Tag: মাধবপুর

  • মাধবপুরে মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৭।

    মাধবপুরে মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৭।

    হবিগঞ্জ জেলায় মাধবপুর পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের সুশান সিএনজি পাম্পের পাশে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৭ জন গুরুতর আহত হয়েছে।
    বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রী ময়মনসিংহের মো. সাগর শিকদার সূত্রে জানা যায়,টাংগাইল  থেকে ছেড়ে আসা সিলেটগামী শাহপরান পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৯৫১৭) একটি বাস রাত পৌনে ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পৌরসভার ৪নং ওয়ার্ডের সুশান সিএনজি পাম্পের কাছে রাস্তার পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (ঝিনাইদহ ট-১১-১০৮৪) পিছনে বেপরোয়া গতিতে ছুটে এসে ধাক্কা দেয়।এতে বাসটি ট্রাকের পিছনে ডুকে গিয়ে দুমড়েমুচড়ে ৭ জন গুরুতর আহত হয়।
    আহতরা হলেন,টাঙ্গাইল ঘাটাইলের মো. রাসেল (১৮), আফরোজা (১৪),মাহবুবুর রহমান (২৩), আতাউর রহমান(২৫), টাঙ্গাইল মধুপুরের এলজয়েড সোম (২১), ময়মনসিংহ হালুয়াঘাটের আরিফুল ইসলাম (৪০) এবং সিলেট সুনামগঞ্জের মো. রহিম(২৫)।
    খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা মো: মোস্তফা কামালের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ অন্যান্য বিভাগীয় হাসপাতালে রেফার করা হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে সহায়তা করেন। দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহসড়কে যানজটের সৃষ্টি হয়।
    মাধবপুর থানার ওসি তদন্ত গোলাম কিবরিয়া ও এসআই মো. হুমায়ুন কবির ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন ও মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক পালিয়েছে।
    এ দিকে মাধবপুর পৌর মেয়র মো. হাবিবুর রহমান মানিক ও থানা পুলিশ অপেক্ষমাণ অন্যান্য যাত্রীদের নিজ গন্তব্যে পৌঁছাতে অন্য যাত্রীবাহী বাসে উঠিয়ে দেন। মাধবপুর থানার এসআই মো. হুমায়ুন কবির জানান,গাড়ি দুটিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে এবং আইনিভাবে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।
  • মাধবপুরে সাইফুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

    মাধবপুরে সাইফুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

    হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালের ল্যাব টেকনোশিয়ান মোঃ সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

    বৃহস্পতিবার সকালে উপজেলার মনতলা শাহজালাল সরকারী কলেজে মানবন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি এড.আমিনুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান এড.সুফিয়া আক্তার হেলেন,চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান আপন মিয়া,বহরা ইউ/পি চেয়ারম্যান আরিফুর রহমান, সহকারী অধ্যাপক সিদ্দীক মিয়া,আঃ রউফ মেম্বার, আহম্মদ আলী সরদার,মাধবপুর পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আতাউছ সামাদ বাবু,ছাত্রনেতা মনিরুল ইসলাম মন্টি,সহ অনেকেই। সাইফুল ইসলামকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানান।

    এসময় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম উপস্থিত হয়ে একাত্বতা ঘোষনা করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

  • মাধবপুরে বাঘাসুরা ইউপি’র নির্বাচনীর’ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

    মাধবপুরে বাঘাসুরা ইউপি’র নির্বাচনীর’ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: পঞ্চম ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে বাঘাসুরা ইউনিয়নের প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত করা হয়েছে।
    আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ঘটিকার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়ন পরিষদ অফিস কক্ষে আইনশৃঙ্খলা মত বিনিময় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় সভার সভাপতিত্ব করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, সঞ্চালনায় করেন বাঘাসুরা ইউনিয়নের বিট অফিসার এস আই মমিনুল ইসলাম ।প্রধান অতিথি বক্তব্য রাখেন মাধবপুর-চুনারুঘাট সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মহসীন আল মুরাদ। বিশেষ অতিথি পুলিশ পরিদর্শক গোলাম কিবরিয়া, পুলিশ পরিদর্শক মোঃ আরিফুজ্জামান মাধবপুর সার্কেল। সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যগণ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

  • মাধবপুরে ইউপি নির্বাচনে আচরণ বিধি অবহিতকরন ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা।

    মাধবপুরে ইউপি নির্বাচনে আচরণ বিধি অবহিতকরন ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা।

    নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ষষ্ঠ ধাপে ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    এই নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে নির্বাচনী আচারন বিধি অবহিত করন ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলার পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ও সঞ্চালনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান।এ সময় তিনি বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।

    যদি কোন প্রার্থীদের হুমকি-ধামকি ভয়-ভীতি দেখানর খবর পাই তাহলে কঠিনভাবে তা দমন করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এস এম মুরাদ,জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম,মাধবপুর-চুনারুঘাট সিনিয়র সহকারি (সারর্কেল) পুলিশ সুপার মহসিন আল মুরাদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাফ আলী,উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,উপজেলা প্রাণি সম্পত কর্মকর্তা,এলজিডি কর্মকর্তা শাহ আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আজারুল ইসলাম,সাংবাদিক সাব্বির হাসান,মিজানুর রহমান,নাহিদ মিয়া সহ প্রমুখ।

    সভায় উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

  • মাধবপুরে নির্বাচন উপলক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

    মাধবপুরে নির্বাচন উপলক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

    নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১এর উপলক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কাসিমনগর পুলিশ ফাঁড়ির কৃর্তৃক আয়োজনে চৌমুহনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন মাধবপুর চুনারুঘাট (সার্কেল) সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ।

    বিশেষ অথিতির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া,মাধবপুর সার্কেল ইন্সেপেক্টর আরিফ হোসেন,মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রহম আলী,বর্তমান চেয়ারম্যান আপন মিয়া,সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,চেয়ারম্যান প্রার্থী শাহ সৈয়দ আমানউল্লাহ চুন্নু,চৌমুহনী বাজার কমিটির সভাপতি ডাঃ লাল মিয়া,আব্দুর রশীদ,আঃ রউফ,আমজাদ হোসেন মাসুক,আক্তার হোসেন,ডাঃ ফরিদ হোসেন রানা,কাজী আবু নাসের জালাল প্রমুখ। একই দিন সকালে ধর্মঘর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

  • মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলে আরোহী নিহত।

    মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলে আরোহী নিহত।

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ী গেইট নামক স্থানে আব্দুল আজিজ সাবুর(৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।সে ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ফজর আলীর ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ ডিসেম্বর)দুপুরে উল্লেখিত স্থানে আব্দুল আজিজ মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল পরে ঢাকাগামী একটি হাইএইচ মাইক্রোবাস(ঢাকা মেট্রো চ-১৯-০০৯১)পিছন দিক থেকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

    পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক মাইক্রোবাস আটক আছে চালক পালিয়েছে।

  • মাধবপুরে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার।

    মাধবপুরে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার।

    মাধবপুরে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার

    নাহিদ মিয়া, মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গার বাজারের ইউসুব শাহ এর দোকানের পিছনে বাজারের পশ্চিম উত্তর দিকে কবর স্থানের আকাশি করছ গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে দিকে পুলিশ সূত্রে জানা যায় যে,মৃত ব্যক্তি মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের পিতা মৃত তালেব আলীর পুত্র মোঃ সোনাব আলী (৫৫)।এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান যে,ঘটনা স্থলে কাশিমনগড় পুলিশ ফাঁড়ির এস আই দেবাশীষ তালুকদার সহ আমাদের টিম কে পাঠানো হয়েছে।মৃত্যু কারণ জিজ্ঞেসাবাদ এবং তদন্ত প্রক্রিয়াধীন।

  • মাধবপুরে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান।

    মাধবপুরে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান।

    নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন কৃর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন এবং মুক্তিযুদ্ধ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে।

    আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকার সময় উপজেলা পাইলট উচ্চ বিদ‍্যালয়ে মাঠে পরিবেশনায় উপজেলা শিল্পীকলার একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন উপজেলা শিল্পকলা একাডেমি স্হানিয় শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শিল্পকলা একাডেমি নির্বাহী সদস্য কাউসার আহমেদ।

    সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা মঈনুল ইসলাম মঈন, সহকারি কমিশন ভূমি মহিউদ্দিন আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা আরশাফ আলী, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিক রহমান, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক,লিটন রায় প্রমূখ।

  • মাধবপুরে মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা,উপহার সামগ্রী বিতরণ।

    মাধবপুরে মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা,উপহার সামগ্রী বিতরণ।

    মাধবপুরে মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা, উপহার সামগ্রী বিতরণ

    নাহিদ মিয়া মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রশাসনের কৃর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস ২০২১ এর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ১ ঘটিকার সময় উপজেলা পাইলট উচ্চ বিদ‍্যালয়ে মাঠে মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠিত পরিচালনা করেন সহকারি শিক্ষা কর্মকর্তা রফিক ইসলাম।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারি কমিশন (ভূমি) মহিউদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিক রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনাম খাঁ সহ প্রমূখ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ৪৫০ জনের হাতে উপহার শাড়ী লুঙ্গি ও খাবার সামগ্রী তুলে দেন।

  • মাধবপুরে গাঁজা,মদসহ পাচাকারী সিএনজি চালক আটক।

    মাধবপুরে গাঁজা,মদসহ পাচাকারী সিএনজি চালক আটক।

    মাধবপুরে গাঁজা,মদসহ পাচাকারী সিএনজি চালক আটক,

    মাধবপুর( হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে গাঁজা ও ভারতীয় মদসহ আনোয়ার আলী (৩৫) নামে এক সিএনজি অটোরিক্সা চালককে আটক করেছে পুলিশ।

    সে হবিগঞ্জ জেলা বানিয়াচং উপজেলার সৈয়দপুর গ্রামের কুদ্দুছ মিয়ার পুত্র। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজিম উদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল মনতলা তেমুনিয়া এলাকায় মাদক বিরোধী  অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ১৬ বোতল ভারতীয় মদসহ’ আনোয়ার নামের মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করেছে পুলিশ। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।