মাধবপুরে টাইলস ও ট্রাকসহ দুইজন আত্মসাৎকারি গ্রেফতার।
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক চালক কর্তৃক আত্মস্যাৎকৃত টাইলস্ ও ট্রাক সহ উদ্ধার দুইজন আত্মস্যাৎ কারি গ্রেফতার করেছে পুলিশ।
মাধবপুর উপজেলার এলাকার বিএইচ এল সিরামিক্স কোম্পানী লিঃ হইতে গত ১০মার্চ রাত ১০ টা ৩০ মিনিটের সময় ফেনী ড-১১-০৭৩৫ এর চালক আলী হোসেন ওরফে মোঃ অনিক (২৮), পিতা- মোঃ ইউনুস, সাং- হরিপুর, থানা- ছাগলনাইয়া, জেলা-ফেনী এবং হেলপার মোঃ রিয়াদ (২০), পিতা- খোকন মিয়া, সাং- পশ্চিম বিজয় সিংহ, থানা- ফেনী সদর, জেলা- ফেনীদ্বয় চালন মোতাবেক ৪০০ কাটুন সিরামিক্স, যাহার মূল্য-৩,৬৭,৭৬৫/- টাকা ট্রাকে লোড করিয়া টাইলস্ গার্ডেন, দেবিদ্ধার বাজার, কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা করেন।
পরদিন ১১মার্চ সকাল বেলা অনুমান ১১ ঘটিকার সময় গাড়ী চালক আলী হোসেন এর সহিত বিএইচএল কোম্পানীর লোক যোগাযোগ করিলে সে জানায় গাড়ীর চাকা পাংচার হইয়া গেছে।
বর্তমানে সে মুরাদনগর থানাধীন কোম্পানীগঞ্জ এলাকায় আছে। পরবর্তীতে তার ফোন কোম্পানীর লোকজন বন্ধ পায় এবং যথা স্থানে মালামাল পৌছায় নাই। এই সংক্রান্তে গত ১৭/০৩/২০২২ খ্রিঃ কোম্পানীর লোকজন মাধবপুর থানায় মামলা করিলে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি নির্দেশনায় মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে থানার এসআই শামসুল আরেফিন সঙ্গীয় ফোর্স নিয়ে ফেনী সদর থানা হইতে অভিযান পরিচালনা করিয়া গত ১৯/০৩/২০২২ তারিখ আসামীদের ব্যবহৃত বহনকৃত ট্রাক ফেনী ড-১১-০৭৩৫ উদ্ধার করেন এবং গত ২০/০২/২০২২ খ্রিঃ তারিখ ফেনী এলাকা হইতে আসামীদ্বয়কে গ্রেফতার করিয়া তাদের স্বীকারোক্তিতে কুমিল্লা চৌদ্দ গ্রাম থানা এলাকা হইতে অভিযান পরিচালনা করিয়া আত্মসাৎকৃত ৪০০ কাটুন টাইলস্ আসামীদের হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দ করেন ।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, সোমবার ২১ মার্চ দুপুরে দিকে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং আসামী মোঃ রিয়াদ (২০) বিজ্ঞ আদালতে নিজেদের দোষ স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়ে কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি প্রদান করে। মাধবপুর থানার পুলিশের একটি টিম সফল অভিযান সমাপ্তি হয়। সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ রইল। এই ধরনের অভিযান নিয়মিত চলবে।