Tag: সংবর্ধনা

  • মাধবপুরে মনতলা শাহজালাল সরকারী কলেজে বিদায় সংবর্ধনা।

    মাধবপুরে মনতলা শাহজালাল সরকারী কলেজে বিদায় সংবর্ধনা।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
    হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা শাহজালাল সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ, অধ্যাপক, প্রভাষক, ও কর্মচারীদের অবসরজনিত কারনে বিদায় সংবর্ধনা সভা অনুষ্টিত হয়েছে।
    সোমবার সকালে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব সাবেক অধ্যক্ষ সিরাজুল হক,সাবেক অধ্যক্ষ মোজাম্মিল হক,সাবেক অধ্যক্ষ মোঃ ইব্রাহিম, সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদ সাবেক প্রভাষক প্রদীপ কুমার সুত্রধর,সাবেক  প্রভাষক নাছিমা বেগম,সাবেক প্রভাষক আব্দুল জব্বার।এতে আরো বক্তব্য রাখেন এনআরবি ব্যাংক মাধবপুর শাখার ব্যবস্থাপক জিয়াউল বর চৌধুরী জিলু, বহরা ইউপি বিএনপি সভাপতি শাহিন আলম রিপন, সাধারণ সম্পাদক আমজাদ আলী শাহিন,
    মাধবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী আরিফুল আম্বিয়া, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা ইকরাম, আইন বিষয়ক সম্পাদক ইয়াকুব খান,বিএনপি নেতা আব্দুল জলিল,মুফতি শফিকুল ইসলাম ডালিম,চৌমুহনী ইউনিয়ন জামাতে ইসলামী বাংলাদেশ এর সাধারন সম্পাদক আল মাসুদ লোকমান,বহরা ইউনিয়ন জামাতে ইসলামী বাংলাদেশ এর সেক্রেটারী নাহিদ হোসাইন,শাহজালাল সরকারী কলেজ ছাত্রদলের আহব্বায়ক টিপু চৌধুরী,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক মনিরুল ইসলাম মন্টি,বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানজিরুল ইসলাম। এ সভা পরিচালনা করেন সহকারী অধ্যাপক নুরুল ইসলাম এবং কাউছার আহমেদ।
  • ওমরাহ হজ্জ শেষে উল্লাপাড়ায় আগমনে এম আকবর আলীকে সংবর্ধনা।

    ওমরাহ হজ্জ শেষে উল্লাপাড়ায় আগমনে এম আকবর আলীকে সংবর্ধনা।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সপরিবারে পবিত্র ওমরাহ হজ্জ শেষ করে সৌজন্য স্বাক্ষাৎ এর জন্য উল্লাপাড়ায় আগমন করেন সাবেক সাংসদ এম আকবর আলী। এ উপলক্ষে উল্লাপাড়া বিজ্ঞান স্কুল ও বিজ্ঞান কলেজের উদ্যোগে সোমবার(২ ডিসেম্বর) বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

    আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত বি.এন.পি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাবেক এমপি এম আকবর আলীকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা জানান এবং তার শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। অল্প সময়ের মধ্যে উজ্জীবিত বি.এন.পি’র নেতাকর্মীদের সাথে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।

    এ সময় সাবেক সাংসদ ও বি.এন.পি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী উপস্থিত নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, বি.এন.পি আস্থা ও ভালোবাসা অর্জন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। অন্যায়ভাবে মানুষের উপর জুলুম, অত্যাচার ও নির্যাতন করার ফলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আ’লীগ ধ্বংস হয়ে গিয়ে পালিয়ে ভারতে বসবাস করছে।

    তিনি আরোও বলেন, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বি.এন.পি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা করে অত্যাচার নির্যাতন করেছিলো। তাদের করা মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে এবং তারেক রহমানসহ সকল আসামীদেরকে আদালত খালাস দিয়েছেন। বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নিদোর্শ প্রমানিত হয়েছেন। আইনী প্রক্রিয়ায় আমরা সঠিক বিচার পেয়েছি। ফ্যাসিস্টদের সময়কালে বিচারকগণ ইচ্ছা থাকা সত্বেও ন্যায় বিচার করতে পারেন নাই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দ্বিতীয় বার স্বাধীন বাংলাদেশে বিচারকদের মুক্ত চিন্তায় আমরা ন্যায় বিচার পেয়েছি।

    এ সময় উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.মোক্তার হোসেন, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো.আব্দুল মজিদ, সাবেক পৌর মেয়র মো. বেলাল হোসেন,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, মো.আশরাফুল ইসলাম মিন্টু, উপজেলা বিএনপির সদস্য,মো.মিজানুর রহমান(বাবু),পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক,মো. হায়দার আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক,মো.আবু শাহিন রেজা প্রমূখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    এ সময় সৌদি আরব থেকে আনা খেজুর ও জমজমের পানি সকলেই পান করেন

  • সাফ চ্যাম্পিয়ান রাণীশংকৈলের তিন নারী খেলোয়াড়কে সংবর্ধনা।

    সাফ চ্যাম্পিয়ান রাণীশংকৈলের তিন নারী খেলোয়াড়কে সংবর্ধনা।

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন-২৪ বিজয়ী বাংলাদেশ দলের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। নিজ জেলায় সংবর্ধনা পেলেন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির তিন খেলোয়াড় স্বপ্না রানী, কোহাতি কিসকু ও সাগরিকা। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা নিজ কার্যালয়ে ওই তিনজন নারী ফুটবলারকে সংবর্ধনা দেন।
    এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন,
    রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান,  ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম,  অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, ঠাকুরগাঁও জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের উপদেষ্টা মো: ফারুক হোসেন, মাজেদ জাহাঙ্গীর অপু, মাসুদ রানা প্রমুখ।
    শুভেচ্ছা বিনিময়ের আগে নারী ফুটবলারদের সফলতা ও তাদের পরিশ্রম বিষয়ে জানতে চান জেলা প্রশাসক। এ সময় ইশরাত ফারজানা বলেন, ঠাকুরগাঁওয়ের ক্রীড়া জগতকে এগিয়ে নিতে জেলার সকল মাঠ সংরক্ষণ করা হবে। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জিমনেসিয়াম তৈরির প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক।
    রাণীশংকৈল মহিলা ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও কোচ তাজুল ইসলাম বলেন, দ্বিতীয় বারের মত সাফ চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য গর্বের। যা আগামী দিনে দেশ গঠনে ভূমিকা রাখবে। মেয়েরা প্রমাণ করেছে তাদের মধ্যে অদম্য শক্তি ও প্রতিভা রয়েছে যা সঠিক ভাবে ব্যবহার করতে পারলে তারা দেশকে অনেক কিছু দিতে পারবে।
    উল্লেখ্য, টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। সেই দলেই খেলেছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির স্বপ্না রানী, সাগরিকা ও কোহাতি কিসকু।
  • বাঘায় নতুন ইউএনও’র যোগদান আগের ইউএনও’র বদলি হওয়ায় বিদায় ও সংর্বধনা।

    বাঘায় নতুন ইউএনও’র যোগদান আগের ইউএনও’র বদলি হওয়ায় বিদায় ও সংর্বধনা।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ 
    রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের বিদায় ও নতুন ইউএনও শাম্মী আক্তারের যোগদান উপলক্ষ্যে বিদায় ও বরণ সংর্বধনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামকে বিদায় ও নবাগত ইউএনও শাম্মী আক্তারকে বরণ করে নেওয়া হয়েছে। বুধবার (অক্টোবর) দুপুরে বিদায় ও বরণ সংর্বধনা দেওয়া হয়। অনুষ্টানে বাঘা প্রেসক্লাবের সাংবাদিকগণ বিদায়ী ও নবাগত ইউএনওকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করেন।
    এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও তরিকুল ইসলাম, নবাগত ইউএনও শাম্মী আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, বাঘা প্রেসক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞা, আহবায়ক কমিটির সদস্য আমানুল হক আমান, আসলাম আলী, লালন উদ্দিন, ফজলুর রহমান মুক্তা, আশরাফুল আলম, গোলাম তোফাজ্জল কবীর মিলন। প্রেসক্লাবের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম, আব্দুল হামিদ মিঞা,জহুরুল ইসলাম, সুব্রত কুমার, আবদুস সালাম, আবদুল কাদের নাহিদ প্রমুখ।
    উল্লেখ্য, ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মাদ ইব্রাহীমের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এ প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামকে পদন্নোতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে চাঁপাইনবয়াবগঞ্জে বদলির আদেশ জারি করা হয়। তরিকুল ইসলাম ২০২৩ সালের ১৩ ডিসেম্বর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি এখানে সাড়ে ১০ মাস দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পটুয়াখালী ডিসি অফিস, বরিশাল বিভাগীয় কার্যালয়, রাজশাহী আরডিসি, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাবনার শাজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন বলে জানা গেছে।
    অপর দিকে ২৭ অক্টোবর সিনিয়র সহকারী কমিশনার আজাহার আলীর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এ প্রজ্ঞাপনে শাম্মী আক্তারকে পদন্নোতি দিয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।এর আগে উপজেলার বিভিন্ন দপ্তর ও সংগঠনের নেতাকর্মীরা ইউএনওকে বিদায় ও নবাগত ইউএনওকে বরণ সংর্বধনা দেওয়া হয়।
  • উল্লাপাড়ায় কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম তোতাকে সংবর্ধনা।

    উল্লাপাড়ায় কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম তোতাকে সংবর্ধনা।

    বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটিতে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ আনোয়ারুল ইসলাম তোতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

    শনিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তার নিজ এলাকায় এ সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় শিক্ষক মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কর্মকর্তারা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ও সংবর্ধিত শিক্ষক নেতা মোঃ আনোয়ারুল ইসলাম তোতা। এ সময় তাকে পুষ্পমাল্য, ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

    সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষক মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় শিক্ষক সংগঠন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আফম জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক নেতা মোশাররফ হোসেন, শহিদুল্লাহ লিটন, সামছুল হুদা, ময়নুল হোসেন ও আব্দুস সালাম প্রমুখ।

    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠনের লক্ষে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে বড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রীয় নেতা মোঃ আনোয়ারুল ইসলাম তোতাকে সভাপতি ও বন্যাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

  • এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির।

    এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির।

    নিজস্ব প্রতিবেদক: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
    মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গতকাল রবিবার ২০ অক্টোবর ২০২৪ ইং, সকালে স্থানীয় একটি মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জুড়ী উপজেলা শাখার সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি এমরান হোসাইন মনিয়ারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ও জুড়ী-বড়লেখা সংসদীয় আসনের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ।
    বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলার নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলার সভাপতি হাফিজ আলম হোসাইন, উপজেলা জামায়াতের আমির হাফিজ নাজমুল ইসলাম, সেক্রেটারি মোঃ আজিম উদ্দিন, মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, ইউসুফ মিয়া, মোঃ আব্দুল্লাহ-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
  • কানাইঘাটে যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মোমিনকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা প্রদান।

    কানাইঘাটে যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মোমিনকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা প্রদান।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ

    কানাইঘাট উপজেলা যুবলীগের অন্যতম নেতা,বিশিষ্ট ব্যবসায়ী যুবনেতা আব্দুল্লাহ আল মোমিন এর সংক্ষিপ্ত সফরে কানাডা গমণ উপলক্ষ্যে গতকাল (২৯/৩/২০২৪) স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে এক বর্নাঢ্য আয়োজনে সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট উপজেলা ও পৌর যুবলীগ।

    উপজেলা যুবলীগের অন্যতম নেতা আবু ইসহাক পান্নার সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা আসাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত এই সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি জননেতা জামাল উদ্দিন।অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিলেট জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য এডভোকেট ফখরুল ইসলাম,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এডভোকেট আব্দুল খালিক,শাবিপ্রবি কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রিংকু চক্রবর্তী,নাজমুল ইসলাম হারুন,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিন,সাংস্কৃতিক সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাস,সংবর্ধিত ব্যাক্তিত্ব যুবনেতা আব্দুল্লাহ আল মোমিন, সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খাজা শামীম আহমদ শিক্ষক কবি ও কলামিস্ট মিলন কান্তি দাস।

    অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ,উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজী শরীফ উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ নেতা আজমল আহমদ,সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট আবু সিদ্দিক, ইসলাম উদ্দিন,পৌর কাউন্সিলর বিলাল উদ্দিন,কাউন্সিলর জমির উদ্দিন, কাউন্সিলর শাহাব উদ্দিন চৌধুরী,শিক্ষক নেতা মাস্টার আজির উদ্দিন,সড়কের বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ চৌধুরী রুহিন,পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাসুম আহমদ, উপজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক হারিছ উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মারওয়ানুল করিম,পৌর ছাত্রলীগ সভাপতি এম হারিছ উদ্দিন।

    অনুষ্টানে যু্বলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা ফরিদ উদ্দিন,মোঃ ইয়াইয়া,জসিম উদ্দিন,জিয়া উদ্দিন,জালাল উদ্দিন,ইমরান আহমদ কামরান,সাবেক জেলা ছাত্রলীগ নেতা আহমেদুল কবির মান্না,সাবেক মহানগর ছাত্রলীগ নেতা মামুন রশীদ রাজু,উপজেলা ছাত্রলীগ সহসভাপতি রেজওয়ান এইচ মিনু,রুবেল আহমদ সাগর,তপন কুমার দাস,প্রবাসী ছাত্রলীগ নেতা ফজল আহমদ প্রমুখ।

    সংবর্ধনা অনুষ্টানে আগত সকল বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে যুবনেতা আব্দুল্লাহ আল মোমিনের রাজনৈতিক মেধা,প্রজ্ঞা ও দুরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন।

    সংবর্ধিত ব্যাক্তিত্ব যুবনেতা আব্দুল্লাহ আল মোমিন বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্টার সংগ্রামে আমাদেরকে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার দর্শনকে জনগণের দোয়ারে দোয়ারে পৌছিয়ে দিতে হবে।জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রার ভিশনকে ব্যাপকভাবে প্রচার করতে যুবলীগের সকল নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে। যুবনেতা মোমিন তার বক্তব্যে আরো বলেন,”আজ যুবলীগ নেতাকর্মীসহ দলীয় অঙ্গ সংগঠন তথা কানাইঘাটবাসীর ভালোবাসায় আমি সিক্ত।কানাইঘাটের গণমানুষের সেবায় আমার আমৃত্যু কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকবে ইণশাআল্লাহ।

    সবশেষে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন,ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যুবনেতা আব্দুল্লাহ আল মোমিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

  • যুক্তরাজ্য গমন উপলক্ষে বদরুলের স্বপরিবারকে বিদায় সংবর্ধনা।

    যুক্তরাজ্য গমন উপলক্ষে বদরুলের স্বপরিবারকে বিদায় সংবর্ধনা।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন জালালী ইয়থ ক্লাবের আহব্বায়ক মোঃ মামরুল আলম বদরুলের স্বপরিবার যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
    শনিবার ২৩ ডিসেম্বর ২০২৩ইং সন্ধ্যা সাড়ে ৭টার সময় অত্র ক্লাবের প্রয়াত সদস্য, উপদেষ্টা এবং জালালী ইয়থ ক্লাবে উদ্যোগে প্রতিষ্ঠিত কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকবৃন্দের স্বরণে মরনোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানটি কাকিয়াবাজারস্থ রয়েল রুটস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানের আয়োজক পর্ষদের আহব্বায়ক মোঃ আবু সাহেদ এর সভাপতিত্বে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
    এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান রিপন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজ্বী লিঠন আহমেদ, হুগলিয়া হাজ্বী মনছব উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাছান, কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নোমান আহমেদ সিদ্দিকী, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম, এ, মুছাব্বীর, জালালী ইয়থ ক্লাবের উপদেষ্টা মোঃ আব্দুর রউফ এবং ক্লাবের সদস্যবর্গ সহ অত্র এলাকার ছাত্র,যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
    সভায় বক্তারা বলেন, জালালী ইয়থ ক্লাবের আহব্বায়ক মোঃ মামরুল আলম বদরুল সততা, স্বচ্ছতা ও বিচক্ষণতার সহিত তার দায়িত্ব পালন করে গেছেন। প্রবাসেও তিনি এই পেশায় যুক্ত থাকবেন বলে বক্তরা আশা প্রকাশ করেন। সভা শেষে বিদায়ী অতিথি মোঃ মামরুল আলম বদরুল-সহ স্বপরিবারকে ক্রেষ্ট প্রদান করা হয়।
  • শিক্ষক বন্ধুদের সংবর্ধনা দিলো ঠাকুরগাঁও ৯৯ ব্যাচ।

    শিক্ষক বন্ধুদের সংবর্ধনা দিলো ঠাকুরগাঁও ৯৯ ব্যাচ।

    শপথ নিয়েছি এগিয়ে যাওয়ার, জয় হবে মানবতার ‘এই শ্লোগানকে সামনে রেখে ২৫ বছরে পা রাখলো এসএসসি ৯৯ ব্যাচ। এ উপলক্ষে পারিবারিক মিলনমেলা ও শিক্ষক দিবস উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক বন্ধু ও গুণী শিক্ষকদের সংবর্ধনা দিয়েছে। এসব শিক্ষকের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের। এই ১২০ শিক্ষককে খুঁজে বের করে সংবর্ধনার আয়োজন করেন তারা।
    শনিবার (২১ অক্টোবর) এসএসসি ৯৯ব্যাচ ঠাকুরগাঁওয়ের আয়োজনে দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে ক্রেস্ট, নানা ধরনের উপহার ও ফুলেল শুভেচ্ছায় এই গুণী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছিলো ৯৯ ব্যাচের সকল সহপাঠীদের। সে আমন্ত্রণে সাড়া দিয়ে মিলন মেলায় অংশ নেয় তারা।
    জানা গেছে, এসএসসি ৯৯ ব্যাচ করোনা কালীন সময়ে অক্সিজেন সরবরাহ, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, অসচ্ছল ব্যক্তিদের পাশে দাঁড়ানো, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ফরম ফিলাপ ও ভর্তিতে অর্থ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে।
    সহপাঠীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। পুরনো বন্ধুদের কাছে পেয়ে তৈরী হয় আনন্দ আর আবেগঘন পরিবেশের। দিনভর চলে আড্ডা, স্কুলের স্মৃতিচারণ ও সাংষ্কৃতিক আয়োজন৷
    পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় দিনের আয়োজন। স্মৃতিচারণ পর্বে স্কুল নিয়ে নানা গল্পে আয়োজনকে আরো বর্ণিল করে তোলেন প্রাক্তন ছাত্ররা।
    এ সময় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক সাবেক প্রধান শিক্ষক ও রংপুর অঞ্চলের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উপ পরিচালক  আখতারুজ্জামান সাবু, সাবেক জেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। এসময় নিজেদের স্কুল নিয়ে স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা৷
    এসএসসি ৯৯ ব্যাচের সদস্যরা বলেন, ৯৯ এসএসসি ব্যাচের বন্ধুরা মিলে আমরা এই আয়োজন করেছি। শিক্ষকেরা আমাদেরকে দেশের জন্য তৈরি করেছেন। আমরা তাদের আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছি। শৈশবে, কৈশরে এই শিক্ষকেরা আমাদের পড়াশোনা করিয়েছেন। তাদের ঘটা করে সংবর্ধনা দিতে পেরে গর্বিত আমরা।
  • কানাইঘাটে বিদায়ী ইউএনও সুমন্ত ব্যানার্জিকে প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা প্রদান।

    কানাইঘাটে বিদায়ী ইউএনও সুমন্ত ব্যানার্জিকে প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা প্রদান।

    সিলেটের কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন্ত ব্যানার্জির মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে বদলিজনিত বিদায় উপলক্ষে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    আজ শনিবার (২৯ জুলাই) বিকেল ৫টায় ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।

    প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক মুমিন রশিদ ও কোষাধ্যক্ষ আমিনুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি তাঁর বক্তব্যে বলেন,কানাইঘাটে দুই বছর দশ মাসের অধিক সময় সরকারি দায়িত্বপালনকালে বিশেষ করে কানাইঘাটপ্রেসক্লাব নেতৃবৃন্দ, স্থানীয় কর্মরত গণমাধ্যমকর্মী,জনপ্রতিনিধি, রাজনৈতিক মহল,সুধীজন সহ সকল মহলের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা পেয়েছিলাম বিধায় সরকারের নির্বাহী আদেশ পালনের পাশাপাশি উন্নয়নমূলক কর্মকান্ডত্বরান্বিতসহ প্রশাসনিক সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। সরকারি নির্বাহী আদেশ পালন করতে গিয়ে উদ্দেশ্যমূলকভাবে কারও ক্ষতি করার চেষ্টা করিনি। আইন মোতাবেক কাজ করতে গিয়ে সবাইকে সন্তুষ্ট করাও সম্ভব নয়। সরকারের সকল কর্মকান্ড বাস্তবায়নে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ আমাকে যে সর্বাত্মক সহযোগিতা করেছেন তা আমি সব-সময় মনে রাখব এবং ক্লাবের উন্নয়নে তার চেষ্টা অব্যাহত থাকবে। দায়িত্বপালন করতে গিয়ে কারও মনে কোনো ধরণের কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।তিনি আরও বলেন,কানাইঘাটের মানুষজন অত্যন্ত ভালো। আপনাদের কথা সবসময় আমার মনে থাকবে। আমিও আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। কানাইঘাটে কর্মরত থাকা অবস্থায় সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করেছি। প্রতিটি কাজে সাংবাদিকরা সহযোগিতা করেছেন। যেখানে যাচ্ছি সেখানে কানাইঘাটের মানুষের জন্য কাজ করার সুযোগ থাকলে আপনাদের জন্য কিছু করার চেষ্টা করব।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী বলেন, বিদায়ী নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি একজন সৎ, দক্ষ নিষ্ঠাবান,সাহসী, সরকারি কর্মকর্তা ছিলেন। সরকারি আদেশ পালন করতে গিয়ে তিনি দিনরাত মানুষের জন্য কাজ করেছেন। কানাইঘাটের মানুষ তাকে সবসময় স্মরণে রাখবে। প্রেসক্লাবের পক্ষ থেকে তার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা প্রদান করায় ক্লাব নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানান।

    সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও ক্লাব নেতৃবৃন্দ বিদায়ী ইউএনও সুমন্ত ব্যানার্জির কর্মদক্ষতা ও সততার জন্য তাঁর প্রশংসা করে বলেন, কানাইঘাটে দায়িত্ব পালনকালে সকল মহল এবং সাংবাদিকদের সাথে নিয়ে সরকারের সেবামূলক কর্মযোগ্য নিষ্ঠা, সততার মাধ্যমে বাস্তবায়ন করেছেন। বিগত ভয়াবহ বন্যাকালীন সময়ে এবং কানাইঘাটে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ঘরগুলো দৃষ্টিনন্দন ও টেকসই নির্মাণ কাজ সম্পন্নের মাধ্যমে সকল মহলের প্রশংসা কুঁড়িয়েছিলেন। কানাইঘাটের মানুষ একজন জনবান্ধব ইউএনও হিসেবে সুমন্ত ব্যানার্জিকে সব-
    সময় স্মরণ রাখবেন।

    প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন বিদায়ী ইউএনও সুমন্ত ব্যানার্জি একজন সাংবাদিক বান্ধব কর্মকর্তা ছিলেন। প্রতিটি কাজে সাংবাদিকদের তিনি সর্বাত্মক ভাবে সহযোগিতা করেছেন এবং সরকারি ভাবে অর্থ বরাদ্দের মাধ্যমে প্রেসক্লাবের উন্নয়নে যে অবদান রেখেছেন তা সব-সময় সাংবাদিকরা মনে রাখবেন। বর্তমান কর্মস্থল মুক্তিযোদ্ধা মন্ত্রাণলয়ে যোগদানের মাধ্যমে দেশের জন্য আরো ভালো কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ।

    এ সময় আরোও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি প্রবীণ সাংবাদিক এম.এ হান্নান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ও কানাইঘাট সড়কের বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি এম.তাজিম উদ্দিন,বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাস্টার মামুন আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিন,সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম,দিঘীরপাড় পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান আলী হোসেন কাজল,বড়চতুল ইউপির সাবেক চেয়ারম্যান মাও. আবুল হোসেন,ক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক।

    উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জাকির হোসেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ভজন লাল
    দাস, মানবিক টিম কানাইঘাটের প্রধান পৃষ্ঠপোষক দক্ষিণ কুরিয়া প্রবাসী সংবাদকর্মী মাহবুব আব্দুল্লাহ, সমাজকর্মী হোসাইন আহমদ, কামরুজ্জামান, জেলা কৃষকলীগের সদস্য নজরুল ইসলাম বেলাল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে পাঠ থেকে তেলাওয়াত করেন ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাও. আসআদ আহমদ, পবিত্র গীতা পাঠ করেন ক্লাবের দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ। প্রেসক্লাব নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন, ক্লাবের সহ সভাপতি শাহিন আহমদ, বিজ্ঞান, প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক জয়নাল আজাদ, সহযোগী সদস্য
    মুফিজুর রহমান নাহিদ, সংবাদকর্মী মুফিজুর রহমান তালুকদার, মিজানুর রহমান লাভলু, সাকিব আল হাসান প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জিকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন ক্লাব নেতৃবৃন্দ।