংবর্ধনা।

    ডিমলায় বালাপাড়া নাগরিক কমিটির সংবর্ধনা।


    নীলফমারীর ডিমলায় ২নং বালাপাড়া ইউনিয়নের নির্বাচিত ইউপি চেয়ারম্যান, সাধারন ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

    ১৪ ফেব্রুয়ারী (সোমবার) সন্ধ্যায় ২নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে বালাপাড়া নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের সভাপতিত্বে শফিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং বালাপাড়া ইউনিয়নের দ্বিতীয় বারের মতো নির্বাচিত চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম চৌধুরী সহ অত্র ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নির্বাচিত সাধারন ওয়ার্ড সদস্য জাহিদুল ইসলাম, প্রদীপ চন্দ্র রায়, শাহের আলী, সাইদুল ইসলাম, মহসীন আলী, আশিকুর ইসলাম, সেলিম হোসেন, দুলাল হোসেন, আশরাফুল ইসলাম ও সংরক্ষিত মহিলা সদস্যা লতিফা বেগম, শেফালী বেগম, হালিমা খাতুন।

    উৎসবমূখর পরিবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী বলেন এলাকার জনগন আমাকে দ্বিতীয় বারের মতো বিপুল ভোটে নির্বাচিত করায় সকল জনগনকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। মান-অভিমান ভুলে ইউনিয়নের সকল জনগন আমাকে আপন করে অতীতের ভুলভ্রান্তি ভুলে বালাপাড়া ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদ গড়ার সহযোগী করবেন।

  • বাগাতিপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা।

    বাগাতিপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা।

    লক্ষনহাটি সঞ্চয় সমিতির উদ্যোগ লক্ষনহাটি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে নাটোরের বাগাতিপাড়া পৌরসভার নব-নির্বাচিত পৌর মেয়র অধ্যক্ষ শরিফুল ইসলাম লেলিন সহ সকল কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    সমিতির হিসাব রক্ষক আঃ জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিশিষ্ট সমাজ সেবক ওমর আলীর।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংবর্ধিত নব-নির্বাচিত পৌর মেয়র অধ্যক্ষ শরিফুল ইসলাম লেলিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌরসভার ১নং প্যানেল মেয়র ইউসুফ আলী।

    এছাড়াও পৌর নির্বাচনে নব-নির্বাচিত সকল সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের ফুলের তোড়া দিয়ে বরন করা হয়।

  • কুতুবআলী একাডেমির পক্ষ থেকে সাংবাদিক শাহরিয়ারকে সংবর্ধনা প্রদান।

    কুতুবআলী একাডেমির পক্ষ থেকে সাংবাদিক শাহরিয়ারকে সংবর্ধনা প্রদান।

    বড়লেখা উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ কুতুবআলী একাডেমির সহকারী শিক্ষক ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জাতীয় আশ্রয় প্রতিদিন পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধিঃ হওয়ায় জনাব, এস এম শাহরিয়ার শাকিল কে অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

    এ সময় উপস্হিত ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম, প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সহকারী শিক্ষক দিলদার হোসেন অপু, মিজানুর রহমান নয়ন,সহকারী শিক্ষিকা,সামিমা বেগম, ইমা আক্তার, রেহানা আক্তার,ফাতিমা আক্তার।

    উল্লেখ্য বিদ্যালয়ের চেয়ারম্যান মহোদয়, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ বলেন, আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহরিয়ার শাকিল দৈনিক জাতীয় আশ্রয় প্রতিদিনের বড়লেখা উপজেলা প্রতিনিধিঃ হওয়ায় সত্যি আমরা আনন্দিত গর্বিত, আমরা আশা রাখবো ওনি যেন সত্য ও বস্ত নিষ্টু সংবাদ যেন সব সময় প্রকাশ করেন, এবং আগামীতে আরো এগিয়ে যাবেন এটাই প্রত্যাশা করি আমরা সবাই ওনার জীবনটা প্রানবন্ত হক তার পাশাপাশি ওনার জন্য রইলো অন্তরের অন্তরস্থল থেকে শুভ কামনা।

  • তাড়াশে এসএসসি ও সমমান জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।

    তাড়াশে এসএসসি ও সমমান জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।

    সিরাজগঞ্জের তাড়াশে ২০২১ সালের এসএসসি/ সমমান পরীক্ষায়  পাশ ও এ প্লাস/ গোল্ডেন প্লাস প্রাপ্ত কৃতি ছাত্রীদের এবং শিক্ষা বিস্তারে বিশেষ  অবদান রাখায় মাধ্যমিক পর্যায়ের স্কুল,কারিগরী শিক্ষা  প্রতিষ্ঠান ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সংবর্ধনা অনুষ্ঠান  করা হয়েছে।

    ৮ জানুয়ারী শনিবার সকালে মহিলা  ডিগ্রী কলেজ এর উদ্যোগে ওই কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার খলিলুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান করা হয়।

    এতে বক্তব্য  রাখেন অত্র কলেজের ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান,মাগুড়া বিনোদ  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম  বাচ্চু, অধ্যক্ষ জাফর ইকবাল,উপাধ্যক্ষ শাহাদত হোসেন, প্রভাষক আব্দুল হাকিম,আমিনুর রহমান টুটুল,শফিউল হক বাবলু,ছাত্রী রেখা রানী,সাদিয়াতুল রিফা প্রমুখ।

    বক্তারা বলেন, উপজেলার মধ্যে এই মহিলা ডিগ্রী  কলেজ প্রতি বছরই সর্বাধিক রেজাল্ট ভাল করে। শিক্ষা পরিবেশ সহ বিভিন্ন পর্যায়ে এই কলেজ সুনাম অর্জন করেছেন।

    তাই নিজের বাড়ি থেকে লেখাপাড় করার মত উপযুক্ত কলেজ হিসেবে আপনাদের মেয়েদের এখানে ভর্তি করে দিবেন। পরে ২০২১ সালের এসএসসি/ সমমান পরীক্ষায়  পাশ ও এ প্লাস/ গোল্ডেন প্লাস প্রাপ্ত কৃতি ছাত্রীদের এবং শিক্ষা বিস্তারে বিশেষ  অবদান রাখায় মাধ্যমিক পর্যায়ের স্কুল, কারিগরী শিক্ষা  প্রতিষ্ঠান ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

  • উল্লাপাড়ায় পুলিশে নিয়োগপ্রাপ্ত সদস্যদের সংবর্ধনা দিলো থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।

    উল্লাপাড়ায় পুলিশে নিয়োগপ্রাপ্ত সদস্যদের সংবর্ধনা দিলো থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ বাহিনীতে সদ্য নিয়োগপ্রাপ্ত ১৩ জন পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিলেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। মঙ্গলবার সকালে থানা চত্বরে পুলিশ বাহিনীতে প্রাথমিক নিয়োগপ্রাপ্তদের এ সংবর্ধনা দেওয়া হয়।

    উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, পুলিশ বাহিনীতে সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে কনস্টেবল পদে উল্লাপাড়া উপজেলায় ১৩ সদস্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সদ্য নিয়োগপ্রাপ্তদের মঙ্গলবার সকালে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির সংবর্ধনা প্রদান করেন।

    মাত্র ১০০ টাকার আবেদন খরচে তারা এই পুলিশ বাহিনীতে নিয়োগপ্রাপ্ত হন। আগামীতে ছয় মাসের ট্রেনিং শেষে বিভিন্ন থানায় দায়িত্ব পালনের জন্য পদায়ন হবেন এসব পুলিশ কনস্টেবল।

    পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে সদ্য নিয়োগপ্রাপ্ত আদুরি, রিয়া ও ফাতিমা জানান, মাত্র একশো টাকার আবেদনে পুলিশ বাহিনীতে চাকুরী পেয়ে তারা খুবই খুশি। ভবিষ্যতে দেশ ও পুলিশ বাহিনীর মর্যাদা সমুন্নত রাখতে সর্বদা সচেষ্ট থাকবেন তারা।

  • হাজার মানুষের সংবর্ধনায় শিক্ত হলেন দ্বিতীয় বার নির্বাচিত চেয়ারম্যান শওকাত ওসমান।

    হাজার মানুষের সংবর্ধনায় শিক্ত হলেন দ্বিতীয় বার নির্বাচিত চেয়ারম্যান শওকাত ওসমান।

    উল্লাপাড়া থেকে সাহেব আলীঃ হাজারও মানুষের সংবর্ধনায় শিক্ত হলেন সলপ ইউনিয়ন পরিষদের দ্বিতীয় বার নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ শওকাত ওসমান। গতকাল সোমবার উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ শওকাত ওসমান দ্বিতীয় বারের মতো নৌকা প্রতিকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তার নিজ গ্রাম সোনতলার গোল চত্বরে হাজারও মানুষের এক গণসংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

    গণসংবর্ধনা অনুষ্ঠানে মো, খায়রুল ইসলাম ঝুনুর সভাপতিত্বে সংবর্ধীত ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার মো, শওকাত ওসমান বলেন, ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের দল বাংলাদেশ আওয়ামী লীগ মনে প্রাণে করি। সলপ ইউনিয়ন বাসী আমাকে দ্বিতীয় বারেও বিপুল ভোটে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করেছেন। আমি ইউনিয়ন বাসীর আপদে-বিপদে পাশে আছি এবং সর্ব সময় পাশে থাকবো। এই সলপ ইউনিয়নের রাস্তা-ঘাট স্কুল-কলেজসহ নারী-পুরুষদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করছি। আপনারা আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন।

    এ গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মো, আতাউর রহমান, শেখ শাহাদাৎ হোসেন, শিক্ষক মো, ছাইদুর রহমানসহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও গ্রামবাসী।

  • মাধবপুরে মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা,উপহার সামগ্রী বিতরণ।

    মাধবপুরে মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা,উপহার সামগ্রী বিতরণ।

    মাধবপুরে মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা, উপহার সামগ্রী বিতরণ

    নাহিদ মিয়া মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রশাসনের কৃর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস ২০২১ এর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ১ ঘটিকার সময় উপজেলা পাইলট উচ্চ বিদ‍্যালয়ে মাঠে মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠিত পরিচালনা করেন সহকারি শিক্ষা কর্মকর্তা রফিক ইসলাম।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারি কমিশন (ভূমি) মহিউদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিক রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনাম খাঁ সহ প্রমূখ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ৪৫০ জনের হাতে উপহার শাড়ী লুঙ্গি ও খাবার সামগ্রী তুলে দেন।