Tag: মসজিদ

  • মসজিদের টাকা আত্মসাৎ কারীদের বিচারের দাবীতে রামগঞ্জে মুসল্লীদের মানববন্ধন।

    মসজিদের টাকা আত্মসাৎ কারীদের বিচারের দাবীতে রামগঞ্জে মুসল্লীদের মানববন্ধন।

    মসজিদের টাকা আত্মসাৎ কারীদের বিচারের দাবীতে রামগঞ্জে মুসল্লীদের মানববন্ধন।


    লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার মধ্য করপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের টাকা আত্মসাৎকারী সাধারন সম্পাদক আব্দুল কাদিরের বিচারের দাবীতে শুক্রবার জুম্মার নামাজ শেষে সম্মিলিত মুসল্লিমদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    সাবেক মেম্বার সফি উল্যাহর সভাপতিত্বে মসজিদ সংলগ্ন সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে মসজিদের নতুন ভবন নির্মানের নামে গ্রামবাসীর থেকে ১৩ লক্ষ টাকা অনুদান আদায় করে সিংহ ভাগ টাকা আত্মসাতকারী আব্দুল কাদিরের বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সাবেক সভাপতি সফিকুল ইসলাম, ক্যাশিয়ার ইউসুছ কন্ট্রাক্টর,মুসল্লিম আলী আহমেদ,মোবারক হোসেন,দ্বীন ইসলাম,রুবেল হোসেন,হারুনুর রশিদ,মেম্বার মোঃ আলাউদ্দিন প্রমুখ।

    এ সময় বক্তারা বলেন,মধ্য করপাড়া কেন্দ্রিয় জামে মসজিদ পুরাতন ভবনটি জরাজীর্ন হয়ে যাওয়ায় গ্রামবাসী নতুন বহুতল ভবন নিম্র্না কাজ শুরু করে। মসজিদ নির্মানে ধীরগতি দেখে ৮নং করপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও আ‘লীগের সভাপতি মজিবুর হক মজিবের সার্বিক সহযোগীতা স্থানীয় শিল্পপতি সাহাবুদ্দিন তুর্কী ভবন নির্মানের দায়িত্ব নেয়।

    এই সুযোগে আব্দুল কাদির নানা রকম প্রতারনার আশ্রয় নিয়ে গ্রামবাসীর নিকট থেকে ১৩ লক্ষ টাকা অনুদান হিসেবে আদায় করে সিংহ ভাগ টাকা আত্মসাৎ করেছে। মসজিদের মসল্লিরা বার বার বৈঠকে বসলেও আব্দুল কাদির উপস্থিত হয় না।

    এব্যাপারে জানতে সরেজমিনে আব্দুল কাদির বসতঘরে উপস্থিত হয়ে এমনকি মুঠোফোনেও আব্দুল কাদিরের বক্তব্য নেওয়া সম্ভাব হয়নি।

  • পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণে নিহত ৩০।

    পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণে নিহত ৩০।

    পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণে নিহত ৩০।


    পাকিস্তানের পেশোয়ারে শিয়া মসজিদে বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জন মুসল্লি।

    শুক্রবার (০৪ মার্চ) জুমার নামাজের সময় পেশোয়ারের কোচা রিসালদারে শক্তিশালী বিস্ফোরণ এ ঘটনা ঘটে।
    এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

    পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন জানিয়েছে, দুই হামলাকারী শহরের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালায়। এতে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হন। এরপরেই মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে।

    প্রত্যক্ষদর্শী শায়ান হায়দার জানান, তিনি যখন মসজিদে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন তখন শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান। সূত্র: রুপালি বার্তা।

  • বালিয়াডাঙ্গীর ৬’শ বছর পুরানো ও প্রাচীন তিন গম্বুজ মসজিদ।

    বালিয়াডাঙ্গীর ৬’শ বছর পুরানো ও প্রাচীন তিন গম্বুজ মসজিদ।

    বালিয়াডাঙ্গীর ৬’শ বছর পুরানো ও প্রাচীন তিন গম্বুজ মসজিদ।


    ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার  প্রাচীন নিদর্শন ও প্রত্নসম্পদের মধ্যে একটি সনগাঁও তিন গম্বুজ মসজিদ। মসজিদটি বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে অবস্থিত। স্থানীয়রা বলছেন, মসজিদটি কোন আমলে তৈরি তার সঠিক বর্ণনা নেই। তবে তাঁরা বংশপরম্পরায় জেনেছেন, প্রায় ৬০০ বছর আগে মোঘল সম্রাট শাহ আলমের সময়ে মুসল্লিদের ধর্ম প্রচার ও নামাজ আদায়ের জন্য মসজিদটি নির্মাণ করা হয়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদটি নির্মাণের পর সুধিবাদ নামে এক পীর ধর্মচর্চা ও প্রচারের জন্য সনগাঁও এলাকায় আসেন। সেখানে তিনি নামাজ আদায় এবং ধর্ম প্রচার কার্যক্রম পরিচালনা করেন। পরে তাঁর মৃত্যু হলে মসজিদটির পাশেই দাফন করা হয়, যে সমাধি এখন পর্যন্ত রয়েছে। তবে সুধিবাদ পীর কোন দেশ থেকে এদেশে এসেছিলেন তা জানা যায়নি।


    সরেজমিনে দেখা গেছে, মসজিদটিতে তিনটি গম্বুজ ও তিনটি দরজা রয়েছে। মসজিদটিতে পোড়ামাটির ফলকে বিভিন্ন নকশার প্রতিকৃতি ছিল। তবে বর্তমানে সেগুলো প্রায় বিলুপ্ত। মসজিদের দক্ষিণ পাশে রয়েছে একটি পাকা কূপ। কূপের গায়ে পোড়া মাটির অস্পষ্ট বাংলা লিপি খোদাই করা রয়েছে। তবে কূপটিতে মাটি ভরাট থাকায় কূপের গায়ে বাংলা লিপিতে পোড়া মাটির অস্পষ্ট খোদাই করা লেখা পড়া যায়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মসজিদটি এখনো সুরক্ষিত রয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের পাঠদান কার্যক্রমও অব্যাহত রয়েছে।

    মসজটিতে মুয়াজ্জিনের দায়িত্বে থাকা ইয়াকুব আলী জানান, মসজিদটিতে একটি কাতার থাকার কারণে অনেক মুসল্লির নামাজ আদায়ে সমস্যা হচ্ছিল। এ জন্য বারান্দায় টিনের ছাউনি দিয়ে কাতার বাড়ানো হয়েছে। তবে পুরোনো মসজিদটির কাতার ও অন্যান্য ব্যবস্থা আগের মতোই রাখা হয়েছে। কিন্তু গম্বুজগুলোর ওজন বেশি হওয়ার কারণে ধীরে ধীরে মাটির নিচে দেবে যাচ্ছে মসজিদটি এবং পোড়ামাটির ফলকে বিভিন্ন নকশার যেসব প্রতিকৃতি ছিল, বর্তমানে সেগুলো প্রায় বিলুপ্ত হওয়ার পথে।

    স্থানীয় সাবেক ইউপি সদস্য মশিউর রহমান বলেন, শুক্রবার জুম্মার নামাজে তিন শতাধিক মুসল্লি মসজিদটিতে আসে। দেখাশোনার দায়িত্বে একজন মুয়াজ্জিন, দুজন ইমাম রয়েছেন।

    বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন বলেন, ‘জেলা প্রশাসন থেকে প্রাচীন নিদর্শন ও প্রত্নসম্পদগুলো রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সনগাঁও তিন গম্বুজ মসজিদটিও তালিকায় রয়েছে।’


    ঠাকুরগাঁও জেলা শহর হয়ে ২৩ কিলোমিটার দূরে বালিয়াডাঙ্গী উপজেলায় যাবেন। এরপর সেখান থেকে চার কিলোমিটার দূরে কালমেঘ বাজারে যাবেন। সেখান থেকে দুই কিলোমিটার উত্তর দিকে সনগাঁও গ্রামে ভ্যান বা রিকশা দিয়ে অতি সহজেই এই মসজিদে যেতে পারবেন।

  • ওসমানীনগরে আহমেদ শফী মসজিদ ও এতিমখানার উদ্বোধন।

    ওসমানীনগরে আহমেদ শফী মসজিদ ও এতিমখানার উদ্বোধন।

    ওসমানীনগরে আহমেদ শফী মসজিদ ও এতিমখানার উদ্বোধন।


    সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের এক টানা দুই বারের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: গোলাম কিবরিয়ার পারিবারিক উদ্যোগে নির্মিত আহমেদ শফী মসজিদ ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে। ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার প্রয়াত দাদা আহমেদ শফীর নামে এই মসজিদ ও এতিম খানার নাম করণ করা হয়েছে।

    সিকন্দরপুর পশ্চিমগ্রামে ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার নিজ বাড়ির পাশে নির্মিত মসজিদ ও এতিমখানা সোমবার দুপুরে মিলাদ দোয়া মাহফিলের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়। দোয়া পরিচালনা করেন, হাইকোর্ট জামে মসজিদের খতিব আহমদ হাসান চৌধুরী।

    মিলাদ শেষে উমরপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আব্দাল মিয়া, আলাউর রহমান আলা, কোষাধক্ষ্য শাহ-নূর রহমান শানুর, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, যুক্তরাজ্য আওয়ামীলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ মিছবা আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা বাবলু মিয়া,শানুর আহমদ,যুক্তরাজ্য প্রবাসী সিতু রশিদ কামাল, বাবুল মিয়া, সাজ্জাদুর রহমান,আজিজুর রহমান, আলতাফুর রহমান,জেলা যুবলীগ নেতা মনির মিয়া,উপজেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি চঞ্চল পাল,উপজেলা যুবলীগে সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্থ, উমরপুর ইউনিয়নের সচিব মারতি নন্দন ধাম প্রমুখ।

    সংক্ষিপ্ত সভায় বক্তরা বলেন, নৌকা প্রতিক নিয়ে গোলাম কিবরিয়া পুনরায় উমরপুর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন।  উন্নয়নমুলক কাজ করায় ইউনিয়নবাসী গোলাম কিবরিয়াকে আবারো মূল্যায়ন করেছেন। এতিম শিশুদের কথা চিন্তা করে পরিবারের উদ্যোগে গোলাম কিবরিয়া আহমেদ শফী‘র নামে দৃষ্টিনন্দন মসজিদ ও এতিমখানা নির্মান করেছেন সেটা সত্যি প্রশংসনীয়।

    এই মসজিদ ও এতিমখানা নির্মানে এতিম শিশুরা ধর্মীয় শিক্ষা ও আশ্রয় পাবে। মসজিদ ও ও এতিমখানার পাশাপাশি ইবাদতবন্দিগীর পাশাপাশি আরো অনেক সামাজিক কর্মকান্ডের প্রাণকেন্দ্রে পরিণত হবে। পারিবারিক ভাবে এতো বড় একটি মহতী কাজ করায় চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা।

    অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ইউপি সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • বাঘায় আড়ানী পৌরসভার মাষ্টারপাড়া মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন।

    বাঘায় আড়ানী পৌরসভার মাষ্টারপাড়া মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন।

    রাজশাহীর বাঘায় আড়ানী পৌরসভার মাষ্টারপাড়া জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার সময় এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
    আড়ানী পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ ও  মাষ্টারপাড়া মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসরাফ আলী নির্মাণ কাজের শুভ উদ্বোধন  করেন। আড়ানী পৌরসভায় বসবাসকারী মৃত উপ-কমিউনিটি মেডিকেল অফিসার আলহাজ্ব  জনাব আলীর বাড়িসহ ৮.৭৫ শতাংশ জমি ও নগদ সাত লক্ষ টাকা মাষ্টারপাড়া জামে মসজিদের নামে দান করেন তাঁর পরিবার। পরে এলাকার স্থানীয় লোকজনের সহযোগিতায়  দ্বিতলা মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
     উপস্থিত ছিলেন, আড়ানী মাষ্টার অধিবাসী বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম ,আড়ানী পৌর বাজার ড্রাগিষ্ট এ্যান্ড কেমিষ্ট সমিতির  সভাপতি মোজাহিদুল ইসলাম হিমেল , আড়ানী কওমি মাদ্রাসার সুপার কামরুজ্জামান , আব্দুল কুদ্দুস , বাবুল ইসলাম প্রমুখ।
  • নাগরপুরে মসজিদ মাদ্রাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন।

    নাগরপুরে মসজিদ মাদ্রাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন।

    নাগরপুরে মসজিদ মাদ্রাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন

    স্টাফ রিপোর্টারঃ টাংগাইলের নাগরপুরে ভাড়রা ইউনিয়নের শাখাইল কবরস্থান মসজিদ মাদ্রাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

    রবিবার(৭ নভেম্বর), সকালে এ মসজিদ মাদ্রাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সদস্য ও অত্র মসজিদ মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সভাপতি আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান,যুগ্ম সম্পাদক মোঃ মামুন, মোঃ আব্দুল হাই প্রমুখ।

    উল্লেখ্য, কুয়েতের অনুদান ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে অত্র প্রতিষ্ঠানের নির্মান কাজ সম্পন্ন হবে।

  • লক্ষ্মীপুরে নদীভাঙ্গা-ভূমিহীনদের কবরস্থান ও মসজিদের ফলক উন্মোচন।

    লক্ষ্মীপুরে নদীভাঙ্গা-ভূমিহীনদের কবরস্থান ও মসজিদের ফলক উন্মোচন।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে লক্ষ্মীপুর রামগতি সড়কের দুইপাশে বসবাসকারী নদীভাঙ্গা ভূমিহীন প্রায় ২ হাজার মানুষের জন্য কবরস্থান ও মসজিদের ফলক উন্মোচনের পর মতবিনিময় অনুষ্ঠান হয়েছে।

    মঙ্গলবার ৫ অক্টোবর দুপুরে কবরস্থান ও মসজিদের ফলক উন্মোচন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.বেনজীর আহমেদ। এর আগে পুলিশের উদ্যোগে জমি কিনে রেজিষ্ট্রি করা হয়। পরে জমিতে সীমানা প্রাচীর তুলে কবরস্থান ও মসজিদ নির্মাণ করা হয়। সেখানে গভীর নলকূপ, মরদেহ ধোঁয়ারঘর ও বাথরুম রয়েছে। প্রধান সড়ক থেকে কবরে যাওয়ার জন্য রাস্তাও সংস্কার করা হয়েছে।

    আজ আনুষ্ঠানিকভাবে ভূমিহীনদের কবরের জমির দলিল বুঝিয়ে দেয়া হয়।জেলা পুলিশ সুপার (এসপি) ড.এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অথিতি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মির্জা।

    এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন ও অতিরিক্ত ডিআইজি মোঃসাইফুল ইসলাম প্রমুখ।

    এ সময় বক্তব্যে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড.এএইচএম কামরুজ্জামান বলেন,সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা প্রামে জমি কিনে কবরস্থানটি করা হয়েছে। সেখানে ১০ হাজার মানুষকে কবর দেওয়ার ব্যবস্থা রয়েছে। মানবিক কারণে আইজিপির উদ্যোগে জেলা পুলিশ কাজটি বাস্তবায়ন করেছেন।

  • তালেবান গোষ্ঠীর প্রশংসায় বক্তব্য; মসজিদের খতিব আটক।

    তালেবান গোষ্ঠীর প্রশংসায় বক্তব্য; মসজিদের খতিব আটক।

    আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর প্রশংসা করে বক্তব্য দেয়ার অপরাধে তিউনিশিয়া সরকার দেশটির একটি মসজিদের খতিবকে আটক করেছে। ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর নিশ্চিত করেছেন।

    ওই বার্তায় বলা হয়েছে,তালেবান আফগানিস্তান ক্ষমতা দখল করার পর তিউনিশিয়ার আল-কাসেরিন শহরের একটি মসজিদের ওই খতিব সম্প্রতি তালেবানের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।

    এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর কাসেরিন শহরের একজন মেজিস্ট্রেট ওই খতিবকে আটক করার নির্দেশ দেন। খতিব সাহেবের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত শুক্রবারের জুমার নামাজের খুতবায় তালেবানদের প্রশংসা করে বক্তব্য রাখেন।ওই খতিবকে আটকের পর সন্ত্রাস বিরোধী বিশেষ আদালতে সোপর্দ করা হয়েছে। তবে বার্তায় ওই মসজিদ ও খতিবের নাম উল্লেখ করা হয়নি। অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিচ্ছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।

    আফগানিস্তানের তালেবানদের হাতে দেশটির রাজধানী কাবুলের পতন হয়। বিশ্লেষকরা বলছেন, আমেরিকাসহ পশ্চিমা দেশ গত ২০ বছর ধরে আফগানিস্তানকে তাদের মতো করে পুনর্গঠনের যে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তালেবানের ক্ষমতা দখলের ফলে তাদের সকল প্লান পুরোপুরি ব্যর্থ হয়েছে।

    কাবুল নিয়ন্ত্রণ গ্রহণ করার ২০ দিন পর তালেবান মোল্লা হাসান আখুন্দের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে।
    সূত্রঃ আমার সংবাদ

  • বগুড়ার নন্দীগ্রামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন পেল ঈদ উপহার

    বগুড়ার নন্দীগ্রামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন পেল ঈদ উপহার

    দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় বগুড়ার নন্দীগ্রামে পৌরসভায় ৯৪ জন ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার দিলেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।

    শনিবার(১৭ জুলাই) দুপুরে নন্দীগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পৌরসভার ৯ টি ওয়ার্ডের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এই ঈদ উপহার দেয়া হয়।

    উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চাল, মাস্ক, স্যানিটাইজার, সাবান। এছাড়া ভাটগ্রাম ও বুড়ইল ইউনিয়নের ২’শ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, পৌর আথলীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, আথলীগ নেতা শফি উদ্দিন, সাইফুল ইসলাম গোলাপ, জুলফিকার আলী, কালিপদ রায়, মুক্তার হোসেন, মোজ্জামেল হক, সরফুল হক উজ্জল, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, উপজেলা সেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিকলীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম-আহবায়ক সানোয়ার হোসেন মিলন, আরাফাত হোসেন, যুবলীগ নেতা সুজন প্রামানিক, ফারুক হোসেন, ছাত্রলীগের সহ-সভাপতি আল নোমান নাদিম, যুগ্ম-সম্পাদক আবু তৌহিদ রাজীব, ছাত্রলীগ নেতা সজিব আহসান, আল-জাহিদ প্রমূখ।

  • আশুলিয়া মসজিদে দানের টাকা আত্মসাৎ বলাতে ইমামকে হত্যার হুমকি।

    আশুলিয়া মসজিদে দানের টাকা আত্মসাৎ বলাতে ইমামকে হত্যার হুমকি।

    ঢাকার আশুলিয়া মসজিদে দানের টাকা আত্মসাৎ হয়েছে একথা বলাতে ইমামকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

    এঘটনায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহবুদ্দিন মাদবর ও তার আপন ভাই মোঃ আশরাফ উদ্দিন মাদবর ও তার বোন জামাই মোঃ মজিবর রহমানের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।

    গত( ৩০ শে জুন ) টাকা আত্মসাৎ ও হুমকির বিষয়ে এ অভিযোগ দায়ের করেন আশুলিয়ার খেজুর বাগান কেন্দ্রীয় মসজিদুন নূরের ইমাম মুফতি মাসউদ মুস্তফা।

    অভিযোগ পত্রে উল্লেখ্য করা হয় মুসল্লিদের নিকট থেকে প্রাপ্ত দানের টাকার হিসাব চেয়ে সবাইকে তা পরিস্কার করতে বলেন মসজিদের ইমাম মুফতি মসিউদ মুস্তফা। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরের ও তার ছোট ভাই আশরাফ উদ্দিন মাদবর। ঘটনার এক পর্যায় মসজিদের ইমামকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোসহ অকথ্য ভাষায় গালমন্দ করেন তারা।

    এবিষয়ে মুফতি মাসউদ মুস্তফা বলেন দীর্ঘদিন ধরে ওয়ান টাইম রশিদে মুসুল্লিদের টাকা আদায় করে আসছিল তারা। আমি ওয়ান টাইম রশিদ বাদ দিয়ে কার্বন কপিযুক্ত রশিদের টাকা জমা রাখার কথা বলি এবং প্রত্যেক সপ্তাহে সবার সামনে অর্থের হিসাব পরিস্কার করতে বলি। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান এবং তার ভাই আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এমনকি আমাকে যারা সাহায্য করবে তাদেরকেও হত্যা করা হবে বলেও হুমকি দেন তারা।

    আমি নিরুপায় হয়ে মুসুল্লিদের দানের টাকা রক্ষা ও আমার জীবনের নিরাপত্তার জন্য আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছি।

    তিনি আরো জানান চেয়ারম্যান অনেক প্রভাবশালী আমাকে পেলে ওরা মেরে ফেলবে। বিভিন্ন মানুষকে দিয়ে ফোন করাচ্ছে। আমি এখন পালিয়ে গা ঢাকা দিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগচ্ছি।

    নাম প্রকাশ না করায় এক স্থানীয় বলেন আশরাফ উদ্দিন মাদবর আমাদের মসজিদের উপদেষ্টা, উনি যখন যে সিদ্ধান্ত নেন তাই আমাদের মেনে নিতে হয়। শাহবুদ্দিন চেয়ারম্যানের ভাই দেখে কেউ তাকে কোনো কথা বলার সাহস পায়না।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহবুদ্দিন মাদবর মোবাইল ফোনে বারবার কল করা হলেও তাকে পাওয়া যায়না।

    অন্যদিকে তার ভাই আশারাফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করে তিনি বলেন হুজুর আমার বিরুদ্ধে মিথ্যাচার করে আসছে। উনি একটা কাফের, উনি নাস্তিক। মসজিদের উপদেষ্টা হিসেবে আছি। মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি আছে। মাসউদ মুস্তফা ইমামের চাকরি করেন।আয় ব্যয়ের হিসাব রেখে ষড়যন্ত্রমূলকভাবে এসব অপপ্রচার চালিয়ে আসছে পতিপক্ষের লোকজন।

    এ ব্যাপারে আশুলিয়া থানার উপ- পরিদর্শক ফরহাদ বিন করিম বলেন অভিযোগের কপি হাতে পাওয়ার পর এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।