Tag: মাধবপুর

  • মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন।

    মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন।

    মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন।


    মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে উলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার ১০’জুন বিকাল ৩টা ৩০মিনিটে মাধবপুর উপজেলা উলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের গেইট সামনে থেকে বর হয় ঢাকা সিলেট মহাসড়কের প্রদক্ষিণ করে সোনাই নদীর ব্রিজ হইতে উপজেলা পরিষদ গেইট গিয়ে শেষ হয়।

    উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ওয়াজেদ আলী পরিচালনায় বিক্ষোভ ও সমাবেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এতে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা উলামা পরিষদের তথ্য ও যোগাযোগ সম্পাদক হাফেজ মোবারক মোল্লা, মাওলানা এহতেশামুল হক, মাওলানা হাসিবুল হাসান, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা ক্কারী নুর উদ্দিন, মাওলানা ইসমাইল,সহ প্রমূখ।

    এছাড়া সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন।
    বিক্ষোভ ও সমাবেশে বক্তারা বিজেপি নেতা নুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের কটূক্তির তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং তাদের দৃষ্টান্ত মূলক শাস্তিসহ ভারত সরকারকে ক্ষমা প্রার্থনার দাবি জানান।

    এছাড়াও বাংলাদেশ সরকার অবিলম্বে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনসহ ভারতীয় পণ্য বর্জন করবে এ দেশের জনগণ।

  • মাধবপুরে ইয়াবাসহ শীর্ষ দুই যুবক গ্রেফতার।

    মাধবপুরে ইয়াবাসহ শীর্ষ দুই যুবক গ্রেফতার।

    মাধবপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে নিষিদ্ধ ৩৬০ পিস ইয়াবা সহ মানিক মিয়া (৩২), ও মোঃ হেলাল মিয়া (৩৫) নামে দুইজন মোটরসাইকেল সহ মাদক ব‍্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
    মাধবপুর – চুনারুঘাট সার্কেল এসপি মহসিন আল মুরাদ নেতৃত্বে মঙ্গলবার (৭জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাধবপুর থানার এস আই শুভ দে, এস আই রাজীব রায়, সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়েছে   উপজেলা নোয়াপাড়া ইউনিয়ন ইটাখোলা সাহেব বাড়ী গ্রামেস্হ ঢাকা সিলেট মহাসড়কের পূর্ব  দিকে সাহেব বাড়ী গেইট হইতে নোয়াপাড়া বাজারগামী পাকা
    রাস্তার উপর পারিবারিক কবরস্থানের সামনে মোটরসাইকেল থেকে ৩৬০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব‍্যবসায়ী কে গ্রেফতার করতে সক্ষম হন।
    গ্রেফতারকৃত দুই আসামী হলো মানিক মিয়া (৩২),পিতা মৃত আবুল হোসেন। মোঃ হেলাল মিয়া (৩৫) পিতা মৃত নেয়াজত মিয়া, একি উপজেলা জগদীশপুর ইউনিয়নের
    উভয় খাটুরা গ্রামের।
    এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, পলাতক আসামি মোঃ সোহেল মিয়া (৩৫),গ্রেফতারের চেষ্টা চলছে।তারদের বিরুদ্ধে উল্লেখিত ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
  • মাধবপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    হবিগঞ্জের মাধবপুর বাজার বাস ষ্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবার (৭ জুন) সকালে ৫০০ পিস ইয়াবা সহ জরিনা বেগম (৫০) নামে এক নারী কে গ্রেফতার করেছে পুলিশ।
    থানার পুলিশ পরির্দশক (তদন্ত ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, সীমান্ত এলাকা থেকে ইয়াবা নিয়ে এসে গাড়ির জন্য অপেক্ষা করছিল ওই নারী।
    গোপন সূত্রে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বাসষ্ট্যান্ডে এলাকার অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে বিজয়নগর উপজেলার দয়ারামপুর গুচ্ছ গ্রামের চান মিয়ার ।
    এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান,গোপন সংবাদের ভিত্তিতে ৫’শ পিচ ইয়াবা সহ ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
  • মাধবপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা।

    মাধবপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা।

    মাধবপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা। 

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (৭’জুন) সকাল ১১টা দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালায় ৯টি গ্রুপে ভাগ করে মতামত নেওয়া হয়।
    মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন-মাদকদ্রব্য নিয়ন্ত্রন হবিগঞ্জের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধবপুর পৌরসভার মেয়র  হাবিবুর রহমান মানিক, সহকারী কমিশার ভুমি মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
    কর্মশালায় সরকারী কর্মকর্তা, শিক্ষক,মুক্তিযোদ্ধা, সাংবাদিক ,জনপ্রতিনিধি, ইমাম, পুলিশ, বিজিবি সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
  • মাধবপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকা’র ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

    মাধবপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকা’র ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

    মাধবপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকা’র ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

    হবিগঞ্জের মাধবপুরে দৈনিক যায়যায় দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

    সোমবার সকালে মাধবপুর প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক যায়যায় দিন পত্রিকার মাধবপুর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন আল রনি’র সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল ছাত্তার বেগ, সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলী, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ।
    প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাব্বির হাসানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর বাবুল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, সাবেক আহবায়ক মোঃ আইয়ুব খান, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, সহসভাপতি হিরেশ ভট্রাচার্য্য হিরো, যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর কবির, উপজেলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী শাহীন মিয়া,মাধবপুর পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ব্যবসায়ী নেতা সুজন রায়, তোফায়েল আহম্মদ, রেদোয়ান খাঁন, সুমন মিয়া, সাংবাদিক একরামুল আলম লেবু, সুজন ভট্রাচার্য্য, মোঃ এরশাদ আলী, হামিদুর রহমান রাজু, তোফাজ্জ্বল হোসেন চৌধুরী বাবু, মোঃজুলহাস উদ্দিন রিংকু, ইয়াসিন তন্ময়, লিটন পাঠান, নাহিদ মিয়া, প্রমুখ। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক ও র‌্যালিতে অংশগ্রহন করেন।
  • মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক বালু ব্যবসায়ীদের দখলে।

    মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক বালু ব্যবসায়ীদের দখলে।

    মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক বালু ব্যবসায়ীদের দখলে।



    হবিগঞ্জের মাধবপুর পৌরসভার স্টেডিয়াম এর বিপরীতে ঢাকা-সিলেট মহাসড়কের এলাকার বিভিন্ন অংশ বালু ব্যবসায়ীদের দখলে চলে গেছে। ফলে মহাসড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সাথে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
    জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বিভিন্ন অংশে অন্তত ৪/৫টি স্থানে বালির স্তূপ রেখে ব্যবসা করে আসছে একদল বালু ব্যবসায়ীরা।
    সরেজমিনে দেখা যায়, মাধবপুর পৌরসভার স্টেডিয়ামের বিপরীতেসহ উপজেলার মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কে বালি রেখে বিক্রি করছে। এখানে ট্রাক মহাসড়কের পাশে দাড় করিয়ে বালি লোড-আনলোড করা হয়। ফলে অনেক সময় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
    স্থানীয় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ এরশাদ আলী জানান, মহাসড়কের ওপর পড়ে থাকা বালুর যানবাহনের আগ্রাসনের কারণে বিশেষ করে বেশি ঝুঁকিতে রয়েছে মোটরসাইকেল ও সাইকেল চালকরা। বালির মধ্যে চালাতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
    বাস সমিতি নেতা হাফেজ শামীম বলেন, ‘মহাসড়কের অর্ধেক দখল করে রেখেছে বালু ব্যবসায়ীরা। ফলে গাড়ি চালাতে আমাদের বাস  ড্রাইভার অনেক অসুবিধা হচ্ছে। আবার অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়।
    এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ উদ্দিন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি একটি জরুরি মিটিংয়ে আছি, তবে বিষয়টি আমি দেখবো।
  • মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু।

    মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু।

    মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুকুরে পানিতে ডুবে সাহেরা আক্তার (২) নামে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।সোমবার ৩০ মে সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
    স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের সিএনজি ড্রাইভার  জাহাঙ্গীর আলমের মেয়েকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন পরিবারের লোকজন। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্থানীয় ইউপি সদস্য বাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
  • মাধবপুরে ৫ টি হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিলেন উপজেলা প্রশাসন

    মাধবপুরে ৫ টি হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিলেন উপজেলা প্রশাসন

    মাধবপুরে ৫ টি হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিলেন উপজেলা প্রশাসন

    হবিগঞ্জের মাধবপুরে বৈধ কাগজপত্র না থাকায়  ৫ টি ডায়াগনস্টিক সেন্টার কে সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

    আজ (শনিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলামস মঈনের নেতৃত্বে মাধবপুর পৌর শহরে ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ ভাবে চালানো  ও লাইসেন্স নবায়ন না থাকায় সেবা ডায়াগনস্টিক, এ্যাপেলো ডায়াগনস্টিক, হক ডায়াগনস্টিক, প্রাইম ডায়াগনস্টিক ও তিতাস শিশু জেনারেল হাসপাতাল কে সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আলা উদ্দিন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন সহ অনেকেই। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে মাধবপুর উপজেলায় এ অভিযান চালনো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
  • মাধবপুরে ইউপি নির্বাচনের প্রার্থীদের জামানতের টাকা ফেরত দিতে কালক্ষেপনের অভিযোগ।

    মাধবপুরে ইউপি নির্বাচনের প্রার্থীদের জামানতের টাকা ফেরত দিতে কালক্ষেপনের অভিযোগ।

    মাধবপুরে ইউপি নির্বাচনের প্রার্থীদের জামানতের টাকা ফেরত দিতে কালক্ষেপনের অভিযোগ 

    গত ৫ জানুয়ারী ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার পদে নির্বাচন করার পর প্রায় ৫ মাস অতিক্রান্ত হতে চললেও এখনো প্রার্থীরা তাদের জামানতের টাকা ফেরত পাচ্ছেন না।

    জামানতের টাকা উত্তোলনের জন্য উপজেলা নির্বাচন অফিসে গেলেও নানা অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে জানা গেছে। নিয়ম অনুযায়ী মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট পাওয়া প্রার্থীরা মনোনয়ন ফরমের সাথে জমা দেওয়া জামানতের টাকা ফেরত পেয়ে থাকেন।
    মাধবপুরের ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারীদের অনেকেই জামানতের টাকা ফেরত না পাওয়ার কথা জানিয়েছেন। ১০ নং ছাতিয়াইন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ কামাল মিয়া জানিয়েছেন বেশ কয়েকদিন নির্বাচন অফিসে গিয়েও নিজের জামানতের টাকা তুলতে পারেননি তিনি।
    ৮ নং বুল্লা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার শফিক মিয়া জানান উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে একটি কাগজ ধরিয়ে দিয়ে হিসাবরক্ষণ অফিসে পাঠানো হলেও কোনো টাকা তিনি পাননি।তার ইউনিয়নে আর কেউ এ পর্যন্ত জামানতের টাকা পাননি বলেও তিনি জানান।
    বুল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার জহরলাল সাহাজী জানান,তিনিও এখনো জামানতের টাকা ফেরত পাননি।উপজেলা নির্বাচন অফিসার আজহারুল ইসলামকে অনেকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
    জেলা নির্বাচন অফিসার মোঃ সাদেকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান,এরকম হওয়ার তো কথা নয়।আরো আগেই তো প্রার্থীদের জামানতের টাকা ফেরত পাওয়ার কথা।তিনি বিষয়টি দেখবেন বলেও জানান।
  • মাধবপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার।

    মাধবপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার।

    মাধবপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার।


    হবিগঞ্জের মাধবপুরে জুনাইদ মিয়া (১৮) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কলেজ ছাত্র সুবিদপুর গ্রামের আব্দুর আওয়াল এর ছেলে।

    পুলিশ সুত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ১১ টায় এক ১৭ বছরের কিশোরী জুনাইদ মিয়ার ছোট ভাইকে ফোন করে বলে তোমার ভাই আত্মহত্যা করেছে। এ কথা শুনে তার ছোট ভাই আত্মীয় স্বজন নিয়ে খোজাখুজি করে উপজেলা বহরা ইউনিয়নের সুবিদপুর গ্রামের শিশু মিয়ার বাড়ির উত্তর পাশে কাঠ বাগানের গাছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। জুনাইদ মিয়া মনতলা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণি ছাত্র।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক সততা নিশ্চিত করেন জানান- পুলিশ রাতে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।