Tag: মৃত্যু

  • সিরাজগঞ্জে ট্রাক-সেনাবাহিনীর গাড়ীর সংঘর্ষে দুই সেনাসদস্যের মৃত্যু।

    সিরাজগঞ্জে ট্রাক-সেনাবাহিনীর গাড়ীর সংঘর্ষে দুই সেনাসদস্যের মৃত্যু।

    সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে সিমেন্টবাহী ট্রাক ও সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষে দুই সেনাসদস্যের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আরোও তিন সেনাসদস্য আহত হয়েছেন।

    নিহত সেনাসদস্যরা হলেন,টাঙ্গাইল বঙ্গবন্ধু সেনানিবাসের ৩৭ এবি রেজিমেন্ট আর্টিলারীর কর্পোরাল মেহেদী (৪০) ও সেনা সদস্য দীপঙ্কর (২৭)।

    সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    আহতরা হলেন-বগুড়া জেলার ধুনট উপজেলার বেলকুচি গ্রামের আব্দুল মজিদের ছেলে গাড়িচালক ল্যান্স করপোরাল ইমরান (৩০), নরসিংদীর রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সৈনিক মাইনুল ইসলাম (২১) ও সার্জেন্ট ফিরোজ।

    বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সেনাবাহিনীর একটি গাড়িটি হাটিকুমরুলের দিকে যাবার পথে একই অভিমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ৫ জন সেনা সদস্য গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই সেনাসদস্যের মৃত্যু হয়। আহত সেনাসদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • কামারখন্দে বিদ্যুৎ পৃষ্ট হয়ে দুই ভাই বোনের মৃত্যু।

    কামারখন্দে বিদ্যুৎ পৃষ্ট হয়ে দুই ভাই বোনের মৃত্যু।

    সিরাজগঞ্জের কামারখন্দে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আবু তালহা(৬) ও মুন্নী খাতুন(১৬) নামের দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। নিহতরা উপজেলার চরদোগাছা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ও মেয়ে।

    ১৬ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৪ টার সময় উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চরদোগাছা গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

    কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে বসত ঘরের বিদ্যুতের ছিদ্র তার স্টিলের বাক্সের সাথে লেগে যায়। এমতাবস্থায় শিশু তালহা ওই স্টিলের বাক্স স্পর্শ করলে সে বিদ্যুতায়িত হয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বোন মুন্নি তালহাকে স্পর্শ করে। এতে সেও বিদ্যুতায়িত হয়ে পড়ে।

    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

     

  • উল্লাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে প্রকৌশলী আব্দুল্লাহ আল মাসুদের মৃত্যু।

    উল্লাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে প্রকৌশলী আব্দুল্লাহ আল মাসুদের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দীর্ঘ ১৫ দিন মহামারী করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে চিরনিদ্রায় শায়িত হলেন, সিংহ গাঁতী গ্রামের ডাঃ নুরুল ইসলামের ছোট ছেলে প্রকৌশালী আব্দুল্লাহ আল মাসুদ(৪১)।

    গত ১ আগস্ট প্রকৌশালী আব্দুল্লাহ আল মাসুদ ও তার সহধর্মিণী নুশরাত জাহান করোনায় আক্রান্ত হয়ে এনায়েত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। কিন্তু সেখানে তার সহধর্মিণীর চিকিৎসায় উন্নতি হলেও আব্দুল্লাহ আল মাসুদের অবনতি দেখা দিলে গত ৪ আগস্ট জরুরী ভাবে ঢাকার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

    দীর্ঘ ১১ দিন আইসিইউ লাইফ সাপোর্ট চিকিৎসার পর ১৫ আগস্ট ১.২০ মিনিটে করোনা যুদ্ধে হেরে গিয়ে মৃত্যু বরন করেন। ইন্না-লিল্লাহ ওয়া…রাজি উইন। মৃত্যুকালে রেখে গেছেন তার পিতা-মাতা স্ত্রী সন্তানসহ আত্নীয়স্বজ।

    প্রকৌশালী আব্দুল্লাহ আল মাসুদের জানাজার নামাজ শেষে ১৫ আগস্ট রাত সাড়ে ১০ টার সময় স্বাস্থ্য বিধি মেনে সিংহ গাঁতী গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন।পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনা সকল মানুষের নিকট দোয়া চেয়েছেন।

  • তাড়াশে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যু দিবস উদযাপনের প্রস্তুতি সভা

    তাড়াশে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যু দিবস উদযাপনের প্রস্তুতি সভা

    সিরাজগঞ্জের তাড়াশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যু দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১১ আগস্ট মঙ্গলবার সকাল ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভাবে এই দিবস পালন করার জন্য প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধু বিষয়ে চিত্রাংকন,রচনা  প্রতিযোগীতা ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ,বঙ্গবন্ধুর মুর‍্যালে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা।

    উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক আলোচনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা  ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  রুমানা আফরোজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জামাল মিয়া শোভন, প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামান, মৎস্য অফিসার মশগুল আজাদ, সমাজসেবা অফিসার  কে এম মনিরুজ্জামান, ফায়ার সাভিসের সাব অফিসার রেজাউল করিম,পল্লী বিদ্যুৎ ডেপুটি জেনারেল ম্যনেজার আশরাফ উদ্দিন খান, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান,বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি,উপজেলা প্রসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,সাধারণ সম্পাদক শাহিনুর রহমানসহ  অনেকে।

  • সিরাজগঞ্জে বিষাক্ত মদপান করে ৩ জনের মৃত্যু

    সিরাজগঞ্জে বিষাক্ত মদপান করে ৩ জনের মৃত্যু

    সিরাজগঞ্জ সদর উপজেলায় শিয়ালকোল এলাকায় বিষাক্ত মদ পান করে ৩ জনের মৃত্যু হয়েছে।

    রোববার (৮ আগস্ট) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর ও বহুলী ইউনিয়নের সরাইচন্ডী গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৯ আগস্ট) সকালে দুই জনের দাফন কাজ সম্পন্ন করেছি।

    নিহতরা হলেন, শিয়ালকোল ইউনিয়নের সরাইচন্ডী গ্রামের কানু শেখের ছেলে আবু তাহের (৫২), বহুলী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আব্দুল ওহাব (৩০) ও মৃত সিকিন আলীর ছেলে আব্দুল (৩০)।

    শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, রাতেই তিনজনের মৃত্যু হয়েছে। তিনটি মৃত্যুই অস্বাভাবিক। তারা মাঝে মধ্যে মদ পান করতেন, তবে মদ্যপানে মৃত্যু হয়েছে কিনা সেটা এখনো জানা যায়নি।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন,বিষাক্ত মদপান করে ওই তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। তাৎক্ষণিক ঘটনাস্থলেপুলিশ পাঠানো হয়।মৃতদের মধ্যে সকালে দুথজনকে দাফন করা হয়েছে।

  • পাট বন্দর বণিক সমিতির সাবেক সভাপতি রাম কৃষ্ণ সাহা’র মৃত্যু

    পাট বন্দর বণিক সমিতির সাবেক সভাপতি রাম কৃষ্ণ সাহা’র মৃত্যু

    সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাজার পাট বন্দর বনিক সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী রাম কৃষ্ণ সাহা (৭৫) বুধবার সকালে উল্লাপাড়া পৌর শহরের শ্যামলিপাড়ার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন।

    মৃত্যুকালে তিনি ২ মেয়ে, ১ ছেলে সহ বহুস্বজন ও শুভার্থী রেখে গেছেন। তিনি বেশকিছু দিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাম কৃষ্ণ সাহার বিশেষ অবদান রয়েছে।

    তার মৃত্যুতে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া বাজার পাট বন্দর বনিক সমিতির আহবায়ক হাফিজুর রহমান মিন্টু, উল্লাপাড়া বাজার বনিক সমিতি সভাপতি আব্দুল কুদ্দুস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উল্লাপাড়া শাখার সভাপতি বাবু গৌতম কুমার দত্ত, এসো গান শিখি পরিবারের পরিচালক সাংবাদিক রাজু আহমেদ সাহানসহ বিভিন্ন সামাজিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

  • টাঙ্গাইলের নাগরপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।

    টাঙ্গাইলের নাগরপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।

    টাঙ্গাইলের নাগরপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ রা আগষ্ট) সকাল সাড়ে ১১টার সময় নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলো,চরডাঙ্গা গ্রামের রাসেল মিয়ার ছেলে আব্দুর রহমান (৭) ও জাহিদ মিয়ার ছেলে তালহাজ (৭)। আপন দুই ভাই রাসেল ও জাহিদের স্ত্রীরাও আপন দুই বোন।

    সরেজমিনে গিয়ে জানা যায়, দুই চাচাতো ভাই আব্দুর রহমান ও তালহাজ এবং পাশের বাড়ির রবিউলের ছেলে রাফি (৬) মঙ্গলবার সাড়ে ১১টার সময় বাড়ির পাশে পুকুরের সন্নিকটে খেলা করতে যায়। খেলার সময় সকলের অগোচরে রহমান ও তালহাজ পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। তখন রাফি দৌড়ে এসে রহমান ও তালহাজের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করতে যায়।

    এসময় একই এলাকার কবির, শওকত, সাগর ও জহিরুল সহ অনেকেই পুকুরের পানিতে নেমে তাদেরকে খোঁজাখুজি করে।

    পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.প্রিয়া মন্ডল দু’জনকেই মৃত ঘোষণা করেন। দুই চাচাতো ভাইয়ের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • উল্লাপাড়ায় গৃহবধূর রহস্য জনক মৃত্যু।

    উল্লাপাড়ায় গৃহবধূর রহস্য জনক মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তানিয়া খাতুন(২৫) নামের এক গৃহবধূর রহস্য জনক মৃত্যু হয়েছে।

    জানা যায় উপজেলার নাগরৌহা গ্রামের মৃত কাশেম ব্যাপারির ছেলে মুদির দোকান ব্যবসায়ী হেলাল উদ্দিন ৮ পূর্বে প্রেমের সম্পর্কে জেলার শাহজাদপুর উপজেলার পুকুরপাড় গ্রামের তাইজুল ইসলামের মেয়ে তানিয়াকে বিয়ে করেন। তানিয়া সাথে হেলাল উদ্দিনের দ্বিতীয় বিয়ে। বিয়ের কিছুদিন পর তানিয়া জানতে পারে তার স্বামীর ১ম স্ত্রী ও ছেলে সন্তান রয়েছে।

    তার পরেও মেয়েদের বিয়ে একটাই হয় ভেবে সতিনের সংসার করা শুরু করে। বিয়ের ২/১ মাস পরে মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়।স্ত্রীর অজুহাতে উল্লাপাড়া পৌরশহরে শ্যামলী পাড়া কাদের খাঁ বিল্ডিং এর পূর্ব পাশে চিলেকোঠার ৫ তলায় ভাড়া বাসায় বসবাস শুরু করে। এখানেও শুরু হয় ঝগড়া বিবাদ।বিয়ের বছর না ঘুরতে আত্মহত্যার নামে মৃত্যুর পথ বেছে নিল তানিয়া।হঠাত ২৮ জুলাই বুধবার সন্ধার পর নিজ কক্ষে স্বামী হেলাল উদ্দিনের চিৎকারে প্রতিবেশিরা আগাইয়া এসে দেখে তার স্ত্রী তানিয়ার গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এতে তার মৃত্যু হয়।প্রতিবেশিরা বিষয়টি উল্লাপাড়া মডেল থানায় অবগত করেন।

    তানিয়ার পারিবারিক সূত্রে জানা যায় এটি আত্মহত্যা নয়,পরিকল্পিত ভাবে তাদের মেয়েকে হত্যা করা হয়েছে।

    এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমাড় দাশ জানান নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট আসার পর নিশ্চিত করে বলা যাবে কিভাবে গৃহবধূর মৃত্যু হয়েছে।আপাততো থানায় একটি ইউডি মামলা হয়েছে।

  • সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎ পিষ্ঠ হয়ে এক নারীর মৃত্যু !

    সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎ পিষ্ঠ হয়ে এক নারীর মৃত্যু !

    সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎ পিষ্ঠ হয়ে শাহারা খাতুন নামের এক নারীর মৃতু হয়েছে। সে তাড়াশ পৌরসভা এলাকার ভাদাশ গ্রামের মৃত আব্দুল জলিল স্ত্রী শাহারা খাতুন (৫৭)

    নিহতের মেয়ে তানজিলা খাতুন অভিযোগ করে বলেন তাদের বসতঘরের টিনের চালের উপর দিয়ে ড্রপ তার টেনে পাশের বাড়ির আব্দুল হালিমের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। সেই তার ফুটো হয়ে পুরো টিনের ঘরের কারেন্ট হয়েছিলো। এ কারেন্টে আমার মা বিদ্যুৎ পিষ্ঠ হয়ে মারা যান।

    এ বিষয়ে তাড়াশ পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফ উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অনুরূপভাবে ড্রপ তার টেনে হাজারো বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, যা তাদের রীতিমতো ভাবিয়ে তুলেছে। কারো ঘরের চালের উপর দিয়ে ড্রপ তার টেনে আর একটি সংযোগও দেওয়া হবেনা।

  • বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু।

    বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু।

    বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পাওয়ার টিলার দিয়ে ধানের জমি চাষ করার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

    নিহতরা হলেন বীরপলি গ্রামের আব্দুস সামাদ (৪০) ও তার ছেলে হাবিবুর রহমান (১৫)।গত মঙ্গলবার (২৭ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার বীরপলি গ্রামের শরিষাবাদ বাংলাবাজার মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

    ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আব্দুস সামাদ মাঠে পাওয়ারটিলার দিয়ে ধানের জমি চাষ করছিলেন। তার ছেলে হাবিবুর রহমান বাবাকে চাষে সহযোগিতা করছিল।

    এ সময় হঠাৎ বজ্রপাত হলে বাবা-ছেলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় মাঠের অন্য কৃষকরা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

    নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যুর সংবাদ শুনেছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।