Tag: মৃত্যু

  • হবিগঞ্জের ডাকাতের হামলায় ব্যবসায়ীর মৃত্যু-ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার।

    হবিগঞ্জের ডাকাতের হামলায় ব্যবসায়ীর মৃত্যু-ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার।

    হবিগঞ্জ প্রতিনিধি:
    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ডাকাতদের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহতের ঘটনায় সন্দেহভাজন পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার  করেছে পুলিশ।”
    বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) ভোরে এসআই কাউছার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। এর আগে উলুকান্দি গ্রাম থেকে আরেক ডাকাতকে গ্রেপ্তার করা হয়।”
    গ্রেপ্তারকৃতরা হলো- মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের জমির আলীর পুত্র ফয়সাল মিয়া (৩২), মানিকপুর গ্রামের শাহ আলম মিয়ার পুত্র রুবেল আহমদ রনি (২৬), সুন্দরপুর গ্রামের আছদ্দর আলীর পুত্র জয়নাল মিয়া (৪২), একই গ্রামের দুবাই মিয়ার পুত্র জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩২) ও চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের ইদ্রিছ আলীর পুত্র রুহুল আমিন (২৪)।”
    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়। এসময় অবস্থানরত ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর আক্রমন করতে আসে। তাৎক্ষণিত পুলিশ তাদের ঘেরাও করে আটক করে।”
    এর আগে গত ৩ ফেব্রুয়ারী রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের থানা এলাকায় দুই বিএনপি নেতা ডাকাতের কবলে পড়েন। একই সময় ডাকাতের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারী রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী একটি মামলায় দায়ের করেন।”
    শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) দিলীপ কান্ত নাথ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান- আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।”
  • মোরেলগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু গ্রেপ্তার-২।

    মোরেলগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু গ্রেপ্তার-২।

    ডেস্ক রিপোর্টঃ বাগেরহাটের মোরেলগঞ্জে উর্মি সাহা(২৭) নামের এক গৃহবধূ উর্মি সাহার রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে পুলিশ মরদেহ উদ্ধারের পর স্বামী শিব্বির তালুকদারকে গ্রেপ্তার করেছে।

    মোরেলগঞ্জ পৌর শহরের বয়রাতলা এলাকার শিব্বির তালুকদারের বাড়িতে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

    জানা যায় বুধবার(২২ জানুয়ারি)সকাল ৭ টার সময় পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নিহত উর্মি সাহা ভাইজোড়া গ্রামের সালেছ সাহার মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে শিব্বিরের সাথে তার বিয়ে হয়। খালেদ নামে তার চার মাসের একটি শিশু সন্তান রয়েছে।

    উর্মির বাবার দাবি তার মেয়েকে হত্যার পর মরদেহ গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে। নিশ্চিত এটি হত্যাকাণ্ড আত্মহত্যা নয়।আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

    মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান বুধবার(২২ জানুয়ারি) ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহত উর্মির মরদেহ গাছের সাথে ঝুলে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।পরে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ব্যপারে থানায় ইউডি মামলা হয়েছে। তবে, নিহতের বাবা ও তার পরিবারের মৌখিক অভিযোগের কারনে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শিব্বির তালুকদার ও তার ভাই শাহিন তালুকদারকে থানা নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে শিব্বির জানান তার স্ত্রী উর্মি সাহা রাতে একসাথে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে স্ত্রীকে বিছানায় না পেয়ে বাইরে বেরিয়ে দেখি স্ত্রীর মরদেহ গাছের সাথে ঝুলে আছে। পরে তার চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে থানা পুলিশকে খবর দেন।

  • উল্লাপাড়া বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুসের মৃত্যু  শোকে অর্ধদিবস দোকানপাট বন্ধ।

    উল্লাপাড়া বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুসের মৃত্যু শোকে অর্ধদিবস দোকানপাট বন্ধ।

     

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

    উল্লাপাড়া পৌরসভার কাওয়াক মহল্লার বাসিন্দা বাজার বণিক সমিতির সভাপতি মরহুম আব্দুল কুদ্দুস (৬৭) মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। (ইন্না,,,,,,,,,,, রাজিউন)। তিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক, বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী, সাবেক পৌর কমিশনার, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। বুধবার বেলা ১১ টার দিকে কাওয়াক হাসপাতাল মাঠে মরহুমের জানাজা শেষে কাওয়াক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে মারা যান। তার মৃত্যুতে বুধবার সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত পৌরশহরের সকল দোকান-পাট বন্ধ ছিল।

  • বাঘায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোরের মৃত্যু।

    বাঘায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোরের মৃত্যু।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ  রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরহী কিশোরের মৃত্যু হয়েছে।

    জানাযায়, ১৩ জানুয়ারী সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বানেশ্বর – ঈশ্বরদী আঞ্চলিক সড়কের বাঘা উপজেলার  মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর সাজির বটতলায় এই দুর্ঘটনা ঘটে ।

    এলাকাবাসি সুত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭ টায় হঠাৎ একটি বিকট শব্দ হয় । পরে দেখা যায় একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সরাসরি ধাক্কা দেয় । এতে মোটরসাইকেলে থাকা তিনজন আরহী ছিটকে রাস্তায় পরে যায়। এসময় পেছনে থাকা একটি আখ পরিবহনের ট্রাক্টর দুই   জনকে চাপা দিয়ে চলে যায় ।

    এসময় এলাকা বাসী তাদের উদ্ধার করে প্রথমে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে দুই জনের  অবস্থা আশংক্ষা জনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। রাজশাহী মেডিকেলে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাদের দুই জনকে  মৃত ঘোষণা করেন।

    জানাযায় , নিহত দুইজনের বাড়ি লালপুর উপজেলার মোমিনপুর বাকনা গ্রামের মোঃ বাবর আলীর ছেলে ফয়সাল আহম্মেদ (১৬) ও একই গ্রামের মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২১)। এবং আহত হামজা আহম্মেদ দিপু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান।

    এলাকাবাসি জানায় এই জায়গায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। কিছুদিন আগেও গায়ে হলুদের দিনে জুয়েল নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়।

    এবিষয়ে বাঘা থানার এস আই মোঃ ইমরান আলি জানান , খবর পেয়ে ঘটনাস্থলে আমরা যায়। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে আমরা দুরঘটনা কবলিত মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।  তবে ঘাতক ট্রাক ও ট্রাক্টরটি পালিয়ে গেছে ।

  • মোংলায় ট্রেনে কাটা পড়ে শিশু মরিয়মের মৃত্যু ।

    মোংলায় ট্রেনে কাটা পড়ে শিশু মরিয়মের মৃত্যু ।

    রামপাল(বাগেরহাট) থেকেঃ বাগেরহাটের মোংলায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে মরিয়ম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
    রবিবার (১২ জানুয়ারি) মোংলা-খুলনা রেললাইনের দিগরাজ বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। ওই পয়েন্টের গেইটম্যান সময়মতো রেলগেট না ফেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে নিহতের স্বজন ও স্থানীয়রা।
    ট্রেনটি চলে গেলে শিশুটিকে উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালে নেয়ার পূর্বেই শিশুটি মারা যান বলে জানিয়েছেন বন্দর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ মোঃ শামীম হাসান।
    প্রত্যাক্ষদর্শী ডি এল মল্লিক জানান, মোংলা থেকে ছেড়ে আসা খুলনার একটি লোকাল বাসে করে দুটি বাচ্চা নিয়ে যাচ্ছিলেন এক মহিলা। এসময় রেলক্রসিং এলাকায় জ্যাম পড়ে বাসটি আটকে যায়। হঠাৎ খুলনা থেকে ছেড়ে আসা মোংলা কমিউটার নামে ট্রেনটি দ্রুত গতিতে রেলক্রসিং পার হচ্ছিল। জীবন বাঁচানোর তাগিদে দ্রুত ওই মহিলা যাত্রীবাহী গাড়ি থেকে বাচ্চা নিয়ে নেমে যায়। কিন্তু মহিলার হাতে ধরা বাচ্চাটি ছুটে গিয়ে মোংলা কমিউটারের নিচে পড়ে। দায়িত্বরত লাইনম্যান রেলগেইট না ফেলার কারণে এই দূর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
    নিহত শিশুর মা ফাতেমা বেগম জানান, দুই সন্তানকে নিয়ে মোংলা থেকে যাত্রীবাহী বাসে করে বাগেরহাট যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে দিগরাজের রেলক্রসিংয়ে বাসটি পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা মোংলা কমিউটার নামক ট্রেনটি দ্রুত গতিতে রেলক্রসিং পার হচ্ছিল। এসময় যাত্রীবাহী বাস থেকে দ্রুত নামতে গিয়ে তার কোল থেকে শিশু মরিয়ম ছিটকে ট্রেনের নিচে পড়ে।
    এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই দায়িত্বে অবহেলার কারণে দিগরাজের রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা গেইটম্যান মোঃ শাহিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন বিক্ষুদ্ধ জনতা। এসময় মোংলা-খুলনা মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয় তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করলে সড়কে আবার যান চলাচল শুরু হয়। ঘটনার পর থেকেই গেইটম্যান শাহীন পলাতক রয়েছেন। তার বাড়ি নাটোর জেলায় বলে জানা গেছে।
    মোংলা রেল স্টেশনের টিকিট মাস্টার মোঃ শরিফুর রহমান জানান, গেইটম্যান কেনো ছিল না, এ জন্য গেইটম্যানকে অলরেডি বুক আপ করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাকে চাকরিচ্যুত করা হবে। নিহত শিশুর পরিবারকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
    এ বিষয়ে মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, দায়িত্ব অবহেলার কারণে গেইটম্যান মোঃ শাহিনের বিরুদ্ধে রেল পুলিশ ব্যবস্থা নিবে এবং এ ঘটনায় মামলার গ্রহণের প্রস্তুতি চলছে।
  • হৃদরোগ আক্রান্তে গাজী মারুফের মৃত্যুতে মৌলভীবাজার বিএনপির শোক প্রকাশ।

    হৃদরোগ আক্রান্তে গাজী মারুফের মৃত্যুতে মৌলভীবাজার বিএনপির শোক প্রকাশ।

    নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির অন্যতম সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সদ্য সাবেক কমিটির ছাত্র-বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ আহমেদ (৪৭) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার রাত ১২টার সময় হঠাৎ অসুস্থ হলে তাকে শহরের লাইফ লাইন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
    পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অন্যান্য সদস্য বিদেশ থেকে আসার পর মঙ্গলবার বিকেলে নামাজে যানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে পতিত স্বৈরাচারী সরকারের আমলে অসংখ্য রাজনৈতিক হয়রানি মূলক মামলার গ্লানি টানতে হয় তাকে। মৃত্যুকালে দুই ছোট্ট শিশু সন্তান, স্ত্রী,আত্মীয়-স্বজনসহ অসংখ্যগুণাগ্রাহী রেখে গেছেন। বিনয়ী ও সদালাপী গাজী মারুফের মৃত্যুতে জেলা জুড়ে তার রাজনৈতিক সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমেছে।
    গাজী মারুফের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক : মৌলভীবাজার জেলা বিএনপি’র অন্যতম সদস্য গাজী মরুফ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন “গাজী মারুফ আহমেদ” এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যতী। বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে বিশ্বাসী ছিলেন গাজী মারুফ আহমেদ।
    বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। বিনয়ী ও সদালাপী মরহুম গাজী মারুফ আহমেদ মৌলভীবাজার জেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে নিবেদিত প্রাণ ছিলেন। দোয়া করি- মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেশস্তনসীব ও শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
    জেলা বিএনপির শোক :বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি’র সন্মানিত সদস্য, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান), জেলা কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান, সদর উপজেলা বিএনপির আহবায়ক বদরুল আলম, মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমসাদ আহমদ-সহ নেতৃবৃন্দরা শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও জেলা, উপজেলা, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল-সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান।
  • কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধর মৃত্যু।

    কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধর মৃত্যু।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ধোপাচালা এলাকায় ট্রেনে কাটা পড়ে ১ জন বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে। নিহত বৃদ্ধের বয়স আনুমানিক ৬০বছর বলে ধারণা করা হচ্ছে।রোববার (৫ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

    এ নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় বৃদ্ধটি রেললাইনের পাশে হাঁটছিলেন।হঠাৎ করেই ট্রেন চলে আসলে তিনি রেললাইনের ওপর পড়ে যান ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্তের জন্য স্থানীয় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

    জয়দেবপুর রেলওয়ে পুলিশের এসআই সেতাফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

  • জুড়ী পানিতে ডুবে এক কোমলমতি শিশু মারাগেছে।

    জুড়ী পানিতে ডুবে এক কোমলমতি শিশু মারাগেছে।

    নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পুকুরে ডুবে তাহমিদা জান্নাত (৪) নামে কোমলমতি এক শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে।
    মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪ইং, সকাল ৯টার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে শিশু মারা যায়। শিশুটির জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের মজির উদ্দিন (মইজন) মেয়ে। তাহমিদা বাবা মজির উদ্দিন স্থানীয় ফুলতলা বাজারের ব্যবসায়ী।
    স্থানীয় সূত্রে জানা যায়, তাহমিদা সকালে বাড়ির উঠানে খেলা করছিলো। খেলার একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাহমিদাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
    উপজেলার কর্তব্যরত চিকিৎসক ডা. অশিক দেবনাথ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই বাচ্চাটি মারা গেছে। কিন্তু বাচ্চাটি পানিতে ডুবে মারা গেছে কিনা তা সঠিকভাবে বলতে পারছি না, এখনো তদন্ত চলছে। রিপোর্ট আসলে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
  • সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু।

    সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তের জিরো লাইন থেকে ৩৬ বছর বয়সী চা শ্রমিক গোপাল বাক্তির (৩৬) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ ইং, নিহতের লাশ উদ্ধার করা হয়।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপাল বাক্তি শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ ইং, সকালে অন্যান্য শ্রমিকদের সঙ্গে পাথারিয়া পাহাড়ে বাঁশ কাটতে গিয়ে নিখোঁজ হন। পরে তার পরিবার এবং সহকর্মীরা তাকে খুঁজতে বের হন। রবিবার ভোরে খবর পাওয়া যায় যে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসি টিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২ এর মধ্যে জিরো লাইনে (গভীর জঙ্গলে) একটি লাশ পড়ে রয়েছে।
    স্থানীয়দের অভিযোগ, গোপাল অসাবধানতাবশত ভারতীয় সীমান্তের জিরো লাইনে চলে গেলে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) তাকে গুলি করে হত্যা করে এবং লাশটি সীমান্তে ফেলে দেয়। গোপালের সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা বিএসএফের গুলির ভয়ে পালিয়ে প্রাণে রক্ষা পান। বিজিবি পরে স্থানীয় থানা পুলিশকে খবর দেয় এবং নিহত গোপালের লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করে।
    গোপাল বাক্তি বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অকিল বাক্তির ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
    বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমদ বলেন, গোপাল বাক্তি ও তার সহকর্মীরা বাঁশ কাটতে পাহাড়ে গিয়েছিলেন। এ সময় বিএসএফ গুলি করে তাকে হত্যা করে এবং তার লাশ ফেলে রেখে যায়। তিনি আরো বলেন, বাকিরা গুলি দেখে ভয় পেয়ে পালিয়ে আসেন।
    বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার পর বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২ এর মাঝে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ দূরে গোপালের লাশ উদ্ধার করেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। লাশটি পরবর্তী আইনি কার্যক্রমের জন্য থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
  • মাধবপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু।

    মাধবপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
    হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ইমান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মিরনগর গ্রামের মৃত মলই মিয়ার পুত্র।
    শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আখাউড়া সিলেট রেলওয়ে সেকশন এর নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের কাছে ট্রেনে কাটা পড়ে ইমান আলীর মৃত্যু হয়।
    তিনি দীর্ঘদিন ধরে নোয়াপাড়া রেলষ্টেশনের প্লাটফর্মে বসবাস করতেন।প্রকৃতির ডাকে সারা দিয়ে রেললাইন পার হয়ে  প্লাটফর্মে উঠার সময় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনে নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
    শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রকিবুল ইসলাম এ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।