Tag: মাধবপুর

  • মাধবপুরে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন-প্রশাসন নিরব। 

    মাধবপুরে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন-প্রশাসন নিরব। 

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের  মাধবপুরে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে দেদারছে  বিক্রি করছে  বিএনপি’র এক প্রভাবশালী নেতা। দীর্ঘদিন যাবত প্রকাশ্যে বালু উত্তোলন করে বিক্রি করলেও স্থানীয় প্রশাসন রয়েছে নিরব। প্রশাসন থেকে বলা হচেছ তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। দীর্ঘদিন যাবত প্রকাশ্যে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করলে প্রশাসন কেন এতদিন অভিযান করেনি তা নিয়ে সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
    মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাস স্ট্যান্ড থেকে খড়কি যাবার পথে নারায়নপুর নামক স্থানে একটি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে উপজেলা বিএনপির এক প্রভাশালী নেতা আদম খা। প্রতিদিন সেখান থেকে ২০/৩০ গাড়ি বালু বিক্রি হয়।
    সরজমিন গিয়ে দেখা গেছে, পুকুরে ড্রেজার মেশিননটি চালু রয়েছে। উপরে একটি স্থানে বালু এসে ভরাট হচ্ছে। সেখান থেকে কয়েকজন ট্টাকে বালু লোড করছে। শ্রমিকরা জানায়, প্রতি ট্টাক বালু ১ হাজার টাকা দিয়ে তারা কিনেছে। কোন রয়েলটি ( সরকারি  রাজস্ব) দিতে হয় কিনা জানতে চাইলে তারা জানায় এখান থেকে বালু নিলে কোন রয়েল টি লাগে না।
    এই ব্যাপারে পুকুরের আদম খা জানান, তিনি মৌখিক ভাবে অনুমতি নিয়েছেন বালু উত্তোলন করার।
    এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাহাত বীন কুতুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্ত পূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সালের সঙ্গে যোগাযোগ করার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি জানা ছিল না। শিঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।
  • মাধবপুরে স্টার সিরামিক ফ্যাক্টরীতে আগুন।

    মাধবপুরে স্টার সিরামিক ফ্যাক্টরীতে আগুন।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে স্টার সিরামিক ফ্যাক্টরীতে অগ্নিকন্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক ভাবে জানা যায়নি।
    স্থানীয়রা জানান, রোববার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কোম্পানীর ক্যামিকেল গোডাউনের মৌল্ডিং ডিজাইন সেকশনে হঠাৎ করে আগুনের সুত্রপাত দেখতে পায় শ্রমিকরা। মূহুর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ, মাধবপুরের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তিনি বলেন কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত শেষে জানা যাবে। এছাড়া কি পরিমাণ ক্ষতি হয়েছে এই মুহুর্তে নির্ধারণ করা যাচ্ছে না।
  • মাধবপুরে চা বাগানে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায়  ডাকাত দলের ৯ গ্রেফতার।

    মাধবপুরে চা বাগানে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৯ গ্রেফতার।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি। 
    হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে সংগঠিত দুর্ধর্ষ ডাকাতি ঘটনায় ডাকাত দলের মূলহোতা ও লুণ্ঠিত মালামালসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ও মাধবপুর থানার পুলিশ । গ্রেফতারকৃত ডাকাতদের রোবার (১৭ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ জেল কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের আবু জাহের শুক্কর মিয়ার পুত্র এমদাদুল হক মিলন( রিপন মিয়া) (৩৮), একই গ্রামের মোঃ শফিকুল ইসলামের পুত্র মোঃ নাজমুল ইসলাম নাজমুল (৩১), আবু সাঈদের পুত্র মোঃ হৃদয় মিয়া (২৮), হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বারাচান্দিড়া গ্রামের মৃত ফজলুল হক এর পুত্র মো: রমজান মিয়া (৩২), একই উপজেলার চৌমুহনী ইউনিয়নের হবিবপুর গ্রামের মৃত তাজুল ইসলাম এর পুত্র মো: রুবেল মিয়া (২৫), শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত নানু মিয়ার পুত্র মো: কামাল মিয়া(২৭), মাধবপুর পৌরসভার মেরাগাছ এলাকার মো: ছুরুক মিয়ার পুত্র মো: শাব্বাশ মিয়া(২০) ও জাহের মিয়ার পুত্র স্বপন মিয়া(২১) এবং পূর্ব মাধবপুর গ্রামের মো: ছাবেদ আলীর পুত্র মো: শামীম হোসেন ইমরান (২১) । মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাতে ও শনিবার দিনব্যাপী মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়। র‍্যাব ৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল জানান, গত শুক্রবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তিন ডাকাতকে গ্রেফতার করে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য গত বুধবার( ১২ ডিসেম্বর) মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক থেকে তেলিয়াপাড়া চা বাগানে যাওয়ার ফাঁড়ি রাস্তায় গাছ ফেলে রাত সাড়ে ৯টা থেকে ১১ টা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপি ডাকাতি সংগঠিত হয়। এসময় ন্যাশনাল টি কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার এমদাদুল হক মিঠু ও তার পরিবার এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী সহ ২০/২৫ জনকে অস্ত্রের মুখে আটক করে হাত পা মুখ বেধে সবকিছু নিয়ে যায় ১৫/১৬ সদস্যের ডাকাতদল। পরবর্তীতে ওই ঘটনায় ১৩ ডিসেম্বর বাগানের গাড়ীর চালক বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতনামা ১৫/১৬ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করে। মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত দলের পলাতক  সদস্যদের পরিচয় পাওয়া গেছে। বাকি ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
  • মাধবপুরে বিজয় দিবস উদযাপন।

    মাধবপুরে বিজয় দিবস উদযাপন।

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্যদিয়ে হবিগঞ্জের মাধবপুরে উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস ১৬ডিসেম্বর। দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
    কর্মসূচির শুরুতেই শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৩১বার তপ্পোধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এরপর প্রথমে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসনসহ সরকারি, বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক দল এবং উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
    এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, ওসি রকিবুল ইসলাম খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থীসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
     এরপর সকাল সাড়ে ৮টা থেকে উপজেলার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
  • মাধবপুরে দুর্ধর্ষ ডাকাতি-লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার  ৩।

    মাধবপুরে দুর্ধর্ষ ডাকাতি-লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার  ৩।

    নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।  
    গ্রেফতারকৃত তিনজন ডাকাতকে শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ জেল কারাগারে  সোপর্দ করা হয়েছে। মাধবপুর চা বাগানে দুর্ধর্ষ ডাকাতি ঘটনায় ডাকাত দলের মূলহোতা ও লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের তিন সক্রিয় ডাকাতকে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।
    গ্রেফতারকৃতরা হলেন: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের আবু জাহের শুক্কর মিয়ার পুত্র এমদাদুল হক মিলন রিপন মিয়া (৩৮), একই গ্রামের মোঃ শফিকুল ইসলামের পুত্র  মোঃ নাজমুল ইসলাম নাজমুল  (৩১), আবু সাঈদের পুত্র  মোঃ হৃদয় মিয়া (২৮)। এ তথ্য নিশ্চিত করে র‍্যাব ৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল জানান এর আগে ১৫ ডিসেম্বর শুক্রবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানি কমান্ডারের নেতৃত্বে  একটি আভিযানিক দল   ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে
    তেলিয়াপাড়ায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার মূলহোতা সহ তিনজনকে গ্রেপ্তার করে আসামীদের  মাধবপুর থানায় হস্তান্তর করেন। উল্লেখ্য  গত ১২ ডিসেম্বর  বুধবার রাত আনুমান  সাড়ে ১০টায়  মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউপির অন্তর্গত সুরমা চা বাগানের মঈন টিলার  ২ নং সেকশনের  তেলিয়াপাড়া চা বাগানের পতিত ঘরের সামনে চা বাগানের ম্যানেজারের বাংলো থেকে ফেরার পথে অজ্ঞাতনামা ১৫/১৬ জনের  ডাকাত দল  দেশীয় অস্ত্রশস্ত্রসহ রাস্তার উপর গাছ ফেলে চলন্ত গাড়ির গতিরোধ করে যাত্রী ও ড্রাইভারদের হাত বেঁধে মূল্যবান জিনিসপত্রসহ মোবাইল ফোন ও নগদ টাকা  ডাকাতি করে নিয়ে যায়। পরবর্তীতে ওই ঘটনায় ১৩ ডিসেম্বর বাগানের  গাড়ীর চালক বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতনামা ১৫/১৬ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করে।  চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশব্যাপী ব্যাপক আলোচনার ঝড় তুলে। এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯ চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তির সহায়তায় ৩জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
  • মাধবপুরে বাজারে বিক্রি হচ্ছে বিষাক্ত ফল ড্রাগন।

    মাধবপুরে বাজারে বিক্রি হচ্ছে বিষাক্ত ফল ড্রাগন।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
    হবিগঞ্জের মাধবপুরের বিভিন্ন হাট- বাজার প্লান্ট গ্রোথ হরমোন দিয়ে বড়ো করা ড্রাগন ফল বিক্রি হচ্ছে দেদারসে। অতিরিক্ত পরিমাণে হরমোন জাতীয় ঔষধের ব্যবহার করার ফলে এসব ড্রাগন ফল আকারে অনেক বড়ো হচ্ছে।
    ফলে ক্রেতারা আকৃষ্ট হয়ে ফল ক্রয় করে প্রতারিত হচ্ছেন, পড়ছেন স্বাস্থ্যঝুঁকিতে। জানাযায়, ড্রাগন ফলের অনেক ঔষধি গুণ থাকায় দিনদিন এই ফলটির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এই সুযোগে এক শ্রেণির অসাধু কৃষক অতিরিক্ত মুনাফা লাভের আশায় প্লান্ট গ্রোথ হরমোন  (পিজিআর, কাল্টার, জিব্রলিন্স, জিএ থ্রি) অতিরিক্ত পরিমাণে ব্যবহার করে সময়ের আগেই ড্রাগন ফলকে বড়ো করে বাজারে বিক্রি করছেন।
    মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো: আল মামুন হাসান জানান, এ-সব ফল খাওয়ার ফলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারে। মাধবপুর উপজেলার কৃষকদের ইতিমধ্যেই পরামর্শ দেওয়া হয়েছে এসব ঔষধ ব্যবহার না করার জন্য। স্থানীয় কৃষকেরা এসব ঔষধ ব্যবহার করেন না। বাজারে এখন যে ড্রাগন ফল বিক্রি হচ্ছে তা বাহির থেকে আসছে। তিনি ক্রেতাদের পরামর্শ দিয়ে বলেন, যেসকল ড্রাগন ফল অতিরিক্ত হরমোন দেওয়া হয় সেগুলোর কিছু অংশ লাল কিছু অংশ সবুজ থাকে।  ড্রাগন ফল যখন পাকে তখন একসঙ্গে সম্পুর্ন ফল লাল হয়ে যাবে।
    অর্ধেক সবুজ অর্ধেক লাল এমন হবে না। স্বাভাবিক ভাবে পাকা ফলের স্বাদ মিস্টি হবে আর হরমোন দিয়ে পাকানো ফলের স্বাদ হালকা টক হবে। এছাড়া স্বাভাবিক ভাবে পাকা ফলের চামড়া পাতলা হবে আর হরমোন দিয়ে বড়ো করা ফলের চামড়া মোটা হবে। তিনি সবাইকে ড্রাগন ফল ক্রয় করার আগে উল্লেখিত বিষয়গুলো দেখে ক্রয় করার পরামর্শ দেন।
  • মাধবপুরে রাস্তায় গাছ ফেলে ডাকাতি: টাকা, মোবাইল স্বর্ণালঙ্কার লুট।

    মাধবপুরে রাস্তায় গাছ ফেলে ডাকাতি: টাকা, মোবাইল স্বর্ণালঙ্কার লুট।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা বাগান এলাকায় রাস্তায় গাছ ফেলে ঘন্টা ব্যাপি ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা চা বাগানের ডিজিএমসহ কয়েকটি গাড়ী আটক করে নগদ টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় এখন পর্যন্ত জড়িত কাউকে আটক করা সম্ভব হয় নাই।
    ভুক্তভোগীরা জানান, মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় রাস্তায় রাত সাড়ে ১০টার দিকে একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে গাড়ী আটকে ডাকাতি করে। এসময় ১০/১২ জন সংঘবদ্ধ ডাকাত ন্যাশনাল টি কোম্পানীর ডিজিএম কাজী এমদাদুল হকের গাড়ীসহ বিভিন্ন গাড়ী আটক করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায়।
    এঘটনায় ভুক্তভোগী লস্করপুর ভ্যালি চেয়ারম্যান ও ন্যাশনাল টি কোম্পানীর ডিজিএম এমদাদুল হক জানান, রাতে আমার পরিবার নিয়ে তেলিয়াপাড়া চা বাগান থেকে যাওয়ার পথে ডাকাতরা রাস্তায় গাছ ফেলে গাড়ী আটক করে। পরে আমাদেরকে গাছের সাথে বেঁধে নগদ টাকা,স্বর্ণালঙ্কার মোবাইলসহ জরুরী জিনিসপত্র নিয়ে গেছে।
    আরেক ভুক্তভোগি শাহজাহানপুর ইউনিয়ন চেয়ারম্যান পারভেজ চৌধুরী বলেন, আমরা ওই এলাকায় যাওয়ার সময় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ীর আইসিকে অবগত করে গেলেও তিনি আমাদের নিরাপত্তায় কোন ব্যবস্থা নেয় নি।
    পরবর্তীতে খবর পেয়ে তেলিয়াপাড়ায় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অনিক চন্দ দেবসহ একদল পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়।পরে অতিরিক্ত পুলিশ সুপার ( মাধবপুর-চুনারুঘাট সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তীসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।
    এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঘটনার পরপরই আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আসামীদের সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খাঁন বলেন, ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
  • মাধবপুরে আওয়ামী লীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত।

    মাধবপুরে আওয়ামী লীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত।

    নাহিদ মিয়া মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত।
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায়  আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল হোসেন চৌধুরী সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ  জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট ফজলে আলী। প্রধান অতিথির বক্তব্যে বলেন দেশের উন্নয়নের অগ্রযাত্রা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও সকলের আন্তরিক প্রচেষ্টায় ৭ জানুয়ারী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফজল চৌধুরী (মেম্বার), ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, নরুত্তম মেম্বার, ফরুক মিয়া মেম্বার,বশু চৌধুরী, সাইফুল ইসলাম  মেম্বার, তপন কুমার সরকার, জীবন সূত্র ধর, চন্দন সরকার, শ্রমিক নেতা আলম মিয়া। যুবলীগ সভাপতি মো: এরশাদ আলী, সাধারণ সম্পাদক প্রনব ভৌমিক, সুজিত দাস , ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্র লীগ নেতা অভিশান্ত সরকার সহ সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক  নেতৃবৃন্দ।
    সভায় সর্বসম্মতিক্রমে তোফায়েল হোসেন চৌধুরী অপুকে আহবায়ক এবং সেক্রেটারি মিজানুর রহমানকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট আন্দিউড়া  ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।’
  • মাধবপুরে ১৪শ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আলী আকবর গ্রেফতার।

    মাধবপুরে ১৪শ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আলী আকবর গ্রেফতার।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট আলী আকবর (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের (পশ্চিম মাধবপুর গ্রামের) দেলোয়ার আলী’র পুত্র। পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার (৯ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদ এর নেতৃত্বে এএসআই নূরুল হক সহ পুলিশের একটি দল পৌরসভার পশ্চিম মাধবপুরে আলী আকবর এর বাড়িতে অভিযান চালিয়ে ১৪শ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে। উল্লেখ্য আলী আকবরের বিরুদ্ধে ২২ টি মাদক মামলা রয়েছে। স্থানীয় ভাবে সে মাদক সম্রাট হিসেবে পরিচিত।
    মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, আলী আকবরের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রবিবার ১৬ ডিসেম্বর দুপুরে হবিগঞ্জ জেল কারাগারে পাঠানো হয়েছে।
  • মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

    মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৬ ডিসেম্বর) সকালের দিকে  গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল কাশেমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী বিল্লাল মিয়াকে পুলিশ। গ্রেফতারকৃত বিল্লাল মিয়া (৩২) উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোড়াপাড়া  গ্রামের জিতু মিয়ার ছেলে। বিল্লাল মিয়া দীর্ঘ দিন পলাতক ছিল।
    মামলা সূত্রে জানা গেছে, মাধবপুর থানাধীন জি আর ২২৬ / ২০১৭ ( মাধবপুর) মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীকে এক বছর দুই  মাস সশ্রম  কারাদণ্ড রায় প্রদান করেন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার আদালত -০১ হবিগঞ্জ।
    এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো: রকিবুল ইসলাম খাঁন জানান, গ্রেফতারকৃত আসামি বিল্লাল মিয়াকে জেল কারাগারে পাঠানো হয়েছে।