Tag: সংঘর্ষ

  • রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ-ইউপি সদস্য গ্রেফতার।

    রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ-ইউপি সদস্য গ্রেফতার।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের দূর্গাপুর  এলাকায় পুর্ব শত্রুতার জের ধরে  প্রতিপক্ষের হামলায়  মিজানুর রহমান (৫০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আহত মিজানুর উপজেলার বাইনতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। গত (১৬ নভেম্বর) এ ঘটনা ঘটে। এ বিষয়ে  রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
    এ ঘটনায় একই এলাকার ৩ নং ওয়ার্ডের  ইউপি সদস্য  মোল্লা শাহিনকে পুলিশ গ্রেফতার  করে জেল হাজতে প্রেরণ করেছে।
    আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে যে,   ঘটনার দিন গত (১৬ নভেম্বর) সকালে মিজানুর রহমান  স্থানীয় দর্গাপুর  স্কুলের সামনে আসলে সেখানে ইউপি সদস্য শাহিনের সাথে তার তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটকাটি হয়। এরপর তিনি তার বাড়ির দিকে রওয়ানা হয়। এসময় তিনি  প্রতিপক্ষ শাহিনের  বাড়ির সামনে পৌঁছালে শাহিন ও তার সহযোগীরা হামলা চালিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে। এক মারধরের এক পর্যায়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও তার পরিবার  তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস.এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে  জানান,এ ঘটনার পর আহত মিজানের স্ত্রী বাদী হয়ে ৬ জনের নামে থানায় এজাহার দাখিল করেছেন। এ সংঘর্ষের মূলহোতা শাহিনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
  • পদ্মার চরে জমি দখল নিয়ে সংঘর্ষে  গুলিবিদ্ধ-২,আহত-৪।

    পদ্মার চরে জমি দখল নিয়ে সংঘর্ষে  গুলিবিদ্ধ-২,আহত-৪।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি
    রাজশাহীর বাঘায় পদ্মার চরে জেগে উঠা চরের জমি দখল নিয়ে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ ২ জনসহ ৪ জন আহত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) দুপুরে পদ্মার মধ্যে খানপুর বাজারের দক্ষিণে সীমান্তবর্তী বাঘা-দৌলতপুরের হবির চরে এই ঘটনা ঘটেছে।
    জানা যায়, উপজেলার খানপুর বাজারের দক্ষিণে সীমান্তবর্তী বাঘা ও কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকায় পদ্মার মধ্যে হবির চরে পদ্মা নদীর পানি কমে যাওয়ায়  কিছু জমি জেগে উঠে। এই জমি বাঘা উপজেলার  চাঁদপুর ব্যাংগাড়ি গ্রামের ইউনুস মন্ডলের ছেলে সাবুল মন্ডল দখলে নিয়ে চাষাবাদ শুরু করে। এই জমি কুষ্টিয়ার জেলা  দৌলতপুর উপজেলার মাঝদিয়ার গ্রামের রহিম মন্ডলের ছেলে লিখন হোসেন মন্ডল ও নিহার হোসেন মন্ডলের ছেলে আরিফ হোসেন মন্ডল নিজের দাবি করে দখলে নিতে যায়। এ নিয়ে শনিবার দুপুরে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সাবুল হোসেন ও খেতু মন্ডলের ছেলে ফেলু মন্ডল গুলিবিদ্ধ হয়।
    এ ঘটনায়  গুরুতর আহত হয় তারা। আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের শারিরীক অবস্থার অবনতি দেখে দায়িত্বরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে এই সংঘর্ষে গুরুতর আহত লিখন হোসেন ও আরিফ হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    এ বিষয়ে বাঘা থানার সহকারি উপ পরিদর্শক(এসআই) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে খানপুর বাজার এলাকা থেকে আহত লিখন ও আরিফ হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।
  • বালিয়াডাঙ্গীতে বিএনপি’র যৌথ সভায় দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫।

    বালিয়াডাঙ্গীতে বিএনপি’র যৌথ সভায় দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫।

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খালেদা জিয়ার মুক্তিসহ ১ দফা দাবিতে আয়োজিত বিএনপি’র যৌথ সভা শুরু হওয়ার দুই মিনিটের মাথায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধনতলা ইউনিয়ন বিএনপি’র দুপক্ষ বর্তমান সভাপতি সেলিম জাবেদ ও সাবেক সভাপতি সাদেকুল ইসলামের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।
    বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার ধনতলা ইউনিয়নের দৌলুয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছেন। প্রাথমিক ভাবে চিকিৎসা নিলেও হাসপাতালে কেউ ভর্তি হননি।
    সভায় আসা বিএনপি’র নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বিকালে যৌথ সভা শুরু হওয়ার কথা ৩টায়। উপজেলা থেকে নেতারা দেরিতে উপস্থিত হওয়ার সভা শুরু হয় সাড়ে ৪টায়। শুরুতে বক্তব্য দিতে শুরু করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদ। এ সময় ধনতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সাদেকুল ইসলামের লোকজন বক্তব্য বন্ধ করে দিয়ে সেলিম জাবেদকে সভাপতি উল্লেখ করে টাঙানো অনুষ্ঠানের ব্যানার খুলতে বলেন। এতেই দুপক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সভায় উপস্থিত নেতাকর্মীদের মারপিটে সাবেক সভাপতি সাদেকুল ইসলামসহ তার ৪ জন অনুসারী আহত হয়েছেন।
    প্রায় ১৫ মিনিট সংঘর্ষ চলার পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় সাদেকুল ইসলামের লোকজন। পরে পুনরায় যৌথ সভা শুরু হয়। এসময় সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আইয়ুব আলী খান, রাজিউর রহমান আসাদ, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক  এ্যাড. জিল্লুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর প্রমুখ।
    পরে পুনরায় লাঠি সোটা নিয়ে সভায় হামলার চেষ্টা করে সাদেকুল ইসলাম ও তার লোকজন। এ সময় বালিয়াডাঙ্গী থানা পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দেখে লাঠি-সোটা নিয়ে পালিয়ে যায় সাদেকুল ইসলাম ও তার লোকজন।
    ধনতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম জাবেদ বলেন, ব্যানারে সাদেকুল ইসলামের নাম না লেখায় সভা পন্ড করার চেষ্টা করে সাদেকুল ইসলাম ও তার লোকজন। এ সময় নেতাকর্মীদের মারপিট ও বাধার মুখে পালিয়ে যায়। পরে সংক্ষিপ্ত আকারে সভা করেছি আমরা। এ বিষয়ে উপজেলা বিএনপি ও জেলা বিএনপিকে অবগত করা হয়েছে। তারা সাংগঠনিক ব্যবস্থা নেবেন।
    এদিকে ধনতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সাদেকুল ইসলাম বলেন, গোপনে কমিটি করে সেলিমকে সভাপতি করা হয়েছে। আমরা এই কমিটি মানিনা। তাই ব্যানার খুলতে বলা হয়েছিল। এ নিয়ে তাদের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। আহতরা প্রাথমিক ভাবে চিকিৎসা নিয়েছে। কেউ হাসপাতালে ভর্তি হয়নি।
    বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনা অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
    প্রায় ১ বছর ধরে ধনতলা ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কোন্দল চলছে। একাধিকবার উপজেলা বিএনপি’র নেতারা সমাধানের চেষ্টা করলেও হয়নি। এর আগেও দ্বন্দের কারণে ওই ইউনিয়নে প্রতিবাদ সভা, ঝাড়ু মিছিল করতে দেখা গেছে বিএনপি’র নেতাকর্মীদের।
  • গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত-২,আহত-১০।

    গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত-২,আহত-১০।

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডে ইয়াজপুর গ্রামে জমির বিরোধে দুই পক্ষের সংঘর্ষ ঘটে এসময় দুইজন নিহত হয়েছেন বলে জানা যায়।

    স্থানীয় সূত্রে জানা যায় এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানা যায়।
    নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি কামরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কথা কাটাকাটির এবং হাতা হাতি এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে সংঘর্ষে ২ পক্ষের ৮/১০ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

  • লক্ষ্মীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু।

    লক্ষ্মীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু।

    লক্ষ্মীপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শাফায়েত হোসেন (১৭) ও রাজন হোসেন (১৯) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। এই সময় তুষার (৩০), রিয়াজ (১৯) ও শোয়েব ইসলাম (১৮) নামে তিনজন আহত হয়েছেন।শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা ৬টার দিকে জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সাফায়েত সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলি এলাকার মো. মনজুর ছেলে ও রাজন লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আক্তার হোসেনের ছেলে।

    আহত শোয়েব লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার সোহেল রানার ছেলে ও রিয়াজ চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার রফিক মিয়ার ছেলে। অপর আহত তুষারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত মোটরসাইকেলে সেলফি তোলার সময় দ্রুত গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
    লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, আমরা দুইজনকে মৃত অবস্থায় পেয়েছি। তুষার নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

  • গোদাগাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু।

    গোদাগাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু।

    রাজশাহী(গোদাগাড়ী)প্রতিনিধি।

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দেওপাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীর দুই যাত্রী গুরুতর আহত হয়। রবিবার\১৯ ফেব্রুয়ারি উপজেলার দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ী চাপাল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত শিক্ষার্থী হলেন রাজশাহী মহানগর মতিহার থানার বুধপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে আবু সাঈদ ওসামা (২২) । নিহত শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

    এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, রবিবার বিকেল রাজশাহী থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি একটি ট্রাককে ওভারটেক করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন আহত হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তিন জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ ওসামাকে মৃত ঘোষণা করেন। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ।

  • উল্লাপাড়ায় বিএডিসি’র নলকূপ স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ।

    উল্লাপাড়ায় বিএডিসি’র নলকূপ স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএ ডিসির গভীর নলকূপ স্হাপনকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হামলা ভাংচুরের ঘটনায় মোঃ মজনু বাদী হয়ে ৮ জনকে আসামি করে চাঁদা বাজির মামলা দায়ের করেন।

    মামলা সুত্রে জানা যায় উপজেলার উধুনিয়া ইউনিয়নের ভায়ড়া গ্রামের ১৪৬ মৌজার আরএস খতিয়ান নং- ০১ আরএস দাগ নং- ৫৬৩ এবং আরএস খতিয়ান নং- ১২৯ আরএস দাগ নং- ৭৪৪ ভায়ড়া গ্রামবাসীর মালিকানাধীন দুটি গভীর নলকূপ রয়েছে। নলকূপ দুটি গ্রামবাসী সমবায়ের ভিত্তিতে ডিজেল ইঞ্জিনের মাধ্যমে পরিচালনা করা বস্থায় গ্রামের কতিপয় ব্যক্তি গ্রামবাসীকে ভুল বুঝিয়ে গভীর নলকূপ দুটি বিএডি সির নিকট হস্তান্তর করে বিনা খরচায় বৈদ্যুতিক সংযোগ পাবার আশ্বাস দিয়ে বিএডিসি বরাবর আবেদন করে।

    এ ঘটনার পর থেকেই গ্রামের সাধারণত মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এবং বিরোধের সুত্রপাত হয়। ঘটনার একপর্যায়ে গত ১৪/১২/২০২২ ইং তারিখ বুধবার সন্ধ্যা ৭ ঘটি কার দিকে আবদুল মজিদের নেতৃত্বে ভায়ড়া গ্রামের মোঃ ছাকোয়াত হোসেনের ছেলে, মোঃ মনিরুল ইসলাম, আহসান আলী সরকারের ছেলে মোঃ মাসুদ পারভেজ, ও মিলন সরকার, মৃত আবুল হোসেনের ছেলে, মোঃ আলহাজ্ব আলী, মৃত জয়নালের ছেলে, মোঃ ছাকোয়াত হোসন,মোঃ জাবেদ আলীর ছেলে, মোঃ মোমিন খন্দকার, মৃত আবুল হোসেনের ছেলে আব্বাস সহ অজ্ঞাত ৭/৮ জন হাতে লোহার রড,কাঠের বাটাম,শাবল, বাঁশের লাঠি, দেশীয় অস্ত্র সস্র নিয়ে বেআইনি ভাবে বসত বাড়ির টিনের ঘরের বেড়া,দরজা, জানালা, পানির মোটরসহ বাড়ির গেট ভাংচুর করে ঘরের ভিতরে প্রবেশ করে ষ্টীলের ট্যাংক ভাঙ্গিয়া ট্যাংক থেকে দুই লাখ টাকা জোরপূর্বক ভাবে মারপিট করে নিয়ে নেয়। আমি চিৎকার করিলে পাড়ার লোকজন আগাইয়া আসিলে আসামীরা পালাইয়া যায় ।

    উল্লেখ্য আব্দুল মজিদ সরকার একজন এলাকার চিন্হিত সত্রাসী তাহার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। জিআর নং- ২৬৭ ( উল্লা) ধারা-৪৪৭,৩২৩,৩২৬,৩৮৫,৩৭৯,১১৪,৩৪ পেনালকোড উক্ত মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

  • উল্লাপাড়ায় মছের পিকআপ-লরির সংঘর্ষে নিহত-১ আহত-২।

    উল্লাপাড়ায় মছের পিকআপ-লরির সংঘর্ষে নিহত-১ আহত-২।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাছের পিক-আপ ও লরির মুখোমুখি সংঘর্ষে ইয়াছিন(২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।এ ঘটনায় ২ জন গুরুত্বর আহত হয়েছে।

    মঙ্গলবার ৬ ডিসেম্বর সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের হরিণ চরা বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে।

    নিহত ইয়াছিন ময়মনসিংহ মুক্তাগাছা থানার কাট গড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা-রাজশাহী মহাসড়কের হরিণ চরা বাজার সংলগ্ন এলাকায় মাছ ভর্তি পিক আপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাছ ব্যবসায়ী ইয়াছিন ঘটনা স্থলে মারা যায় এবং ২ জন ব্যবসায়ী গুরুতর আহত হয়।

    হাটিকুমরুল হাইওয়ে থানার টি আই মনির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান ঢাকা-রাজশাহী মহাসড়কের হরিণ চরা বাজার সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান হয়েছে।আহত দুই জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

     

  • উল্লাপাড়ায় মোহারমের সিন্নি রান্নাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত-৭।

    উল্লাপাড়ায় মোহারমের সিন্নি রান্নাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত-৭।

    উল্লাপাড়ায় মহারমের সিন্নি রান্নাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত-৭।


    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের বড় জুমলা গ্রামে মোহারমের (আশুরা) দিন সিন্নি রান্নাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় ৩ নারী ও ৪ জন পুরুষ আহত ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।

    জানা যায় বড়জুমলা গ্রামের মোঃ আউয়াল প্রামানিক নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে মোহারম মাসে তার পীরের নামে দোওয়া ও মিলাদ মাহফিল করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।ইস্বানিত হয়ে গ্রামের কিছু অসাধু লোক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বাধা প্রয়োগ করে । এক পর্যায় গ্রামের কিছু অসাধু মাতবর মোঃ আউয়াল প্রামামিক ও তার পরিবারকে একঘরে (ঠেকি) করে রেখেছেন।

    এদিকে মোহারম উপলক্ষে আউয়াল প্রামানিক ৯ মোহারম গ্রামের ও পাশের গ্রামের কিছু লোকজনকে দোওয়া ও মিলাদ মাহফিলে দাওয়াত করেন। ১০ মহারম দুপুর থেকে শুরু হয় সিন্নি রান্নার প্রস্তুতি।

    এমতাবস্থায় ৯ অগোষ্ট (মহারমের দিন) বিকেল ৩ টার সময় গ্রামের কিছু অসাধু লোকজন আউয়ালের বাড়িতে এসে সিন্নি রান্নার সরঞ্জামাদি নষ্ট করে দেয় এবং তার পরিবারের লোকজন ও দাওয়াতে আসা আত্মীয় স্বজনের উপর অতর্কিত হামলা চালায়।

    এতে তার বাড়ি ঘর ভাংচুরসহ পরিবারের ৭ জন সদস্য আহত হয় এবং তাদেরকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আউয়াল প্রামানিক বাদি হয়ে উল্লাপাড়া মডেল থানায় ৯ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

    এ বিষয় উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

  • লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেল মূখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত-আহত ২।

    লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেল মূখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত-আহত ২।

    লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেল মূখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত-আহত ২।


    লক্ষ্মীপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নুরুল আমিন হাওলাদার (৭৪) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এই সময় নুরুল আমিনের নাতি রাহি (৮) ও অপর মোটরসাইকেল চালক মো, কামাল হোসেন (২৫) আহত হন।

    রোজ মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের রিপজি মার্কেট সড়কের ছোট পোল (ব্রিজ) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নরুল আমিন ভবানীগঞ্জ গ্রামের ‘বড়-বাড়ির’ আবদুর শহীদের ছেলে ও পেশায় কৃষক। রাহী তার ছেলে ইব্রাহিম হোসেনের ছেলে। অপর আহত কামাল একই ইউনিয়নের চর উভুতি গ্রামের চকবাজার এলাকার আলমগীর হোসেনের ছেলে।

    স্থানীয় সূত্র জানায়, নুরুল আমিন তার নাতি রাহিকে নিয়ে মোটরসাইকেলযোগে চর উভূতি গ্রাম থেকে বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থল পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কামাল তার দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এতে নুরুল আমিনের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলের সামনের অংশ ভেঙে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় নুরুল আমিন, রাহি ও কামালকে উদ্ধার করে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসাপাতাল নিলে নুরুল আমিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন বলেন, হাসপাতাল আনার আগেই এক বৃদ্ধ নুরুল আমিন মারা যান। শিশুসহ আহত দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    এই ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।