Tag: মাধবপুর

  • মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।

    মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।

    হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ‍্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ‍্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
    বুধবার (২৬-জুলাই) সকাল সাড়ে ১০টায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সহকারী উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রনির সঞ্চালনায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান।
    এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব,উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান,মাধবপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিম, মোঃ কবির হোসেন, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষক কল্যাণ সমিতির সহ-সভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ।
    উদ্বোধনী ম্যাচে সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মালঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ২-১ গোলে পরাজিত করে।
    খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন নারায়ণ কুর্মি, বানী মাধব দাশ ও অর্জুন কুমার নাগ।
  • মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা।

    মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা।

    হবিগঞ্জের মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ‍্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
    এ উপলক্ষে মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ কম্পাউন্ড থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা সিলেট মহাসড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
    পরে মাধবপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুস ছাত্তার বেগ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
     মাধবপুর পৌর কর কর্মকর্তা রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক,বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়,মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন আহব্বায়ক শংকর পাল চৌধুরী,সাংবাদিক সুজন রায়,সাংবাদিক উজ্জ্বল খান,মৎস্য চাষী দুলাল মিয়া,মৎস্য আড়ৎ সমিতির সভাপতি সুকোমল দাশ প্রমুখ।
  • মাধবপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু।

    মাধবপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু।

    হবিগঞ্জের মাধবপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তানভীর(৭) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
    শুক্রবার বেলা ১১টার দিকে মাধবপুর উপজেলার খড়কি কাশেমুল উলুম হাফেজিয়া মাদ্রাসার পুকুরে এ ঘটনা ঘটেছে।
    মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানিয়েছে, প্রতিদিনের ন্যয় আজও মাদ্রাসার সকল শিক্ষার্থীদের বেলা সাড়ে ১০টার সময় গোসলের ছুটি দেওয়া হয়। সবার সঙ্গে তানভীরও গোসল করতে পুকুরে যায়। গোসলরত সকলের অগোচরে তানভীর পানিতে ডুবে মারা যায়। নিহত তানভীর এক মাস আগে শিশু শ্রেণীতে ভর্তি হয়েছে।সে রহিম মিয়ার ছেলে।
    গোসল শেষে অধিকাংশ ছাত্র নিজের কিংবা লজিং বাড়ীতে খাবারের জন্য চলে যায়। কিন্ত তানভীর যে পানিতে ডুবে আছে কেউই জানতো না। পরে ওই মাদ্রাসার পরে শিক্ষকগন গোসলে নামলে ডুবন্ত তানভীরের দেহ এক শিক্ষকের পায়ে লাগে। পানির নিচ থেকে ওঠিয়ে আনা হয়। নিহত তানভীর এর মা শারমীন জানান, তার ছেলে সাতার জানতো না। এক মাস আগে চুয়াডাঙ্গা থেকে এনে ওই মাদ্রাসায় ভর্তি করিয়েছে।
    মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক মৃত্যুের খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।
  • মাধবপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে মান্নাফ মিয়া আটক।

    মাধবপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে মান্নাফ মিয়া আটক।

    হবিগঞ্জের মাধবপুরে এক কিশোরী (১৫) কে ধর্ষণের অভিযোগে মো: মান্নাফ মিয়া (৩৫)  নামে এক  ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
    শুক্রবার (২১ শে জুলাই) ভোররাতে উপজেলার আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।সে ওই গ্রামের মো:  দিয়ারিশ মিয়ার পুত্র ও এক সন্তানের জনক।
    পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ভিকটিম কিশোরী রাতের খাবার খেয়ে বাড়ির বারান্দার রুমে ঘুমিয়ে পড়ে। রাতে দুই ঘটিকার সময় মান্নাফ মিয়া  তার বন্ধু মো: সাবিদ মিয়া কে নিয়ে কৌশলে দরজা খোলে কিশোরীর রুমে ডুকে ওড়না দিয়ে তার মুখ বেধে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে।
    এসময় ভিকটিম কৌশলে মুখের ওড়না খুলে জুড়ে চিৎকার করলে পরিবার ও আশপাশের লোকজন এসে ধর্ষক মান্নাফ মিয়া কে আটক করে। এসময় তার সহযোগী সাবিদ মিয়া দৌড়ে পালিয়ে গিয়ে লোকজন নিয়ে ফিরে এসে জুড় পূর্বক তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভিকটিম এর পরিবার ৯৯৯ এ ফোন করে সাহায্য চায়। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে ধর্ষকের সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ ধর্ষক মান্নাফ মিয়া কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
    এব্যাপারে শুক্রবার দুপুরে ভিকটিম এর পিতা বাদী হয়ে ধর্ষক ও তার সহযোগী সাবিদ মিয়ার নামে মাধবপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। মাধবপুর থানার ওসি মো: আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ভিকটিমকে চিকিৎসা ও ডাক্তারি পরিক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
  • মাধবপুরে বস্তাবন্দী অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার।

    মাধবপুরে বস্তাবন্দী অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার।

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের কাছে পাহাড়ের ভেতর থেকে বাবুল মিয়া নামের এক যুবকের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
    বাবুল মিয়া ইটাখোলা মুড়াপাড়া গ্রামের সাহেব আলী সর্দারের ছেলে। মঙ্গলবার(১৮ জুলাই) বেলা আড়াইটার দিকে বাবুলের লাশ উদ্ধার করে পুলিশ।
    পুলিশ জানিয়েছে, ৪ দিন আগে (১৪ জুলাই) বাবুল মিয়া গরু চড়াতে পাহাড়ে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে বাবুলের কোনো সন্ধান না পাওয়ায় গতকাল (১৭ জুলাই) তার পরিবারের পক্ষ থেকে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
    মঙ্গলবার দুপুরে স্থাণীয় লোকজন চা বাগানের কাছে পাহাড়ে একটি মুখবন্ধ বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে মাধবপুর থানার সাব ইন্সপেক্টর মানিক কুমার সাহা জানান, ‘চা বাগানের অভ্যন্তরে ১০ কিলোমিটার দূরের গভীর অরণ্যে লাশটি পাওয়া গেছে।তবে এই মুহূর্তে আর কিছু বলা যাচ্ছে না।’
    মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
  • মাধবপুরে পুকুরের পানিতে ডুবে ফুফু ভাতিজার মৃত্যু।

    মাধবপুরে পুকুরের পানিতে ডুবে ফুফু ভাতিজার মৃত্যু।

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার দলগাঁও গ্রামে পুকুরের পানিতে পড়ে গিয়ে ফুফু ও ভাতিজার মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে এই অপমৃত্যুর ঘটনা ঘটেছে। দুই ঘণ্টা পর তাদের লাশ পুকুরে ভেসে ওঠে। সকাল সাড়ে ১২টার দিকে পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে।
    মারা যাওয়া দুই জনের মধ্যে একজনের নাম আরিফ মিয়া (৫) এবং অন্য জনের কারিমা আক্তার (৭)। আরিফ মিয়া মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামের জহির মিয়ার ছেলে এবং  একই গ্রামের কারিমা আক্তার নাজির মিয়ার মেয়ে। তারা উভয়ে আপন ফুফু এবং ভাতিজা।
    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ ও কারিমা সোমবার সকালে খেলতে বের হয়। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে একপর্যায়ে পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন। আশপাশের বাড়িঘরে সন্ধান করে না পেয়ে বাড়ির লোকজন বসতঘরের পাশে পুকুরে নেমে তাদের সন্ধান করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
    মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আরিফ ও কারিমা সকালে খেলতে বের হয়ে আর ফিরে আসেনি পানিতে ডুবে দুই জনেরই মৃত্যু হয়েছে। সুরতহাল ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
  • মাধবপুরে এডভোকেসী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তি।

    মাধবপুরে এডভোকেসী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তি।

    নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

    মাধবপুরে পিছিয়েপড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহন প্রকল্পের এডভোকেসী নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসী বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে । শনিবার (২৩ জানুয়ারি) ২০২৩ ইং ওয়েব ফাউন্ডেশন এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা উপজেলা বি আর ডি বি হল রুমে সকাল ৯ ঘটিকায় এডভোকেসী নেটওয়ার্ক মাধবপুর কমিটির চেয়ারম্যান মোঃ শামসুদ্দিন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধবপুর পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফয়সল চৌধুরী ওয়েভ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী শাহজাহান মিয়া ওয়েভ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সহকারী সমন্বয়কারী মোঃ জোবায়ের আহমদ। ওয়েভ ফাউন্ডেশন সিলেট অঞ্চলের বিভাগীয় ফেসিলিটেটর মোহাম্মাদ শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্টিত সমাপনী অনুষ্ঠানে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ এর অনুভূতি ওয়েভ ফাউন্ডেশনের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোনা করেন।

    প্রধান অতিথি মোঃ ফয়সল চৌধুরী বলেন পিছিয়েপড়া জনগোষ্ঠীদের ক্ষমতায়ন করতে হলে পূর্বান্হে তাদের পিছিয়েপড়ার কারন জানতে হবে।তাদের সমস্যা গুলো চিন্হিত করে উত্তোরনে কাজ করতে হবে।তাদের সঠিক পরিসংখ্যান ও তাদের আয়বর্ধক প্রশিক্ষক গ্রহনে উদ্বুদ্ধ করতে হবে।তিনি পিছিয়েপড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সকল প্রকার সহযোগীতার প্রদানের আশাবাদ ব্যক্ত করেন। সমাপনী দিনে প্রশিক্ষক হিসাবে ওয়েভ ফাউন্ডেশন এর সিলেট বিভাগীয় ফেসিলিটেটর মোহাম্মদ শাহজাহান মিয়া।প্রশিক্ষণে বিভিন্ন শ্রেণী পেশার ২৫ জন সদস্য প্রশিক্ষণে অংশ গ্রহন করে।

  • মাধবপুরে সড়ক দূর্ঘটনায়”একই পরিবারের ৪ জন সহ নিহত-৫।

    মাধবপুরে সড়ক দূর্ঘটনায়”একই পরিবারের ৪ জন সহ নিহত-৫।

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুরের ম্যাটাডোরর কোম্পানীর নিকট ঢাকা-সিলেট মহাসড়কের বালু বোঝাই ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে কুলাউড়ার প্রবাসী পরিবারের শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

    শনিবার (৭ জানুয়ারি) ভোরে মাধবপুরের শাহপুরের ম্যাটাডোরর কোম্পানীর নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাদানগর গ্রামের বাসিন্দা।

    নিহতরা হলেন- প্রবাসী রাজুর ভগ্নীপতি আব্দুস সালাম (৩২), তার বোন সাদিয়া (২১), ভাগ্নি হাবিবা (২) ছোটভাই সিহাব (১৩) ও গাড়িচালক পৃথিমপাশার সাদির।

    গুরুতর আহতরা হলেন- প্রবাসী রাজু (২৯), তার পিতা নুরুল ইসলাম (৫০) ও চাচাতো ভাই নিশাত (১৮)।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী ছেলেকে ঢাকা বিমানন্দর থেকে মাইক্রোবাসযোগে মৌলভীবাজারের কুলাউড়ায় বাড়িতে নিয়ে যাওয়ার সময় প্রবাসী রাজু ও তার পরিবারের সদস্যরা মাধবপুরে শাহপুরের ম্যাটাডোরর কোম্পানীর নিকট পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সাথে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মাইক্রোবাসের পেছন দিকে ধাক্কা দেয়।

    ত্রিমুখী সংঘর্ষের এ দুর্ঘটনায় রাজুর পরিবারের চার সদস্য ও মাইক্রোবাস চালক নিহত হন। এ সময় রাজু, তার পিতাসহ ৩ জন গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন।

    দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম চৌধুরী বলেন, আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো থানায় আনা হয়েছে।

  • মাধবপুরে গাঁজা ও পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক।

    মাধবপুরে গাঁজা ও পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক।

    মাধবপুরে গাঁজা ও পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক।


    হবিগঞ্জের মাধবপুরে কমলপুর এলাকা থেকে ২৫ কেজি গাঁজা ও পিকাপ ভ্যানসহ শাকিল মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    আটককৃত ব্যক্তিহল সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার পশ্চিম শাসরাম এলাকার কাচা মিয়ার পুত্র। বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামীউন্নবী চৌধুরী জানান,মঙ্গলবার ভোরে মনতলা বিওপির হাবিলদার সাইফুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল কমলপুর- মনতলা সড়কের কমলপুর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মাদক কারবারীকে গাঁজা ও পিকাপসহ আটক করে।

    আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • মাধবপুরে ৪ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু” স্বামী আটক ।

    মাধবপুরে ৪ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু” স্বামী আটক ।

    মাধবপুরে ৪ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু” স্বামী আটক ।


    হবিগঞ্জের মাধবপুরে কাজী নেভী (৩৫) নামে চার সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।

    পারিবারিক সুত্রে জানা যায়, যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে শাসরুদ্ধ করে হত্যা পর লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যাওয়ার সময় স্বামীকে জনতার সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামী বখতিয়ার খানকে (৪৫) সোমবার গ্রেফতার দেখিয়ে হবিগঞ্জ আদালতে প্রেরণ করেছে। বখতিয়ার খান চুনারুঘাট উপজলার হাইতন গ্রামের মৃত আতর আলী খানের ছেলে।

    এ ঘটনায় সোমবার সকালে নিহত চার সন্তানের জননী কাজী নেভী আক্তারের পিতা কাজী ইলিয়াস বাদী হয়ে জামাতা বখতিয়ার খানকে প্রধান আসামী করে একটি মামলা করেছেন।

    কাজী ইলিয়াস খান জানান, প্রায় ১৫ বছর আগে বখতিয়ার খানের সঙ্গে নেভী আক্তারের বিবাহ হয়। বিয়ের পর থেকে স্বামী বখতিয়ার যৌতুকের টাকা চেয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করত। ১ম স্ত্রী কাজী নেভী আক্তারকে রেখে বখতিয়ার একাধিক বিয়ে করে। একাধিক বিয়ে ও যৌতুক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায় গত ১৬ জুলাই সকাল মাধবপুর উপজেলার আদিউড়া গ্রামে বাবার বাড়িতে কাজী নেভী আক্তারকে তাড়িয়ে দেয়। দুপুরে বখতিয়ার আদিউড়া এসে স্বামী-স্ত্রীর মধ্যে যৌতুক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় কাজী নেভী আক্তারকে একটি আবদ্ধ ঘরে শাসরুদ্ধ করে হত্যা পর লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যাওয়ার সময় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।

    এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযাগে মাধবপুর থানায় একটি মামলা হয়েছে।