Tag: মানববন্ধন

  • মেহেদি হত্যা:বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন ও বিক্ষোভ।

    মেহেদি হত্যা:বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন ও বিক্ষোভ।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে মেহেদি হাসান মিরাজ (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ করছে সহপাঠীরা। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে কোর্ট চত্বর এলাকায় অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও শোক র‌্যালি করে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা।

    এসময় আন্দোলনরত ছাত্ররা মেহেদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান তারা।

    নিহতের সহপাঠীরা জানান, বাড়ি থেকে ডেকে নিয়ে মেহেদীকে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

    তা না হলে অনেক মায়ের কোল খালি হবে।
    ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুইঞা দোষীদের বিচারের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে পুলিশ ও প্রশাসন সজাগ থাকবে। মেহেদি হত্যার মূল রহস্য বের করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।’

    ঠাকুরগাঁও সদর থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ‘পুলিশ তৎপর রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রস্তুতি চলছে।’

    প্রসঙ্গত বুধবার (২২ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের দুরামারি এলাকায় স্কুল ছাত্র মেহেদীকে বাসায় থেকে বন্ধু পরিচয় দিয়ে ডেকে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর স্থানীয় লোকজন খবর দেয় মেহেদী রাস্তার ধারে পড়ে আছে। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেহেদীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সে সময় কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় আরমান নামে আরো একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

  • ওপেন ভোট নেওয়ার হুমকি এবং মুক্তিযোদ্ধাকে কটুক্তির প্রতিবাদে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধ।

    ওপেন ভোট নেওয়ার হুমকি এবং মুক্তিযোদ্ধাকে কটুক্তির প্রতিবাদে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধ।

    জহুরুল ইসলাম,শাহজাদপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ ৪র্থ ধাপে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী(প্রতীক ঘোড়া) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন খোকন মাস্টারের বিরুদ্ধে কটুক্তি, মিথ্যা অপবাদ, পোস্টার ছেড়া, কর্মী-সমর্থকদের মারপিট, মুখোশধারীদের দিয়ে ভয়ভীতি ও ওপেনে নৌকায় ভোট দিতে ভোটারদের হুমকি প্রদান করায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী( প্রতীক নৌকা) সাইফুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকাবাসি আধাঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে।

    শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালপুর-পাচিল সড়কের পাচিল বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী(প্রতীক ঘোড়া) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন খোকন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা জহুরুল সরকার, মাহতাব হোসেন, সোলায়মান হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন,বিজয়ের এই মাসে একজন বীর মুক্তিযোদ্ধা ও কৈজুরি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সর্বজন শ্রদ্বেয় অবসরপ্রাপ্ত শিক্ষক মোয়াজ্জেম হেসেন খোকনের বিরুদ্ধে অপমানজনক মিথ্যা কুৎসা রটিয়ে তাকে সমাজে ও ভোটারদের কাছে হেয় করার চেষ্টা করা হচ্ছে। যা কারও কাম্য নয়। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জা ও দুঃখজনক।

    এছাড়া তার পোস্টার ছেড়া,কর্মী-সমর্থকদের মারপিট,কালো পট্টি বাঁধা মুখোশধারীদের দিয়ে ভয়ভীতি প্রদর্শণ ও ওপেনে নৌকায় ভোট দিতে ভোটারদের হুমকি প্রদান করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষি সাইফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। পরে মানববন্ধনকারীরা একই দাবীতে এলাকায় বিক্ষোভ প্রদর্শ করে এবং দোষী ব্যাক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে শ্লোগান দেয়।

  • বেলকুচিতে প্রধান শিক্ষক অপসারণের দাবীতে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ।

    বেলকুচিতে প্রধান শিক্ষক অপসারণের দাবীতে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ।

    সবুজ সরকার বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন করা হয়েছে ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের ৮নং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিমের নানা অনিয়মের বিরুদ্ধে অভিযোগ তুলে ঐ স্কুলের গভর্নিংবডির সভাপতি ও অভিবাকরা মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করেন।

    রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ হাসান পূর্ণ জানান, বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল হালিম কমিটির সাথে কোন প্রকার পরামর্শ না করে নিজের ইচ্ছামত সরকারি বরাদ্দকৃত অর্থ ব্যয় করেন।

    বিদ্যালয়ের বিশেষ কোন প্রয়ােজনীয় জিনিস ক্রয়ের পরামর্শ দিলে উনি আমাদের সাথে অসৌজন্যমুলক আচরন করেন। বিদ্যালয়ে ক্রয় কমিটি থাকা সত্ত্বেও কোন কিছু ক্রয় করতে প্রধান শিক্ষক কমিটির তােয়াক্কা না করে নিজেই ক্রয় করেন।

    প্রধান শিক্ষক স্লিপের টাকা ম্যানুয়ালী ব্যয় না করে ২৮ হাজার টাকা দিয়ে সিসিটিভি ক্যামেরা ক্রয় করে বিদ্যালয়ে স্থাপন করেন। আমরা এতে আপত্তি জানালে উনি সাংবাদিক দিয়ে ফোনের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে থাকেন। এমন কি,উনি বিদ্যালয়ে পুলিশ দিয়ে হয়রানি করেন,২৭ তারিখে মনিটর ১০ হাজার টাকা দিয়ে ক্রয় করে বিদ্যালয় লাগান, যাহা ম্যানেজিং কমিটির কোন সদস্যই অবগত নয়।

    সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিটা বিদ্যালয়ে শহীদ মিনার তৈরি করার কথা থাকলেও তিনি তাহা আমলে নেননি। এছাড়া তার আচার-আচরণ,কথাবার্তা,গতিবিধি সবকিছুতেই অসৌজন্যমুলক আমরা এই প্রধান শিক্ষকের অপসারণ চাই বলে তিনি জানান।

    অত্র বিদ্যালয়ের শিক্ষকগন জানান, প্রধান শিক্ষক আব্দুল হালিম বিভিন্ন সময় অনিয়ম করে যাচ্ছে বিদ্যালয়ে,কারো তোয়াক্কা করেন না তিনি। ইতিপূর্বে অন্য স্কুলে থাকাকালীন অশালীন আচরণ ও মনগড়া কার্যক্রম পরিচালনা করেন। বিদ্যালয়ের শিক্ষকদের সাথেও সে অশালীন আচরণ করে থাকেন। প্রধান শিক্ষক হালিমকে লাঞ্চিতের বিষয়ে জানতে চাইলে জানান,অত্র বিদ্যালয়ে লাঞ্চিত বা কাউকে মারধরের মতো ঘটনা আমাদের জানা নেই।

  • গোদাগাড়ীতে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা।

    গোদাগাড়ীতে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা।

    রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী (রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ের আয়োজনে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার ( ৯ই ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা চত্বর থেকে মানববন্ধনটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

    মানববন্ধনে অংশগ্রহণ করেন, গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ জানে আলম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি , উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতা সহ সাংবাদিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী সংগঠনের উদ্যোক্তা ও মহিলা ও শিশু বিষয়ক দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সহযোগী সংগঠন ওয়েভ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মাঠ সংগঠকরা।

  • সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন ও মানববন্ধন অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন ও মানববন্ধন অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ” আপনার অধিকার, আপনার দায়িত্ব, দূর্নীতিকে না বলুন” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে নিয়ে নানান আয়োজনে সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন ও মানববন্ধন অনু্ষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন দুর্নীতি দমন কমিশন সম্মনিত জেলা কার্যালয় পাবনা ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সিরাজগঞ্জ যৌথ ভাবে এ দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করেছে।
    এতে মানববন্ধন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সিরাজগঞ্জ শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা সহ শান্তির প্রতিক কবুতর ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

    শহরের মুজিব সড়কে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচীতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এতে অংশগ্রহণ করে। পরে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি বিরোধী উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিরাজগঞ্জ ড. ফারুক আহাম্মদ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন্নাহার, ও দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আতিকুর রহমান। অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, এনডিপি নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ।

    এ ছাড়াও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রদীপ সাহা, মোঃ হোসেন আলী (ছোট্ট) কাজী সোহেল রানা, মোছাঃ আন্জুয়ারা খাতুন, মাকসুদা খাতুন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী।

    আলোচনা সভা শেষে দুর্নীতিবিরোধী উপস্থিত বক্তৃতা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কারা হয়।

  • তাড়াশে নারী নির্যাতন নির্মূলকরণে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    তাড়াশে নারী নির্যাতন নির্মূলকরণে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃসিরাজগঞ্জের তাড়াশে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর  মঙ্গলবার বিকালে  ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন  ও আইনি সু রক্ষা কর্মসূচি (সেলপ) প্রকল্পের আয়োজনে  পৌরসভার ঘোষপাড়া পল্লী সমাজে এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    ”নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে  সামাজিক ক্ষমতায়ন  ও আইনি সু রক্ষা কর্মসূচি (সেলপ) প্রকল্প  ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ১৬ দিন ব্যাপি প্রচারাভিযান ২০২১  উপলক্ষে এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  উপজেলা  মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, ওয়ার্ড কমিশনার বকুল হোসেন, সামাজিক ক্ষমতায়ন  ও আইনি সু রক্ষা কর্মসূচি (সেলপ) প্রকল্পের এ্যাসোসিয়েট অফিসার ছালমা আক্তার, উপজেলা প্রেসক্লাব এর সহ-সভাপতি মহসীন আলী ,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান (শাহিন) সহ বিভিন্ন এলাকা থেকে আগত ক্লায়েন্ট বৃন্দ ।

  • উল্লাপাড়ায় ইউএইচএফপিও’র অপসারণ দাবিতে মানববন্ধন।

    উল্লাপাড়ায় ইউএইচএফপিও’র অপসারণ দাবিতে মানববন্ধন।

    স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ আনোয়ার হোসেনের অপসারণ দাবিতে মঙ্গলবার বিকেলে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম, সম্পাদক রাশেদুল হাসান, স্যাকমো লুৎফর রহমান, স্বাস্থ্য পরির্দশক প্রধান আবু তাহের ফারুকী, সিএইচসিপি’র সভাপতি সাইফুল ইসলাম, স্বাস্থ্য সহকারী আব্দুল আলীম ও মিনা খাতুন। বক্তারা ডাঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে ২৪ ঘন্টার মধ্যে তার (আনোয়ার) অপসারণ দাবি করেন। এরা ডাঃ আনোয়ারের বিরুদ্ধে চরিত্রহীনতারও অভিযোগ তোলেন।

    মানববন্ধনে বক্তারা তাদের বেধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ৮ নভেম্বর থেকে লাগাতার ধর্মঘটের হুমকি প্রদান করেন। আন্দোলনকারীরা ডাঃ আনোয়ারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে তার অপসারণ দাবি সম্বলিত স্মারকলিপি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরসহ স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।

    এব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি তার কমপ্লেক্সের কর্মচারী, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনেন। তিনি বলেন, তার কর্মচারীদের দূনর্ীতি, অনিয়ম ও কর্তব্যে অবহেলার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ শুরু করায় তারা আমার বিরুদ্ধে মিথ্য অভিযোগ এনে এই কর্মসূচি পালন করেছেন।

  • তাড়াশে ব্র্যাকের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত।

    তাড়াশে ব্র্যাকের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত।

    তাড়াশে ব্র্যাকের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
    তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ব্র্যাকের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সকালে ব্র্যাক কার্যালয়ের সামনে ”নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

    উক্তঅনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার একে এম মনিরুজ্জামান,জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী(সেলপ) ব্রাকের এলাকা ব্যবস্থাপক বুলবুল আহ্মেদ,সমাজ সেবা ফিল্ড অফিসার সোহানুর রহমান(সোহান) এ্যাসোসিয়েট অফিসার ছালমা আক্তার, উপজেলা প্রেসক্লাব এর সহ-সভাপতি মহসীন আলী সাধারণ সম্পাদক শাহিনুর রহমান (শাহিন) সহ বিভিন্ন এলাকা থেকে আগত  ক্লায়েন্ট বৃন্দ ।

  • সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন।

    সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন কালে এসএ টিভির সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা,ক্যামেরা ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে ৫ ডিসেম্বর রবিবার সকাল ১১ টার সময় লক্ষ্মীপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন পালন করা হয় ।

    মানববন্ধন থেকে বক্তরা ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন লক্ষ্মীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

    এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির প্রধান মোঃ কামাল হোসেন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি সেলিম উদ্দিন নিজামী, এসএ টিভি লক্ষ্মীপুর প্রতিনিধি সাংবাদিক আবদুস শহিদ, ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি আব্বাস হোসেন, গ্লোবাল টেলিভিশন প্রতিনিধি অ আ আবীর আকাশ, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ও দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি মোঃ মনির হোসেন।

    উল্লেখ্য  সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও এ পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়নি বলে সাংবাদিকগন ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

  • কুলাউড়ায় আদিবাসীদের ভোট প্রদানে বাঁধা ও হামলার প্রতিবাদে  মানববন্ধন।

    কুলাউড়ায় আদিবাসীদের ভোট প্রদানে বাঁধা ও হামলার প্রতিবাদে  মানববন্ধন।

    এলিসন সুঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নে আদিবাসীদের ভোট প্রদানে বাধা ও হামলায় প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে খাসি স্টুডেন্ট ইউনিয়ন।

    আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট জেলার সভাপতি অ্যালিজ্যাক তাংসং এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু  রূপসি ও যুগ্ম সম্পাদক রিয়া রাংখেলেম এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনটির শিক্ষা সম্পাদক মারকুস পাপাং,অর্থ সম্পাদক ইভিনিং ইয়াংয়ুং,সহকারী অর্থ সম্পাদক হেনসি পটাম,সাংগঠনিক সম্পাদক বিজয় সুছিয়াং,যোগাযোগ সম্পাদক দানিয়েল পঃডুয়েং, সহযোগাযোগ সম্পাদক ফ্রেসিউস লামিন,সদস্য মেম পরেমেন, ক্লয়সি লাকাছিয়াং,দিভানিকা রূপসি,আলফায়েস লামিন,গ্রেসিফুল ধার, এপ্রিলা সুটিং।

    এ সময় সংহতি জানিয়ে বক্তব্য দেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, ছাত্র ইউনিয়নের আহ্বায়ক মনীষা ওয়াহিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সামিউল হাসান সাফিন, রুপেল চাকমা।

    এ সময় বক্তারা বলেন,বিভিন্ন সময় খাসিদের জুমে হামলা করা হয়। জুমের ফসল কেটে নেওয়া হয়। কিন্তু কোনো ঘটনার বিচার হয় না। বিচারহীনতার সংস্কৃতির কারণে আজ আদিবাসীরা শঙ্কায় জীবন পার করছেন। কিন্তু বাংলাদেশের সংবিধানে দেশের সব নাগরিকের সমান স্বাধীনতা ও অধিকার নিয়ে বেঁচে থাকার কথা উল্লেখ আছে।

    উল্লেখ্য গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন দিনে ভোটকেন্দ্রে যাওয়ার পথে খাসি আদিবাসীদের উপর সাবেক চেয়ারম্যান আতিক রহমানের নেতৃত্বে ভোট প্রদানে বাধা ও বর্বরোচিত হামলা করা হয়। এ সময় নারীরাও হামলা থেকে রক্ষা পায়নি। এমন ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই আমরা।