Tag: রাণীশংকৈল

  • নানা আয়োজনে রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উদযাপন।

    নানা আয়োজনে রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উদযাপন।

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
    ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
    দিবসটি উদযাপনে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে বর্ণাঢ্য যুব শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে।
    পরে দিবসটি উপলক্ষ্যে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ।
    আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, রাণীশংকৈল যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ।
    সহকারী কৃষি  কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় অতিথির মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী, জামায়াতে ইসলামীর নায়েবি আমীর মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রজব আলী, এডুকো প্রকল্প অফিসার মোতাহার হোসেন,যুব উদ্যোক্তা সাঈদ হোসেন,
    সমন্বয়ক তারেক, অনামিকা, সাংবাদিক  মোবারক আলী, হুমায়ুন কবির,অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
    এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগন, যুব উদ্যোক্তা ও যুব উন্নয়নের প্রশিক্ষণার্থীরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষ যুব সমাজ গড়তে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
    এ সময় শ্রেষ্ঠ উদ্যোক্তা, শ্রেষ্ঠ আত্মকর্মীসহ্
    প্রশিক্ষণপ্রাপ্ত সফল যুব ও নারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরীতে ক্রেস্ট প্রদান, ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।
  • রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সরবরাহের দরপত্র নিয়ে ‘গড়িমসি’।

    রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সরবরাহের দরপত্র নিয়ে ‘গড়িমসি’।

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মধ্যে খাদ্য ও স্টেশনারি মালপত্র সরবরাহ এবং লিলেন ধোলাই কাজের দরপত্র আহ্বান নিয়ে গড়িমসির অভিযোগ উঠেছে। ঠাকুরগাঁও সিভিল সার্জন নুর নেওয়াজ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
    এ নিয়ে ২০ অক্টোবর স্বাস্থ্য পরিচালক রংপুরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ৬ জন ঠিকাদার।
    অভিযোগে উল্লেখ্য করা হয়েছে, আওয়ামী লীগ নেতা হেদায়তুল্লাহ মেম্বার ও তাঁর জামাই আব্দুল মান্নান গত ১৫ বছর একাধারে বিভিন্ন নামে স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সরবরাহের ঠিকাদারি ধরে রেখেছেন। তাঁদের মোটা অঙ্কের টাকা বিনিময়ে আবার ঠিকাদারি দেওয়ার চেষ্টায় এ দরপত্রের ঝামেলার সমাধান দিচ্ছেন না ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন নুর নেওয়াজ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ।
    এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক বলেন, নিয়মানুযায়ী দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হবে। কোনো অনিয়মের সুযোগ নেই। ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন জানান, এখানে তাঁর কোনো সম্পৃক্ততা নেয়। নিয়মের মধ্যে যে পাবেন, তাঁকেই যেন ঠিকাদারি দেওয়া হয়, সেদিকে তিনি নজর রাখবেন।
    রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, জানামতে দরপত্র মূল্যায়ন করে অনুমোদনের জন্য রংপুরে পাঠানো হয়েছিল। সামান্য জটিলতা সৃষ্টি হয়েছে। সে জটিলতা নিরসন করে দ্রুতই ঠিকাদার নিয়োগ করা হবে।
  • রাণীশংকৈলে কবর থেকে ৬টি কঙ্কাল চুরি।

    রাণীশংকৈলে কবর থেকে ৬টি কঙ্কাল চুরি।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার একটি কবরস্থানে কবর খুঁড়ে ছয়টি কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে।
    মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের রসুনপুর সরকারি কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনাটি ঘটে।
    এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে কবরস্থানে কয়েকটি কবর খুঁড়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ছয়টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায় তারা। আজ বুধবার বিকালে স্থানীয় লোকজন ওই কবরস্থানে গরু-ছাগল চড়াতে এলে কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান।
    চুরি হওয়া কঙ্কালগুলোর মধ্যে রসুনপুর গ্রামের মৃত স্বজনেরা রয়েছেন। তারা হলেন সাদেকুলের মা, ইউসুফের বাবা, বেলালের বাবা, আজাদের ভাই। এই ঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।খবর পেয়ে রাণীশংকৈল থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
    নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন চিকিৎসক জানান, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য মানুষের কঙ্কালের প্রয়োজন পড়ে। প্রতিটি কঙ্কাল ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। ওই মেডিকেল কলেজগুলোয় কঙ্কাল সরবরাহ করার এজেন্টরাই মূলত বিভিন্ন স্থান থেকে কবর খুঁড়ে কঙ্কাল সরবরাহ করে থাকে।
    এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গভীর রাতে কোনো এক সময় সংঘবদ্ধ চক্র কয়েকটি কবরের মাটি খোঁড়ে। সেখানে ছয়টি কবর থেকে কঙ্কাল চুরি নিয়ে গেছে। বাকি কবরগুলো খোঁড়া হলেও সেখান থেকে কঙ্কাল চুরি করতে পারেনি দুর্বৃত্তরা। যেসব কবর থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে, সেগুলোতে ছয় মাস থেকে এক বছরের মধ্যে লাশ দাফন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
  • ইউনিয়ন পরিষদের সদস্যদের বহাল রাখার দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন।

    ইউনিয়ন পরিষদের সদস্যদের বহাল রাখার দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন।

    ইউনিয়ন পরিষদের কাজের ধারা অব্যাহত রাখতে সাধারণ ও নারী সদস্যদের বহাল রাখার দাবি জানিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে উপজেলার ৮টি ইউনিয়নের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন।
    বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ
    এসোসিয়েশন রাণীশংকৈল উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নন্দুয়ার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলন বালা, আনারুল ইসলাম, ফয়জুল হক, হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তফিজুল,পেয়ারা খাতুন,আনসারা বেগম,বাচোর ইউনিয়নের ইউপি সদস্য ওমের আলী,কাশিপুর ইউনিয়নে আবু সালে বাবলু, লেহেম্বা ইউনিয়নের রফিকুল ইসলামসহ অনেকে।
    বক্তারা বলেন, বিভিন্ন গণমাধ্যমে এ মাসেই ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্যদের অপসারণের খবর প্রকাশিত হচ্ছে। এতে চিন্তিত হয়ে পড়েছেন তারা।
    তারা জানান, তৃণমূলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মতো বিভিন্ন সেবামূলক কার্যক্রম বিঘ্নিত হবে।
    সারাদেশের ইউপি সদস্যরা কোন রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করেনি। দেশের স্থানীয় পর্যায় সুশৃঙ্খল রাখতে আমাদের প্রয়োজন আছে। দেশের উন্নয়নসহ বিভিন্ন কর্মকান্ডে আমরা জড়িত থাকি। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে থাকি।
    সে কারণে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে ইউপি সদস্যদের বহাল রাখার দাবি জানান। পূর্ণ মেয়াদের আগে অপসারণ করা হলে কঠোর আন্দোলন গড়ে তুলার হুশিয়ারি দেন।মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেন তারা।
    এবিষয়ে  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)রকিবুল হাসান বলেন, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা আমাকে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেছেন।
  • রাণীশংকৈল কুলিক নদীতে বস্ত্রহীন নারীর মরদেহ উদ্ধার।

    রাণীশংকৈল কুলিক নদীতে বস্ত্রহীন নারীর মরদেহ উদ্ধার।

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নদী থেকে বস্ত্রহীন অবস্থায় রেজিয়া (৬০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দেখা দিয়েছে রহস্য; চলছে নানা জল্পনা-কল্পনা।

    সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বাচোঁর ইউনিয়নের কুলিক নদীর বাকশা সুন্দরপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

    নিহত রেজিয়া একই উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই সাতঘরিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী।

    পুলিশ জানায়, সকালে স্থানীয়রা কুলিক নদীতে ওই মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বস্ত্রহীন থাকায় মরদেহ নিয়ে নানাবিধ রহস্যও দেখা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    স্থানীয়রা বলছেন, বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। তাকে মেরে ফেলে দিয়েছে নাকি আত্মহত্যা করেছে। এমন ঘটনা কোনভাবেই কাম্য নয়। আর আত্মহত্যা করলেও শরীরে কাপড় পরিধানের কথা। কিন্তু কোনো কাপড় ছিল না। এখানে খুব বড় কোনো রহস্য লুকিয়ে আছে।

    নিহত রেজিয়ার ছেলে রফিকুল ইসলাম জানায়,  তার মা দীর্ঘ দিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তিনি  বাড়ি হতে রোববার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। মা বাড়িতে না ফেরাই তাকে আমরা অনেক জায়গায় খোজাখুজি করেছি কিন্তু পাইনি। সোমবার (১৪ অক্টোবর) সকালে কুলিক নদীতে ভাসমান অবস্থায় তার মায়ের মরদেহ স্থানীয় এক কৃষক নদীর পাড়ে ধান কাটতে গিয়ে দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নদী থেকে মরদেহ টি উদ্ধার করে।

    এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, পারিবারিক কোন অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর লাশ দাফনের অনুমতির জন্য আবেদন দেওয়া হয়েছে।অনুমতি পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে

    এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তবে পুলিশ ওই নারীর বস্ত্রহীনতার বিষয়টি খতিয়ে দেখছে।

  • রাণীশংকৈল প্রেসক্লাবে দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি-শিল্পী সম্পাদক-হুমায়ূন কবির নির্বাচিত।

    রাণীশংকৈল প্রেসক্লাবে দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি-শিল্পী সম্পাদক-হুমায়ূন কবির নির্বাচিত।

    ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল প্রেস ক্লাব (পুরাতন)’র ২ বছর মেয়াদী নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
    শনিবার (১২ অক্টোবর) সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
    দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রাণীশংকৈল প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী ৬ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবুল কালাম আজাদ দৈনিক বায়ান্নর আলোর প্রতিনিধি ৪ ভোট পেয়ে পরাজিত হন।
    এদিকে সাধারণ সম্পাদক পদে দৈনিক কালবেলার প্রতিনিধি হুমায়ুন কবির ৭-৩ ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বি রফিকুল ইসলাম সুজন দৈনিক দাবানল পত্রিকার প্রতিনিধিকে পরাজিত করে বিজয়ী হন।
    নির্বাচনে ১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি আর সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্যপদে কোন  নির্বাচন করা হয়নি ।
    প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিম। তাকে সহযোগিতা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কুশমত আলী ও যুগ্ম আহবায়ক মাহবুব আলম।
    নির্বাচনে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান,  থানার এস আই দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ,পৌর বিএনপির সম্পাদক মহসিন আলীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
    সভাপতি সফিকুল ইসলাম শিল্পী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নির্বাচিত প্রেসক্লাবের উন্নয়নসহ সকল সাংবাদিকদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেন।
    নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়েছেন  রাণীশংকৈল অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও রাণীশংকৈল প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, খুরশিদ আলম শাওনসহ উপজেলার সকল সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
  • রাণীশংকৈল রাজা টংকনাথের রাজবাড়ি হবে পর্যটন কেন্দ্র-সাবিনা আলম।

    রাণীশংকৈল রাজা টংকনাথের রাজবাড়ি হবে পর্যটন কেন্দ্র-সাবিনা আলম।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদীর পাশে অবস্থিত রাজা টংকনাথের রাজবাড়ি। অযত্ম-অবহেলা আর সংস্কারের অভাবে রাজবাড়িটি ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছিলো। আর এ সুযোগ কাজে লাগিয়ে মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়ে এটি। তবে সম্প্রতি রাজবাড়ি সংস্কার কাজের পরিদর্শন শেষে এর সংস্কার কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম প্রধান। সেইসঙ্গে এটিকে পর্যটন স্পট করার ঘোষণা দেন। এমন খবরে স্বস্তির হাসি ফুটেছে সর্বস্তরের মানুষের মুখে।
    রাজবাড়ি পরিদর্শনে প্রত্নতত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাজবাড়ীগুলো ইতিহাস ঐতিহ্যের প্রতিক। এগুলো সংস্কার করা জরুরী।
    ইতিমধ্যে রাজা টংকনাথের রাজবাড়ী সংস্কারের কাজ চলছে। পর্য়ায়ক্রমে জেলার তিনটি রাজবাড়ী ও জমিদার বাড়ি সংস্কার করে এগুলোকে পর্যটন কেন্দ্র হিসাবে রুপান্তর করা হবে। তিনি রাজবাড়ীগুলো সংরক্ষন ও রক্ষনাবেক্ষনের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।তিনি বলেন,রাজবাড়ীগুলো অব্যশই সংস্কার করে দ্রুত পর্যটন কেন্দ্র রুপান্তর করে সকলের জন্য উন্মুক্ত করা হবে।
    শনিবার (৫ অক্টোবর) রাণীশংকৈল রাজা  টংনাথের রাজবাড়ী, জগদল জমিদার বাড়ি ও হরিপুর উপজেলার রাজবাড়ী পরির্দশন করেছেন (অতিরিক্ত সচিব) সাবিনা আলম।এ সময় সংক্ষিপ্তভাবে একটি মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন তিনি এসব কথা বলেন।
    জানা গেছে, রাণীশংকৈল রাজা টংনাথের রাজবাড়ি সংস্কারের জন্য ২০২২ সালের আগস্ট মাসে হাইকোর্টের নজরে আনেন রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান শুভ। পরে হাইকোর্টের নির্দেশে প্রত্নতাত্ত্বিক বিভাগ জমিদারি বাড়িটি প্রাথমিক সংস্কারের জন্য ১০ লাখ টাকা দরপত্র আহ্বান করেন। নিয়মুনযায়ী এ কাজটি বাস্তবায়নে চুক্তি বদ্ধ হয়েছেন রাণীশংকৈল উপজেলার ঠিকাদার মেসার্স বকুল ট্রেডার্স।
    সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান শুভ বলেন, পুরোনো ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চিন্তা থেকেই হাইকোর্টের নজরে রাজবাড়ী সংস্কারের বিষয়টি তোলা হয়েছিল। হাইকোর্টের নির্দেশে বহু বছর পর রাজবাড়ীটি সংস্কার কাজ শুরু হয়েছে।
    এ আইনজীবী আরো বলেন, এটি সংস্কার হলে একদিকে মানুষ বিনোদনের জায়গা পাবে। অন্যদিকে সরকারের রাজস্বের টাকার আয় বাড়বে বলে তিনি মনে করেন।
    অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রেস ক্লাব সভাপতি মোবারক আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-রাণীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, রংপুর তাজহাট জমিদার বাড়ীর কাস্টোডিয়ান খায়রুল বাসার স্বপন, দিনাজপুর কান্তনগর প্রত্নতাত্বিক যাদুঘরের সহকারী কাস্টোডিয়ান শিহাব হোসেন,
    মহাপরিচালকের বোন সাবেক প্রধান শিক্ষক উম্মেশ সালমা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সুমন আলী,বাচোর ইউনিয়ন যুবদলের সভাপতি আনসারুল ইসলাম,ছাত্রদল নেতা আরজু প্রমুখ।
    উল্লেখ্য, এসব রাজবাড়ী দীর্ঘদিন ধরে অবহেলিত ভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট মেহেদী হাসান শুভ হাইকোর্টে রিট করায় প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নজরে আসার ফলে সংস্কারের কাজ শুরু করা হয়।
  • রাণীশংকৈলে ২ হাজার ৪’শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইমরান গ্রেফতার।

    রাণীশংকৈলে ২ হাজার ৪’শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইমরান গ্রেফতার।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২ হাজার ৪’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইমরান আলী(৩২)কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের লধাবাড়ী এলাকার ইমরান আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ঘর তল্লাশি করে ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত মাদককারবারী ইমরান উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দনচহট লধাবাড়ী গ্রামের হায়দার আলীর ছেলে।

    গ্রেপ্তারের ঘটনায় বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.ফরহাদ আকন্দ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় মামলা দায়ের করেন।পরে তাকে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন।

    মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও  মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল বুধবার (০২ অক্টোবর ) সকালে লধাবাড়ী গ্রাম থেকে ইমরান আলীর নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর তার ঘরে তল্লাশি করে ছোট একটি লাল কাপড়ের ব্যাগের ভিতরে ১২টি আলাদা প্যাকেট থেকে ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ১২ লক্ষ টাকা।
    এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফরহাদ আকন্দ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার দুপুরে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে এ মামলা করা হয়।
    এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (পরিদর্শক)ফরহাদ আকন্দ বলেন,মাদককারবারি ইমরান দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইমরান আলীকে ২৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

    রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন,মাদকসহ ইমরান আলী নামের এক মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

  • রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মতবিনিময়।

    রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মতবিনিময়।

    কোটা বিরোধী আন্দোলনের পথ ধরে গণ অভ্যুত্থান পরবর্তী চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে আমাদের করণীয় বিষয়ে সংবাদকর্মীদের সাথে মত বিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলের নেতৃবৃন্দ।
    ২৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে রাণীশংকৈল জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। ওই মতবিনিময় সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল ব্যক্তিরাও উপস্থিত ছিল।
    মতবিনিময় সভায় উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন।
    মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রেস ও মিডিয়া সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজালাল জুয়েল, শ্রম বিষয়ক সম্পাদক মতিউর রহমান,
    পৌর আমীর আলহাজ্ব আব্দুল মতিন ও পৌর সাধারণ সম্পাদক মো. মোকাররম হোসেন, রাণীশংকৈল উপজেলার এ্যাসিস্ট্যান্ট সম্পাদক মিন্নাতুল্লাহ পাঠান,উপজেলা কর্মপরিষদ সদস্য রমিজউদ্দিন ও শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো.রফিকুল ইসলাম প্রমুখ।
    প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক বেলাল উদ্দিন বলেন, সাংবাদিকরা সমাজের চতুর্থ স্তম্ভ। সেই স্তম্ভটা অত্যন্ত মজবুত। কারও চোখের দিকে, মুখের দিকে তাকিয়ে সাংবাদিকতা হয় না। সাংবাদিকতা জিনিসটা একেবারেই ভিন্ন। এখানে তিনটি জিনিস লাগে। একটি হচ্ছে সত্যসন্ধানী মন, দ্বিতীয়টি হচ্ছে সাহস এবং তৃতীয় হচ্ছে যথাযথ সময়ে চেষ্টা। আপনাদের কাছে অনুরোধ আমাকে বা অন্য কাউকে ফেভার বা ডিজফেভার করার প্রয়োজন নেই। আপনাদের কাছে যেটা সত্য সেটাকেই তুলে ধরবেন।
    ফ্যাসিবাদ সরকার মুক্ত গণমাধ্যমকে মত প্রকাশে বাধা দিয়ে রেখে ছিল। আজ সাংবাদিকরা ও গণমাধ্যম মুক্ত স্বাধীন। তিনি দল মত নির্বিশেষে সঠিক তথ্য প্রচারের জন্য সকল সাংবাদিকদের আহ্বান জানানোর পাশাপাশি আরও বলেন, জামায়াতে ইসলাম বাংলাদেশের একটি রাজনৈতিক দল। জামায়াতে ইসলাম গত ১৬ বছর তথ্য সন্ত্রাসের শিকার হয়েছে। আমরা ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়ে পৌঁছাতে পেরেছি।
    আসুন ছাত্র শিক্ষক জনতা সাংবাদিক পেশাজীবী, শ্রমিক এক কাতারে এসে নতুন বাংলাদেশ গড়ায় অগ্রণী হই। বাংলাদেশ জামায়াতে ইসলামী এক্ষেত্রে আপনাদের সহযোগী হয়ে বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধির মডেল হিসেবে উপস্থাপন করি। আমরা সকলে  দল মত ভুলে অতীতের বৈষম্যমুলক মানসিকতা ঝেড়ে ফেলে সকলে মিলে প্রত্যয়ী হই। তাহলে সুফল আসবে।
    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হলেও এর শিকড় রয়ে গেছে।এর উৎপাটন না করা পর্যন্ত আন্দোলনের সুফল ঘরে তোলা সম্ভব হবেনা। এজন্য দেশের সকল স্তরের লোকজনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলেই সমৃদ্ধ ও শান্তিপূর্ণ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারব। এক্ষেত্রে সংবাদকর্মীদের ভূমিকা সবচেয়ে বেশি। তারাই পারবে কলমকে শানিত করে মুক্ত লেখনির মাধ্যমে প্রকৃত চিত্র তুলে ধরে পরাজিত শক্তির অপপ্রচার রোধ করে জাতিকে আশ্বস্ত করতে।একটি সুশীল, সভ্য, সুস্থ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে আপনাদের কলম হোক মুক্ত।
    বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও তাদের পরামর্শ গ্রহণ এবং সংখ্যালঘু সম্প্রদায়সহ নানা ক্ষেত্রে হামলা ও নৈরাজ্য বিষয়ে সৃষ্ট গুজব অপনোদন করে নিরাপত্তার আশ্বাস প্রদানের লক্ষ্যে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে অপরদিকে রাণীশংকৈল খ্রিস্টান ঐক্য পরিষদের সকলের সাথে শান্তা কমিউনিটি সেন্টার বিকালে আরেকটি মতবিনিময় সভার আয়োজন করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা।
  • রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে যুবক  নিহত : আহত ৭।

    রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে যুবক  নিহত : আহত ৭।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় এই যুবকের ৭ আত্নীয় আহত হন।
    আজ শুক্রবার বিকালে গাড়িতে থাকা সকলে মিলে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি সীমান্তের মন্ডুমালা গ্রামে এশিয়ার সর্ব বৃহত্তম ২.৫ বিঘা জমি জুড়ে দাঁড়িয়ে থাকা প্রায় ২০০ বছরের পুরোনো এই গাছটি দেখতে যাওয়ার সময় রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার গরুহাটি সংলগ্ন স্থানে আসা মাত্র প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়।
    রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
    সড়ক দুর্ঘটনায় নিহত যুবক হলেন দিনাজপুর সদর থানার ডায়াবেটিস মোড় এলাকার সৈয়দ আফরোজ ইসলামের ছেলে রাসেল ইসলাম (২৫)ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকাল ৪ টার দিকে রাণীশংকৈল থেকে  একটি প্রাইভেট কার নেকমরদ এলাকার গরুহাটির সামনে আসলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি মহাসড়কে উল্টে গেলে কয়েকবার পাল্টি খায়। ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা ৭ যাত্রী।
    আহতরা হলেন রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই এলাকার মোশারফের ছেলে তনময় (১৮) মধ্য ভান্ডার এলাকার আসমত আলীর স্ত্রী আসকা খাতুন (২২) বটগাও এলাকার রফিকুলের মেয়ো রুপসা (১৫) হিলিপোর্ট এলাকার শিমুলের স্ত্রী আসমা (২০) হরিপুর মেদনিসাগর এলাকার রেজোয়ানুল হকের মেয়ে রাদিয়া দিনাজপুর সদর এলাকার মহিবুল আলীর ছেলে রাজিউল(১৭) ও রাজশাহী সদর কাশিয়াডাঙ্গা থানা এলাকার শামসুল ইসলামের ছেলে জুনায়েদ (১৮) ওই গাড়ির ড্রাইভার ছিলেন।
    দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরানো হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এসআই সহিদুল ইসলাম।
    রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন,আজ বিকালে তাঁরা প্রাইভেট কারে করে বালিয়াডাঙী দিকে আমগাছ দেখতে যাচ্ছিলেন।নেকমরদ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজব নিহত হন।খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হবে।