Tag: মাধবপুর

  • মাধবপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী দিদারুল র‍্যাব-৯ হাতে গ্রেফতার।

    মাধবপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী দিদারুল র‍্যাব-৯ হাতে গ্রেফতার।

    হবিগঞ্জের মাধবপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী মোঃ দিদার মিয়া ওরফে বুইল্লা দিদারুল হোসেন (২২) কে ঢাকা  থেকে গ্রেফতার করে  র‌্যাব-৯ এর সিপিসি-১ হবিগঞ্জ  এর একটি আভিযানিক দল।
     আসামী মোঃ দিদার মিয়া ওরফে বুইল্লা দিদারুল হোসেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মো: জাহাঙ্গীর মিয়ার ছেলে।  র‍্যাব ৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার রাতে জানান, আসামি দিদারুল ঢাকায় অবস্থায় করেছে এমন সংবাদের ভিত্তিতে সাড়াশি অভিযানে নামে  র‌্যাব-৯, সিপিসি-১ এর একটি আভিযানিক দল।
     গতকাল মঙ্গলবার রাত থেকে বুধবার ২ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত  সাড়াশি অভিযান পরিচালনা করে ডিএমপি ঢাকার বাড্ডা থানাধীন ইবনে সিনা  হাসপাতালের সামনে থেকে দিদারুলকে গ্রেফতার করেন।  দিদারুল গণধর্ষণ মামলার এজাহার নামীয় ২ নং আসামি।
    প্রসঙ্গত : গত ১৫ জানুয়ারী  মাধবপুরে  গার্মেন্টস ফ্যাক্টরী থেকে বাড়ী ফেরার পথে এক নারীকে শ্রমিকে  জোরপূর্বক  গণধর্ষণ করে দিদারুল সহ  আারজন । এই ঘটনায়  ভিকটিম  মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
     এঘটনা নিয়ে জেলা উপজেলা জুড়ে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি  পুলিশের পাশাপাশি র‌্যাব  মামলাটি তদন্ত শুরু করে। ঘটনার পরপরই মামলার ১ নং আসামী পুলিশ  গ্রেফতার করে  এবং উক্ত মামলার ৩ ও ৪ নং  আসামীকে র‌্যাব-৯, সিপিসি-১ গ্রেফতার করে  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে ।
    গ্রেফতার দিদারুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে  ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‍্যাব জানায় । পরে  বুধবার সন্ধ্যায় আসামীকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
    মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত)  গোলাম কিবরিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল বৃহস্পতিবার  আসামী দিদারুলকে আদালতে পাঠানো হবে।  এ মামলায় এজহারে ৪ চারজনইকেই গ্রেফতার করা হয়েছে ।
  • মাধবপুর বাজার কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি ডাঃ দীপক মোদক আর নেই।

    মাধবপুর বাজার কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি ডাঃ দীপক মোদক আর নেই।

    হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের বাজার কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ডাঃ দীপক মোদক (৭৫) আর নেই।
    আজ মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে তিনি মাধবপুর পৌরসভার শহরের বাজারে নিজ বাসায় পরলোক গমন করেন।
    তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সকাল সাড়ে ১০টায় নোয়াগাও পৌর শশ্মানে তাকে দাহ করা হয়।
    তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বেনু রঞ্জন রায়, সাবেক সাধারণ সম্পাদক আরশাফুল আলম (টিটু) পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম (লেবু) মাধবপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক পঙ্কজ কুমার সাহা, বাজারে মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মনোজ কুমার পাল, সাধারন সম্পাদক শাহ সেলিম গভীর শোক প্রকাশ করেছেন।
  • মাধবপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা।

    মাধবপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা।

    হবিগঞ্জের মাধবপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত পরিচয় (২৫) এক নারী আত্মহত্যা করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট রেল সেকশনের মাধবপুর উপজেলার শাহপুর রেল স্টেশনের দক্ষিণে মাইলবাসা নামক স্থানে এ ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শী কৃষ্ণপুর গ্রামের সুলতান মিয়া জানান, সকালে তিনি বোরো ধানের জমিতে কাজ করছিলেন। ওই সময় সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর কালনি ট্রেন ঢাকার দিকে যাওয়ার পথে হুইসেল বাজায়। হুইসেলের শব্দ পেয়ে তিনি তাকিয়ে দেখেন, এক নারী ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছে। এতে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। খবর পেয়ে আশেপাশের শত শত লোকজন ভিড় জমায়। কিন্তু কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি।
    শায়েস্থাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই হারুনুর রশিদ জানান, লাশ উদ্ধার করে হবিগঞ্জের আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে।
  • মাধবপুরে দখলকৃত জায়গা উদ্ধার” প্রশাসন বুঝিয়ে দিলেন বাদিকে।

    মাধবপুরে দখলকৃত জায়গা উদ্ধার” প্রশাসন বুঝিয়ে দিলেন বাদিকে।

    আদালতের নির্দেশে হবিগঞ্জের মাধবপুরে প্রভাবশালীদের দ্বারা দখলকৃত জায়গার ঘর উচ্ছেদ করে বাদি কে বুঝিয়ে দিয়েছে মাধবপুরে স্থানীয় প্রশাসন।
    বিজ্ঞ আদালতের নির্দেশে গতকাল বুধবার (২৬”জানুয়ারি) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোঃ মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ও আদালত থেকে প্রেরণকৃত সার্ভেয়ার মোঃ জিন্নাত আলী পূর্ব মাধবপুর এলাকায় গিয়ে গুনু মিয়া তার ছেলে ছুরুক মিয়াদের নিকট থেকে জায়গা উদ্ধার করে হাবিব উল্লাহ ও তার ভাইদের কে বুঝিয়ে দেন।
    সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, পূর্ব মাধবপুর মৌজার ২৮ শতক ভুমি থেকে গুনু মিয়ার লোকদের উচ্ছেদ করার জন্য হাবিব উল্লাহ ও তার ভাই মিলে আদালতে একটি আবেদন করলে সহকারী জজ আদালতের বিচারক সিনিয়র সহকারী জজ বেগম তানিয়া ইসলাম দখলকারীদের উচ্ছেদ করে হাবিব উল্লাহদের বুজিয়ে দিতে আদেশ দেন।
    এই আদেশের প্রেক্ষিতে দখলদারদের কাছে থেকে জায়গা উদ্ধার করে হাবিব উল্লাহ ও তার ভাইদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
  • মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব‍্যক্তি মৃত্যু।

    মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব‍্যক্তি মৃত্যু।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমিতে পানি দেয়ার জন্য মোটর সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলি মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৪ই জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলি মিয়া, উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বজলুর রহমানের ছেলে।
    মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানির মোটর সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেবাশীষ তালুকদার লাশের  সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তে জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
  • মাধবপুরে রাতের অন্ধকারে ৪ টি গরু চুরি।  

    মাধবপুরে রাতের অন্ধকারে ৪ টি গরু চুরি।  

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ও ধর্মঘর ইউনিয়নের বিভিন্ন স্থানে এক রাতে ৪টি গরু চুরি সংগঠিত হয়েছে।
    আজ সোমবার (২৪ জানুয়ারি) সকালে জানা যায় চৌমুহনী ও ধর্মঘর ইউনিয়নের বীর সিংহপাড়া গ্রামের মোঃ জাকির মিয়া জানান, রাত আনুমানিক ১টায় দিকে তার বসতঘর থেকে দরজার ভেঙ্গে ১ টি গরু চুরে নিয়ে যায়, চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আব্দুল মালেক জানান গভীর রাতে তার ঘরের দরজা ভেঙ্গে ৩ টি গরু নিয়ে যায়।
    স্থানীয় সূত্রে জানতে পারা যায়, এর আগে গত মঙ্গলবার রাতে চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামের আব্দুল জব্বার ছোট মিয়ার বসত ঘরের তালা ভেঙ্গে আরো তিনটি গরু চুরে নিয়ে গেছে।
    এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, চৌমুহনী ও ধর্মঘরের ৪ গরু চুরির বিষয় শুনেছি কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাসকে বলেছি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য।
  • মাধবপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি র‍্যাবের হাতে আটক।

    মাধবপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি র‍্যাবের হাতে আটক।

    হবিগঞ্জের মাধবপুরে ফ্যাক্টরী থেকে রাতে বাড়ি ফেরার পথে এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছিলেন ।
    জানা যায়, গত ৮ জানুয়ারি রাতে সায়হাম নিট কম্পোজিটে কর্মরত ওই নারী শ্রমিক কাজ শেষে ইঠাখোলা বইট্টা বাড়িতে যাওয়ার পথে শাকিল সহ ৪জন তার পথ রোধ করে জোরপূর্বক একটি জমিতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
    স্থানীয় ভাবে ঘটনা সালিশে নিস্পত্তি করার চেষ্টা চলে। কিন্তু বিচার না পেয়ে থানায় শনিবার রাতে মামলা করেন ধর্ষণের শিকার নারী ওই রাতেই পুলিশ প্রধান অভিযুক্ত আসামি শাকিল কে গ্রেপ্তার কর।
    এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজার হইতে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহার নামীয় একজন আসামী শিবু রক্ষিত কে আটক করা হয়।
    গ্রেফতারকৃত শিবু রক্ষিত মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামের বাসিন্দা মৃত সংকর রক্ষিত এর পুত্র । পরবর্তীতে গ্রেফারকৃত আসামী’কে মাধবপুর থানার মামলা নং ২০, তারিখ ১৫/০১/২০২২, ধারাঃ- ৯ (৩) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ মূলে হস্তান্তর করা হয়।
  • মাধবপুরে চাঁদাবাজির মিথ্যা মামলায় সাংবাদিক হয়রানির শিকার।

    মাধবপুরে চাঁদাবাজির মিথ্যা মামলায় সাংবাদিক হয়রানির শিকার।

    হবিগঞ্জের মাধবপুরে দৈনিক মানবজমিন ও আমার হবিগঞ্জ পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি ইয়াছিন আল আমিন তন্ময়, স্থানীয় দৈনিক প্রভাকর এর প্রতিনিধি এম,এম,গউছ এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ১০ লক্ষ টাকার মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
    জানা যায় উপজেলার জগদীশপুর গ্রামের জাকারিয়া চৌধুরী গত মঙ্গলবার মাধবপুর থানায় এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আগে একজন চেয়ারম্যান প্রার্থী তার নিকট দশ লাখ টাকা চাঁদা দাবি করেন আসামীরা।কিন্তু অসুস্থতার জন্য এতোদিন তিনি মামলা করতে পারেননি।
    আবার তিনি লিখেছেন নির্বাচনে তিনি অন্য একজন প্রার্থীর পক্ষে কাজ করেছেন। অসুস্থতার জন্য প্রায় দেড়মাস পর থানায় মামলা দায়েরের করে বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে আলোচনা, আবারো পারলে কিভাবে অন্য একজন প্রার্থীর পক্ষে কাজ করেছেন প্রশ্ন সচেতন নাগরিক সমাজের।
    স্থানীয় বাসিন্দা রনি দাস বলেন এটি একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা।মূলত দুই সাংবাদিক হয়রানি করতেই এ মামলা দায়ের। দৈনিক ভোরের ডাক এর মাধবপুর প্রতিনিধি সাংবাদিক  তোফাজ্জল হোসেন চৌধুরী বলেন সাংবাদিকদের হয়রানি করতেই তাদের বিরুদ্ধে এমন মিথ্যে চাঁদাবাজি মামলা দেওয়া হয়েছে। আশাকরি তারা ন্যায় বিচার পাবে।
    মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ বলেন, সাংবাদিক ইয়াছিন আল আমিন তন্ময় ও এম,এম গউছ দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে সাংবাদিকতা পেশায় কাজ করে যাচ্ছেন।সাংবাদিক দের বিরুদ্ধে এমন মিথ্যে মামলা আমাকে হতাশ করেছে, আমি আশাবাদী তারা ন্যায় বিচার পাবে।
    সাংবাদিক ইয়াসিন তন্ময় জানান,আমাকে হয়রানির করার জন্য এমন হাস্যকর মিথ্যা মামলায় জরানো হয়েছে। আশাকরি আমি ন্যায়বিচার পাব।
    মাধবপুর থানার ওসি তদন্ত গোলাম কিবরিয়া হাসান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়ে মামলার তদন্তের পরে তারা নির্দোষ হলে অবশ্যই খালাস পাবে।
  • মাধবপুরে উপকারভোগীদের সুদ মুক্ত ক্ষুদ্রঋন বিতরণ।

    মাধবপুরে উপকারভোগীদের সুদ মুক্ত ক্ষুদ্রঋন বিতরণ।

    মাধবপুরে উপকারভোগীদের সুদ মুক্ত ক্ষুদ্রঋন বিতরণ।
    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি-
    হবিগঞ্জের মাধবপুর উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে সুদমুক্ত ক্ষুদ্রঋন প্রকল্পের আওতায় উপজেলা বিভিন্ন গ্রামের দেবপুর, আনন্দগ্রাম, কাশীপুর, বেঙাডুবা, ছাতিয়াইন , বাঘাসুরা গ্রামে মোট ২২ জন উপকারভোগীর মাঝে ৫’ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
     বুধবার ১৯ জানুয়ারি দুপুরে দিকে ক্ষুদ্রঋন বিতরণ করা সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন,  সহকারী কমিশনার( ভূমি) মোঃ মহিউদ্দিন আহমেদ, ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আশরাফ আলীসহ প্রমূখ।
  • মাধবপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

    মাধবপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী কালিকাপুর থেকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই মোটরসাইকেল আরোহী পাচারকারিকে শুক্রবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
    গত বৃহস্পতিবার দুপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই বাবুল চৌধুরী ভারতীয় ৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল আরোহী ইসমাইল মিয়া (২৩) ও আব্দুল ওয়াহেদকে (৪৮) আটক করে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা ও মোটরসাইকেল জব্দ করে।
    শুক্রবার তাদের আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়।ধৃত ইসমাইল ভৈরবের কালিপুর এলাকার মৃত মজিবুর মিয়ার ছেলে ও আব্দুল ওয়াহেদ সুনামগঞ্জের গদারচর দক্ষিন পাড়ার আব্দুর রহিমের ছেলে।
    এই বিষয়ে কথা হয়” মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক তিনি  জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।