Tag: মানববন্ধন
-
৬ দফা দাবীতে বাংলাদেশ ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের মানববন্ধন।
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃসরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় মানববন্ধন করেছেন মৎস্য প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত ভলান্টিয়ার ভ্যাক্সিনেটররা।রোববার (২২ জানুয়ারি) বেলা ১১টায় ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ভলান্টিয়ার ভ্যাক্সিনেটর এসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধনে ভ্যাক্সিনেটরা প্রকল্পের ৬ দফা দাবি উপস্থাপন করেন।দাবিগুলোর মধ্যে রয়েছে প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প থেকে রাজস্ব খাতে ও সরকারি সকল সুবিধা, নিজস্ব একাউন্ট থেকে বেতন উত্তোলন, প্রকল্প বাস্তবায়ন করে আমাদের দেশ থেকে পিপিআর ও ক্ষুরা রোগ নির্মুল করা, ইউনিয়ন পরিষদ ভবনে ভ্যাক্সিন ক্যাম্পের অফিস এবং ভলান্টিয়ার বাদ দিয়ে ইউনিয়ন ভ্যাক্সিনেটরের পদবি ও দেশের দুর্যোগ অবস্থায় আমরাও খামারিদের পাশে থেকে সেবা দিয়ে দেশের উন্নয়নে ভুমিকা রাখা।উল্লেখ্য, এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উপজেলা ভলান্টিয়ার ভ্যাক্সিনেটর এসোসিশনের সভাপতি আফজাল হোসেন, সহ-সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক ফরিদা আক্তার প্রমুখ।এ সময় বক্তারা সারা বাংলাদেশের ৪২১২ জন ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরের পরিবারের দুঃখ দুর্দশা তুলে ধরেন। যাদের নামে মাত্র নিয়োগ দিয়ে কাজ ও বেতন দেওয়া হয়নি বিগত পাঁচ বছরে। তাদের কাজ দিয়ে পেটের ক্ষুধা নিবারনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোরদাবী করেন। -
গোদাগাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা।
গোদাগাড়ীত(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ের আয়োজনে।
২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার ( ৯ই ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা চত্বর থেকে মানববন্ধনটি বের হয়ে ফিরোজ চত্বর ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভা ও মানববন্ধনে অংশগ্রহণ করেন গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ জানে আলম, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি ,সহ সাংবাদিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী সংগঠনের উদ্যোক্তা ও মহিলা ও শিশু বিষয়ক দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সহযোগী সংগঠন,
ব্রাক brac অংশগ্রহণ করে এবং আব্দুল কুদ্দুস সহ তাদের সহকর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় ওয়েভ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মাঠ সংগঠকরা উপস্থিত ছিলেন ।
-
রাণীশংকৈলে শিক্ষক হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন,বিক্ষোভ।
. ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নুর হোসেন নামে এক কোচিং শিক্ষক হত্যার আসামীদের গ্রেফতার করার দাবীতে। এবং সন্দেহজনক ৭জন আসামীকে গ্রেফতার করে। তিন দিন থানায় রেখে আবার ছেড়ে দেওয়ার প্রতিবাদে, ভরনিয়া সম্পদবাড়ী এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিশেষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’ সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভকে স্মারক লিপি দেওয়া হয়েছে।সোমবার (৭ নভেম্বর) বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের প্রধান সড়ক দিয়ে থানা চত্বর যায় সেখানে প্রায় আধাঘন্টা বিক্ষোভ প্রদর্শন করে। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করে বিক্ষোভ করে। উপজেলা পরিষদ থেকে বের হয়ে তারা উপজেলা পরিষদের সামনে মহাসড়কে দাড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেন।এতে বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক মোকসেদ আলী, উপজেলা যুবলীগ যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ও নিহত শিক্ষকের মা হোসনা খাতুন ।প্রতিবাদ সমাবেশ থেকে উপজেলা যুবলীগের সম্পাদক রমজান আলী,পুলিশ প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমিটাম দিয়ে বলেন, যদি আল্টিমেটামের সময়ের মধ্যে আসামী ধরতে গড়িমসি করেন। তাহলে ধর্মগড়,কাশিপুরবাসীসহ রাণীশংকৈল আ’লীগ যুবলীগ মিলে রাণীশংকৈল উপজেলাকে অচল করে দেওয়া হবে। হরতাল দেওয়া হবে। অতত্রব কোন গড়িমসি না করে দ্রুত আসামীদের গ্রেফতার করুন।নিহত শিক্ষকের মা হোসনা বলেন, কারা হত্যা করেছে আমরা বুঝতে পারছি, সন্দেহজনক ব্যক্তিদের নাম পুলিশকে বলেছি। তারপরেও তারা আসামী ধরে ছেড়ে দিচ্ছে কেন? তাহলে কি টাকার বিনিময়ে আসামীদের ছেড়ে দেওয়া হচ্ছে। ছেলে হত্যার বিচার কি তাহলে আমরা পাবো না। তিনি অবিলম্বে ছেলে হত্যার আসামীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।এর আগে গত ২৭ অক্টোবর সকালে ভরনিয়া রাস্তা সংলগ্ন ধান খেতে একই ইউনিয়নের ভরনিয়া চেংমারী এলাকার নুরুল হোসেনের ছেলে হোসাইন আলীর ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় নিহতের পরিবার দাবী করেন এটি পরিকল্পিত হত্যা।রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল মুঠোফোনে বলেন, ৪৮ ঘন্টার মধ্যে ঘটনার সাথে প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনা হবে।স্মারকলিপি পেয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, স্মারক লিপি পেয়েছি। বিষয়টির যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। -
ঠাকুরগাঁওয়ে শাকিল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন।
ঠাকুরগাঁও প্রতিনিধি.
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী ভানোর ইউনিয়নের মৎসজীবি লীগ শাকিলকে হত্যার অভিযুক্ত চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অন্যান্য আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মৎসজীবি লীগ।বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় শহরের চৌরাস্তায় আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।জানা যায়, ৪ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গীতে আ.লীগের দু’পক্ষের সংর্ঘষে চিকিৎসাধীন অবস্থায় ভানোর ইউনিয়ন মৎস্যজীবি লীগের সভাপতি শাকিল আহম্মেদ(২৬) মৃত্যুবরণ করে। এ ঘটনায় রবিবার ভানোর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ ২০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন ভানোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও নিহতের ভাই সাঈদ আলম।পরে চেয়ারম্যান রফিকুল ইসলাম উচ্চ আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেন। উচ্চ আদালত তার আবেদন না মঞ্জুর করে এবং নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।১২ সেপ্টেম্বর শাকিল হত্যা মামলার চার আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০। তবে ধরাছোঁয়ার বাহিরেই আছেন প্রদান আসামি রফিকুল চেয়ারম্যান সহ আরও কিছু আসামি।বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুল আনাম ডন বলেন, এই মামলায় এখন পর্যন্ত ৬ জন গ্রেফতার হয়েছে। তবে প্রধান আসামি রফিকুল চেয়ারম্যান আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। তাকেও গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে। -
বাঁশখালীতে হাফেজ নারী গণধর্ষণ,ধর্ষকদের শাস্তির দাবীতে মানববন্ধন।
বাঁশখালীতে হাফেজ নারী গণধর্ষণ,ধর্ষকদের শাস্তির দাবীতে মানববন্ধন।
চট্টগ্রামের বাঁশখালীতে ওয়াজ শুনে ফেরার পথে অটোরিকশা চালকের সহযোগিতায় এক ‘হাফেজা’নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ মে) কালীপুরের বৈলছড়ীর সীমান্ত এলাকা বরকাটার গভীর জঙ্গলে এ ঘটনা ঘটে।জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে হাফেজা ওই নারী মাহফিলের ওয়াজ শুনতে বাঁশখালী কালীপুরের পূর্ব পালেকগ্রাম এলাকায় যান। সেখান থেকে ওয়াজ শুনে বাড়ি ফেরার জন্য পূর্ব পরিচিত শহিদুল ইসলামের ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। শহিদুল ওই নারীকে সহজে বাড়ি যাওয়া যাবে বলে ভেতরের রাস্তা দিয়ে কালিপুর বৈলছড়ীর সিমান্ত এলাকা বরকাটার গভীর জঙ্গলে নিয়ে যায়। এরপর সেখানে আগে থেকে ওৎপেতে থাকা মোক্তার, সরওয়ার, নুরুল আলমসহ কয়েকজন তাকে দিন থেকে রাত পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে। এরপর পালিয়ে যায় তারা।এ ঘটনায় বাঁশখালী থানা পুলিশ বৈলছড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. মোক্তার (৪০), মো. সরওয়ার (৩৫) ও মো. নুরুল আলমকে (৩৫) আটক করে।ওদিন রাতে ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। বুধবার (১৩ জুলাই) বিকেলে পরিবার পরিজন ও এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন থেকে অনতিবিলম্বে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা শফকত হোসেন চাটগামী, বাঁশখালী ইসলামী যুব কাফেলার সভাপতি মাওলানা জুনাঈদুর রশীদ শওকী, বৈলছড়ী দারুল উলূম মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ ইব্রাহিম, আলোর প্রভাতের চেয়ারম্যান মাওলানা আরিফুল্লাহ শাহী, যুব কাফেলার সেক্রেটারি মাওলানা তৈয়ব, হাফেজ হাসান মোস্তফা, হাফেজ তকী উসমান, হাফেজ মাওলানা তৌহিদুল্লাহ আমিন,মাওলানা আবদুর রহীম,মুহাম্মাদ শাহাবুদ্দীন প্রমুখ। -
বেলকুচিতে পূর্বের জায়গায় ভুমি অফিস স্থানান্তরের দাবিতে মানববন্ধন।
বেলকুচিতে পূর্বের জায়গায় ভুমি অফিস স্থানান্তরের দাবিতে মানববন্ধন।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন ভূমি অফিস তেঁয়াশিয়া গ্রামে পূর্বের স্থলে স্থানান্তরের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসুচি পালন করেছেন। রবিবার সকালে এনায়েতপুর -সয়দাবাদ আঞ্চলিক সড়কের বেলকুচির চালা বাসট্যান্ডে অনুষ্ঠিত ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।
এতে শহিদুল বুলবুল কলেজের শিক্ষক আইয়ুব আলী মোল্লার সভাপতিত্বে সৈয়দ আলী মন্ডল, রেজাউল করিম আকন্দ, রফিকুল ইসলাম ভুট্টো, আব্দুল কাদের জিলানী, বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, প্রথমাবস্থায় তেঁয়াশিয়ায় দৌলতপুর ইউনিয়ন ভূমি অফিস ছিল। পরবর্তীতে সকলের অজান্তে কামারপাড়ায় স্থানান্তর করা হয়। বর্তমানে তা বেলকুচি পৌরসভার মধ্যে অবস্থান করায় আবারও ভুমি অফিসটি স্থানান্তরের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। পূর্বের তেঁয়াশিয়ায় না নিয়ে অজুহাতে দৌলতপুর গ্রামে এর ভবন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোন ভাবেই তেঁয়াশিয়ার বাইরে ভূমি অফিস স্থানান্তর করতে দেয়া হবে না। বক্তারা অভিযোগ করে বলেন, ভূমি অফিসের নায়েব রেজাউল করিম ইউএনও এর কথা বলে ২ লাখ টাকা দাবী করেছেন। আমরা অপারগতা প্রকাশ করায় দৌলতপুরে স্থানান্তরের অপচেষ্টা চলছে। তবে আমাদের দাবী না মানলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
এ বিষয়ে তেয়াশিয়া ভূমি অফিসের নায়ের রেজাউল করিম টাকা দাবীর কথা অস্বীকার করেন।
-
উৎপল হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় বাকশিসের মানবন্ধন ও সমাবেশ।
উৎপল হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় বাকশিসের মানবন্ধন ও সমাবেশ।
সিরাজগঞ্জের উল্লাপাড়া প্রেস ক্লাবের সামনে কলেজ শিক্ষক উৎপল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ জুলাই শনিবার সকাল ১১ টার সময় সিরাজগঞ্জ জেলা কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর উদ্যোগে আয়োজিত মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে উল্লাপাড়াসহ সিরাজগঞ্জের বিভিন্ন কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষক ও উল্লাপাড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করে।
এসময় উল্লাপাড়া উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও এইচ টি ইমাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবু জাফর এর সঞ্চাচলনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাকশিস সিরাজগঞ্জ শাখার সভাপতি বদিউর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল সরকার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সংগঠনের কামারখন্দ শাখা সভাপতি হাসানুর রহমান, বেলকুচি শাখার সভাপতি নজরুল ইসলাম, শাহজাদপুর শাখার সভাপতি রুহুল আমিন,শিক্ষক নেতা আলপনা ভৌমিক, সালাউর রহমান, রফিকুল ইসলাম খোকন, আব্দুল খালেক, নিহত উৎপলের ভাই অলক বন্ধু সরকার,ফাহিমা তন্বী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে নিহত উৎপলের বৃদ্ধা মা গীতা রানী সরকার মোবাইল ফোনে অংশ নিয়ে প্রধান মন্ত্রীর কাছে তার পুত্র হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা শিক্ষাঙ্গনে শিক্ষকদের মর্যাদা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে উৎপল হত্যা মামলা বিশেষ ট্রাভুনাল আদালতে স্থানান্তর করে ঘাতক আশরাফুল ইসলাম জিতু’র ফাঁসি দাবি করেন।
-
সিংড়ায় ভুয়া কাগজ দেখিয়ে পুকুর কোশিয়ার করার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন।
সিংড়ায় ভুয়া কাগজ দেখিয়ে পুকুর কোশিয়ার করার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন।
নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়নের বড় দীঘি ভুয়া কাগজ দেখিয়ে কোশিয়ার করার প্রতিবাদে মানববন্ধন করেছে শত শত মৎসজীবি পরিবার। মঙ্গলবার দুপুরে ডাহিয়া মৎস্যজীবি সমিতি ও গ্রামবাসির অংশগ্রহণে ডাহিয়া বাজারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য খয়ের উদ্দিন, সাবেক ইউপি সদস্য রুহুল আমীন, বর্তমান ইউপি সদস্য রুবেল হোসেন ও সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম প্রমুখ।
বক্তারা ছাত্রলীগ নেতা বকুল হোসেনের কোশিয়ার বাতিল করে প্রকৃত মৎস্যজীবি পরিবারদের দেয়ার জন্য আহবান জানান।
স্থানীয়রা জানান, বিগত দিনে ১ লক্ষ ৩০ হাজার টাকা সরকারী রাজস্ব দিয়ে পুকুরটি ইজারা দেয়া হয়েছিলো। এবার নিয়মনীতি লংঘন করে ডাহিয়া মৌজার পুকুর ঝিনাভাতুরিয়া গ্রামের নওসেরে পুত্র বকুল হোসেন কে দেয়া হয়েছে। যে দাগ ব্যবহার করা হয়েছে। সে দাগ খাস খতিয়ানভুক্ত।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম বলেন, স্থানীয় এক মৎস্যজীবি পরিবারের আবেদনের প্রক্ষিতে কোশিয়ার করে দেয়া হয়। যদি প্রকৃত মৎস্যজীবি পরিবার বাদ পড়ে তাহলে বিষয়টি বিবেচনা করা হবে।
-
মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে উলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১০’জুন বিকাল ৩টা ৩০মিনিটে মাধবপুর উপজেলা উলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের গেইট সামনে থেকে বর হয় ঢাকা সিলেট মহাসড়কের প্রদক্ষিণ করে সোনাই নদীর ব্রিজ হইতে উপজেলা পরিষদ গেইট গিয়ে শেষ হয়।
উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ওয়াজেদ আলী পরিচালনায় বিক্ষোভ ও সমাবেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা উলামা পরিষদের তথ্য ও যোগাযোগ সম্পাদক হাফেজ মোবারক মোল্লা, মাওলানা এহতেশামুল হক, মাওলানা হাসিবুল হাসান, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা ক্কারী নুর উদ্দিন, মাওলানা ইসমাইল,সহ প্রমূখ।
এছাড়া সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন।
বিক্ষোভ ও সমাবেশে বক্তারা বিজেপি নেতা নুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের কটূক্তির তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং তাদের দৃষ্টান্ত মূলক শাস্তিসহ ভারত সরকারকে ক্ষমা প্রার্থনার দাবি জানান।এছাড়াও বাংলাদেশ সরকার অবিলম্বে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনসহ ভারতীয় পণ্য বর্জন করবে এ দেশের জনগণ।