Tag: মৃত্যু

  • ওমানের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে বাংলাদী ৩ যুবকের মৃত্যু।

    ওমানের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে বাংলাদী ৩ যুবকের মৃত্যু।

    সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের দেশ ওমানের উপর দিয়ে বয়ে যাওয়া মৌসুমী ঘূর্ণিঝড় শাহিনের আঘাতে একই গ্রামের নিকটাত্মীয় তিন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছেন।

    মৃত্যু ব্যক্তিদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ৫নং পার্বতীনগর ইউনিয়নের মধ্যম মকরধ্বজ গ্রামে। নিহতদের বাড়িতে গিয়ে পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
    গত ৩ অক্টোবর ওমানে আঘাত হানে ঘূর্ণিঝড় শাহিন। নিহতদের লাশ পাওয়া যায় মঙ্গল ও বুধবার।

    অন্যদিকে ঘূর্ণিঝড়ে নিখোঁজ বহু বাংলাদেশির তথ্য চেয়ে ফেসবুকে ছবি পোস্ট করছেন অন্য প্রবাসীরা।
    নিহতরা হলেন, শামছুল ইসলাম (৫৫), আমজাদ হোসেন হ্নদয় (২৮) এবং জিল্লাল হোসেন (৪৫)।
    নিহত আমজাদ হোসেন হ্নদয়ের বাবা আবদুস সহিদ জানান, তার ছেলে ওমানের মাস্কাট শহরের নিকটবর্তী উপকূলীয় সাহাম এলাকায় একটি খেজুর বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন। তার নিকটাত্মীয় অপর দুজনও একই এলাকায় কাজ করতেন।

    রোববার ঝড়ের পরে থেকে তারা নিখোঁজ ছিলেন। ঝড়ে আসা পানি নেমে যাওয়ার পর মঙ্গলবার সকালে শামছুল ইসলাম এবং জিল্লাল হোসেনের লাশ শনাক্ত করে প্রবাসীরা পুলিশকে জানান।

    মৃত শামছুল ইসলাম গত ত্রিশ বছর ওমান প্রবাসী ছিলেন। তার তিন মেয়ে, এক ছেলে, স্ত্রী রয়েছে। মৃত জিল্লাল হোসেন গত ১৫ বছর ওমানে রয়েছেন। তার ছেলে, মেয়ে ও স্ত্রী রয়েছে। অন্যদিকে মৃত আমজাদ হোসেন হ্নদয় তিন বোন, এক ভাই ও বাবা মা রয়েছে।

    মৃত ব্যক্তিরা ছিলেন পরিবারে অর্থ উপার্জনের একমাত্র ভরসা। তাদের মৃত্যুর খবরে পুরো এলাকাতে শোকে ছায়া নেমে এসেছে।

    সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন আহমেদ ভূঁইয়া তার ইউনিয়নের এ তিন প্রবাসী নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে জানান, মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছে।

  • দুর্গাপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু।

    দুর্গাপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু।

    দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর দুর্গাপুরে গরুর ঘাস কাটতে গিয়ে বিষধর সাপের দংশনে বাবুল হোসেন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত বাবুল হোসেন দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামের তালুক পাড়ার আমছের আলীর ছেলে। বুধবার সন্ধা ৬ টার দিকে এই ঘটনা ঘটে। জানা যায়, বাড়ির পাশে তালুক পাড়া পশ্চিম বিলে গরুর জন্য ঘাস কাটছিলেন ওই যুবক। এ সময় পায়ে বিষধর-সাপের দংশনের শিকার হয় তিনি।

    পরক্ষণেই স্থানীয় ওঝার কাছে গিয়ে ঝাড়ফুঁক করান। অবস্থা বেগতিক দেখে ওঝা হাসপাতালে নিতে বলেন। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে পরামর্শ দেন। সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

  • কাজিপুরে বালুবাহী ট্রাক চাপায় এক বৃদ্ধের মৃত্যু ড্রাইভার আটক।

    কাজিপুরে বালুবাহী ট্রাক চাপায় এক বৃদ্ধের মৃত্যু ড্রাইভার আটক।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে খলিলুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক আজাদ হোসেনকে আটক করেছে পুলিশ।
    মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় উপজেলার ঢেকুরিয়া হাটের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত খলিলুর রহমান কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতর গ্রামের খোরশেদ আলমের ছেলে।

    কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, সকালে খলিলুর রহমান ঢেকুরিয়া হাটের পূর্ব পাশের রাস্তা ধরে হাঁটছিলেন। এ সময় একটি বালুবাহী ট্রাক (বগুড়া-ড- ১১-১৯৫৭) তাকে চাপা দিয়ে প্রায় ১০০ গজ টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করি। ঘাতক ট্রাকটি জব্দ এবং ট্রাকচালক আজাদকে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের ছোট ছেলে নুরনবী জানান এ ঘটনায় মামলার দায়ের করা হয়েছে।

  • দুর্গাপুরে শাপলার ফল তুলতে গিয়ে বৃদ্ধার মৃত্যু।

    দুর্গাপুরে শাপলার ফল তুলতে গিয়ে বৃদ্ধার মৃত্যু।

    শাহীন আলম, দুর্গাপুর(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহী দুর্গাপুর উপজেলার শাপলার ফল (ঢ্যাপ) তুলতে গিয়ে পানিতে ডুবে মোঃ মেকুর কারিগর (৭১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

    শনিবার (২ অক্টোবর) উপজেলার কিসমতগনকৈড় ইউনিয়ন রাইচান নদী উজাল খলশী গ্রামের দক্ষিণ পাশে আনুমানিক দুপুর ২ টার দিকে এই ঘটনা ঘটে। এলাকাবাসী সুত্রে জানাযায়, তিনি নিয়মিত শাপলা ফুলের ফল (ঢ্যাপ) তুলে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনে ন্যায় আজও শাপলার ফল তুলতেই বিলে গিয়েছিলেন। কিন্তু শাপলা ফল তোলার সময় জঙ্গলে পেচিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরক্ষণেই এলাকাবাসী মৃত অবস্থায় পানি থেকে তাকে উদ্ধার করে।

    মৃত মোঃ মেকুর কারিগর র (৭১) উজাল খলশীর জাগির পাড়া গ্রামের মৃত শুকুর কারিগরের সন্তান।
    এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান,পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। পরিবারের কারো অভিযোগ নেই,এ সংক্রান্ত থানায় একটি সাধারণ ডায়েরি( জিডি) হয়েছে।

  • মাধবপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    মাধবপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    মাধবপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে হামদু মিয়া (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের সিরাজ মিয়া’র পুত্র।

    শুক্রবার (১ অক্টোবর) সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের মসজিদে কাজ করার সময় হামদু মিয়া বিদ্যুৎপৃষ্ট হয়।

    এতে গুরুতর আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকে মাতাম বইছে।

  • সাভারে খালের পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু।

    সাভারে খালের পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু।

    স্মৃতি রানি, স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সাভারে খালের পানিতে ডুবে রফিকুল ইসলাম ( ৪৫ ) নামের এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।

    বুধবার (২৯ সেপ্টেম্বর)সকালে সাভার বিরুলিয়া ইউনিয়নের পঞ্চবটি খালে এ ঘটনা ঘটে।

    নিহত গার্মেন্টস শ্রমিকের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা থানার প্রামানিকোন্ডা বাজার এলাকায়। তিনি সাভারের খাগান এলাকায় কাজল গার্মেন্টসে অপারেটর পদে কর্মরত ছিলেন।

    আশুলিয়া নৌ পুলিশ জানান সকালে ওই ব্যক্তি পঞ্চবটি এলাকায় খালে নামেন মাছ ধরার জন্য। এসময় সে খালের পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা আশুলিয়া নৌ পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে খালে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে।

    আশুলিয়া নৌ পুলিশ জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যু।

    উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যু।

    উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় বাবু মিয়া(৩০)নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহত উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।

    বুধবার ২৯ সেপ্টেম্বর সকাল ৯ টার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া আমতলা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটেছে।

    জানা যায় চড়িয়া এলাকার আশরাফ আলীর বাড়ীর নির্মাণ করার উদ্দেশ্য সিমেন্ট নিয়ে রাস্তা পাড় হওয়ার সময় অজ্ঞাত নামের একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলেই নির্মাণ শ্রমিক বাবুর মৃত্যু হয়।

    এ ঘটনা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল আহমেদ জানান সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

  • ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

    ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

    ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    আব্দুল করিম চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্রগ্রাম নগরীর খুলশী থানাধীনআখতারুজ্জামান ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোবারক হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

    শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইলে চালক মিজানুর রহমান আহত হন।

    বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ নূর মোস্তফা আশিক। নিহত মোবারক হোসেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাটোয়ারা এলাকার ভূঁইয়া বাড়ির মৃত মঞ্জু মিয়ার ছেলে।

  • সিলেটের আম্বরখানা আবাসিক এলাকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে স্কুল ছাত্রের মৃত্যু।

    সিলেটের আম্বরখানা আবাসিক এলাকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে স্কুল ছাত্রের মৃত্যু।

    সিলেটের আম্বরখানা আবাসিক এলাকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে স্কুল ছাত্রের মৃত্যু।

    নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের আম্বরখানা আবাসিক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিরুল হক চৌধুরী (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

    নিহত স্কুল ছাত্র ওই এলাকার মাহমুদ চৌধুরীর ছেলে। সে স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

    নিহতের স্বজনদের সূত্রে জানান, ঘটনার সময় আইপিএসের লাইন বদলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন  শাহিরুল। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

     

  • কাজিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু।

    কাজিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু।

    কাজিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু।

    কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে পানিতে ডুবে শামীম রেজা(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

    ২৩ শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২ টার সময় উপজেলার চরগিরিশ ইউনিয়নের চরনাটিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শামীম রেজা(৭)’র মরদেহ পূর্ব যমুনা নদী থেকে উদ্ধার করা হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়,সকাল ১১টার পর থেকে নিহত শামীমকে অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া যাচ্ছিলো না,পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরের পর পূর্ব যমুনা নদীতে ভাসমান অবস্থায় শামীমের মরদেহ ভেসে উঠে।

    মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ তসলিম উদ্দিন জানান,ঘটনাস্থলে পুলিশের পক্ষ থেকে অফিসার পাঠানো হয়েছে। পরে লাশটি উদ্ধারের পর স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।