Tag: মৃত্যু
-
মাধবপুরে ট্রাক চাপায় হেলপারের মৃত্যু।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কেট্রাকের নিচে চাপা পড়ে নবী মিয়া(৩০) নামের এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। উপজেলার জগদীশপুর গ্লোবাল ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।জানা যায়, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর ৫ টায় ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর গ্লোবাল ফিলিং স্টেশনে থামে একটি ট্রাক। এসময় হেলপার নবী মিয়া ট্রাকটির পেছনে দাঁড়ানো অবস্থায় অপর একটি ট্রাক তার পিছনে এসে থামে। নবী মিয়া তার ট্রাকের চালককে ট্রাকটি একটু সামনে নিতে বলে। চালক ভুল বুঝে পেছনে ব্যাক করলে নবী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।ট্রাকের চালক সোহাগ মিয়া জানান, নিহত হেলপার কুমিল্লা জেলার কোতোয়ালী থানার খালিয়াজুড়ি গ্রামের ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পেট্রল টিমের এএসআই মো. বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। -
উল্লাপাড়ায় স্ত্রীর দায়ের কোপে স্বামীর মৃত্যু।
সিরাজগঞ্জের উল্লাপাড়া স্ত্রী নাসিমা খাতুনের দায়ের কোপে স্বামী সাইফুল মন্ডল(৫০) মৃত্যু হয়েছে।
১০ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মন্ডলজান গ্রামে এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে।পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী নাসিমা ও তার মেয়ে স্বপ্নকে থানায় নিয়ে এসেছে।
এ ব্যাপারে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালেক জানান সাইফুল ইসলাম ৬/৭ দিন আগে দ্বিতীয় বিয়ে করেন। এর পর থেকে প্রথম স্ত্রীর সাইফুল ইসলামের ঝগড়া বিবাদ শুরু হয়।তাদের সংসারে নেমে আসে অশান্তি।
শুক্রবার রাতে সাইফুল ইসলাম ঘুমিয়ে পড়েন।আকস্মিক মনের রাগে দা দিয়ে কুপিয়ে সাইফুল ইসলামকে গুরুতর আহত করে।স্থানীয়রা উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১১ নভেম্বর শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছে।
এ ঘটনা নিশ্চিত করেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। এ সময় তিনি গণমাধ্যমকে জানান এ ব্যাপারে থানায় মামলা হয়নি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
-
তানোরে ও নাচোলে পাগলা হাতির আক্রমণে দুই ব্যক্তির মৃত্যু।
রাজশাহীর তানোরে ও চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাগলা হাতির আক্রমণে ২জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলের দিকে তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমারপাড়া মোড়ে ও নাচোল উপজেলার আমনুরা লক্ষীপুর মোড়ে ২টি পাগলা হাতির আক্রমণে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন,তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমার পাড়া গ্রামের রামপদ (৪০) ও নাচোল উপজেলার আমনুরা লক্ষীপুর গ্রামের বুলবুল ইসলামের পুত্র মোবাশির ইসলাম(১১)।
পাগলা হাতির আক্রমণে নিহতের ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। গম্ভীর হয়ে পড়েছে তানোর ও নাচোল উপজেলা। জানা গেছে,তানোর মুন্ডুমালা হয়ে আমনুরার উদ্দেশ্য একটি হাতি নিয়ে মাহুত রাস্তায় গাড়ি থামিয়ে টাকা তুলতে তুলতে যাচ্ছিলেন। এসময় রাস্তার পাশে হাতি দেখতে অনেক মানুষ হাতির পিছনে পিছনে যাচ্ছিলেন। এতে করে হাতি অনেক মানুষ দেখে ক্ষীপ্ত হয়ে উঠে পাগলামী করতে লাগে। ধীরে ধীরে আরো ভয়ংকর হয়ে উঠে হাতিটি। শুরু করেন ভয়ংকর আওয়াজ। তার পরেও হাতি দেখতে পিছু ছাড়েন না মানুষ। এতে করে হাতি দেখতে দেখতে জুমার পাড়া গ্রামের রামপদ হাতির কাছে চলে যান। এসময় হাতি রেগে গিয়ে বিকট শব্দে আওয়াজ করে দু’পা তুলে রামপদ’র বুকে পা তুলে দেন পাগলা হাতিটি। এতে করেই ঘটনাস্থলেই মারা যান রামপদ। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, এবিষয়ে এখনো কোন সীদ্ধান্ত নেয়া হয়নি,উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে কথা বলে জানানো হবে বলে জানান।
-
কামারখন্দে ট্রেনে কাটা পরে নারীর মৃত্যু।
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটাপরে ফারজানা আক্তার(৩৮)নামের এক নারী মারা গেছে।নিহত ওই নারী পাবনা সুজানগর উপজেলার সাভীর ভিটা গ্রামের কিরণের স্ত্রী।
ঘটনাটি ঘটেছে উপজেলার হালুয়াকান্দি ঈদগাঁ মাঠের পশ্চিম পাশে।
নিহত ওই নারী পাবনার সুজানগর উপজেলার সায়ীর ভিটা গ্রামের কিরণের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার(২৭ অক্টোবর) ভোরে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে জামতৈল ষ্টেশন থেকে ছেড়ে হালুয়াকান্দি গ্রামের ঈদগাঁ মাঠ সংলগ্ন এলাকায় আসা মাত্র এক নারী ট্রেনের নিচে ঝাঁপ দেয়।এতে ট্রেনের সাথে ধাক্কা লেগে ছিটকে পরে মারা যায়।
পুলিশ সূত্রে জানা যানা যায় কামারখন্দ উপজেলার এক কর্মকর্তার বাসায় বেড়াতে এসে ওই নারীর মৃত্যু হয়েছে।তবে মৃত্যুর আগে নিহত নারী একটি চিরকুট লিখে গিয়েছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।রিপোর্ট আসার পর মৃত্যুর রহস্য জানা যাবে।
জামতৈল ষ্টেশনের ষ্টেশন মাস্টার প্রভাত কুমার দাস জানান সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে গেছে।
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
-
বাঘায় ডেঙ্গ জ্বরে স্কুলছাত্রের মৃত্যু।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ডেঙ্গ জ্বরে আক্রান্ত হয়ে সাইফ হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২১ অক্টোবর) রাত ৮ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার । সাইফ হোসেন উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের সাহাদুল ইসলামের ছেলে ও কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।সাইফ হোসেনের পিতা সাহাদুল ইসলাম বলেন, কিছুদিন আগে গায়ে জ্বর অনুভাব করছিল। ডেঙ্গু হতে পারে এমন ভেবে ছেলেকে প্রথমে দুইদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার ডেঙ্গু (এনএসআই) পরীক্ষা করেডেঙ্গু শনাক্ত হয়। পরে তার শারিরীক অবস্থা অবস্থার অবনতি দেখে শুক্রবার(২০ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টায় মারা যান। তার মা সমেনা বেগম দুই বছর আগে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান আসাদ জানান, সাইফ হোসেন নামের এক স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে বলে শুনেছি।অপদিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামের খাদিজা সরকার মুক্তা(১৯) নামের এক গৃহবধু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বুধবার(১৮ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তিনি ১৬ অক্টোবর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন তার স্বামী আসিক
সরকার। -
সিরাজগঞ্জের চান্দাইকোনায় মেয়ের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু-মেয়ে গ্রেপ্তার।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জজেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় মেয়ের ছুরি আঘাতে মায়ের মৃত্যু ঘটেছে ।সোমবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শেরপুর হতে ঢাকার উদ্দেশ্যে এস.আর বাসে উঠে মা ঝুমা কর্মকার ও মেয়ে সিঁথি কর্মকার রওনা দেন। পরে বাস থেকে হঠাৎ করে চান্দাইকোনা বাসস্ট্যান্ডে নেমে যায় সিঁথি। কেন নেমে যায় এ কথা জিজ্ঞেসা করতেই সিঁথি ব্যাগ থেকে ধরালো চাকু বের করে মা ঝুমা কর্মকারের বুকের বাম পাশে আঘাত করে। পরে ঝুমার কর্মকার মাটিতে লুটিয়ে পরে। এ সময় স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত আহতবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত ঝুমা কর্মকার বগুড়া জেলার শেরপুর থানার শাহাপাড়া গ্রামের শিবদাস কর্মকারের স্ত্রী। মেয়ে সিঁথি কর্মকার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ঘাতক মেয়ে সিঁথিকে গ্রেফতার করা হয়েছে। নিহতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো করা হয়েছে।
-
বাঘায় সাপের ছোবলে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর বাঘায় পদ্মার চরে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে দিদার হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। দিদার হোসেন উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরের মৃত মোহাম্মদ আলীর ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি । রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় সাপে ছোবল দেয় তাকে । সকালে তাকে স্থানীয় ওঝার(কবিরাজ ) কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় পরিবারের লোকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাটাখালি নামক স্থানে পৌঁছালে সড়কে মাইক্রোতে মৃত্যু হয় তার।দিদার হোসেনের মৃত্যুর বিষয়টি তার প্রতিবেশি ও চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম নিশ্চিত করে বলেন, তার স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা গেছে। ছেলের সাথে থাকেন। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে ছোবল দেয়। পরে তার মৃত্যু হয়েছে। -
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৌলভীবাজারে এক জনের মৃত্যু।
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৌলভীবাজারে রাফি হোসেন (১৭) নামে এক জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।রাফি মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকার আলফালাহ প্রিন্টার্সের স্বত্বাধিকারী মোক্তাদির হোসেনের ছেলে। তার মৃত্যুর বিষয়টি শনিবার ২৯ জুলাই ২০২৩ইং, সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার বইয়ের কোরাসের স্বত্বাধিকারী কবি মুজাহিদ আহমদ।পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে রাফি জ্বরে আক্রান্ত হয়ে সিলেটের ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। শুক্রবার রাতে তার মৃত্যু হয়।মৌলভীবাজার জেলা সির্ভিল সাজন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় চলতি বছর এ পর্যন্ত ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা বাসাবাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন জানা যায়। -
মাধবপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু।
হবিগঞ্জের মাধবপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তানভীর(৭) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।শুক্রবার বেলা ১১টার দিকে মাধবপুর উপজেলার খড়কি কাশেমুল উলুম হাফেজিয়া মাদ্রাসার পুকুরে এ ঘটনা ঘটেছে।মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানিয়েছে, প্রতিদিনের ন্যয় আজও মাদ্রাসার সকল শিক্ষার্থীদের বেলা সাড়ে ১০টার সময় গোসলের ছুটি দেওয়া হয়। সবার সঙ্গে তানভীরও গোসল করতে পুকুরে যায়। গোসলরত সকলের অগোচরে তানভীর পানিতে ডুবে মারা যায়। নিহত তানভীর এক মাস আগে শিশু শ্রেণীতে ভর্তি হয়েছে।সে রহিম মিয়ার ছেলে।গোসল শেষে অধিকাংশ ছাত্র নিজের কিংবা লজিং বাড়ীতে খাবারের জন্য চলে যায়। কিন্ত তানভীর যে পানিতে ডুবে আছে কেউই জানতো না। পরে ওই মাদ্রাসার পরে শিক্ষকগন গোসলে নামলে ডুবন্ত তানভীরের দেহ এক শিক্ষকের পায়ে লাগে। পানির নিচ থেকে ওঠিয়ে আনা হয়। নিহত তানভীর এর মা শারমীন জানান, তার ছেলে সাতার জানতো না। এক মাস আগে চুয়াডাঙ্গা থেকে এনে ওই মাদ্রাসায় ভর্তি করিয়েছে।মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক মৃত্যুের খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন। -
রাণীশংকৈলে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু।
বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরবেলা।নিহত শিশু স্কুলছাত্র আল আমিন রাণীশংকৈল পৌর এলাকার মহলবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা যান। সে ওই গ্রামের হাসান আলীর ছেলে ও কেন্দ্র মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আল—আমিন (১২)জানা যায়,বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে গভীর পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, নিহতের ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।