Tag: রাণীশংকৈল

  • রাণীশংকৈলে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

    রাণীশংকৈলে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে তুলে ধরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও দিনব্যাপী প্রাণী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
    বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে
    কেন্দ্রীয় হাইস্কুল মাঠ চত্ত্বরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
    অতিথিবৃন্দরা কেন্দ্রীয় হাইস্কুল মাঠে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন।শুভ উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও -৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।
    স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক এমপি সেলিনা জাহান লিটা, আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি সোহেল রানা, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, জাতীয় পার্টির জাহাংগীর আলম ও যুগ্ন আহব্বায়ক আবু তাহের, প্রধান শিক্ষক আবু শাহানসাহ প্রমুখ।
    প্রদর্শনীতে বিভিন্ন জাতের, গরু-ছাগল,হাঁস-মুরগী,গবাদী পশু,পশু খাদ্য ও বিভিন্ন ধরনের ওষুদের স্টল রয়েছে।
    প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সফল খামারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
    অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
  • রাণীশংকৈলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

    রাণীশংকৈলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীর পানিতে ডুবে  ইয়াসমিন ও তসলিমা নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    ১৪ এপ্রিল, রবিবার দুপুরবেলা উপজেলার
    খঞ্জনা এলাকার কুলিক নদীতে এ ঘটনা ঘটে।

    নিহত দুই শিশুরা হলো, উপজেলার
    খঞ্জনা গ্রামের ইব্রাহিমের একমাত্র মেয়ে ইয়াসমিন (১০) এবং দিনাজপুর সদর রেলস্টেশন এলাকার ইউসুফ আলী ও সাথি দম্পতির একমাত্র মেয়ে তসলিমা (৮)।

    নিহত তসলিমা গতকাল দিনাজপুর থেকে রাণীশংকৈল খঞ্জনা গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসেন। আজ ফিরলেন লাশ হয়ে।

    লেহেম্বা  ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ঈদে মা-বাবার সঙ্গে খালার বাড়িতে বেড়াতে আসে আট বছর বয়সী তসলিমা। আজ রবিবার দুপুরের দিকে পাশের বাড়ির ইয়াসমিনের সঙ্গে বাড়ির পাশে খেলছিল। পরে সকলের অগোচরে বাড়ির পাশের নদীতে গোসল করতে নামে। এরপর তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজা-খুঁজি করতে থাকেন। একপর্যায়ে পরিবারের লোকজন নদীর পানিতে দু’জনের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

    ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, দুপুরবেলা সবার অগোচরে নদীর পানিতে গোসলে নেমে ডুবে গিয়ে দুজনের মৃত্যু হয়। সম্পর্কে তারা প্রতিবেশী বোন। দু”বোনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    রানীশংকৈল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। পরিবারের সদস্যদের কোন আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • রাণীশংকৈলে উপজেলা প্রশাসন ও বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে বর্ষবরণ শোভাযাত্রা।

    রাণীশংকৈলে উপজেলা প্রশাসন ও বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে বর্ষবরণ শোভাযাত্রা।

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
    ধর্ম ও সংস্কৃতির মধ্যে বিভেদ ভুলে সারাদেশের মতো ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। রবিবার (১৪ এপ্রিল) বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ।
    রোববার সকাল ১০ টায় রাণীশংকৈলে বৈশাখ উদযাপন পরিষদ প্রগতি ক্লাব থেকে ও  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হতে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ অংশ নেয়া বিভিন্ন বয়সী মানুষের উচ্ছ্বাস আর বাহারি পোশাক পরিধান, নাচ-গান, হইহুল্লোড়ে তৈরি হয় অন্যরকম আমেজ।
    এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সব পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রা দুটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
    পরে বৈশাখী মঞ্চে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই রাণীশংকৈলবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন-রাণীশংকৈলে ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক এমপি  ইয়াসিন আলী, সাবেক মহিলা এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি সোহেল রানা, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, আ.লীগের যুগ্ন সম্পাদক সারোয়ার হোসেন বিপ্লব, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, বাংলাদেশ সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশনের সভাপতি রবিউল ইসলাম সবুজ, জাপা নেতা ও ঠিকাদার আবু তাহের, সাবেক মেয়র আলমগীর সরকার , কৃষকলীগ সভাপতি বাবর আলী, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান, অধ্যক্ষ মহাদেব বসাক, প্রগতি ক্লাব সভাপতি মনতাসির আলম মিঠু, সাবেক ভিপি কামাল উদ্দিন, অধ্যাপক সুকুমার মোদক ও বেনু বসাক, যুবলীগ নেতা মেনন প্রমুখ।
    আলোচনা পর্বে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল হাসান।অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক।
    এরপর সেখানে শিশু-কিশোরসহ বেতার ও শিশু শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। পরে রানিশংকৈল পৌরসভার আয়োজনে উপস্থিত সবাইকে নিয়ে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পান্তা ভাত পরিবেশন করা হয়।
  • রাণীশংকৈলে বিজিবির ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ।

    রাণীশংকৈলে বিজিবির ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ।

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
    ঠাকুরগাঁওয়ে গরীব, দুঃস্থ ও অসহায় দুইশত ২৫ জনের মাঝে উন্নত মানের ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    রবিবার বিকালে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাশিপুর ভূমি অফিস মাঠে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন ও ঠাকুরগাঁও সেক্টর দপ্তর এর ব্যবস্থাপনায় এসব ইফতার ও খাবার বিতরণ করা হয়।
    এ সময় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ, ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপস) মেজর মোঃ রিয়াদুল ইসলাম, পিএসসি ও ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (লজিস্টিক) এডি মোহাম্মদ জামালসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
    খাদ্য সামগ্রী বিতরণের আগে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যারা অবৈধ পথে রাতের বেলা সীমান্ত অতিক্রম করে দেশের বাইরে যেতে চায়, তাদেরকে সচেতন করে ভুল পথ থেকে সঠিক পথে আনতে আমাদের সহায়তা করুন। অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম, চৌরাচালান এসব বন্ধে গ্রামবাসীকে বিজিবি’র সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
    উন্নত মানের ইফতার সামগ্রী ও একবেলা রাতের খাবার পেয়ে খুশি ওই এলাকার অসহায় মানুষ। বিজিবি’র এমন মহৎ উদ্যোগকে স্বাগ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য বক্তিরা।
  • রাণীশংকৈলে এক কৃষকের ভুলে পুড়ল অন্য কৃষকের স্বপ্ন।

    রাণীশংকৈলে এক কৃষকের ভুলে পুড়ল অন্য কৃষকের স্বপ্ন।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    গম কেটে নেওয়ার পর জমিতে পড়ে থাকা অবশিষ্ট ডাটা জৈব সার তৈরির জন্য আগুন দিয়েছিলেন কৃষক কলিমুদ্দিন। চৈত্র মাসের প্রখর রোদ ও বাতাসে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের গম খেতে। এতে এক কৃষকের প্রায় ৮ বিঘা জমির গম খেত পুড়ে ভস্মীভূত হয়েছে।
    রবিবার (৭ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের কামাত গ্রামে এ ঘটনা ঘটে। গমখেতের পাশাপাশি ভুট্টা খেতেরও ক্ষতি করেছে ওই আগুন।
    প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য আবু সালেহ বাবলু বলেন, গম কেটে নেওয়ার পর ওই জমিতে ধান খেত রোপণের জন্য গমের উচ্ছিষ্ট ডাটাতে আগুন দিয়েছিল পাশের গ্রাম কাদিহাট এলাকার কৃষক কলিমুদ্দিন।
    কিন্তু সেই আগুনের লেলিহান শিখা পাশের গম খেতে ছড়িয়ে পড়ে। মাঠে থাকা লোকজন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করলেও সাবলু নামের এক কৃষকের ৮ বিঘা জমি পুড়ে গেছে। এতে প্রায় তার তিন লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। স্বপ্ন পুড়ছে সেই কৃষক পরিবারের।
    ক্ষতিগ্রস্ত গমচাষি সাবুল হক বলেন, ‘অনেক আশা করেছিলাম গম কেটে বিক্রি করে ঈদে ছেলে মেয়েদের কাপড়-চোপড় কিনে দেব। কিন্তু আগুন সব ধ্বংস করে দিল। কলিমুদ্দিনের কাছে আমরা ক্ষতিপূরণ চেয়েছি। ক্ষতিপূরণ না দিলে মামলা করব।’
    এদিকে এ ঘটনার পর থেকে কৃষক সাবুলকে স্হানীয় ইউপি সদস্যের জিন্মায়  রাখা হয়েছে।
    স্থানীয়রা জানায়, এই গরমে আগুন নিয়ন্ত্রণ করা অসম্ভব। অসচেতনতার কারণেই আগুনে কৃষকের স্বপ্ন পুড়ে গেছে। যত্রতত্র এভাবে আগুন দেওয়া বন্ধে স্থানীয় কৃষি অফিস ও ফায়ার সার্ভিসের উদ্যোগ গ্রহণ করা উচিত।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘গম খেতে উচ্ছিষ্ট ডাটাতে আগুন দিলে পাশের খেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা যেন কৃষকেরা না করে সে ব্যাপারে আমরা কৃষকদের সচেতন করার চেষ্টা করছি।’
  • রাণীশংকৈল ‘৯২ ব্যাচ এসোসিয়েশন বন্ধুদের দোয়া ও ইফতার।

    রাণীশংকৈল ‘৯২ ব্যাচ এসোসিয়েশন বন্ধুদের দোয়া ও ইফতার।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ৪ এপ্রিল মাহে রমজানের রোজার ইফতার মাহফিল এসএসসি ৯২ ব্যাচ এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে ।
    অনুষ্ঠানে সকল মৃত, বন্ধু, আত্মীয় স্বজনদের আত্মার মাগফেরাত ও দেশ জাতির শান্তি কামনা করে স্থানীয় শান্তা কমিউনিটি সেন্টারে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
     ৯২ ব্যাচের আহবায়ক রফিউল ইসলামের আহবানে অনুষ্ঠানের সভাপতি হিসেবে সাবেক মেয়র আলমগীর সরকারের সভাপতিত্বে ৯২ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা একত্রিত হয়ে ইফতার পার্টি মিলন মেলায় পরিণত করে। একে অপরের সাথে সৌজন্য সাক্ষাত করে অতীতকে আলিঙ্গন করেন সকল বন্ধুরা। এ সময় বন্ধুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভাটা সমিতির সভাপতি আহমদ হোসেন বিপ্লব,বাংলাদেশ কেন্দ্রীয় সরকারি শিক্ষা অফিসার এসোসিয়েশন সভাপতি এস এম রবিউল ইসলাম সবুজ, রাতোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরৎচন্দ্র রায়, প্রভাষক সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী, প্রধান শিক্ষক মেরিনা আক্তার মেরি, এটি এম কামাল হোসেন শান্ত, ইশরাত জাহান মিতু, ইন্সপেক্টর সারোয়ার হোসেন, জিল্লুর রহমান প্রমূখ।
  • মোটরসাইকেল চুরির ৭১ মামলার আসামি বহিষ্কৃত পৌর কাউন্সিলর গ্রেফতার।

    মোটরসাইকেল চুরির ৭১ মামলার আসামি বহিষ্কৃত পৌর কাউন্সিলর গ্রেফতার।

     ঠাকুরগাঁও প্রতিনিধি:
    মোটরসাইকেল চুরির অপরাধে রানীশংকৈল পৌরসভার বহিষ্কৃত কাউন্সিলর আব্দুর রাজ্জাক (৪৩) ফের গ্রেপ্তার হয়েছেন। এসময় তার সহযোগী রাজীব (৩৫) নামে আরেকজনকে আটক করা হয়। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির ৭১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    রাজ্জাক রানীশংকৈল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ও ভান্ডারা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। আটক সহযোগী রাজীব একই এলাকার ফয়েজউদ্দীনের ছেলে।
    বুধবার (৩ এপ্রিল) রাতে পৌর শহরের দক্ষিণ পাড়া প্রগতি ক্লাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাণীশংকৈল থানা পুলিশ।
    আব্দুর রাজ্জাক আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের প্রধান। তাঁর নামে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির ৭১টি মামলা রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলা খারিজ হয়েছে বলে নিশ্চিত করেন  রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
    স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকার আসাদুজ্জামান আশা নামে এক ব্যক্তির বাসার গেটের সামনে মোটর সাইকেলটি রেখে সে বাসায় ইফতার মাহফিলে ইফতার করছিলেন অনেক মুসুল্লি । এমন সময় আব্দুর রাজ্জাক ও তার  সহযোগী রাজীব মোটর সাইকেলের তালা ভেঙ্গে চুরি করার সময় স্থানীয় এক মহিলার নজরে পড়ে।  তিনি সেসময় চিৎকার দিলে তখনি আসাদুজ্জামান আশা ও স্থানীয় জনতা হাতে নাতে ধরে ফেলে রাজ্জাক ও সহযোগী রাজিবকে। আটকের পরে তাদের গণধোলাই দেয় বিক্ষুব্ধ জনতা।
    এসময় স্থানীয়দের গণধোলাই থেকে বাঁচাতে মোটরসাইকেল মালিক আসাদুজ্জামান আশা তার বাসার একটি রুমে চোর আব্দুর রাজ্জাক ও সহযোগী রাজিবকে  আটক করে রাখেন । এসময় রাজ্জাকের ব্যবহৃত পালসার ১৫০সিসি মোটরসাইকেল পুড়িয়ে দেয় উৎসুক জনতা। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
    এ খবর ছড়িয়ে পড়লে মুহুর্তে সেখানে শতশত মানুষের সমাগম ঘটে। এক পর্যায়ে চোর রাজ্জাককে মেরে ফেলতে উদ্দত হয় তারা।
    কুখ্যাত মোটরসাইকেল চোর বহিষ্কৃত পৌর কাউন্সিল’র আব্দুর রাজ্জাককে জনতার রোষানল থেকে উদ্ধার করতে গিয়ে জনতার সাথে পুলিশের ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
    খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান, সার্কেল এসপি রেজাউল করিম সহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে ৩ ঘন্টা পর জনতাকে ছত্রভঙ্গ করে মোটরসাইকেল চুরির অপরাধে রাজ্জাক ও সহযোগী রাজীবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ
    ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আব্দুর রাজ্জাক আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের প্রধান। তার নামে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির ৭১টি মামলা রয়েছে। বিভিন্ন সময় তাকে গ্রেপ্তার করলেও জামিন পেয়ে তিনি বেরিয়ে এসে আবার ডাকাতি-চুরির সঙ্গে জড়িয়ে যান।
    ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজ্জাক চুরির  ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে তার বিরুদ্ধে চুরি মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তাকে আবারও আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
  • রাণীশংকৈলে কৃষকের মাঝে বিনামূল্য পাটবীজ ও সার বিতরণ।

    রাণীশংকৈলে কৃষকের মাঝে বিনামূল্য পাটবীজ ও সার বিতরণ।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    সরকারের টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলা পাট অধিদপ্তর অফিস চত্বরে বিনামূল্য পাট বীজ, রাসায়নিক সার  বিতরণের জন্য প্রণোদনা কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খরিপ-১ মৌসুমের (২০২৩-২৪ অর্থবছর) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাটের ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের উৎসাহ প্রদানের জন্য বিনামূল্যে রাসায়নিক সার পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
    এ সময় রানীশংকৈল উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম ও সুবিধাভোগী কৃষকেরাও উপস্থিত ছিলেন।
    স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষকের নানা দিক নির্দেশনামূলক কথা বলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম
    কৃষি কর্মকর্তাশহিদুল ইসলাম জানান,এ কর্মসূচির আওতায় রানীশংকৈল উপজেলায় ২ হাজার ৪০০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১কেজি করে পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩কেজি টিএসপি, ৩ কেজি এমওপি প্রদান করা হবে।
  • রাণীশংকৈলে নান্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারী’র বিরুদ্ধে সচিবের মামলা।

    রাণীশংকৈলে নান্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারী’র বিরুদ্ধে সচিবের মামলা।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮ নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদের সচিব দবিরুল ইসলাম (৩৮) কে মোবাইল দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়ায় অপরাধে একই ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ।
    জানা গেছে ২৫ মার্চ সোমবার দুপুরে ইউপি চেয়ারম্যান আব্দুল বারী ইউপি সচিব দবিরুলের কাছে সরকারি রাজস্ব আদায়ের জমাকৃত টাকার চেক চাইলে এ নিয়ে তর্ক-বির্তকের এক পর্যায়ে চেয়ারম্যান তার হাতে থাকা মোবাইল দিয়ে সচিবের মাথায় আঘাত করেন। এসময় ইউপি সচিবের মাথা ফেটে যায়। ইউপি সচিব বর্তমানে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
    ইউপি সচিব দবিরুল ইসলাম বলেন, চেয়ারম্যান আমার কাছে নিয়ম বহির্ভূতভাবে চেক চায়। আমি সরকারি নিয়মের মধ্যে একাউন্ট পে চেক দিতে চাইলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা মোবাইল দিয়ে আমার মাথায় আঘাত করে। এতে আমার মাথা ফেটে যায়। আমার মাথায় ৩ টি সেলাই দেওয়া হয়েছে। আমি এবিষয়ে থানায় এজাহার দিয়েছি।
    এবিষয়ে জানতে চেয়ারম্যান আব্দুল বারী’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
    মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সোহেল রানা বলেন গতকাল রাতে থানায় মামলা রুজু করা হয়েছে। মামলার আসামীকে ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে
  • রাণীশংকৈলে ঘরবাড়ি ভেঙ্গে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ।

    রাণীশংকৈলে ঘরবাড়ি ভেঙ্গে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় এলাকার পূর্ব চেংমারীতে একটি বাড়ীর বিভিন্ন ঘর ভেঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনার জেরে দুই পক্ষের মারামারি হয়েছে।এতে একজন গুরতর আহত হয়ে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি গত মঙ্গলবার ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পূর্ব চেংমারী এলাকার মফিজুল ইসলামের ছেলে সমিরউদ্দীন বাদী হয়ে প্রতিপক্ষের ৮জনকে বিবাদী করে রাণীশংকৈল থানায় একটি এজাহার দিয়েছেন।
    এজাহার সুত্রে জানা গেছে,জমিজমার জের ধরে গত মঙ্গলবার অতর্কিতভাবে হামলা চালায় একই এলাকার মৃত জয়নাল উদ্দীনের ছেলে হবিবর রহমানসহ তার পরিবার। সমিরউদ্দীনের অভিযোগ তারা তাদের বাড়ীর ভেঙ্গে পড়া চুলা ঘর ঠিক করছিলেন। ঠিক সেসময় হবিবর রহমানরা এসে চুলা ঘর নির্মাণে বাধা দিয়ে তাদের সাথে মারামারি লাগিয়ে দেয়। এক পযার্য়ে একটি ঘর আগুন ধরিয়ে দেয়।তাছাড়া বাড়ীর ঘরে ঢুকে আসবাবপত্র ভেঙ্গে নগদ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেই।  পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানো হয়। মারামারিতে সমিরউদ্দীনের বাবা মফিজুল ইসলাম মারাত্নকভাবে জখম হয়। এ ঘটনার সমিরউদ্দীন বাদী হয়ে হবিবর রহমানকে প্রথম আসামী করে মোট ৮ জনের নাম উল্লেখ্য করে থানায় এজাহার দিয়েছে। তবে পুলিশ এখনো ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
    এদিকে প্রতিপক্ষ হবিবর রহমানের আত্নীয় মতিবুর রহমান বলেন, সামান্য কথা কাটাকাটি হয়েছে। তবে আগুন ধরানো বা টাকা ছিনিয়ে নেওয়ার কোন ঘটনা ঘটেনি।
    রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল রানা বলেন, মঙ্গলবার এমন ঘটনা ঘটেছে তিনি জানেন না। তবে এ ঘটনায় যদি এজাহার দেওয়া হয় তাহলে তদন্ত করে তিনি ব্যবস্থা নেবেন।