হবিগঞ্জের মাধবপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের চোখের সামনে মিজান মিয়া (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকালে ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউড়া চকদার বাড়ি বাসষ্ট্যান্ডে এঘটনা ঘটে।
Tag: শিশু
-
মাধবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু।
মাধবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু।
প্রত্যক্ষদর্শী জানান মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামে মোখলেছ মিয়া স্রী তার ছেলে মিজান কে মেয়ের বাড়ি তেলিয়াপাড়া থেকে বাস যোগে ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউড়া চকদার বাড়ি এসে নামে বোবরার বিকাল প্রায় ৫টার দিকে। মা ছেলে কে নিয়ে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় দ্রুতগতিতে যাওয়া একটি মোটর সাইকে শিশু মিজান কে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়।আশংকাজন অবস্হায় শিশু মিজান কে মাধবপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্ত্যব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষনা করে। মায়ের সামলে ছেলের মৃত্যে কে কোন ভাবে মেনে নিতে পারছে না মা।মায়ের আহাজারিতে এক হ্রদয় বিদায় দৃশ্যের অবতারনা হয়।উল্লেখিত বিষয়ে ফোনে কথা হয় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মদ সত্যতা নিশ্চিত করে তিনি জানান থানায় মোটরসাইকেল জব্দ করা হয়েছে । -
কুলাউড়ার ভাটেরা টিলা ধসে মাটিচাপায় একসঙ্গে ৩শিশুর মৃত্যু।
কুলাউড়ার ভাটেরা টিলা ধসে মাটিচাপায় একসঙ্গে ৩শিশুর মৃত্যু।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে মাটিচাপায় তিন শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার ২৬ মার্চ দুপুরে ভাটেরার রাবার বাগান এলাকায় একটি টিলায় এ দুর্ঘটনা ঘটে।কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় মাটিচাপায় তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে কীভাবে সেখানে গিয়ে তাদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।নিহত তিন শিশু হলো, ভাটেরা ইউনিয়নের পশ্চিম ইসলামনগরের তছিবুর রহমানের ছেলে মোঃ সুমন মিয়া (১৫), আব্দুস ছালামের ছেলে মোঃ নাহিদ আহমদ (১৪) ও আব্দুল করিমের ছেলে মোঃ আব্দুল কবির (৯)।পশ্চিম ইসলামনগরের পঞ্চায়েত প্রধান মোঃ সফর উদ্দিন জানান, রাবার বাগানের ভেতরে ঘাগরাছড়া টিলায় তিন শিশু পাখির বাসা দেখতে পেয়ে টিলার গর্তে ঢুকে পড়ে। গর্তে ঢোকার পর পর মাটি ধসে পড়লে তাদের মৃত্যু হয়।তিনি আরও জানান, টিলার আশপাশে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান একেএম নজরুল ইসলাম বলেন, খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা। পুরো ইউনিয়নবাসী বাকরুদ্ধ।কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি। আমরা নিহতের বাড়িতে যাচ্ছি। -
মান্দায় ভুট্টা ক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার।
মান্দায় ভুট্টা ক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার।
নওগাঁর মান্দায় একটি ভুট্টা ক্ষেত থেকে ইউসুব (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ মার্চ) দুপুর ১টায় উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকলী ঈদগাঁহ মাঠ সংলগ্ন একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউসুব ওই গ্রামের রেজাউল করিমের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২০ মার্চ) বিকালে খেলতে শিশুটি বাড়ির বাইরে যায়। দীর্ঘ সময় ধরে তাকে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে সোমবার (২১ মার্চ) দুপুরে বাড়ি থেকে অনেকটা দূরত্বে একটি ভুট্টা ক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শিশুটির মরদেহ উদ্ধারের সময় পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, সোমবার দুপুরে ভুট্টাক্ষেত থেকে ইউসুব নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আমরা বের করব আসল ঘটনা কী। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ বলে জানান তিনি।
-
দেওয়ানগঞ্জে নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু।
দেওয়ানগঞ্জে নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু।
আজ শনিবার ১৯ মার্চ ২০২২ইং জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসি’র আওতাধীন ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী মধ্যপাড়া গ্রামের মোঃ বাবুলের মেয়ে সুরাইয়া (৮) নামে শিশুটি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, আনুমানিক দুপুর ১২টার সময় বাড়ির পুর্ব পাশে জিঞ্জিরাম নদীতে গোসল করতে যায়। গোসল করতেই পানিতে ডুবে যায়। আনুমানিক ২টার সময় খোঁজ করে নদীতে যায় পরিবারের লোকজন। এসময় পানির নিচ থেকে মৃত শিশুর লাশ তুলে আনা হয়। সুরাইয়া সানন্দবাড়ী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী।
-
কলাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন।
কলাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন।
কলাপাড়া উপজেলা প্রশাসন কর্তৃক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি শুরু হয়। সকালে স্থানীয় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৯টায় উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং তার সহযোগী সংগঠনের পৃথক পৃথক ব্যানারে আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির প্রমুখ।
এছাড়াও বিকেলে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
-
মোহাম্মদনগর সঃ প্রাঃ বিঃ জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।
মোহাম্মদনগর সঃ প্রাঃ বিঃ জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোহাম্মদ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিতা করা হয়েছে।
এ উপলক্ষে (১৭ই মার্চ বৃহঃবার) সকাল ১১ ঘটিকার সময় স্কুল প্রাঙ্গনে বিদ্যালয়ের সরকারী শিক্ষক বধরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন। অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তারেক হাসনাত, সুলতান মাহমুদ।
উপস্হিত ছিলেন সৈয়দা মোকাম মাদ্রাসার শিক্ষক মাও কবির হোসাইন, সাংবাদিক শাহরিয়ার শাকিল, বিশিষ্ট্য সমাজ সেবক স্বপন আহমেদ, এ ছাড়া ও উপস্হিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মাধুরী চক্রবর্তি, খাদিজা বেগম, রুনা আক্তার সহ আরো অনেকে।
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের নিয়ে প্রথমে জাতীয় সংগিত পরেবেশন করা হয়। ছাত্র /ছাত্রীদের মাঝে রচনা প্রতিযোগিতা অনুষ্টিত হয়। রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে অতিথিবৃন্দরা পুরুষ্কার বিতরন করেন।
অতিথিবৃন্দরা বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হলে প্রথমে এ দেশের ছাত্র/ছাত্রীদের সোনার মানুষে গড়ে উটতে হবে। এবং মেধার রাজ্যে হতে হবে সবচেয়ে জ্ঞানী। বেশি করে পড়াশুনা করতে হবে। সকলের সাথে ভালো আচরন করতে হবে। পরিশেষে সকলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্নার মাগফিরাত কমনা করেন
-
তাড়াশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালন।
তাড়াশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালন।
সিরাজগঞ্জের তাড়াশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস ২০২২ পালন করা হয়েছে।
১৭ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচি আয়োজন করা হয়। শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পন করে এক বিশাল র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা,কেক কাটা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ রায়গঞ্জ) অধাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগের সভাপতি গাজী আলহাজ্ব আব্দুস সামাদ খন্দকার, সহ সভাপতি মোক্তার হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম, থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক, স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ মনোয়ার হোসেন,কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা,শিক্ষা অফিসার আখতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন ও ছাত্র লীগের সভাপতি সম্পাদক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, ছাত্র ছাত্রসহ অনেকে।
-
জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসে নওগাঁ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি।
জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসে নওগাঁ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি।
নওগাঁয় ১৭ মার্চ বাঙালি জাতির মহান ও অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান,নওগাঁ জেলা পুলিশের কর্ণধার।
অদ্য ১৭/০৩/২০২২ খ্রিস্টাব্দ তারিখে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ।
এছাড়াও জেলার প্রতিটি থানায় পুলিশের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।