Tag: মৃত্যু
-
রামপালে ভ্যান-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃবাগেরহাটের রামপালে ভ্যান-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাব্বি(২০) নামের এক যুবক নিহত হয়েছে।মঙ্গলবার(১৯ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের সরকারি খাদ্য গুদাম সংলগ্ন মন্দিরের সামনে এ দূর্ঘটনা ঘটে।নিহত রাব্বি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় কুলটিয়া গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে গৌরম্ভা এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল দুই যুবক। তারা খাদ্য গুদাম সংলগ্ন মন্দিরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটো ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যান চালক জয়দেব বালা(৫২), মোটরসাইকেল চালক সাকিব (১৭) ও রাব্বি(২০) আহত হয়।আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় চিকিৎসক ওবায়দুরের কাছে নিয়ে যায়। আহত রাব্বির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। খুলনা যাওয়ার পথিমধ্যে রাব্বি মারা যায়।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান, গৌরম্ভা এলাকায় ভ্যান-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। আহত রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। -
উল্লাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুক্তিযোদ্ধার মৃত্যু।
উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মারা গেছেন। তিনি উপজেলার মোহনপুর ইউনিয়নের সুজা গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে।
জানা যায় ১৪ মার্চ বৃহস্পতিবার বিকেলে আব্দুল হামিদ রান্নাঘরে গ্যাসের চুলায় আগুন দিতেই লিকেজ তারের আগুনে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।এতে পুরো ঘরে আগুন লেগে যায়।আগুন নেভেনোর চেস্টা ব্যর্থ হয় এবং আগুনে দগ্ধ হয়ে ৭০ ভাগ শরীর আগুনে পুড়ে গুরুতর আহত হন।পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন্ড ইউনিটে ভর্তি করেন। মৃত্যুর সাথে দীর্ঘ ৫ দিন যুদ্ধে করে ১৯ মার্চ মঙ্গলবার ভোর রাতে মারা যান।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,উল্লাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ বলেন সমমঙ্গলবার দুপুরে সুজা প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।এসময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সানজিদা সুলতানা উপস্থিত ছিলেন।পরে সুজা গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
-
পাবনায় মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধর মৃত্যু-দুই জনের অবস্থা আশঙ্কাজন।
পাবনা প্রতিনিধিঃ
বৃহত্তর পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় দুই মোটরসাইকেল মূখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
জানা যায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারনে শনিবার ১৬ মার্চ দুপুরের সময় ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক সড়কের গোকুলনগর চক্ষু হাসপাতের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।নিহতরা হলেন-ঈশ্বরদীর ভাদুরবটতলা গ্রামের মোঃ তৌহিদুল ইসলামের ছেলে মোঃ সিয়াম হোসেন ও পিয়ারাখালি গ্রামের মোঃ নাজমুল হাসানের ছেলে মোঃ মিজানুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায় মোটরসাইকেল যোগে সিয়াম ও মিজান ঈশ্বরদী থেকে শখেরচর নানার বাড়ি বেড়াতে যাচ্ছিল এবং বিপরিত দিগে বাঘা থেকে ঈশ্বরদীর দিগে শফিকুল ইসলাম বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে গোকুলনগর চক্ষু হাসপাতালের সামনে আসা মাত্রই দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে।এ ঘটনায় চালক ও আরোহীসহ চারজন ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সিয়াম ও মিজান মারা যায়।অপর দুই জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এ তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃরফিকুল ইসলাম। তিনি জানান উভয় মোটরসাইকেলের চালক বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।তাদের গাড়ি দুটি উদ্ধার করে অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে।
-
প্রাইভেটকার চাপায় চা শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ।
নিজস্ব প্রতিবেদকঃমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কানিহাটি চা বাগানে কাজ করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি প্রাইভেট কারের চাপায় কুঞ্জ বালা মৃর্ধা (৫০) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে।শুক্রবার ১৫ মার্চ ২০২৪ ইং, বিকাল ৫টার সময় উপজেলার শমশেরনগর-চাতলাপুর সড়কের ক্যামেলিয়া ডানকান হাসপাতালের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুঞ্জ বালা মৃধা বাগানের অফিস লাইনের বাসিন্দা ও রতন মৃধার স্ত্রী।দুর্ঘটনার খবর জানতে পেরে প্রতিবাদে কানিহাটি চা বাগানের সাধারণ চা শ্রমিকরা শমসেরনগর-চাতলাপুর শুল্ক স্টেশন সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। রাত ৯টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নারী-পুরুষ চা শ্রমিকরা।রাত ৯টার পরে কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার ওসি মোঃ সাইফুল ইসলাম-সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এ সময় শ্রমিকরা বলেন, ওই এলাকায় দ্রুত কয়েকটি স্পিড ব্রেকার নির্মাণ ও দায়ী ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।স্থানীয় সূত্রে জানা যায়, কানিহাটি চা বাগানের নিয়মিত শ্রমিক কুঞ্জ বালা মৃর্ধা সেকশনে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। বিকাল পৌনে ৫টার সময় ক্যামেলিয়া হাসপাতালের সামনের পাকা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বাগানের ক্যামেলিয়া ডানকান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাগানের চা শ্রমিকরা দ্রুত বিচার দাবি করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শমসেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে আছে। পরে সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক নিহত ও রাস্তা অবরোধের খবর জানার পর কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার ওসি মোঃ সাইফুল ইসলাম-সহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।তিনি আরও বলেন, গাড়িসহ গাড়ি চালক পলাতক। পলাতক চালককে দ্রুত আটকের চেষ্টায় মাঠে রয়েছে পুলিশ। -
সাফ ফুটবল জয়ী নারী খেলোয়ার রাজিয়ার মৃত্যু।
স্পোর্টস ডেস্কঃ
অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল দলের সদস্য রাজিয়া সুলতানা সন্তান প্রসবের পর স্ট্রোক করে মারা গেছেন। বুধবার (১৩ মার্চ) দিনগত রাত ৪ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে।
রাজিয়া সুলতানার পরিবারের বরাত দিয়ে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি জানান, ফুটবলার রাজিয়া দরিদ্র পরিবারের মেয়ে। বুধবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন।
পরে রাত তিনটায় হঠাৎ রাজিয়া স্ট্রোকে আক্রান্ত হন। তাকে কালিগঞ্জ হাসপাতালে নেয়ার পথে ভোর চারটার দিকে তার মৃত্যু হয়।
সাইদ মেহেদি বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিলেন রাজিয়া। পরবর্তীতে জাতীয় নারী ফুটবল দলে খেলার সুযোগ হয়। অনূর্ধ্ব-১৮ জাতীয় নারী ফুটবল টিমের হয়ে ভুটানে খেলতে গিয়েছিলেন তিনি। তবে কিছুদিন আগে পরিবার থেকে তাকে বিয়ে দেয়া হয়। তার অকাল মৃত্যুর খবরে আমরা শোকাহত।
শিষ্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটন। তিনি বলেন, ‘আমি মাত্রই শুনলাম। খুব খারাপ লাগছে। রাজিয়া অত্যন্ত ভালো একজন মানুষ ছিল। খেলতোও দারুণ। আমি তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক। তার পরিবারকে ধৈর্য্যধারণ করার তৌফিক দিক।’
রাজিয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে খেললেও তার বড় অর্জন ছিল ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া। এছাড়া সে ২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে খেলেছিল।
২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলে ছিলেন রাজিয়া। চ্যাম্পিয়ন হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছিলেন ১০ লক্ষ টাকা পুরস্কার।
-
রাণীশংকৈলে গাছের ডাল ভেঙে পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু।
ঠাকুরগাঁও প্রতিনিধি:চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে পড়ে পথচারী এক দলিল লেখক নিহত হয়েছেন।শুক্রবার (০৮ মার্চ) দুপুরে রাণীশংকৈল উপজেলার কুমারগঞ্জ বাজারের সামনে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।মৃত মোটর সাইকেল চালক ইসমাইল হোসেন (৪৫) বালিয়াডাঙ্গী উপজেলারভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের বাসিন্দা জমিরুলের ছেলে । তিনি লাহীড়ি ভূমি রেজিট্রি অফিসের দলিল লেখক ছিলেন।রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।নিহতরে চাচাতো ভাই মকিম উদ্দিন সরকার বলেন, ইসমাইল হোসেন নেকমরদ বাজারে কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে রাণীশংকৈলে তার শ্যালিকার বাড়ি যাচ্ছিলেন। আর কুমারগঞ্জ এলাকায় সড়কের ধারে গাছ কাটছিলেন দুইভাই মিলে। এসময় গাছটি হঠাৎ সড়কে তার মাথার উপরে পরে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি।তিনি আরও বলেন, যারা গাছ কাট ছিলেন তাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত ছিল ও সড়কে চলাচলকারি যানবাহনদের ব্যরিকেট দিয়ে থামিয়ে দেওয়া উচিত ছিল। যে গাছটি আগে কাটা শেষ হয়ে পরে যাক তারপরে চলাচলকরিদের যেতে দেওয়া উচিত ছিল। তাদের অসচেতনার জন্য আজকে আমার ভাইকে প্রাণ দিতে হল।রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, কুমারগঞ্জ এলাকার মো. কামাল উদ্দিন। বাড়ির পাশে ও সড়কের ধারে একটি নিম গাছ কাটছিলেন। এসময় গাছটি পরে এমন দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা বলছেন, সড়কের ধারে গাছ অর্থাৎ সেটি সরকারি জায়গার গাছ। সড়ক ও বন অধিদপ্তরের কোন অনুমতি না নিয়ে এভাবে গাছ কেউ কাটতে পারে না। এভাবে গাছ টাকা অন্যায় হয়েছে। তারপরেও আবার অসর্তকতার জন্য প্রাণ দিতে হলো একজন মানুষকে।স্থানীয়রা জানায়, কুমারগঞ্জ এলাকার বাসিন্দা মৃত রোস্তম আলীর দুই ছেলে কামাল ও শাহজামাল মিলে মহাসড়কের পাশে লাগানো সরকারি একটি গাছ কাটতেছিলো।এসময় মোটরসাইকেল চালক ইসমাইল মহাসড়কের ওই এলাকার কাছাকাছি গেলে তার মাথার ওপর হঠাৎ সেই গাছের কাটা ডাল ভেঙে পড়ে। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাণীশংকৈল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গাছ কাটার সময় অসতর্কতার জন্য এমন দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনিপ্রক্রিয়া চলছে এবং নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। -
ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান মৃত্যু।
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..রোববার দুপুরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। পরিবারে তার স্ত্রী ও দুই মেয়ে ও তিন ছেলে সন্তান রেখে গেছেন। একজন সন্তান আগে মৃত্যু বরণ করেছিলেন তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিন, ঠাকুরগাঁও প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি সহ সমাজের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা শোক জানিয়েছেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। -
নীলফামারীতে পৃথক স্থানে মিতালি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু।
নিজেস্ব প্রতিবেদকঃ নীলফামারীর সদর উপজেলায় পৃথক স্থানে মিতালি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আনিসা বেগম(৫৫) ও সৌরভ চন্দ্র(২০) নামের দুই জনের মৃত্যু হয়েছে।
৩ মার্চ রোববার দুপুরে সদর উপজেলার চওড়া ও সঙ্গলশীর সূবর্ণখুলী এলাকায় এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওরা গ্রামের তছির উদ্দিনের স্ত্রী আনিসা বেগম ও সংগলশী ইউনিয়নের সূর্বণখুলী গ্রামের মানিক চন্দ্রের ছেলে সৌরভ চন্দ্র।
পুলিশ সূত্রে জানা যায় রোববার সকাল ১১ টার সময় মিতালি এক্সপ্রেস ট্রেনটি পার্তীপুর থেকে চিলাহাটির দিকে যাওয়ার পথে সূর্বণখুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্য শ্রবনে প্রতিবন্ধী সৌরভ চন্দ্র মারা যায়।
অপর দিকে দক্ষিণ চওড়া এলাকায় চোখে কম দেখা নারী আনিসা বেগম রেললাইন পাড় হওয়ার সময় একই ট্রেনে কাটা পড়ে মারা যায়।
সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাকিউল আজম এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান নিহতদের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় তাদের সতকারের জন্য পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
-
উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু-ট্রাক আটক।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মনিজা খাতুন (৪৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
৩ মার্চ রবিবার সকালে ওই নারী রাস্তা পারাপারের সময় পাবনাগামী (ঢাকা-মেট্রো-ট-২২-৪৫৭৫) নং একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। নিহত মনিজা খাতুন (৪৩) উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের মিলপাড়া গ্রামের হোসেন আলীর স্ত্রী।
নিহত মনিজার ছেলে মনিরুল ইসলাম জানান, তার মা মনিজা তার অসুস্থ খালাকে নিয়ে ডাক্তার দেখাতে বাড়ী থেকে পাবনাতে যাচ্ছিল। উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড থেকে বাসে উঠতে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী হযরত আলী জানান, পথচারী ওই নারী তার স্বজনদের নিয়ে রাস্তার পশ্চিম থেকে পূর্বপাড়ে যাচ্ছিলো। রাস্তা পারাপরের সময় বগুড়া থেকে পাবনাগামী একটি ট্রাকে ধাক্কা খেয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় পথচারী এক নারীর মৃত্যু হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
-
আলমডাঙ্গায় মোবাইল চার্জে দেয়ার সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু।
ডেস্ক নিউজঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পরিবারের অসাবধানতায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মাইশা খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবা সকাল ১০ টার সময় নিজ বাড়িতে এদূর্ঘটনা ঘটে। এরপরই মাইশা খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান জানান, মাস চারেক আগে বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর থেকে ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামে নানা শহিদুল হকের বাড়িতে মায়ের সঙ্গে থাকতো মাইশা। লোকমুখে শুনেছি সকালে মাইশা খাতুন মোবাইল চার্জার বিদ্যুতের প্লাগে দিলে বিদ্যুতায়িত হয়। এরপর সে অসুস্থ হলে পড়লে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
ডাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ নাজমুল ইসলাম জানান,শিশু মাইশা খাতুন মোবাইকের চার্জার নিয়ে খেলছিল। নিজের গলায় চার্জারের তার পেচানো ছিল। এসময় পাশেই বিদ্যুতের বোর্ডের চার্জার প্রবেশ করালে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার আগেই মারা যায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শেখ গনি মিয়া জানান,স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি জেনেছি। মরদেহ হাসপাতালে আছে। সদর থানা পুলিশ প্রয়োজনীয় কাগজপত্র পাঠালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।