Tag: শিশু

  • রাণীশংকৈলে জতীয় কন্যা শিশু দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    রাণীশংকৈলে জতীয় কন্যা শিশু দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    ‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে সেমবার (৩০ সেপ্টেম্বর)সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে পরিষদে ফিরে আসে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর্ণিকা আক্তার।

    সভায় বক্তারা বলেন,শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, পুষ্টি,চিকিৎসা, শিক্ষা,নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

    সময় উপস্থিত ছিলেন পৌর  বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী, অধ্যক্ষ মহাদেব বসাক, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন, শিক্ষিকা মেহবুবা আখতার,থানার প্রতিনিধি এসআই আনোয়ার হোসেন, ইএসডিও কর্মকর্তা খায়রুল আলম প্রমুখ।

    এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী সংগঠনের বিভিন্ন সমিতির  সভানেত্রী ও সদস্য,স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অহফিস সহকারি গোলাম রব্বানী।

    সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে পোশাক বিতরণ করা হয়।

  • রাণীশংকৈলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

    রাণীশংকৈলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীর পানিতে ডুবে  ইয়াসমিন ও তসলিমা নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    ১৪ এপ্রিল, রবিবার দুপুরবেলা উপজেলার
    খঞ্জনা এলাকার কুলিক নদীতে এ ঘটনা ঘটে।

    নিহত দুই শিশুরা হলো, উপজেলার
    খঞ্জনা গ্রামের ইব্রাহিমের একমাত্র মেয়ে ইয়াসমিন (১০) এবং দিনাজপুর সদর রেলস্টেশন এলাকার ইউসুফ আলী ও সাথি দম্পতির একমাত্র মেয়ে তসলিমা (৮)।

    নিহত তসলিমা গতকাল দিনাজপুর থেকে রাণীশংকৈল খঞ্জনা গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসেন। আজ ফিরলেন লাশ হয়ে।

    লেহেম্বা  ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ঈদে মা-বাবার সঙ্গে খালার বাড়িতে বেড়াতে আসে আট বছর বয়সী তসলিমা। আজ রবিবার দুপুরের দিকে পাশের বাড়ির ইয়াসমিনের সঙ্গে বাড়ির পাশে খেলছিল। পরে সকলের অগোচরে বাড়ির পাশের নদীতে গোসল করতে নামে। এরপর তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজা-খুঁজি করতে থাকেন। একপর্যায়ে পরিবারের লোকজন নদীর পানিতে দু’জনের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

    ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, দুপুরবেলা সবার অগোচরে নদীর পানিতে গোসলে নেমে ডুবে গিয়ে দুজনের মৃত্যু হয়। সম্পর্কে তারা প্রতিবেশী বোন। দু”বোনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    রানীশংকৈল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। পরিবারের সদস্যদের কোন আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে নওগাঁ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি।

    বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে নওগাঁ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি।

    নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ১৭ মার্চ বাঙালি জাতির মহান ও অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নওগাঁ জেলা পুলিশের কর্ণধার।
    অদ্য ১৭/০৩/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক পিপিএম মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ।
    এছাড়াও জেলার প্রতিটি থানায় পুলিশের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
  • গাজায় ইসরাইলি হামলায় শিশু মারা যাচ্ছে-আজ বিশ্বমানবতা কোথায়।

    গাজায় ইসরাইলি হামলায় শিশু মারা যাচ্ছে-আজ বিশ্বমানবতা কোথায়।

    ডেস্ক রিপোর্টঃ

    রোববার দুপুরে গোপালগঞ্জের টুংগিপাড়ায় বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশের অবস্থান বরাবরই নিপীড়িতদের পক্ষে,অনেকে শিশু অধিকার-মানবাধিকার নিয়ে সোচ্চার থাকেন। কিন্তু ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় বহু শিশু মারা যাচ্ছে, তখন বিশ্বমানবতা কোথায়? আজ রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশু দিবসের অনুষ্ঠানে এ প্রশ্ন রাখেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, আমরা সব সময় নির্যাতিত মানুষের পাশে আছি। অনেকে শিশু অধিকার মানবাধিকারের কথা বলে সোচ্চার থাকে, পাশাপাশি দেখি তাদের দ্বিমুখী আচরণ। গাজায় যখন শিশু-নারীদের ওপর হামলা চালানো হয়, তখন মানবাধিকার সংস্থাগুলো কোথায় থাকে? তাদের মানবতাবোধ কোথায় থাকে? গাজায় হামলার ঘটনায় জানি না বিশ্ববিবেক কেন নাড়া দেয় না! এটাই আমার প্রশ্ন।

    আজকের শিশুদের আগামী দিনের উন্নত বাংলা গড়ার কারিগর হিসেবে দেখতে চান জানিয়ে সরকারপ্রধান বলেন, পড়াশোনার নামে চাপ নয়, মেধা-মননের বিকাশই গুরুত্বপূর্ণ।

    অভিভাবকদের উদ্দেশ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘মেধা-মননের সুযোগ যাতে শিশুরা পায়, পড়াশোনার নামে চাপ তৈরি করবেন না। সেভাবেই আমরা কারিকুলাম করছি।’

    শেখ হাসিনা বলেন, শিশুরা যাতে সুন্দর পরিবেশে মানুষ হয়, সেদিকে লক্ষ্য রাখছি। শিশুদের ঝরে পড়ার হার কমিয়ে এনেছি। আগামী দিনে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার মূল নেতৃত্ব দেবে আজকের শিশু-কিশোররা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযুক্ত নাগরিক হিসেবে আমরা শিশুদের গড়ে তুলছি।
    ‘আজকের শিশুরা গড়ে উঠবে স্মার্ট নাগরিক হিসেবে,এটাই আমাদের অঙ্গিকার যোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    অনুষ্ঠানে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার আর অসচ্ছল মেধাবীদের মধ্যে আর্থিক অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী। দর্শকসারিতে বসে উপভোগ করেন শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ‘এক তর্জনির নির্দেশ,স্বাধীন হলো বাংলাদেশ’।

  • ডিমলায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন।

    ডিমলায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন।

    ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ

    নীলফামারীর ডিমলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে ১৭ মার্চ (রবিবার) সকালে ডিমলা উপজেলা প্রশাসনসহ আওয়ামীলীগের রাজনৈতিক অঙ্গ সংগঠন, সামাজিক সংগঠন, ডিমলা থানা পুলিশ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীগন ডিমলা বিজয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, দোয়া ও মোনাজাত করেন।

    এসময় উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আফতাব উদ্দিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তবিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীস রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: আনোয়ারুল হক সরকার (মিন্টু), উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.আয়েশা সিদ্দিকা, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম, উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী ফেরদৌস পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী উত্তম কুমার রায়,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সদস্য আবু সায়েম সরকারসহ রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতাকর্মী, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা  শেষে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষাথীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

  • উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশুদিবস পালিত।

    উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশুদিবস পালিত।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    রোববার উল্লাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসুচির আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। শহরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর, উপজেলা পরিষদ চেয়ারম্যান (অস্থায়ী) মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সরকারি আকবর আলী কলেজের সহযোগী অধ্যাপক শামীম হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফা ইয়াসমিন প্রমুখ।

  • রামপালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।

    রামপালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
    বাগেরহাটের রামপালে যথাযথ সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর  ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
    রবিবার (১৭ মার্চ ২০২৪) রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০.০০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
    এরপর সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে শিশু দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
    রামপাল উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন, অধ্যক্ষ (অবঃ) মোতাহার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন ও  রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস।
    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, রামপাল কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা অলিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ গোলজার হোসেন, উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ার উল-কুদ্দুস, প্রকৌশলী গোলজার হোসেন, সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ শেফা, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ মশিউর রহমান, প্রভাষক শেখ শাহনেওয়াজ,
    উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সাদীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসের কেক কাটা হয়।
    কেক কাটা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে  দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক ও সাংবাদিক মোঃ মোস্তফা কামাল পলাশ।
  • বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।

    বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।

    ডেস্ক রিপোর্টঃ

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৭মার্চ রবিবার ১০৪তম জন্মদিন। সারাদেশে এই দিনটিকে ‘জাতীয় শিশু দিবস’ হিসাবে উদযাপন করছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৭ টার সময় ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এরপর সকাল সাড়ে ১০ টার সময় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।এ সময় তিনি গার্ড অব অনার প্রদান ও দোয়া মাহফিলে অংশ নেন।

    বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠানে বেলা ১১ টার সময় যোগ দেন। দিবসটি উপলক্ষে টেলিভিশন চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

    রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, ‘জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি এই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধু হয়ে আছেন বাঙালি জাতির প্রেরণার চিরন্তন উৎস। রাজনীতিতে বঙ্গবন্ধু নীতি ও আদর্শের প্রতীক হিসেবে আবির্ভূত হন।
    প্রধানমন্ত্রী তার বাণীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দেশের সব শিশুকে আন্তরিক শুভেচ্ছা জানান।

    স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এ দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কলকাতার ইসলামিয়া কলেজে অধ্যয়নকালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন।

    কারাগারে থেকে এবং কারাগারের বাইরেও বঙ্গবন্ধু ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যখন ভাষা আন্দোলনের নেতাকর্মীদের হত্যা করা হয়, তখন বঙ্গবন্ধু কারাগারে অনশন করেছিলেন।

    ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭০ সালের সাধারণ নির্বাচন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বাঙালির সব বড় আন্দোলনের নেতৃত্বে ছিলেন শেখ মুজিব।

    বঙ্গবন্ধু তার গতিশীল নেতৃত্বের মাধ্যমে পাকিস্তানি শাসকদের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে বাঙালি জাতিকে সংগঠিত করেছিলেন। ১৯৭১ সালে ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

    বঙ্গবন্ধু যখন সকল বাধা-বিপত্তি অতিক্রম করে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন, তখন পরাজিত ও মুক্তিযুদ্ধবিরোধী চক্র তাকে পরিবারের অধিকাংশ সদস্যসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করে।

    বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। তবে পরে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত তা বাড়ানো হয়েছে।

    দিবসটি পালনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

  • ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত

    ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ

    ঝিনাইদহের শৈলকুপায় পাঁচ বছরের শিশু ধর্ষণ মামলায় মোঃ তরিকুল ইসলাম জোয়ারদার নামের আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৬মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এই রায় প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত মোঃ তরিকুল ইসলাম জোয়ারদার উপজেলার রয়েড়াগ্রামের মৃত মেন্দা আলী জোয়ারদারের ছেলে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান জানান ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি শৈলকুপার রয়েড়া গ্রামের পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে তরিকুল। নির্যাতিতা ওই শিশু তার উপর ঘটে যাওয়া ঘটনা পরিবারকে জানালে শৈলকূপা থানায় তার চাচা নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। বিচারিক প্রক্রিয়া শেষে আজ বুধবার মামলার আসামিকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেন।এই টাকা অনাদাযে আরো চার মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

  • আলমডাঙ্গায় মোবাইল চার্জে দেয়ার সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু।

    আলমডাঙ্গায় মোবাইল চার্জে দেয়ার সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু।

    ডেস্ক নিউজঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পরিবারের অসাবধানতায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মাইশা খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবা সকাল ১০ টার সময় নিজ বাড়িতে এদূর্ঘটনা ঘটে। এরপরই মাইশা খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান জানান, মাস চারেক আগে বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর থেকে ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামে নানা শহিদুল হকের বাড়িতে মায়ের সঙ্গে থাকতো মাইশা। লোকমুখে শুনেছি সকালে মাইশা খাতুন মোবাইল চার্জার বিদ্যুতের প্লাগে দিলে বিদ্যুতায়িত হয়। এরপর সে অসুস্থ হলে পড়লে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

    ডাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ নাজমুল ইসলাম জানান,শিশু মাইশা খাতুন মোবাইকের চার্জার নিয়ে খেলছিল। নিজের গলায় চার্জারের তার পেচানো ছিল। এসময় পাশেই বিদ্যুতের বোর্ডের চার্জার প্রবেশ করালে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার আগেই মারা যায়।

    আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শেখ গনি মিয়া জানান,স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি জেনেছি। মরদেহ হাসপাতালে আছে। সদর থানা পুলিশ প্রয়োজনীয় কাগজপত্র পাঠালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।