Tag: মাধবপুর

  • মাধবপুরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ আহত ২০।

    মাধবপুরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ আহত ২০।

    মাধবপুরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ আহত ২০।


    ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র এলাকায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৪ জন নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২০ জন।
    সোমবার (১৮ জুলাই) বেলা ২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) সালেহ আহমেদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা আল মোবারাকা পরিবহনের একটি বাস মহাসড়কের শাহজি বাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছলে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন মারা যায়। হাসপাতাল নেয়ার পর মারা যায় আরও তিন জন। হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

    ওসি সালেহ আহমেদ আরও জানান, বিদ্যুৎকেন্দ্র এলাকায় দুপুর থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। ধারণা করা হচ্ছে বৃষ্টির কারণে গাড়ি দুটির চালক নিয়ন্ত্রন ঠিক রাখতে না পারায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ এসে তা স্বাভাবিক করে।

  • মাধবপুরে জাগ্রত-জনতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

    মাধবপুরে জাগ্রত-জনতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

    মাধবপুরে জাগ্রত-জনতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।


    হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে বন্যা পরবর্তী সময়ে খাদ্য সামগ্রী বিতরণ করার খবর পাওয়া গেছে। শুক্রবার বিকালে জাগ্রত ব্যবসায়ী ও জনতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাগ্রত ব্যবসায়ী ও জনতার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শিহাব রিফাত আলম।

    এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ই প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বে রত সাংবাদিক মাসুদ লস্কর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন,ইফফাত জামান রুপা, জাগ্রত হিরু মাঈনুদ্দীন,মোঃ ফাহিম, আবদুল বাশার বাসেত,মোঃ মনির হোসেন, জাগ্রত হিরু আবুল হাসেম সুমন,নজরুল ইসলাম শান্ত স্হানীয় সাং বাদিক শাহাদাত ইসলাম মামুন,সার্বিক সহযোগিতা করেন এক্তিয়ারপুর গ্রামের উদিয়মান সংগঠক ডা,মোঃ শাহ আলম প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান বলেন, আমরা এ পর্যন্ত প্রায় কয়েক হাজার অনাহারী ও বন্যা কবলিত দূর্গতদের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাসুদ লস্কর বলেন জাগ্রত ব্যবসায়ী ও জনতার ন্যায় ই প্রেস ক্লাবের অংগ সংগঠন ই প্রেস হেলথ কেয়ার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করে আসছে।

    তিনি আরও বলেন এলাকার ধনাঢ্য ব্যাক্তি গন যদি নিজস্ব উদ্যোগে ত্রান বিতরণ করেন তাহলে দেশের এক জন ব্যাক্তি ও না খেয়ে মরবে না। সভাপতির বক্তব্যে ইফফাত জাহান রুপা সুশৃঙ্খল ভাবে ত্রান গ্রহন ও বিতরনে সহায়তা করায় এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

  • মাধবপুরে গাঁজাসহ শীর্ষ মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে গাঁজাসহ শীর্ষ মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে গাঁজাসহ শীর্ষ মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।


    হবিগঞ্জের মাধবপুর থানাধীন এলাকা হতে ৫১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

    গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর মাদক বিরোধী অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল বুধবার (১৩ জুলাই) হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন এলাকা থেকে অভিযান পরিচালনা করে ৫১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর থানার বড়ইরি এলাকার বাসিন্দা সখিচরণ সরকার এর ছেলে সুকুমার সরকার (৩১)।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর অবৈধ মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টার প্রমাণ পাওয়া যায়। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু। 

    মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু। 

    মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু।


    ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তারপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে আরিফ (১৯) ও ফরাশ উদ্দিনের ছেলে লিটন (২০)। দুর্ঘটনায় রনি নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মেদ জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের রতনপুর ওভারব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। মরদেহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে। মোটরসাইকেলযোগে তিন যুবক মহাসড়কের উল্লেখিত এলাকা দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে আরিফ ও লিটন মারা যায়। গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

  • দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক।

    দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক।

    দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক।


    পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলা ও সারা দেশবাসীকে সকলের সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ, শান্তি কামনা করে।পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

    শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনার মধ্যে ধর্মপ্রাণ মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ। পবিত্র ঈদুল আযহায় মহান আল্লাহর উদ্দেশে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা মুসলমানদের প্রাচীন ঐতিহ্য।

    পবিত্র ঈদুল আযহার উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকা। পশু কোরবানি করা হয় প্রতীকী অর্থে। আসলে কোরবানি দিতে হয় মানুষের সব রিপুকে: কাম, ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দা, পরশ্রীকাতরতা। সৎ পন্থায় উপার্জিত অর্থের বিনিময়ে কেনা পশু কোরবানির মাধ্যমেই তা সম্পন্ন হয়।

    কিন্তু পরজীবীর এক অণুজীব করোনা মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে৷ করোনা আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। সকলকে মহামারি প্রাণঘাতী করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে, নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং এ বিষয়ে সতর্কতা অবলম্বনের প্রতি লক্ষ্য রাখার অনুরোধ জানান তিনি

    কুরবাণীর আদর্শে উজ্জীবিত করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য শোষণ দূর করে একটি শোষণমুক্ত সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা যোগায়। দেশের বিদ্যমান এই ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি আমরা সবাই যেন সহনশীল হই।

    তিনি আরো বলেন, করোনা ভাইরাস আমাদের মাঝে আবারো মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। সকলকে মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

    হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি পঞ্চম বারের মতো মনোনীত হয়েছে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান সতর্কতা অবলম্বনের প্রতি লক্ষ্য রাখার অনুরোধ করেন, তিনি আরো বলেন কোরবানির পশু নির্দিষ্ট স্হানে জবাই করা।জবাই করা শেষ হলে ঐ স্হানে বিসিলিং পাউডার দিয়ে পরিস্কার করা সহ সকল প্রকার সরকারি আইন মেনে চলা।এবং করোনা ভাইরাস এর সকল নিয়ম কানুন মেনে চলা। ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা এবং সকলকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেন তিনি।

  • মাধবপুর পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারে’র চাউল বিতরণ।

    মাধবপুর পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারে’র চাউল বিতরণ।

    মাধবপুর পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারে’র চাউল বিতরণ।

    হবিগঞ্জের মাধবপুর পৌরসভার আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঈদ উপহার হিসাবে অত দরিদ্র মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করেন পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক।
    আজ বুধবার (৬জুলাই) ১০ঘটিকার সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অত দরিদ্র ৪ হাজার ৬শ ২১ পরিবারের মাঝে ভিজিএফ এর  চাউল প্রতি পরিবার কে ১০ কেজি করে চাউল
    বিতরণ করা হয়।
    এতে উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার  নিবার্হী কর্মকর্তা এম আমিনুল ইসলাম,প‍্যানেল মেয়র মোবারক উল্ল‍্যা, কাউন্সিলর আলহাজ্ব মোঃ দুলাল খাঁ, জহিরুল ইসলাম, মহিলা কাউন্সিলর স্বপ্ন পাল,এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও ট্যাগ অফিসার স্থানীয় ব্যক্তিবর্গরা।
  • মাধবপুরে পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি গ্রেফতার।

    মাধবপুরে পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি গ্রেফতার।

    মাধবপুরে পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি গ্রেফতার।


    হবিগঞ্জের  মাধবপুর থানার বিশেষ অভিযানে  ১১টি ওয়ারেন্ট মূলে ০৯ (নয়) জন পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে।
    পুলিশ সূত্রে জানা যায় রবিবার ০৩ জুলাই গোপন সংবাদ ভিত্তিতে মাধবপুর থানার কয়েকটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে এএসআই জিয়াউর রহমান কর্তৃক ১/ জিআর-১১৭/১৬, জিআর-২২৭/২২ এবং জিআর- ৩৭৯/১৬ এর পরোয়ানাভুক্ত আসামী হল হেফজু মিয়া (৩৮) সে উপজেলা খড়কি গ্রামের মাহফুজ মিয়ার ছেলে।
    থানার এসআই রঞ্জন কুমার ভৌমিক ও এএসআই টিপু মিত্র কর্তৃক জিআর-১২/১৯ এর পরোয়ানাভুক্ত আসামী হলঃ ২। সবুজ প্রধান, ৩। সারথী প্রধান, উপজেলা চা বাগান (বিশ টিলা) নোয়াপাড়া গ্রামের উভয় নরেশ প্রধান ছেলে।
    থানার এসআই মোঃ আব্দুল ওয়াহেদ গাজী ও এসআই ছাইদুর রহমান কর্তৃক নারী শিশু ২৮/২২ এর পরোয়ানাভুক্ত আসামী হলঃ ৪।মোঃ রোমান মিয়া, পিতা-মোঃ জিতু মিয়া, ৫। মোঃ সাদ্দাম হোসেন, পিতা-মোঃ কাসেম মিয়া, উভয় সাং-ইটাখোলা মুড়াপাড়া, এবং নারী শিশু ৪৫৩/১৮ পরোয়ানাভুক্ত আসামী হলঃ ৬। জানু মিয়া, পিতা-মৃত ইছব আলী, সাং-মেরাশানী, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, নারী শিশু ৯২/২২ পরোয়ানাভুক্ত আসামী হলঃ ৭।  উজ্জল মিয়া, পিতা-ফজল ‍মিয়া, সাং-বুল্লা, এসআই মঞ্জুরুল ইসলাম কর্তৃক নন জিআর-২৯/২২ পরোয়ানাভুক্ত আসামী হলঃ ৮। মোঃ বশির মিয়া (৫০) পিতা-মৃত সামছু মিয়া, সাং-কমলপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, এসআই শামসুল আরেফিন জিহাদ ভুইয়া কর্তৃক মিস-২৭৯/২১ পরোয়ানাভুক্ত আসামী ৯। জাহার মিয়া (৩৫) পিতা-বাস্বিমুল, সাং-পূর্ব মাধবপুর।
    মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান ওয়ারেন্ট ভূক্ত পলাতক  সর্বমোট ০৯ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
  • মাধবপুর প্রেসক্লাব নবনির্বাচিত সভাপতি অলিদ” সেক্রেটারি সাব্বির।

    মাধবপুর প্রেসক্লাব নবনির্বাচিত সভাপতি অলিদ” সেক্রেটারি সাব্বির।

    মাধবপুর প্রেসক্লাব নবনির্বাচিত সভাপতি অলিদ” সেক্রেটারি সাব্বির।


    হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে অলিদ মিয়া ও সাধারণ সম্পাদক পদে সাব্বির হাসান বিজয়ী হয়েছে। রবিবার (৩ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাবের সদস্যরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ভোট গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার শংকর পাল সুমন বিজয়ীদের নাম ঘোষণা করেন।

    এসময় উপস্থিত ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার মিজানুর রহমান অনিক, নাহিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও আন্দিউড়া ইউ/পি’র চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান আতিক,জগদীশপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ খান, মাধবপুর থানার ওসি মো: আব্দুর রাজ্জাক,পরিদর্শক তদন্ত মো:গোলাম কিবরিয়া হাসান প্রমূখ।

    নির্বাচনে সভাপতি পদে অলিদ মিয়া,সিনিয়র সহ সভাপতি পদে আবুল খায়ের, সহ সভাপতি পদে সুব্রত দেব, সাধারণ সম্পাদক পদে সাব্বির হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলমগীর কবির বিজয়ী হয়েছে।

  • মাধবপুরে বানভাসি বেদে সম্প্রদায়ের মাঝে উপহারসামগ্রী বিতরণ করলেন ইউএনও।

    মাধবপুরে বানভাসি বেদে সম্প্রদায়ের মাঝে উপহারসামগ্রী বিতরণ করলেন ইউএনও।

    মাধবপুরে বানভাসি বেদে সম্প্রদায়ের মাঝে উপহারসামগ্রী বিতরণ করলেন ইউএনও।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃহবিগঞ্জের মাধবপুর পৌরসভায় ব‍ন‍্যা কবলিত এলাকার পরিদর্শন ও বেদে সম্প্রদায় অসহায় দরিদ্র বন‍্যাদুর্গত পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মইনুল ইসলাম মঈন।

    শনিবার ০২জুলাই সকাল ১১ঘটিকার সময় পৌরসভার ৯নং ওয়ার্ড বন‍্যাদুর্গত একশত বেদে সম্প্রদায় পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

    এতে উপস্থিত ছিলেন উপজেলার ৪নং আদাঐর চেয়ারম্যান মীর খোরশেদ আলম,উপজেলা বিআরডিবি কর্মকর্তা ফয়সাল চৌধুরী স্থানীয় ব্যক্তিবর্গরা।

  • মাধবপুর পৌর সেচ্ছাসেবকলীগ নেতার উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

    মাধবপুর পৌর সেচ্ছাসেবকলীগ নেতার উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

    মাধবপুর পৌর সেচ্ছাসেবকলীগ নেতার উদ্যোগে বন্যাকবলিতদের খাদ্য সামগ্রী বিতরণ


    হবিগঞ্জের মাধবপুরে বশির আহমেদ পরিবারের ব্যক্তিগত উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন মাধবপুর পৌর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক বশির আহমেদ সুমন।

    শনিবার (০২জুলাই) দুপুর ৫ ঘটিকার সময় উপজেলা ৮নং বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামে চল্লিশটি অসহায় দরিদ্র পরিবারও বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

    এ সময় উপস্থিত ছিলেন মাধবপুরে সাংবাদিক মোঃ নাহিদ মিয়া, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ সোহেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম (শাকিল)  ও পৌর ছাত্রলীগ নেতা মোঃ নাঈম ইসলাম সহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ সহ নেতা কর্মী প্রমূখ।