Tag: লক্ষ্মীপুর

  • লক্ষ্মীপুরে মরণ ব্যধি ক্যান্সার আক্রান্ত রিকশাওয়ালা দুলাল বাঁচতে চায়।

    লক্ষ্মীপুরে মরণ ব্যধি ক্যান্সার আক্রান্ত রিকশাওয়ালা দুলাল বাঁচতে চায়।

    লক্ষ্মীপুরে মরণ ব্যধি ক্যান্সার আক্রান্ত রিকশাওয়ালা দুলাল বাঁচতে চায়।


    মুখের বাম পাশে ঠোঁটের ওপরে বাসা বেঁধেছে ভয়াবহ মরণব্যাধি ক্যান্সার। এই রোগের চিকিৎসা থাকলেও অর্থের অভাবে ধীরে-ধীরে অনেক রোগী মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। সঠিক চিকিৎসা ও পরিচর্যা করলে দ্রুত এই রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব। রিকশাচালক মোঃদুলাল হোসেন ক্যান্সার আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সংসারের হাল-ধরতে মানুষের বাসা-বাড়ীতে বর্তামানে কাজ করছেন দুলালের স্ত্রী রৌশন আরা।

    রিকশাচালক মোঃ দুলাল হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ১২নং ওয়ার্ড আবিরনগর এলাকার বদ্দার বাড়ীর মৃত: শাহ আলমের বড় ছেলে। তাঁর সংসারে রয়েছে ৩ মেয়ে ২ ছেলে। প্রিয়তমা স্ত্রী রৌশন আরা ও বৃদ্ধা মা রফিজা খাতুন। সরজমিনে গিয়ে জানা গেছে, ছোট-বেলা থেকে রিকসার প্যাডেলের সাথে সংগ্রাম করে জীবিকা-নির্বাহ করছেন দুলাল।

    হঠাৎ গত ১এক বছর পূর্বে তাঁর মুখের বাম অংশে ঠোঁটের ওপরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। বর্তমান তাঁর জীবিকার চাকা ঘুরাতে হিমশিম খাচ্ছে দুলাল। যন্ত্রনা আর নামমাত্র চিকিৎসার দোলাচলে খেয়ে না খেয়ে দিন কাটছে তার। বর্তমান কথা বলতেও সমস্যা হচ্ছে। ব্যাথা- যন্ত্রণায় ঘুমও হয়না।খাওয়া-দাওয়া করতেও সমস্যা। এমন পরিস্থিতিতে অর্থের অভাবে সঠিক চিকিৎসাও নিতে পারছেন না দুলাল।

    ইতিমধ্যে সংসারের হাল ধরতে তার স্ত্রী রৌশন প্রতিবেশীদের বাসা-বাড়ীতে কাজ করছে। জরাজীর্ণ ঘরের ছিদ্র টিন গোলে সোনালী রোদ আসলেও। এই ঘরের বাসিন্দাদের জীবনে ধীরে-ধীরে কেবল অন্ধকার ঘিরে ধরছে।

    প্রতিবেশী চা-দোকানী মো. মনির হোসেন বলেন, দুলাল সহজ-সরল। কখনো কারো সাথে দুকথা হয়নি। সবসময় একা চলাচল করতেন দুলাল। মিলেমিশে প্রতিবেশীদের সাথে বসবাস করে আসছেন। জীবনের শেষমুহুর্তে এসে ক্যান্সার আক্রান্ত হবেন। কখনো কল্পনাও করিনি দুলাল। সারাদিন মুখে মাক্স পড়ে চুপচাপ বসে থাকেন। মাঝে-মধ্যে দু’চোখ দিয়ে পানি পড়তে দেখা যায়। কাউকে কিছুই বলেন না।

    দুলালের প্রিয়তমা স্ত্রী রৌশন আরা আক্ষেপ প্রকাশ করে বলেন, চতুর্দিকে অন্ধকার। অভাব আমাদের চিরসঙ্গী। কেউ কোনোরকম সহযোগিতা করছে না। টাকার জন্য চিকিৎসা করতে পারি না জীবন সঙ্গীর (স্বামী’র)। তাই মানুষের বাসা-বাড়ীতে কাজ করে একমুঠো খাবার সংগ্রহ করে (স্বামী ও ছেলে-মেয়ে’র) মুখে তুলে দিই। সর্বশক্তিমান যেকোনো দিন (স্বামী) তাকে নিয়ে যাবেন। সেই পর্যন্ত তাঁর সেবা করে যাবো।

    ক্যান্সার আক্রান্ত দুলাল বলেন, সবসময় শুনে এসেছি। মানুষ মানুষের জন্য। এ কথাটি কাগজ-কলম ও শিল্পীদের মুখে। যদি বাস্তবে এমনটাই হয়তো তাহলে একবছরে ওপরে ক্যান্সার আক্রান্ত হয়ে ঘর-বন্দী। কেউতো আমার খবরও নিচ্ছে না। অর্থের অভাবে চিকিৎসাও হচ্ছে না। পরিবার-পরিজন নিয়ে ভাঙা-চোরা ঘরে বসবাস করি। একমুঠো ভাতের জন্য জীবনের শেষ-বেলা স্ত্রী রৌশন-আরা মানুষের বাড়ীতে কাজ করে।

    ক্যান্সার আক্রান্ত দুলালের বৃদ্ধা মা রফিজা খাতুন বলেন, চোখের সামনে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তাঁর বড় ছেলে দুলাল দুঃখ-কষ্টে দিন পার করছে। অভাবী সংসার। টাকার কারণে সুচিকিৎসা নিতে পারছেন না দুলাল। তার থাকার ঘরটি জীর্ণশীর্ণ। বৃষ্টি আসলে পানি পড়ে। ৩ মেয়ে ২ ছেলে। ধারদেনা করে বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন মা রফিজা খাতুন।

    লক্ষ্মীপুর জেলা সমাজ সেবা অফিসার মোঃ নরুল ইসলাম পাটোয়ারী বলেন,যারা ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত সরকার তাদের সহয়তা দেয়। নিয়ম অনুযায়ী আবেদন করলে ক্যান্সার রোগীরা ৫০হাজার টাকা পাবে।

  • লক্ষ্মীপুরে জন্মের ৩৫ দিনের মধ্যে নিবন্ধন,পুরস্কৃত ১৮ শিশু।

    লক্ষ্মীপুরে জন্মের ৩৫ দিনের মধ্যে নিবন্ধন,পুরস্কৃত ১৮ শিশু।

    লক্ষ্মীপুরে জন্মের ৩৫ দিনের মধ্যে নিবন্ধন,পুরস্কৃত ১৮ শিশু।


    জন্মের ৩৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করায় নগদ টাকা ও গাছের চারা উপহার পেয়েছে লক্ষ্মীপুর পৌরসভার ১৮ জন শিশু। পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার পক্ষ থেকে শিশুদের পুরস্কৃত করা হয়।

    সোমবার (৭সাত ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে শিশুদের অভিভাবকদের হাতে একটি বনজ গাছ ও নগদ ৫শ টাকা তুলে দেন লক্ষ্মীপুর-রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    এতে বিশেষ অতিথি ছিলেন-লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান,পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, পৌর সচিব মো. আলাউদ্দিন,সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ভুলু, মাহমুদুন নবী সোহেল, পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের স্বপন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুর রহমান আলমগীর, ১০নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ প্রমুখ।
    বিষয়টিতে সাধুবাদ জানিয়েছেন আমন্ত্রিত অতিথি এবং পৌর বাসিন্দারা।

    পৌর মেয়র মাসুম ভূঁইয়া বলেন, জন্মের পর অনেক শিশুর অভিভাবকরা জন্ম নিবন্ধন করতে গড়িমসি করে। বয়স বেড়ে গেলে নিবন্ধন করাতে বিভিন্ন বেগ পেতে হয় এবং হয়রানির শিকার হতে হয়। কিন্তু জন্মের ৩৫ দিনের মধ্যে নিবন্ধন করলে কোনো ঝামেলা থাকে না। তাই অভিভাবকরা যাতে জন্মের পরপরই তাদের নবজাতকের (শিশু) জন্ম নিবন্ধন করান সে জন্য আমার পক্ষ থেকে শিশুদের জন্য ৫শ টাকা এবং বীমা স্বরূপ একটি গাছের চারা উপহার দিচ্ছি। শিশুটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছও বড় হবে। ভবিষ্যতে গাছটি তার কাজে আসবে।

    তিনি আরও বলেন, এই কয়েকদিনের মধ্যে ১৮ জন শিশুর অভিভাবক তাদের জন্ম নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। তাই তাদের উপহারের আওতায় আনা হয়েছে। যে সব শিশু ৩৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনের আওতায় আসবে, তাদের প্রত্যেককে এই উপহার দেওয়া হবে। নিবন্ধন করাতে তাদের কোনো ধরনের ফি দিতে হবে না। শিশু আরিয়া জয়নব পাঠানের বাবা একেএস সালা উদ্দিন পাঠান বলেন, এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। হয়রানি ছাড়াই আমার ছেলের জন্ম নিবন্ধন করাতে পেরেছি। একই সঙ্গে উপহারও পেলাম। এমন উদ্যোগ গ্রহণ করায় পৌর মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন তিনি

  • লক্ষ্মীপুরের যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালকের মৃত্যু।

    লক্ষ্মীপুরের যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালকের মৃত্যু।

    লক্ষ্মীপুরের যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালকের মৃত্যু।


    লক্ষ্মীপুরে যাত্রীবাহী আনন্দ বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল কিশোর চালক সজলের।

    রোববার (৬ছয় ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলাতে ১০নং চন্দ্রগঞ্জ হাইওয়ে সড়কের গ্যাস পাম্প থেকে গ্যাস নিয়ে আসার পথে চরচামিতা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় সজলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাত ৮আট টার দিকে ঢাকায় প্রেরণ করে। ঢাকা নেওয়ার পথে কুমিল্লা মেঘনা ব্রিজ এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।

    নিহত সজল লক্ষ্মীপুর সদর উপজেলার ৮নং দত্তপাড়া ইউনিয়নের স্থানীয় গোলাম সিংয়ের বাড়ির বাবুলের একমাত্র ছেলে।

    পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সজল প্রতিদিনের ন্যায় সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হয়ে মান্দারী থেকে যাত্রী নিয়ে চন্দ্রগঞ্জ গিয়েছিলো। সেখান থেকে গ্যাস নিয়ে আসার পথিমধ্যে পিছন থেকে যাত্রীবাহী বাস আনন্দ চাপা দেয়।

    দুর্ঘটনায় সজলের সিএনজি দুমড়েমুচড়ে যায়। এই সময় সে মারাত্মকভাবে আহত হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সজল মারা যায়।

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • লক্ষ্মীপুরে শপথ গ্রহনের ২ সপ্তাহ পর ইউপি সদস্যের মৃত্যু।

    লক্ষ্মীপুরে শপথ গ্রহনের ২ সপ্তাহ পর ইউপি সদস্যের মৃত্যু।

    লক্ষ্মীপুরে শপথ গ্রহনের ২ সপ্তাহ পর ইউপি সদস্যের মৃত্যু।


    লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) আবদুল আউয়াল ডিলার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

    সোমবার (৭সাত ফেব্রুয়ারী)সকাল ৯ টার সময় নোয়াখালী প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরআগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

    তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা ও মোহনা টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মামুনুর রশিদের বাবা।
    পারিবারিক সূত্র জানায়, হৃদরোগে আক্রান্ত হলে আবদুল আউয়ালকে গত কয়েকদিন নোয়াখালি মেয়ের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হয়।

    অবস্থার অবনতি হলে রোববার (৬সাত ফেব্রুয়ারি) রাতে নোয়াখালী প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী,২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর পশ্চিম বটতলি গ্রামে নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

    প্রসঙ্গত, আবদুল আউয়াল চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন। গেজেট প্রকাশের পর ২৬ জানুয়ারি তিনিসহ নির্বাচিত চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের ১৪ দিন পর সোমবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

  • লক্ষ্মীপুরে দূর্বৃত্তের প্রতিহিংসার শিকার বৃদ্ধ’র গাভী।

    লক্ষ্মীপুরে দূর্বৃত্তের প্রতিহিংসার শিকার বৃদ্ধ’র গাভী।

    লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ বৃদ্ধ বয়সে গরুর দুধ বিক্রি করে সংসার চালাতেন ৭৫ বছর বয়সী জাহানারা বেগম। কিন্তু তার একমাত্র সম্বল গরুর দিকে নজর পড়েছে দুর্বৃত্তের।

    তার তিনটি গরুর মধ্যে একটি নিয়ে যায় ও বাকি দুটিকে আঘাত করে আহত করে রাখে দুর্বৃত্তরা। এর মধ্যে গুরুতর আহত একটি গরুকে সকালে জাবাইয়ের জন্য দিতে হয়েছে। এই ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪চার ফেব্রুয়ারি) গভীর রাতে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধার মানিক গ্রামে।

    স্থানীয়রা জানান, বৃদ্ধা জাহানারা বেগম একাই একটি বাড়িতে ঝুপড়ি ঘরে বসবাস করেন।
    তার দুই ছেলে এবং এক মেয়ে। ছেলেরা বিয়ে করে অন্যত্র থাকেন।

    মেয়েটি থাকেন তার স্বামীর বাড়িতে। স্বামী মজিবর রহমান অনেক আগেই মারা গেছেন। বৃদ্ধ বয়সে গরু লালন-পালন করে দুধ বিক্রি করে সংসার চলে জাহানারার। এখন তার তিনটি গরু ছিল। এর মধ্যে দুটি গাভিন। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে হানা দিয়ে তিনটি গরু নিয়ে যাওয়ার চেষ্টা করে। বৃষ্টি এবং শীতের মধ্যে দুটি গরু অসুস্থ হয়ে পড়লে সেগুলোকে রেখে বাকি একটি গরু নিয়ে পালিয়ে যায় তারা। বাকি দুটিকে পার্শ্ববর্তী ক্ষেতে রেখে যায়। তবে, সেগুলো নিতে না পেরে নির্যাতন চালায় তারা। এতে একটির মাথা ফেটে যায়।

    সকালে খোঁজাখুজি করে আহতাবস্থায় দুটি গরু পান ওই বৃদ্ধা। এর মধ্যে একটির অবস্থা গুরুতর হওয়ায় জাবাই করে দিতে হয়েছে। বাকিটার চিকিৎসা চলছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এই বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যকে অবহিত করেন জাহানার।

    এ ব্যাপারে তেওয়ারিগঞ্জ ইউনিয়নের সাত নম্বর সদস্য সফিক উল্লাহ পাটওয়ারী লাখোকন্ঠকে বলেন, খবর পেয়ে বৃদ্ধার বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিই। তিনি খুব অসহায়। গরু দিয়েই তার সংসার চলতো। তাকে পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হবে।

  • লক্ষ্মীপুরে ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগে প্রধান শিক্ষকের বহিস্কার দাবিতে মানববন্ধন। 

    লক্ষ্মীপুরে ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগে প্রধান শিক্ষকের বহিস্কার দাবিতে মানববন্ধন। 

    লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রীকে যৌন নিপিড়নের প্রতিবাদে প্রধান শিক্ষকের বহিস্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩তিন ফেব্রুয়ারি) দুপুরে রায়পুর উপজেলা পরিষদের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা ঘন্টাব্যাপী এই আয়োজন করে। একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপিও দেয় শিক্ষার্থীরা।

    শিক্ষার্থীরা ও অভিভাবকরা জানায়, দীর্ঘদিন থেকে রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের ধারা অনেক ছাত্রী যৌন নিপিড়নের শিকার হয়েছে। সম্প্রতি নবম ও দশম শ্রেণির একাধিক ছাত্রীকে তিনি মোবাইলে ও ফেসবুকের মাধ্যমে অশ্লীল কথাবার্তা বলেন। যার স্ক্রীন শট সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শিক্ষকের যৌন নিপিড়নের সুষ্ঠু বিচার, বহিষ্কার ও শাস্তি দাবী জানান তারা।

    বক্তব্য জানতে প্রধান শিক্ষক আবদুর রহিমের মুঠোফোনে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল হায়দার বাবুল পাঠান বলেন, যৌন নিপিড়নের বিষয়ে কেউ অভিযোগ করেনি। মানববন্ধনে অংশ নেওয়া কেউ শিক্ষার্থী নয়। কোন ছাত্রী অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হক বলেন, মানববন্ধন ও অভিযোগের বিষয়টি আমরা জেনেছি। এই ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এই ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • লক্ষ্মীপুরের কমলনগরে পশু চিকিৎসকের জরিমানা।

    লক্ষ্মীপুরের কমলনগরে পশু চিকিৎসকের জরিমানা।

    লক্ষ্মীপুর কমলনগরে গ্রামবাসীর হাতে আটক হয়েছেন মোঃ বশির নামের এক ভুয়া পশু চিকিৎসক। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃইমরান হোসেন ওই ভুয়া চিকিৎসককে আটক করেন।পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে দশ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত বশির চরকালকিনির আব্দুর সুক্কুরের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা পশু কর্মকর্তা ডাঃ যোবায়ের হোসেন।

    এ সময় তিনি জানান, দুপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাসেরহাট এলাকায় বশির নিজেকে পশু ডাক্তার হিসেবে পরিচয় দেন। পরে বিভিন্ন ওষুধ ও ইঞ্জেকশন স্বল্পমূল্যে দেয়ার লোভ দেখান।

    বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে উপজেলা পশু হাসপাতালের কর্মকর্তাকে সংবাদ দেন।

    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন জানান,ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত মোঃবশিরকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি একজন ভুয়া পশু চিকিৎসক।

  • লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

    লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

     

    লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-রায়পুর আসনের সাংসদ এড নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সালাউদ্দিন টিপু, উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড রহমত উল্লাহ বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি, সমবায় অধিদপ্তরের প্রতিনিধি, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিসহ সরকারের বিভিন্ন অধিদপ্তরের প্রতিনিধিগণ।

    সভায় আরো উপস্থিত ছিলেন, ১নং উত্তর হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান মীর শাহ আলম, ৪নং চররুহিতা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারী, ৫নং পার্বতীনগর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান, ৬নং বাংগাখাঁ ইউনিয়নের চেয়ারম্যান কাজী আনোয়ার হোসেন কাজল, ৭নং বশিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ৮নং দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন, ৯নং উত্তর জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন, ১১নং হাজিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল পাটোয়ারী , ১২নং চরশাহী ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু, ১৪নং মান্দারী ইউনিয়নের চেয়ারম্যান সৌরভ হোসেন রুবেল পাটোয়ারী, ১৬নং শাকচর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান মাষ্টার, ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হাসান রণি, ১৮ নং কুশাখালী ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন মানিক, ১৯নং তেয়ারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ওমর হোসাইন ভুলু, ২০ নং চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল, ২১ নং টুমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন লোলা। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট, কমিউনিটি ক্লিনিক, হাটবাজারের সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

  • লক্ষ্মীপুরে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

    লক্ষ্মীপুরে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

    ফেনীর ফুলগাজীতে অটোরিকশা চালককে হত্যা ও ডাকাতি মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি হুমায়ুন হাসান রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। মো. রাকিব লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শায়েস্তানগর গ্রামের আবুল কালাম সুলতানের ছেলে। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

    পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে রায়পুরের বর্ডার বাজার এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়।

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, ফুলগাজী থানার একটি ডাকাতি ও হত্যা মামলায় আদালত রাকিবের মৃত্যুদণ্ডের রায় দেয়। এরপর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) ইমদাদুল হক ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান তাকে গ্রেপ্তার করেন।

    দণ্ডপ্রাপ্ত হুমায়ুন কবির রাকিব থানায় গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন,তিনি নিরপরাধ। তাকে ফাঁসানো হয়েছে। এই মামলায় তিনি সাড়ে ৮ আট বছর কারাভোগ করে আদালত থেকে জামিনে ছিলেন। কবে মামলার রায় হয়েছে,তাও তিনি জানেন না। সংসারে তার স্ত্রী ও দেড় মাসের ছেলে সন্তান রয়েছে। থানা পুলিশ সূত্র জানায়, ২০১০ইং সালে ১৯ নভেম্বর ফুলগাজী উপজেলার ধলিয়া সড়কে দুর্বৃত্তরা চালককে হত্যা করে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যায়। এই ঘটনায় নিহতের আত্মীয় পরশুরাম উপজেলার পূর্ব সাহেবনগর গ্রামের ফখরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন।

    পুলিশ দীর্ঘ তদন্ত শেষে গ্রেপ্তার হওয়া হুমায়ুন হাসান রাকিবকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ওই মামলায় প্রায় সাড়ে ৮আট বছর জেল খাটেন রাকিব। জামিনে বের হয়ে তিনি পলাতক ছিলেন। ফেনীর জেলা ও দায়রা জজ আদালত তাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করে। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

  • রামগতিতে সড়ক সলিংকরণের টেন্ডারে কাগজপত্র ও পে-অর্ডার যাচাই না করেই লটারির।

    রামগতিতে সড়ক সলিংকরণের টেন্ডারে কাগজপত্র ও পে-অর্ডার যাচাই না করেই লটারির।

    লক্ষ্মীপুর রামগতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জহিরুল ইসলাম টেন্ডারের দাখিল করা কাগজপত্র ও পে-অর্ডার যাচাই না করেই সড়ক সলিংকরণ (এইচবিবি) কাজের লটারিতে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এতে লটারি নিয়ে গরমিল দেখা দিয়েছে। একই কাজের জন্য একই সময় দু’বার লটারি করা হয়েছে। পিআইও কয়েকজন ঠিকাদারের কাছে ‘ম্যানেজ’ হয়ে ঘটনাটি ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

    বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এন.আমিন কনস্ট্রাকশনের স্বত্ত্বাধিকারী মো. নুরুল আমিন ইয়াদ এ অভিযোগ করেছেন। একই ঘটনায় নুরুল আমিন ইয়াদ জেলা প্রশাসক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, দূর্যোগ-ব্যবস্থাপনা শাখার অধীনে ২০২১ইং সালের ১৫ ডিসেম্বর উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের স্লুইস গেট পাকা রাস্তা হতে ভুলুয়া নদীর ব্রীজ পর্যন্ত আশ্রয়ণ রাস্তা এইচবিবিকরণ (৪৫০.০০ মিটার) এবং চর আলেকজান্ডার ইউনিয়নের ২ নং সাইচ গেট হতে বাশু পাটোয়ারীর বাড়ি পর্যন্ত রাস্তা এইচবিবিকরণের (৫৫০ মিটার) দরপত্র আহবান করা হয়।

    ৬০ লাখ ৪২ হাজার ১৯০ টাকার এ কাজের জন্য মেসার্স এন.আমিন কনস্ট্রাকশনসহ ১০৪টি ঠিকাদারী প্রতিষ্ঠান সিডিউল জমা দেন। নির্ধারিত সময় ২৪ জানুয়ারি বিকেল ৫টায় প্রকল্পের সভাপতি ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরীসহ ঠিকাদারদের উপস্থিতিতে লটারি করা হয়। এতে মেসার্স এন.আমিন কনস্ট্রাকশন প্রথম হয়। কিন্তু ১৩টি প্রতিষ্ঠানের ঠিকাদার টেন্ডারে পে-অর্ডার ও সিকিউরিটি পর্যাপ্ত পরিমাণ দেননি। এতে কয়েকজন ঠিকাদারের আপত্তিতে পিআইও জহিরুল ইসলাম টেন্ডারের পুনরায় লটারি করেন। এটি নিয়ম বহির্ভূত।

    জানা গেছে, নিয়ম অনুযায়ী টেন্ডার দাখিল করার পর কর্তৃপক্ষ কাগজপত্র সঠিকভাবে যাচাই বাছাই করবেন। সে অনুযায়ী টেন্ডারের লটারি করা হবে। কিন্তু তা না করেই লটারি করা হয়। এতে লটারির পর জানা যায়, ১৩ টি ঠিকাদারি প্রতিষ্ঠান পে-অর্ডার পর্যাপ্ত পরিমাণ জমা দেননি। যদি লটারিতে এ ১৩ প্রতিষ্ঠানের কেউ প্রথম হতো, তাহলে তাদের কাজ বাতিল হলে পুনরায় লটারিতে আপত্তি থাকে না। কিন্তু কোন ঠিকাদারী প্রতিষ্ঠান সঠিক নিয়মে টেন্ডার দাখিল করে কাজ পেলে তা বাতিল আইনসিদ্ধ নয়।

    আরএস ট্রেডার্স স্বত্ত্বাধিকারী খায়রুল এনাম ও রামগতি উপজেলা এলজিইডির সাবেক কম্পিউটার অপারেটর নুর নবী জানান, লটারিতে এন.আমিন কনস্ট্রাকশন প্রথম বিজয়ী হয়েছে। সেটি দেখে তারা চলে আসেন। কিন্তু পরে পুনরায় লটারিতে অন্য একটি প্রতিষ্ঠান কাজ পেয়েছে। পুনরায় লটারি করা নিয়ম বহির্ভূত। অভিযোগকারী নুরুল আমিন ইয়াদ বলেন, আমি সকল নিয়ম কানুন মেনে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি ও পে-অর্ডার দিয়ে টেন্ডার দাখিল করেছি। লটারিতে আমি প্রথম হই। আমার টেন্ডারে কোন ত্রুটি ছিল না। কিন্তু আমার ক্ষতি করতে কিছু ঠিকাদারের কাছে ম্যানেজ হয়ে পিআইও পুনরায় লটারি করেছেন। কিছু ঠিকাদারের পর্যাপ্ত টেন্ডার সিকিউরিটি না থাকার কারণে দ্বিতীয়বার লটারি দেওয়া আইনগতভাবে সিদ্ধ নয়।

    তার বক্তব্য জানতে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জহিরুল ইসলামকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন, টেন্ডারের জন্য জমাদানকৃত কাগজপত্র ও ব্যাংক ডিপোজিট যাচাই বাছাই না করেই লটারি করে পিআইও কার্যালয় নিয়ম ভঙ্গ করেছেন। প্রথম লটারির পর বিষয়টি জানতে পেরেই পিআইওর কাছ থেকে মৌখিকভাবে জবাব চেয়েছি। কোন রকম অনিয়ম যেন না হয় সেজন্য ঠিকাদারদের উপস্থিতিতেই দ্বিতীয়বার লটারি করা হয়েছে।

    পিআইও কার্যালয়ের অনিয়মের বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ব্যাপারে তারাই ব্যবস্থা নেবেন। তবে পুনরায় লটারি করার অনিয়ম নয়।