Tag: মুক্তিযোদ্ধা

  • উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুজিববর্ষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

    রবিবার (২৩ জানুয়ারী) মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে এসব কম্বল তুলে দেন।

    এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ইদ্রিস আলী ও আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

  • মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন-ওসি আরিফুল আমিনের। 

    মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন-ওসি আরিফুল আমিনের। 

    মুক্তিযুদ্ধ বাঙালি জাতির জীবনে শ্রেষ্ঠ ঘটনা। মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও আত্মত্যাগ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ভূমিকা রেখেছে। গর্বিত জাতি হিসেবে বিশ্ব সমাজে স্থান করে নেওয়া সম্ভব হয়েছে। একাত্তরে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ পেয়েছিল লাল-সবুজের একটি পতাকা।
    বাঙালি জাতি সেই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে রাঙামাটির লংগদু থানার ওসি আরিফুল আমিন। তিনি তাঁর অফিস কক্ষে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার রেখেছেন। মুক্তিযোদ্ধারা থানায় কোনো কাজে আসলে সংরক্ষিত চেয়ারে বসবেন। এবং সবার আগে মুক্তিযোদ্ধার কথা শুনবেন। মুক্তিযোদ্ধাদের সম্মানে এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রসংশা করছেন স্থানীয় বিভিন্ন মহল।
    স্থানীয় শিক্ষক এ বি এস মামুন বলেন, মুক্তিযুদ্ধ আমাদের চেতনার মূলস্তম্ভ। মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার। তাঁদের প্রতি সম্মান দেখানো নাগরিক হিসেবে সবার দায়িত্ব। ওসি সাহেব যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত হওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। দেশপ্রেমের শিক্ষা নিয়ে দেশ ও মানুষের মঙ্গলে কাজ করতে হবে।
    এ বিষয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা শাহ নেওয়াজ চৌধুরী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ওসি সাহেবের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারের সব দপ্তরে এমন উদ্যোগ নেওয়া দরকার। এতে মুক্তিযোদ্ধারা যত দিন বাঁচবেন সম্মানিতবোধ করবেন। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে অনেক সহযোগিতা করছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।
    ব্যাতিক্রমী উদ্যোক্তা ওসি আরিফুল আমিন বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আমার এই ক্ষুদ্র উদ্যোগ। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। বর্তমান প্রজন্ম তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো ছাড়া কিছু দেওয়ার মতো সামর্থ আমাদের নাই। লংগদু থানার ওসি কক্ষে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার শুধুই তাদের প্রতি সম্মান ও ভালোবাসা। তবে বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
    অসহায় ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য গৃহনির্মাণ প্রকল্প অব্যাহত আছে। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা, উৎসব ভাতাসহ নানা রকম সুবিধা প্রদান করা হচ্ছে।
  • নৌকা প্রতীক পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান আবুল খায়ের।

    নৌকা প্রতীক পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান আবুল খায়ের।

    সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৭ ফেব্রুয়ারী সুনামগঞ্জের তাহেরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় প্রতীক নৌকা পেতে শুরু হয় জোর লবিং।

    অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আবুল খায়ের কে চূড়ান্তভাবে মনোনীত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

    বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আবুল খায়ের বলেন, সর্বপ্রথম আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। এরপর কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জের জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও সুনামগঞ্জ ১আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি ও জেলা যুবলীগসহ সকল নেতৃবৃন্দকে।

    তিনি আরও বলেন আমাকে শ্রীপুর উত্তর ইউনিয়নের নৌকার মনোনয়ন দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ যে আস্থা রেখেছে যদি আমি নির্বাচিত হতে পারি তার প্রতিদান দেয়ার চেষ্টা করব। শ্রীপুর উত্তর ইউনিয়নকে একটি আদর্শ মাদকমুক্ত ও ডিজিটাল ইউনিয়নে রৃপান্তরিত করে বঙ্গবন্ধু সোনার বাংলা গঠনের যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহায্য করব।

    এর জন্য আমি শ্রীপুর উত্তর ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভোট, ভালবাসা ও সবার সমর্থন কামনা করছি।

  • মাধবপুরে মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা,উপহার সামগ্রী বিতরণ।

    মাধবপুরে মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা,উপহার সামগ্রী বিতরণ।

    মাধবপুরে মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা, উপহার সামগ্রী বিতরণ

    নাহিদ মিয়া মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রশাসনের কৃর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস ২০২১ এর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ১ ঘটিকার সময় উপজেলা পাইলট উচ্চ বিদ‍্যালয়ে মাঠে মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠিত পরিচালনা করেন সহকারি শিক্ষা কর্মকর্তা রফিক ইসলাম।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারি কমিশন (ভূমি) মহিউদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিক রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনাম খাঁ সহ প্রমূখ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ৪৫০ জনের হাতে উপহার শাড়ী লুঙ্গি ও খাবার সামগ্রী তুলে দেন।

  • মাত্র ৩ হাজার টাকার সহযোগী মুক্তিযোদ্ধা সনদের ছড়াছড়ি।

    মাত্র ৩ হাজার টাকার সহযোগী মুক্তিযোদ্ধা সনদের ছড়াছড়ি।

    ফরিদুল ইসলাম,দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীর চরমাদার, কাউনিয়ারচর,হারুয়াবাড়ী মধ্যপাড়া,হারুয়াবাড়ী আদর্শ পাড়া, গুচ্ছ গ্রাম সহ বেশ কিছু এলাকায় মাত্র তিন থেকে সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা নামীয় সংগঠনের সদস্য করে সনদ, আইডি কার্ড, গেঞ্জি, ক্যাপ দেওয়া হচ্ছে নিরীহ গরীব মানুষদের।

    এলাকা ঘুরে দেখা গেছে বেশ কিছু মানুষকে মুক্তিযোদ্ধা ভাতা ও রেশন পাইয়ে দেবার কথা বলে হাতিয়ে নিচ্ছে টাকা। বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক (মুক্তি) মধ্যস্থতাকারী মৃত আঃ রহমানের পুত্র হোসেন আলী (৪০) সাথে মোবাইলে (০১৭৪২***৭৩৮) কথা বললে হোসেনের কথা আটকে আসে এবং সংগঠনের কথিত চেয়ারম্যান সর্দার গোলাম মোস্তফাকে ফোনকল হস্তান্তরকরেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক মুক্তি এর কাছে কোন যুক্তি প্রমান দেখাতে পারেনি সংগঠনের চেয়ারম্যান।

    এই সব কাগুজে সার্টিফিকেট, টুপি, গেঞ্জি, ব্যাচ, আইডি কার্ড যে সব লোকের কাছে দেখা গেছে তার মাঝে, আবু শামা (৫২), জবেদা (৫৪), মইরন(৪৯), পল্লী চিকিৎসক আব্দুল জলিল(৩৩), আঃ মতিন, আকলিমা, আছিয়া, জয়নাল, জহুরা, ছাহেরা, আমজাদ আলী, আশরাফ আলী, সুফিয়া বেগুম , গুডু গং। সার্টিফিকেটধারীগন জানান, মোজাম্মেল হক গুডু, হোসেন আলী, ইসরাফিল ও হরীপুর গ্রামের কাশেম আলী বাড়ী বাড়ী গিয়ে লোক সংগ্রহ করেন।

    দেওয়ানগঞ্জ উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ তারিক উজ্জামান জানান এমন কোন সংগঠন আছে বলে আমার জানা নাই, আমরা বিষয়টি খতিয়ে দেখবো। ময়মনসিংহ মহানগর প্রেসক্লাব সভাপতি ও

    দৈনিক দুর্জয় বাংলা’র ভারপ্রাপ্ত সম্পাদক শিবলী সাদিক খাঁন বলেন সরকারী অনুমোদন হীন এসব সংগঠন বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া অতি জরুরী।

    এসব প্রতারকদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন জনসাধারণ।

  • উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা আহত ৬।

    উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা আহত ৬।

    স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলার কয়ড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম ও তার কর্মীদের উপরে বুধবার হামলা,মারধর ও কোপানোর অভিযোগ আনা হয়েছে।

    এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন ও তার কর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। এতে খোরশেদ আলমসহ তার ৬ কর্মী আহত হয়েছেন।

    এদের মধ্যে হাসুয়ার কোপে গুরুতর আহত ভদ্রকোল গ্রামের রকিব হাসানকে (৪৫) প্রথমে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

    মুক্তিযোদ্ধা খোরশেদ আলমও সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখেছে।

    বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেছেন, তিনি তার কর্মীদের নিয়ে বেলা সাড়ে ৯টার দিকে কয়ড়া এলাকায় নিবার্চনী প্রচার অভিযান চালিয়ে উল্লাপাড়ায় আসার পথে মানিকদহ গ্রামের সড়ক সেতুর কাছে পৌঁছিলে কয়ড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দীন তার কর্মীদের নিয়ে তাদের উপরে হামলা করে। এসময় খোরশেদ আলমসহ তার ৬ কর্মী আহত হন।

    হামলাকারীরা খোরশেদ আলমের কর্মীরা রকিব হাসানকে হাসুয়া দিয়ে কোপায়। তার অবস্থা এখন গুরুতর। তিনি বিষয়টি উল্লাপাড়া থানা পুলিশকে অবহিত করেছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

    এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান নৌকার প্রাথর্ী হেলাল উদ্দীনের সঙ্গে যোগাযোগ করলে তিনি খোরশেদ আলমের উপরে হামলার বিষয়টি অস্বীকার করেন। হেলাল উদ্দীন জানান, খোরশেদ আলম নিবার্চনে তার (খোরশেদ) প্রতি জনগনের সহানুভুতি আদায় এবং হেলাল উদ্দীনের প্রচারনাকে বাধাগ্রস্থ করতে সাংবাদিকদেরকে মিথ্যা অভিযোগ দিয়েছেন।

    এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, হামলার খবর পেয়ে তিনি পুলিশ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ওসি আরো জানান, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম থানায় মামলা দিলে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন।

  • উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা চেয়ারম্যান প্রার্থীকে ভাতা বন্ধের হুমকি, ভয়ভীতি প্রদর্শণ।

    উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা চেয়ারম্যান প্রার্থীকে ভাতা বন্ধের হুমকি, ভয়ভীতি প্রদর্শণ।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কেফায়েত উল্লাহর মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ ও তার স্কুল শিক্ষক মেয়ের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা ও তার সমর্থকেরা এই হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

    মুক্তিযোদ্ধা কেফায়েত উল্লাহ সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে দেওয়া অভিযোগ পত্রে বলেছেন, তিনি আসন্ন ইউপি নির্বাচনে বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এলাকায় প্রচারনা চালাতে গেলে তিন/চার দিন ধরে বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা ও তার সমর্থকেরা প্রকাশ্যে তাকে এবং তার সমর্থকদেরকে প্রচারনা বন্ধ করতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও পেশী শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছেন।

    হুমকি দাতারা নির্বাচন থেকে সরে না দাঁড়ালে কেফায়েত উল্লাহর মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ এবং তার প্রাথমিক স্কুল শিক্ষক মেয়ের চাকুরি খেয়ে দেওয়ারও হুমকি দিচ্ছেন। ছিড়ে ফেলা হচ্ছে তার ঘোড়া মার্কার বিভিন্ন পোষ্টার। এ অবস্থায় তিনি এবং তার কর্মীরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেফায়েত উল্লাহ অবিলম্বে তার নির্বচনী প্রচারনা নিরাপদ করতে এবং ভোটারদের ভোট কেন্দ্রে নিরপেক্ষভাবে ভোট দেবার পরিবেশ সৃষ্টির ব্যবস্থা নিতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেবার অনুরোধ জানান। কেফায়েত উল্লাহ তার অভিযোগপত্রের কপি নির্বাচন সংশিষ্ট সকল দপ্তর ও উল্লাপাড়া প্রেসক্লাবকে প্রদান করেছেন।

    এব্যাপারে বাঙ্গাল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহেল রানা তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, মুক্তিযোদ্ধা কেফায়েত উল্লাহ নির্বাচনে নিশ্চিত পরাজয় টের পেয়ে আমার নির্বাচনী প্রচারনা বাধাগ্রস্ত করতে এবং আমাকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করতে এসব মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ বিভিন্ন স্থানে দিয়ে যাচ্ছেন।

    এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম সঙ্গে যোগাযোগ করলে তিনি উক্ত অভিযোগের বিষয়টি অবহিত হয়েছেন বলে জানান। ইতোমধ্যেই তিনি উল্লাপাড়ার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছেন বলে উল্লেখ করেন।

  • ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা;অবরোধ কর্মসূচি।

    ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা;অবরোধ কর্মসূচি।

    ফারুক হোসেন মাটিরাঙ্গা,(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ খাগড়াছড়ি-মাটিরাঙ্গা উপজেলাধীন ১১ নভেম্বর  ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও অনান্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের মারধর-হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (১৪ নভেম্বর) বিকেলে মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা চত্বরে মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড’র ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার।
    অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা সন্তান সংসদ কমান্ড’র সভাপতি মোঃ হারুন মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি তসলিম উদ্দিন রুবেল প্রমুখ।
    বিক্ষোভ মিছিল শেষে সভায় বক্তারা বলেন, মাটিরাঙ্গার তবলছড়ি ইউপি নির্বাচনের ফলাফল কারচুপির মাধ্যমে আবুল কাশেম ভূইয়া’র পক্ষে ঘোষনার পরপরই কুখ্যাত সন্ত্রাসী আবুল কাশেম ভূইয়া চেয়ারম্যান তার গুন্ডা বাহিনী দ্বারা মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও অনান্য মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের উপর ঘৃণ্য বর্বরোচিত হামলা চালায়। চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া একজন রাজাকারের দোসর মুক্তিযোদ্ধা বিরোধী। সব সময় মুক্তিযোদ্ধার বিপক্ষে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানান বক্তারা।
    বক্তারা আরো জানান, বেশ কিছুদিন আগে তবলছড়ি কবর স্থানে বীর মুক্তিযোদ্ধার লাশ দাফনেও বাধাগ্রস্ত করেন এই স্বাধীনতা বিরোধী কাশেম ভূইয়া।
    এছাড়াও মানববন্ধনে আবুল কাশেম ভূইয়া সহ চিহ্নিত দোষীদের গ্রেফতার এর দাবিতে আগামীকাল ১৪ নভেম্বর সকাল – সন্ধ্যা,  মাটিরাঙ্গা – তানাক্কা পাড়া  সড়কে সকল যানবাহন অবরোধের  ঘোষণা দেন। চিহ্নিত দোষীদের শাস্তি না হলে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম পর্যন্ত কঠিন আন্দোলনের হুশিয়ারীও দেন তারা।
  • ছাতকে ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীর নৌকার প্রচারনায় মুক্তিযোদ্ধা-সন্তান।

    ছাতকে ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীর নৌকার প্রচারনায় মুক্তিযোদ্ধা-সন্তান।

    ছাতকে ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীর নৌকার প্রচারনায় মুক্তিযোদ্ধা-সন্তানরা

    ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাউয়া বাজার ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলামের সমর্থনে নৌকা প্রতীকের পক্ষে বীর মুক্তিযোদ্ধা সন্তানরা তার নির্বাচনী বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা করেন।

    ৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলামের পক্ষে ও নৌকার সমর্থনে বীর মুক্তিযোদ্ধা সন্তানরা জাউয়া বাজার ইউনিয়নের বিবিন্ন গ্রামে গিয়ে নৌকার প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ও ভোট প্রার্থনা করছেন।বীর মুক্তিযোদ্ধা সন্তান,মামুন হোসেন সোহেল,সহসভাপতি ছাতক উপজেলা শাখা সন্তান কমান্ডের নেতৃত্বে, জাউয়া বাজার ইউনিয়ন সন্তান কমান্ড এর সভাপতি, কাওছার আহমেদ,সহ সভাপতি নুরুল আমিন,সাধারণ সম্পাদক, শাহাজান হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন,সেলিম আহমেদ,দুলাল মিয়া নুর উদ্দিন প্রমূখ।

  • দিনাজপুরে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা পরিবারকে অবরুদ্ধ।

    দিনাজপুরে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা পরিবারকে অবরুদ্ধ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে যাতায়াতের রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা পরিবারকে আবরুদ্ধ করে রেখে প্রভাবশালী মহল।এ ঘটনায় থানায় পাল্টাপাল্টী অভিযোগ করা হয়েছে।

    ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর ডারারপাড় গ্রামে।সুজাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মতিউর রহমানের পরিবারকে বাড়ী যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছেন প্রতিপক্ষরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন। রাস্তা নিয়ে দু’পক্ষের মধ্যে সংর্ঘর্ষের ঘটনাও ঘটেছে।

    ফুলবাড়ী পৌর শহরের উত্তর সুজাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মতিউর রহমান এর কন্যা মোছাঃ জোয়াইরাহ বেগম (২৮) এর থানায় দায়েরকৃত  অভিযোগ সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মৃত মতিউর রহমানের স্ত্রী মোছা: মমেনা বেওয়া (৪৫),স্বামী মারা যাওয়ার পর তার তিন কন্যা ও এক ছেলে নিয়ে পৌর এলাকার উত্তর সুজাপুর ডারার পাড় গ্রামে বসবাস করে আসছেন।

    পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিবেশী সালাম এর স্ত্রী রেখা বেগম (৩৪), কালাচান এর স্ত্রী কুলছুম বিবি (৫৭)সহ তাদের পরিবারের  লোকজনের সাথে রাস্তায় চলাচলের বিষয়কে কেন্দ্র করে গত ২১জুন সন্ধায় দুপক্ষের মধ্যে এক প্রকার কথা কাটাকাটি হয়,এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘর্ষ বাধে।

    এ নিয়ে প্রতিপক্ষরা গত ২৭জুন রাতে মুক্তিযোদ্ধা পরিবারের যাতায়াতের রাস্তাটি বন্ধ করে দেন। এই ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মৃত মতিউর রহমানের কন্যা মোছাঃ জোয়াইরা বেগম প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে একই ঘটনায় ওই গ্রামের প্রতিবেশি আব্দুস সালামের স্ত্রী মোছাঃ রেখা বেগম মুক্তিযোদ্ধা মৃত মতিউর রহমানের পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

    রেখা বেগম জানান,গত ২১জুন সন্ধায় মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন আমার হাঁস ধরে নিয়ে যাওয়ার কারণে তাদের সাথে এক প্রকার কথা কাটাকাটির পরে তারা আামাকে ও আমার শ্বাশুড়িকে মারপিট করে। এই ঘটনাকে কেন্দ্র করে আমি থানায় অভিযোগ করেছি।এ ঘটনার পর ২৭ জুন যাতায়াতের রাস্তাটি বন্ধের অভিযোগ এনে মুক্তিযোদ্ধা পরিবার পাল্টা অভিযোগ করেন। সে কারনে আমরাও রাস্তা বন্ধ করে দেই।

    অপরদিকে বীর মুক্তিযোদ্ধা মৃত মতিউর রহমানের কন্যা মোছাঃ জোয়াইরাহ বেগম জানান,অন্যায় ভাবে সরকারী রেকর্ড ভুক্ত রাস্তা বন্ধ করে আমাদের পরিবারকে বাড়ি থেকে বেড় হতে দিচ্ছে না। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করলেও এখনও পর্যন্ত কনো ব্যাবস্থা নেওয়া হয়নি। বিষয়টি মিমাংসার জন্য থানায় দুপক্ষকে নিয়ে বসলেও দুপক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় বর্তমানে তারা সুষ্ঠ বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন।

    এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো: মাহমুদুল হাসান জানান,দুপক্ষের অভিযোগ পেয়েছি,রাস্তার বিষয়টি পুলিশের কাজ নয়,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি সংশ্লিষ্ট কতৃপক্ষ সেটি তারা দেখবেন। মারপিটের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন জানান,বীর মুক্তিযোদ্ধা মৃত মতিউর রহমানের কন্যা আমার কাছে এসেছে তাদের সাথে কথা বলে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।