Tag: লক্ষ্মীপুর

  • লক্ষ্মীপুরে মডার্ন হাসপাতাল বন্ধের নির্দেশ।

    লক্ষ্মীপুরে মডার্ন হাসপাতাল বন্ধের নির্দেশ।

    লক্ষ্মীপুরে মডার্ন হাসপাতাল বন্ধের নির্দেশ।


    লক্ষ্মীপুর কমলনগর উপজেলাতে মডার্ণ হাসপাতালে (প্রা.) ডিপ্লোমা নার্স না থাকায় প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১৮ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন আহম্মদ কবির লিখিতভাবে এ নির্দেশনা দেন।

    লিখিত নির্দেশনাটি উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর) মোহাম্মদ রিয়াজ উদ্দিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশিদের কাছে হস্তান্তর করেন।

    এতে উল্লেখ করা হয়, ‘হাসপাতালে রোগী ভর্তি থাকলেও কোনো ডিপ্লোমা নার্স নেই। পূর্বে নিয়োগকৃতরা চলে যাওয়ার পর নতুন কোনো ডিপ্লোমা নার্স নিয়োগ করা হয়নি। ডিপ্লোমা নার্স ব্যতিত হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা অবৈধ। ফলে হাসপাতালটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।

    হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশিদ বলেন, আমাদের দুজন ডিপ্লোমা নার্স রয়েছে। ঈদের ছুটি ও পারিবারিক ব্যস্ততা থাকায় তারা আসতে পারেনি। তবে দ্রুত তারা হাসপাতালে উপস্থিত হবেন।

    উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ রিয়াজ উদ্দিন বলেন, নার্স না থাকায় হাসপাতালটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনার চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। ডিপ্লোমা নার্স নিয়োগ দিয়ে হাসপাতাল চালুর জন্য লিখিতভাবে আবেদন করতে বলা হয়েছে

  • লক্ষ্মীপুরের নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনার চরে আটকা কনকচাপা ফেরি।

    লক্ষ্মীপুরের নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনার চরে আটকা কনকচাপা ফেরি।

    লক্ষ্মীপুরের নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনার চরে আটকা কনকচাপা ফেরি।


    লক্ষ্মীপুর জেলাতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মালবাহী ট্রাকসহ ফেরি কনকচাপা মেঘনা নদীর চরে উঠে আটকা পড়েছে। শনিবার (১৬ জুলাই) রাত ১১ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট ফেরিঘাট থেকে আধাকিলোমিটার দূরে এই ঘটনা ঘটে।

    রাত সাড়ে ১১ টার দিকে ফেরিতে থাকা বাবুর্চি আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি অন্যের পরিবর্তে বাবুর্চির দায়িত্ব পালন করছেন।

    জানা গেছে, দুটি মালবাহী ট্রাক নিয়ে ফেরি কনকচাপা মজুচৌধুরীর হাট ঘাট থেকে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ঘাট থেকে আধাকিলোমিটার দূরে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি মেঘনা নদীর জেগে উঠা চরে উঠে আটকা পড়ে। একপর্যায়ে ফেরিটি একপাশ নদীর দিকে হেলে পড়ে। তাৎক্ষণিক ঘাট থেকে ফেরি কদম এনে আটকা পড়া কনকচাপাকে হেলান দিয়ে রাখা হয়েছে। তবে ফেরিতে কোন যাত্রী নেই।

    মজুচৌধুরীর হাট ফেরি ঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু বলেন, ঘটনাটি আমার জানা নেই। খবর নেওয়া হবে

  • লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় উপশম হাসপাতালে প্রসূতির মৃত্যুর অভিযোগ।

    লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় উপশম হাসপাতালে প্রসূতির মৃত্যুর অভিযোগ।

    লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় উপশম হাসপাতালে প্রসূতির মৃত্যুর অভিযোগ।


    লক্ষ্মীপুরে শহরের উপশম প্রাইভেট হাসপাতলে অপারেশন থিয়েটারে মুক্তা আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে উপশম হাসপাতালে এই ঘটনা ঘটে।

    স্বজনদের অভিযোগ, রাত ৯টার দিকে মুক্তাকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর মুক্তার অবস্থা আশঙ্কাজনক বলে অন্যত্র রেফার করেন চিকিৎসক। এই ঘটনায় নিহতের স্বজনরা হাসপাতালের সামনে বিক্ষোভ করেছে।

    নিহত মুক্তা রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরমোহনা গ্রামের চৌকিদার বাড়ির কৃষক আমিনের ছেলে মো. সোহেলের স্ত্রী মুক্তা (২৫) রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রসব ব্যথা উঠলে মুক্তাকে গাইনি চিকিৎসক শংকর কুমার বসাকের তত্ত্বাবধানে উপশম হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৩টার দিকে তার সিজারিয়ান অপারেশন করার কথা ছিল। কিন্তু ওই সময়ে সিজার না করে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যায়। কিছুক্ষণ পর তার অবস্থা আশঙ্কাজনক বলে অন্যত্র রেফার করেন চিকিৎসক।

    নিহতের মা পারুল বেগম, বোন শান্তা বেগম ও স্বামী মো. সোহেল জানায়, মুক্তার অবস্থা অনেক ভালো ছিল। চিকিৎসক বলেছিল, তার সিজার করাতে হবে। এরপর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে সিজারের জন্য ইঞ্জেকশন পুশ করলেই মুক্তা মারা যায়। কিন্তু চিকিৎসকসহ সংশ্লিষ্টরা তা গোপন করে মৃত অবস্থায় মুক্তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়।

    অভিযুক্ত চিকিৎসক শংকর কুমার বসাক মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক। তিনি উপশম হাসপাতালে প্রাইভেট রোগী দেখেন। তিনি বলেন, চিকিৎসায় কোনো ভুল হয়নি। সঠিক নিয়ম অনুসরণ করেই রোগীকে চিকিৎসা দিয়েছি। কিন্তু রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। এজন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলা হয়।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে

  • লক্ষ্মীপুরের সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, স্বজনদের খুঁজছে পুলিশ।

    লক্ষ্মীপুরের সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, স্বজনদের খুঁজছে পুলিশ।

    লক্ষ্মীপুরের সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, স্বজনদের খুঁজছে পুলিশ


    লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ থেকে ২৭ বছর। বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃতদেহ একই হাসপাতালের মর্গে রাখা আছে।

    বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এখনো তার পরিবারের সন্ধান পাওয়া যায়নি। লক্ষীপুর থানা পুলিশ অজ্ঞাত ওই নারীর স্বজনদের খোঁজে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল এই তথ্য নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রায়পুর-লক্ষ্মীপুর মহাসড়কের রাখালিয়া বাজারের ওপর আনুমানিক ২৭ বছর বসয়ী অজ্ঞাতনামা এক নারী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে রায়পুর থানা পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে পাঠায়। ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।

    ওসি আরও জানান, মৃত নারীর নাম-ঠিকানা কিংবা আত্নীয়-স্বজনের নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি ওই নারীর আত্নীয়-স্বজনের সন্ধান পেয়ে থাকে তাহলে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। অফিসার ইনচার্জ (লক্ষ্মীপুর মডেল থানা) ০১৩২০-১১১৯৭৬ ও ডিউটি অফিসার (লক্ষ্মীপুর মডেল থানা) ০১৩২০-১১১৯৮১।

  • লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারীর পিটুনিতে এক বৃদ্ধ হাসপাতালে।

    লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারীর পিটুনিতে এক বৃদ্ধ হাসপাতালে।

    লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারীর পিটুনিতে এক বৃদ্ধ হাসপাতালে।


    লক্ষ্মীপুর জেলাতে ডেউয়া ফল গাছের একটি ডাল ভাঙার অভিযোগে আবদুল হক (৭০) নামে এক বৃদ্ধকে মারধর করা হয়েছে। বুধবার (৬ জুলাই) সকালে তার ছেলে জাকির হোসেন এই ঘটনায় সদর মডেল থানায় আবু সাঈদ নামে এক স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। বেলা সাড়ে ১১ টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

    আহত বৃদ্ধ সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের আকবর মিঝি বাড়ীর মৃত আনোয়ারুল হকের ছেলে।

    অভিযুক্ত আবু সাঈদ একই এলাকার আব্দুল ওয়াদুদ মাস্টারে ছেলে। তিইন হামছাদি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী।

    অভিযোগ সূত্র জানা যায়, ৩ জুলাই রাতের অন্ধকারে কে বা কারা আবু সাঈদের বাড়ির ডেউয়া গাছের একটি ডাল ভেঙে ফেলে। পরদিন দুপুরে তিনি সন্দেহজনকভাবে আবদুল হককে জিজ্ঞাসা করেন। এতে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তিনি বৃদ্ধ আবদুল হককে এলোপাতাড়ি লাথি-ঘুষি মেরে আহত করেন। পরে স্বজনরা আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    স্বাস্থ্য সহকারী আবু সাঈদ বলেন, আবদুল হক গাছের ডাল ভেঙেছেন কিনা আমি তা জানতে চেয়েছি। এই নিয়ে আমাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। মারধরের অভিযোগ সঠিক নয়।

    সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে। দু’পক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, অভিযোগটি তদন্তের জন্য এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে

  • লক্ষ্মীপুরে জমে উঠেনি পশুর হাটঃদুর্চিন্তায় খামারীরা।

    লক্ষ্মীপুরে জমে উঠেনি পশুর হাটঃদুর্চিন্তায় খামারীরা।

    লক্ষ্মীপুরে জমে উঠেনি পশুর হাটঃদুর্চিন্তায় খামারীরা।


    পবিত্র ঈদ-উল আযাহার আর মাত্র ৫ দিন বাকি। তবে ঈদকে সামনে রেখে লক্ষ্মীপুর এখনো জমে উঠেনি পশুর হাটগুলো। বাজারগুলোতে একদিকে যেমন গরুর সংখ্যা কম; তেমনি নেই ক্রেতাদের আনা-গোনাও। তারপরও যারাই বাজারে আসছেন; দরদাম পরখ করে চলে যাচ্ছেন। সোমবার (৪ জুলাই) লক্ষ্মীপুর জেলার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বেশিরভাগ পশুর হাটই ছিলো ফাঁকা; ছিলো না ক্রেতা সমাগমও।

    যদিও শহরের চেয়ে গ্রামের চিত্র কিছুটা ভিন্ন বলে জানা গেছে। ক্রেতা-বিক্রেতা এবং বিভিন্ন বাজার কমিটির লোকজন মনে করছেন- দুয়েকদিনের মধ্যে লক্ষ্মীপুর জমে উঠবে কোরবানির পশুর হাট, চলবে জমজমাট বিক্রি।

    বেশির ভাগ দেখা গেছে বাজার ইজারাদার দের ইচ্ছে মতো হাসলি আদায়ের কারনে গরু দেখে পছন্দ করে দর দাম করে বিক্রেতার বাড়ি থেকে বা বাজার এরিয়ার বাহিরে থেকে গরু নিচ্ছে ক্রেতারা ।

    আগামী ১০ জুলাই পবিত্র ঈদ উল আযহা অনুষ্ঠিত হবে।

    লক্ষ্মীপুর জেলাতে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ইতোমধ্যে স্থায়ী এবং অস্থায়ী পশুর হাটগুলোতে গরু আসতে শুরু করেছে। যদিও এর সংখ্যাটা তুলনামূলক অনেক কম। এসব বাজারে দরদাম পরখ করতে আসছেন ক্রেতারা। তবে বাজার থেকে পশু ক্রয়ের প্রতি তাদের ঝোঁক অনেক কম। বাজারে দরদাম জেনে কিছুটা ধারণা নিয়ে রাখছেন । ক্রেতাদের পাশাপাশি বিক্রেতারাও যাচাই করে নিচ্ছেন বাজার।

    সোমবার দুপুরে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার ইমামগঞ্জ নাগের হাট বাজারে গিয়ে দেখা যায়, রায়পুর উপজেলার মোল্লা হাট-বাজার বাজারটিতে গরুর সংখ্যা খুবই কম। ফাঁকা মাঠে অল্প কয়েকজন গৃহস্ত ও ব্যবসায়ী তাদের গরু নিয়ে ক্রেতার অপেক্ষায় আছেন। কিন্তু বাজারে ক্রেতা নেই বললেই চলে। তারপরও যারা আসছেন, গরু দেখে দরদাম জিজ্ঞেস চলে যাচ্ছেন। ফলে অনেক বিক্রেতার চোখে-মুখেই ফুটে উঠেছে হতাশা।

    একি দৃশ্য দেখা গেছে রায়পুর উপজেলা মীরগঞ্জ বাজারেও । যদিও ক্রেতাদের অভিযোগ বিক্রেতারা গরুর দাম হাঁকছেন অনেক বেশি । বাজার ইজারাদার রাও নিচ্ছে ইচ্ছে মতো হাসলি। রামগঞ্জ থেকে গরু কিনতে যাওয়া কামাল হোসেন বলেন, ভেবেছিলাম বাজার জমে উঠেছে। কিন্তু এসে দেখি মাঠ ফাঁকা। যে কয়েকটি গরু আছে, বিক্রেতারা দাম হাঁকছেন আকাশচুম্বি। এতো দামের কোনো কারণ খুঁজে পাচ্ছি না।

  • লক্ষ্মীপুরে অর্থ আত্মসাৎ মামলায় চেয়ারম্যান কারাগারে।

    লক্ষ্মীপুরে অর্থ আত্মসাৎ মামলায় চেয়ারম্যান কারাগারে।

    লক্ষ্মীপুরে অর্থ আত্মসাৎ মামলায় চেয়ারম্যান কারাগারে।


    লক্ষ্মীপুরে ৩২ লাখ টাকা আত্মসাৎ মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু ইউছুফ ছৈয়ালকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (৪ জুলাই) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামছুল আরেফিন এই নির্দেশ দেন।

    বাদীর আইনজীবী রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না জানান, বাদী ইউনুছ হাওলাদার রূপম অভিযুক্ত ইউছুফ ছৈয়ালের কাছে ৩২ লাখ টাকা পান। এনিয়ে কয়েকবার বৈঠকে বসলেও তিনি টাকাগুলো দেননি। সোমবার আদালতে হাজিরা ছিল। বাদীর টাকা না দেওয়ায় আদালত ইউছুফকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দের।

    ইউছুফ ছৈয়াল সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বাদী রূপম হাওলাদার সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক।

    মামলার এজাহার সূত্র থেকে জানা যায়, ২০২০ইং সালে রূপম হাওলাদার মেঘনা নদীর মজুচৌধুরীর হাট লঞ্চঘাট ইজারার জন্য ২৫ লাখ টাকার পে-অর্ডার নেন। ঘাটটি চেয়ারম্যান ইউছুফ ছৈয়ালের চররমনী মোহন ইউনিয়নে। এতে তিনি রূপমের সঙ্গে অংশীদার হয়ে কাজ করবেন ও তার নামেই ঘাট ইজারা নেওয়ার অনুরোধ করেন। রূপম তাতে রাজি হন। তখন চেয়ারম্যানকে ২৫ লাখ টাকার পে-অর্ডার ও আরও ১০ বিশ লাখ টাকা দেন রূপম। এতে তারা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে টেন্ডারের মাধ্যমে ঘাটটি ইজারা পান। কিন্তু কাগজপত্রে ইউছুফ ছৈয়ালের পরিবর্তে তার ভাতিজা বাবুল ছৈয়ালের নাম দেখা যায়। কারণ জানতে চাইলে ইউছুফ তখন রূপমকে জানান, চেয়ারম্যান হওয়ার কারণে নিজ নামে তিনি ইজারা নিতে পারবেন না। এর কিছুদিন পরে রূপমের অংশীদারিত্বের কথা তিনি অস্বীকার করেন। টাকা চাইলেও দেবেন না বলে জানান। এতে বাধ্য হয়ে রূপম লক্ষ্মীপুর আদালতে ইউছুফ ছৈয়ালের বিরুদ্ধে ৩৩ লাখ টাকা পাওনা উল্লেখ করে মামলা দায়ের করেন।

    এই দিকে ঘটনাটি মীমাংসার জন্য একাধিকবার ইউছুফ ও রূপম সদর মডেল থানায় লোকজন নিয়ে বৈঠকে বসেন। বারবারই তিনি টাকা দেবেন বলে জানান। সবশেষ গত ইউপি নির্বাচনের আগ মুহূর্তে আদালতে মামলাটির হাজিরা ছিল। তখন বৈঠকের মাধ্যমে তিনি ঘটনাটি মীমাংসার কথা বললে জামিন পান। কিন্তু এরপরও তিনি টাকা ফেরত দেননি। আদালতে রূপম ৩২ লাখ টাকা পাওনা বলে প্রমাণিত হয়। ওই টাকা না দেওয়ায় আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দেন

  • লক্ষ্মীপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে হত্যার হুমকি।

    লক্ষ্মীপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে হত্যার হুমকি।

    লক্ষ্মীপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে হত্যার হুমকি।


    লক্ষ্মীপুরের দিঘলী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীতা থেকে সরে দাঁড়াতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন খাঁন-কে গলা কেটে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই সময় আলতাফ খাঁনের ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে এবং তার পরিবারের সবাইকে এলাকা ছাড়া করা হবে বলেও হুমকি দেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সালেহ্ উদ্দিন জাবেদ চৌধুরী।

    আলতাফ খান লক্ষ্মীপুর সদর উপজেলার ১৩নং দিঘলী ইউনিয়ন উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী। তিনি জানান, শুক্রবার (১জুলাই) সকালে দিঘলী দক্ষিণ বাজারে তাঁকে আওয়ামীলীগ প্রার্থী জাবেদ চৌধুরী মাথা কেটে ফেলার হুমকি দেওয়া হয়। আবার বিকালে মান্দারী বাজারে তাজল মেম্বার, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক মন্জু, সোহেল মেম্বার সহ জাবেদ চৌধুরী তাকে বলে নির্বাচন থেকে সরে দাঁড়ালে ত্রিশ লাখ টাকা দেয়া হবে। আর চেয়ারম্যান পদপ্রার্থী থেকে সরে না দাঁড়ালে হত্যা এবং ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে।

    আলতাফ খাঁন জানান, হুমকির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করবেন। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে নৌকার চেয়ে বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানলাভ করেন। তিনি আরো বলেন, আমি নিরাপত্তাহীনতার মধ্যে থাকলেও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। আমাকে সাধারণ জনগণে নির্বাচনে দাঁড় করাইছে। ওরা (প্রতিদন্ধি প্রার্থী) আমাকে যত হুমকি ধমকি দিক। আমি নির্বাচন থেকে সরে আসবোনা।

    আগামী ২৭জুলাই দিঘলী ইউনিয়নে ভোট গ্রহন হবে। অনুষ্ঠিতব্য নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত সালেহ্ উদ্দিন জাবেদ চৌধুরী, আলতাফ হোসেন খান এবং চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এম আলাউদ্দিন। আগামী ৭ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

  • লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়ে বসতঘরে আগুন, আহত-২।

    লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়ে বসতঘরে আগুন, আহত-২।

    লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়ে বসতঘরে আগুন, আহত-২।


    লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়ে স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম হোসেনের বসতঘর ও গোয়ালঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই সময় ঘরে থাকা ১এক লাখ ২০বিশ হাজার টাকা আনতে গিয়ে সাদ্দাম ও তার ভাবি নুসরাত জাহান তানহা (অন্তঃসত্ত্বা) আহত হয়৷ আগুন লেগে দুটি গরু আহত হয়। এরমধ্যে একটি জবাই করে দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যায় সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড চররুহিতা গ্রামের চিরোদ্দি বেপারী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। আগুনে প্রায় ৬ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার।

    ভূক্তভোগী সাদ্দাম একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও চা দোকানি। তিনি মৌসুমী গরু ব্যবসায়ী। সাদ্দাম চিরোদ্দি বেপারী বাড়ির রুহুল আমিনের ছেলে।

    সাদ্দামের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘরে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। এই সময় চিৎকার চেচামেচিতে স্থানীয়রা ছুটে আসে। পরে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই টিভি, ফ্রিজ ও বিভিন্ন আসবাবপত্রসহ তার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। একই সঙ্গে গোয়াল ঘরটিও পুড়ে যায়। এসময় দুটি গরু আগুন লেগে আহত হয়। এরমধ্যে একটি গরুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যটি জবাই করা হয়েছে। ঘরে থাকা ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করতে গিয়ে সাদ্দাম ও তার ভাবি তানহা আহত হয়। তারা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

    সাদ্দাম আরও জানান, ঈদুল আযহা উপলক্ষে গরুর ব্যবসার জন্য সম্প্রতি একটি এনজিও থেকে তিনি ১ লাখ ২০ হাজার টাকা ঋণ নিয়েছেন। সেই টাকা ঘরে রাখা ছিলো। অন্যান্য মালামালের সঙ্গে টাকাগুলোও পুড়ে গেছে।

    ইউপি সদস্য সেলিম পাটওয়ারী বলেন, আমি এলাকায় ছিলাম না। ঘটনাটিও কেউ আমাকে জানায়নি।

    লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, আমরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফুটো হয়ে আগুন ছড়িয়ে পড়ে। ঘর পুড়ে গেছে ও দুটি গরু আহত হয়েছিল। ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

  • লক্ষ্মীপুর পৌরসভার ২২-২৩ ইং অর্থ বছরে বাজেট ঘোষণা।

    লক্ষ্মীপুর পৌরসভার ২২-২৩ ইং অর্থ বছরে বাজেট ঘোষণা।

    লক্ষ্মীপুর পৌরসভার ২২-২৩ ইং অর্থ বছরে বাজেট ঘোষণা। 


    লক্ষ্মীপুর পৌরসভায় ১১৫ কোটি ৮আট লাখ ৮৩ হাজার ৯২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ জুন) দুপুরে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া এ বাজেট ঘোষণা করেন।

    মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

    এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক মোহাম্মদ উল্যা, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন ও
    সময় সংবাদ লক্ষ্মীপুর প্রতিনিধি সোহেল হোসেন
    লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল ও

    বাজেট বিবৃতি থেকে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে লক্ষ্মীপুর পৌরসভায় ১১৫ কোটি ৮ লাখ ৮৩ লাখ ৯২৬ টাকা বাজেট ধরা হয়েছে। এরমধ্যে ৪৩ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা রাজস্ব খাতে ও উন্নয়ন খাতে ৭০ কোটি ২৫ লাখ টাকা আয় ধরা হয়েছে। এছাড়া প্রারম্ভিক স্থিতি ৮৫ লাখ ৩৩ হাজার ৯২৬ টাকা ধরা হয়েছে। বাজেটে ব্যয় ধরা হয়েছে ১১৪ কোটি ৭২ লাখ ৩২ হাজার ৩০০ টাকা। উদ্ধৃত্ত বাজেট ধরা হয়েছে ৩৬ লাখ ৫১ হাজার ৬২৬ টাকা।

    লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বাজেট সভায় বলেন, নিজস্ব জমি না থাকায় পৌর ভবনের উদ্যোগ নেওয়া যাচ্ছে না। একই সমস্যায় ওয়াটার ট্রিটম্যান্ট প্ল্যান্ট স্থাপন ও পরিচ্ছন্ন কর্মীদের জন্য আবাসন করতে পারছি না। এর জন্য প্রায় ৫ একর ভূমির প্রয়োজন। এজন্যই উন্নয়নমূলক কাজ করতে বেগ পেতে হয়।