Tag: মানববন্ধন

  • বগুড়ার শেরপুরে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে হিন্দু মহাজোটের মানববন্ধন

    বগুড়ার শেরপুরে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে হিন্দু মহাজোটের মানববন্ধন

    বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুর উপজেলা হিন্দু মহাজোটের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৩ আগস্ট শুক্রবার সকাল ১০ টার সময় স্থানীয় বাসষ্ট‍্যান্ডে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা,ধর্মীয় উপাসনালয় ভাংচুর,ভূমি দখল ও সাম্পদায়িক উস্কানির প্রতিবাদে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত প্রতিবাদ সভায় বক্তরা সাম্প্রতিক সারাদেশে সংখ্যালঘুদের উপর ধারাবাহিক অত্যাচারের চিত্র তুলে ধরেন। বক্তারা বলেন,খুলনার রুপসা, পটুয়াখালীর কলাপাড়ার রাখাইন পল্লী, মৌলভীবাজারের কুলাউড়া এবং সাভারে অধক্ষ‍্য মিন্টু চন্দ্র মন্ডলের নৃশংস হত‍্যাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্পদায়িক উস্কানি,বাড়ীঘরে হামলা,ধর্মীয় উপাসনালয় ভাংচুর,ব্যাবসা প্রতিষ্ঠান ও ভূমি দখলের কারণে সংখ্যালঘু সম্প্রদায় অস্তিত্ব সংকটসহ নিরাপত্তার অভাব বোধ করছে।

    জয়ন্ত চক্রবর্তীর সঞ্চালনায় সভায় আরোও বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা হিন্দু মহাজোট, হিন্দু যুব মহাজোট, হিন্দু ছাত্র মহাজোট এবং হিন্দু মহিলা মহাজোটের বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রীবৃন্দ।

    মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর অত্যাচার কারীদের দ্রুত গ্রেফতার ও নির্যাতন বন্ধ সহ নিরাপত্তা সুব্যবস্থার জন্য স্থানীয় প্রশাসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

  • কলাপাড়ায় ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।।

    কলাপাড়ায় ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।।

    পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগথর নেতাকর্মীরা। শুক্রবার বেলা এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি পালিত হয়।

    এসময় উপজেলা ছাত্রলীগ, শহর ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগথর শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন, সরকারী মোজহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ সভাপতি আসাদুজ্জামান হিরন। উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মুসা, উপজেলা যুবলীগথর সহ-সম্পাদক রাকিবুল ইসলাম রকি, স্বেচ্ছাসেবক লীগ নেতা জনি সরদার , শহর ছাত্রলীগথর সম্পাদক জুয়েল রানা, শহর শ্রমিক লীগথর সাধারণ সম্পাদক রাহাত গাজী, শহর ছাত্রলীগ নেতা রিফাত, মেহদেী হাসান রাতুল, সাইফুল ইসলাম প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারসহ ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে একটি কুচক্রি মহল। এতে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির দাবী জানান বক্তারা।

  • নাগরপুরে যৌতুকের বলি লাভলী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন।

    নাগরপুরে যৌতুকের বলি লাভলী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন।

    টাঙ্গাইলের নাগরপুরে যৌতুকের বলি লাভলী হত্যার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার কোকাদাইর এলাকাবাসীর উদ্যোগে নাগরপুর উপজেলা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।  এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতর বাবা  মো. চাঁন মিয়া (৬৫) মাতা সুজিয়া খাতুন (৫০) মো. শহিদুল ইসলাম ও মো. ফিরোজ মিয়া প্রমুখ। এ সময় নিহতের পরিবারসহ এলাকার শত শত নারী পুরুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

    নিহতর বাবা চাঁন মিয়া সুষ্ঠ তদন্ত, ন্যায় বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। তিনি আরো বলেন, লাভলীর স্বামী মো. লুৎফর রহমান এ হত্যাকান্ডের মূল আসামী আমরা তার ফাঁসির দাবী করছি।

    নিহতর মাতা সুজিয়া খাতুন বলেন, আসামী লুৎফর রহমানের পরিবারের পক্ষ থেকে প্রতিনিয়ত আমাদের হুমকি দিয়ে আসছে। আমি আমার মেয়ের হত্যাকারীর ফাঁসি চাই। প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন আর কোন মেয়ের যেন এরকম হত্যার শিকার না হয়।

    উল্লেখ্যঃ-যৌতুকের কারনে তিন সন্তানের জননী লাভলী আক্তারকে গত বছর ১৫/১১/২০২০ তারিখে উপজেলার গয়হাটা ইউনিয়নের রসুলপুর বনগ্রামের স্বামী বাড়ীর লোক হত্যা করে লাশ নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে  পালিয়ে যায়।

  • সিরাজগঞ্জে ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ।

    সিরাজগঞ্জে ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ।

    সিরাজগঞ্জে ব্যাটারী চালিত অটো রিক্সা ও ভ্যান বন্ধের ঘোষণার প্রতিবাদে এবং স্বরাষ্ট্রমন্ত্রী গণবিরোধী ঘোষনা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (২৪ জুন) সকালে সিরাজগঞ্জ বাজার ষ্টেশন ও কামারখন্দ জামতৈল রেলষ্টেশন চত্বরে ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক চালক সংগ্রাম কমিটির উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড ইসমাইল হোসেন, বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, শ্রমিক নেতা আশরাফ সরকার, শ্রমিক ফ্রন্ট নেতা সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম, ছাত্র নেতা সজীব আহমেদ, সংহতি জানিয়েছেন আব্দুল বারেক তালুকদার, বেলকুচির শ্রমিক নেতা কেরামত আলী প্রমুখ।

    বক্তাগন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গণবিরোধী ঘোষনা প্রত্যাহার করতে হবে, ৫০ লক্ষ ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান শ্রমিকদের বেকার করে দেয়ার এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে, তা না হলে হরতাল অবরোধ এর মত কর্মসূচি ঘোষনা করা হবে বলে নেতৃবৃন্দ ঘোষনা দেন।

  • আবু ত্বহা মোহাম্মদ আদনানের সন্ধানের দাবীতে ফুলবাড়ীতে মানববন্ধন।

    আবু ত্বহা মোহাম্মদ আদনানের সন্ধানের দাবীতে ফুলবাড়ীতে মানববন্ধন।

    নিখোঁজ আবু ত্বহা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গীর সন্ধানের দাবীতে দিনাজপুরের ফুলবাড়ীতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন সচেতন যুব সমাজ। আবু ত্বোহা মোহাম্মদ ও তার তিন সঙ্গী নিখোঁজ হওয়াতে দেশ ও জাতি আতংকিত।

    শুক্রবার জু’আর শে দুপুর ২টায় স্থানীয় নিমতলা মোড় মসজিদের সামনে ফুলবাড়ী -গবিন্দগঞ্জ সড়কের পাশে ব্যানার ফেষ্ঠুন নিয়ে দাড়িয়ে সচেতন যুব সমাজের ব্যানারে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন পালন করেন তারা। আবু ত্বোহা মোহাম্মদ ও তার তিন সঙ্গীদের সন্ধান না পেলে সারা দেশে কর্ম সূচি ঘোষনা করা হবে জানান তারা।

    মানববন্ধনে বক্তব্য রাখেন,হাবীব,সোহান,তানভির আহম্মেদ,বাপ্পী,অমর ফারুক,মোর্শেদ,আব্দুল কাদের প্রমুখ। এ সময় বক্তারা আবু ত্বহা মোহাম্মদ আদনানসহ তার নিখোঁজ তিন সঙ্গীদের সন্ধানের দাবী জানন।

  • কুয়াকাটা সৈকতে ঘুর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ্য ক্ষুদ্র ব্যবসায়ীদের মানববন্ধন।  

    কুয়াকাটা সৈকতে ঘুর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ্য ক্ষুদ্র ব্যবসায়ীদের মানববন্ধন।  

    কুয়াকাটা সৈকতে  ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ্য ক্ষুদ্র ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে। শুক্রবার বেলা ১১টায় কুয়াকাটা চৌরাস্তায় ক্ষতিগ্রস্ত শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী এ মানববন্ধনে অংশ নেয়। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার লোক সংহতি জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন।

    বৃষ্টি উপেক্ষা করে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণকারী শুটকি ব্যবসায়ীরা বলেন, কুয়াকাটা সৈকতে আমরা শুটকী মাছ ও সমুদ্র থেকে শিকার করা তাজা মাছ পর্যটকদের জন্য ফ্রাই করে পরিবেশন করে থাকি। এখানে আগত পর্যটকদের আচার ও ঝিণুক মালামাল পছন্দের তালিকায় রয়েছে।

    এই ব্যবসা কুয়াকাটায় পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুকে পরিণত হয়েছে। এর সাথে সংশ্লিষ্ট পাঁচ শতাধিক মানুষের আয়ের উৎস হিসেবে দীর্ঘদিন ধরে বিবেচিত হয়ে আসছে।

    কিন্তু বিভিন্ন ঝড়-জলোচ্ছ্বাসে বারবার এসব ব্যবসায়ীরা ভেসে গেলেও স্থায়ীভাবে পুনর্বাসনে দীর্ঘদিনেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কুয়াকাটা পৌরসভার কোন একটি স্থানে এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের নিকট জোর দাবি তোলা হয়।

    মানববন্ধনে ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন শুটকি ব্যবসায়ী মোঃ আব্বাস কাজী, ট্যুর অপারেটর কেএম বাচ্চু, ক্ষুদ্র ব্যবসায়ী সোহেল মাহমুদ প্রমুখ।

  • নিখোঁজ আবু ত্বহা মোহাম্মদ আদনানের সন্ধানের দাবীতে ফুলবাড়ীতে মানববন্ধন।

    নিখোঁজ আবু ত্বহা মোহাম্মদ আদনানের সন্ধানের দাবীতে ফুলবাড়ীতে মানববন্ধন।

     

    নিখোঁজ আবু ত্বহা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গীর সন্ধানের দাবীতে দিনাজপুরের ফুলবাড়ীতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছেন সচেতন যুব সমাজ।

    শুক্রবার জু’আর নামাজ শেষ করে দুপুর ২ টার সময় স্থানীয় নিমতলা মোড় মসজিদের সামনে ফুলবাড়ী -গবিন্দগঞ্জ সড়কের পাশে ব্যানার ফেষ্ঠুন নিয়ে দাড়িয়ে সচেতন যুব সমাজের ব্যানারে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন পালন করেন তারা।

    মানববন্ধনে শত শত মুসুল্লি সতস্ফর্ত ভাবে অংশ গ্রহণ করে আদনানের সন্ধানের দাবীতে স্লোগান শুরু করেন।এ সময় বক্তব্য রাখেন,হাবীব,সোহান,তানভির আহম্মেদ,বাপ্পী,অমর ফারুক,মোর্শেদ,আব্দুল কাদের প্রমুখ। এসময় বক্তারা আবু ত্বহা মোহাম্মদ আদনানসহ তার নিখোজ তিন সঙ্গীদের সন্ধানের দাবী জানন। সন্ধানে ব্যর্থ হলে সারাদেশ ব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার ঘোষনা দেন তারা।

  • জমির ন্যায্য মুল্যের দাবীতে কালীগঞ্জে কৃষকদের মানববন্ধন।

    জমির ন্যায্য মুল্যের দাবীতে কালীগঞ্জে কৃষকদের মানববন্ধন।

    ইনস্টিটিউট অব লাইভষ্টক সায়েন্স এন্ড টেকনোলজিথ স্থাপনের জন্য অধিগ্রহনকুত ভুমির মালিকরা ন্যায্য মূল্যের দাবীতে মানব বন্ধন করেছে।

    রবিবার,(১৩ জুন)দূপুরে লালমনিরহাট-বুড়িমারী মহা সড়কের পাশে কালীগঞ্জ উপজেলার হর বাণীনগর মৌজার অধিগ্রহন করা ভূমিতে ক্ষতিগ্রস্থ ১১টি কৃষক পরিবার মানববন্ধন করেছে। তাদের দাবী, প্রায় ৫ একর ভুমি গত ২০২০ সালে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক ‘ ইনস্টিটিউট অব লাইভষ্টক এন্ড টেকনোলজিথ স্থাপনের জন্য সরকার ভুমি মালিকদেরকে জেলা প্রশাসকের মাধ্যমে নোটিশ দেয়া হয়।

    অধিগ্রহনকৃত ভুমির প্রচলিত বাজার মূল্যের ৩ গুন মূল্য দেয়ার কথা থাকলেও তাথ মানা হয়নি বলে কৃষকদের দাবী। কিন্তু,গত ০১-০২-২০২১ তারিখের ভুমি মালিকদের দেয়া নোটিশে দেখা যায়, অধিগ্রহনকৃত ৪ একর ৯৫ শতাঃশ ভুমির মধ্যে ৩ একর ৭৩ শতাংশ ভুমির মূল্য বর্তমান বাজারমূল্য তোয়াক্কা না করে মনগড়া একটি মূল্য নির্ধারন করে নোটিশ দিয়েছে কৃষকদেরকে।

    লালমনিরহাট জেলা রেজিস্ট্রার কর্তৃক ২০১৭-২০১৮সালের শতক প্রতি মূল্য নির্ধারিত তালিকা মোতাবেক ভূমির মূল্য নির্ধারণ করা হয়েছে। যাহা বর্তমান বাজার মূল্য থেকে অনেক কম। ফলে, তারা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্হের শিকার হবে।

    এ ব্যাপারে ভুক্তভোগী কৃষকরা গত ১০-০৬-২০২১ তারিখে লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে তাদের দাবীসমুহ উল্লেখ করে লিখিত ক্ষতিপূরন দাবী জানিয়েছেন।

    এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ আবুজাফর সাংবাদিদের জানান, ‘ভুমি অধিগ্রহন যথানিয়মে করা হয়েছে। মূল নির্ধারণী তালিকা মোতাবেক ভুমির মূল্য ধার্য করা হয়েছে এবং অনেকে তাদের ভুমির টাকা নেয়ার জন্য আবেদন জমা দিয়েছে।

  • ফুলবাড়ীতে বিদ্যুৎ বঞ্চিতর প্রতিবাদে চার গ্রামের মানুষের মানববন্ধন।

    ফুলবাড়ীতে বিদ্যুৎ বঞ্চিতর প্রতিবাদে চার গ্রামের মানুষের মানববন্ধন।

    দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের সমশেরনগর, পাঠকপাড়া, লক্ষ্মণপুর বেলডাঙা ও আলুরডাঙা আদিবাসী পাড়া গ্রামের প্রায় ৩০০ পরিবার বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ওই গ্রামবাসীরা।

    গতকাল রবিবার ফুলবাড়ী-বিরামপুর সড়কের জয়নগরস্থ দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানবববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, ইউপি সদস্য ফেরাজুল শাহ, ভুক্তভোগী মাসুদ রানা, রাজু ইসলাম, অমল কিস্কু, দেওয়ান টুডু, বংশী কিস্কু, জয়ন্ত মার্ডি প্রমুখ।

    ভুক্তভোগীরা বলেন,দীর্ঘ দুইবছর আগে শিবনগর ইউনিয়নের সমশেরনগর, পাঠকপাড়া, লক্ষ্মণপুর বেলডাঙা ও আলুরডাঙা আদিবাসী পাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য কাঠামো গঠন করা হলেও অজানা কারণে আজো ওই গ্রামগুলোতে বিদ্যুৎ পেঁৗছেনি। পল্লী বিদ্যুতের পাশাপাশি গ্রামগুলোতে নেসকোর (পিডিবি) সংযোগ থাকায় এই জঠিলতা তৈরি হয়েছে। মুজিববর্ষে শহর থেকে গ্রামে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হলেও আমরা আজো বিদ্যুৎ সুবিধা বঞ্চিত। অসহনীয় গরমে দুর্ভিষহ জীবনযাপন করতে হচ্ছে আমাদের।

    এবিষয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজোর (প্রশাসন-জিএম) মো: গোলাম আজম এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ওই এলাকায় পিডিবি কতৃক বিদুৎ সরবারাহ করা হয়েছে, সে কারনে তাদের এরিয়ার মধ্যে পল্লী বিদুৎ সংযোগ দেয়া সম্ভব নয়। বিষয়টি নিয়ে ফুলবাড়ী বিদুৎ সরবারহ (পিডিবি) কর্মকর্তার সাথে যোগাযোগ করে তাদের জানানো হয়েছে এবং যারা না বুঝে আন্দোলন করেছেন তাদেরকেও বিষয়টি বুঝিয়ে সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে, পিডিবি কতৃপক্ষ বিষয়টি তদন্ত সাপেক্ষে তাদের বিদুৎ সংযোগ দেয়ার আশ্বাস দিয়েছেন।

    এদিকে ফুলবাড়ী বিদুৎ সরবারাহ আবাসিক প্রকৌশলী মো: উজ্জ্বল আলী জানান বিদুতের পোল স্থাপনের কাজ শুরু করা হয়েছে,আগামী এক সপ্তাহর মধ্যে ওই এলাকায় বিদুৎ সংযোগ দেয়া হবে।

     

  • সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন।

    সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন।

    বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হয়েছে প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় হেনস্থা, নির্যাতন, গ্রেফতার, মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সভা।

    বুধবার বিকেল চারটায় শেরপুর বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। শেরপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে গণমাধ্যমকর্মীরা উক্ত মানববন্ধন এবং প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার।

    রোজিনা ইসলামের প্রতি স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তাদের অনৈতিক আচরণের নিন্দা জানিয়ে সাংবাদিকরা বক্তব্য রাখেন সাংবাদিক শহিদুল ইসলাম শাওন, শহিদুল ইসলাম বাবলু, রঞ্জন কুমার দে, এ জেড হীরা, জিয়াউদ্দিন লিটন, সবুজ চৌধুরী, সাখাওয়াত হোসেন খান জুম্মা, সুজিত কুমার বসাক, পৌর মেয়র জননেতা আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিপক কুমার সরকার সহ, বক্তারা বলেন রোজিনা ইসলাম আমাদের গর্ব, আমাদের অহংকার।

    এটা পরিস্কার, স্বাস্থ্য মন্ত্রনালয়ের নানাবিধ দূর্ণীতি ও অনিয়ম নিয়ে তিনি একের পর প্রতিবেদন করায় দুর্নীতিবাজ আমলাদের রোষাণলে পড়েছেন। দায়িত্ব পালনের জন্য রোজিনা ইসলাম সচিবালয়ে গেলে তাঁর সাথে স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তারা যে ব্যবহার করেছেন, তা দেখে আমরা হতবাক ও বিস্মিত। এ ঘটনায় জড়িতদের শাস্তি দিতে হবে।থ ‘রোজিনা ইসলাম একদিনে তৈরি হয়নি।

    তাঁর এ পর্যন্ত আসতে অনেক কষ্ট করতে হয়েছে। তিনি এ দেশের মেধাবী সাংবাদিক। তিনি সৃজনশীল ও তথ্যবহুল লেখনী দিয়ে এ দেশের প্রতি অবদান রেখে যাচ্ছেন। অথচ তাঁর মতো একজন গুণী সাংবাদিকের সাথে স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তারা নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছেন। নারী হিসেবে একটুও সম্মান জানানো হয়নি। স্বাধীন দেশে এটা মোটেই কাম্য নয়।

    দূর্ণীতিবাজ আমলারা নিজেদের অপরাধ ঢাকতে রোজিনা ইসলামের ওপর দায় চাপাতে চাচ্ছে। আমরা স্বাস্থ্য মন্ত্রনালয়ের দূর্ণীতিবাজ আমলাদের বিচার চাই। আজকে রোজিনা ইসলামকে শুধু অপমাণ করা হয়নি, গোটা গণমাধ্যমকে হেয় করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগমসহ যাঁরা রোজিনা ইসলামকে হেনস্থা করেছে তাঁদের বিরুদ্ধে যথাযথ শাস্তি মূলক ব্যবস্থা নিতে হবে।রেজিনা ইসলামকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। নইলে গণমাধ্যমকর্মীরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

    প্রতিবাদ সভায় গণমাধ্যমকর্মীসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার পৌর মেয়র জানে আলম খোকা এবং সর্বস্তরের মানুষ। প্রতিবাদ সভা সঞ্চালনা করেন সৌরভ অধিকারী শুভ।