Tag: ভারত

  • বাঁশখালীর ৩২ জেলে, ভারতে আটক, সাড়ে ৩ মাসেও মুক্তি মেলেনি।

    বাঁশখালীর ৩২ জেলে, ভারতে আটক, সাড়ে ৩ মাসেও মুক্তি মেলেনি।

    বাঁশখালীর ৩২ জেলে, ভারতে আটক, সাড়ে ৩ মাসেও মুক্তি মেলেনি।


    জীবন-জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সাড়ে তিন মাসেও বাড়ি ফেরেননি চট্টগ্রাম (১৬) বাঁশখালী উপজেলার আওতাধীন শিলকূপ ইউনিয়নের ৩২ জন জেলে। এ নিয়ে শিলকূপের জেলে পল্লীতে উদ্বেগের শেষ নেই। গত ১৩ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাঁশখালী উপজেলার ৩২ জেলে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হয়েছেন। ফেরার অপেক্ষায় প্রতীক্ষার প্রহর গুনছে পরিবারগুলো। তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সাড়ে তিন মাসেও না ফেরায় চরম অর্থাভাবে কষ্টে দিন কাটছে স্বজনদের।

    তবে নিখোঁজ জেলেরা সাগরে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হয়ে দেশটির কারাগারে বন্দি আছেন বলে চট্টগ্রাম জেলা প্রতিনিধিকে জানিয়েছেন ট্রলার মালিক নুরুল আবছার।

    ভারতের কারাগারে আটককৃত জেলেরা হলেন শিলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামের ওমর মিয়ার ছেলে শাহ আলম, ওমর কাজীর ছেলে ছাবের, আলী আকবরের ছেলে সৈয়দুল আলম, ওমর কাজীর ছেলে হাবিবুর রহমান, মোস্ত্মফা আলীর ছেলে কামাল হোসেন, হাবিব উল্লাহর ছেলে জিয়াউর রহমান, কামাল উদ্দীনের ছেলে দিদারুল আলম ও জয়নাল আবেদিন, মুহাম্মদ আলীর ছেলে নুর হোসেন ও আজগর হোসেন, সিকান্দার আলীর ছেলে আলী আহমদ, মোস্ত্মফা আলীর ছেলে জাফর আহমদ, মো. ইউসুফের ছেলে আকতার হোসেন, হানিফের ছেলে কবির হোসেন, হাসান আলীর ছেলে আবুল হোসেন, আহছান আলীর ছেলে নুরুল ইসলাম, ওমর কাজীর ছেলে জয়নাল উদ্দীন, আবুল কাশেমের ছেলে মাহমুদুল ইসলাম, আবুল কাশেমের ছেলে ওবাইদুল হক, আলী আহমদের ছেলে মো. আবদুল্লাহ, হারুনুর রশিদের ছেলে শামসুল আলম, নবী হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, শাহ আলমের ছেলে মো. ফারুক, আবদুল আজিজের ছেলে মো. জোনাইদ, লাল মিয়ার ছেলে আবদুল আজিজ, নুরুচ্ছফার ছেলে আহমদ নুর, সৈয়দ নুরের ছেলে আরিফ উল্লাহ, আবদুস সালামের ছেলে হোসেন আহমদ, মোস্ত্মফা আলীর ছেলে নুরুল আলম, নজির আহমদের ছেলে জসীম উদ্দীন এবং আমির আমজার ছেলে মো. ইয়াছিন।

    ভারতের কারাগারে থাকা জেলে মুহাম্মদ ইয়াছিনের পিতা আমির হামজা বলেন, ্তুআমরা খুব আর্থিক কষ্টের মধ্যে আছি। আমার ছেলের উপার্জনে আমাদের পুরো পরিবার চলতো। উপজেলা প্রশাসনের কাছ থেকে আমরা কিছু খাদ্যসামগ্রী পেয়েছিলাম। এগুলো দিয়ে কয়েকদিন চলেছিল। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২ থেকে ৩ বার খাদ্য সহায়তা পেয়েছি। এখন চরম আর্থিক সংকটের মধ্যে আছি।

    ফিশিং বোট মালিক নুরুল আবছার চট্টগ্রাম জেলা প্রতিনিধিকে বলেন, ্তুগত ৮ ফেব্রুয়ারি তারা সাগরে যায়। এর মধ্যে ১৩ ফেব্রুয়ারি সাগরে ঘন কুয়াশায় পথ হারিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে। তখন ট্রলারসহ তাদের আটক করে ভারতীয় কোস্টগার্ড। নানা মাধ্যমে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হই। এ বিষয়ে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ৩২ জেলে বর্তমানে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ নামখানা কারাগারে বন্দি আছেন বলে শুনেছি। তাদের মুক্তির জন্য আমি কাজ করে যাচ্ছি।’

    শিলকূপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিকে বলেন, ্তুবাঁশখালীর ৩২ জেলে সাগরে মাছ ধরতে গিয়ে সাড়ে তিন মাস ধরে ভারতের কারাগারে বন্দি আছেন। তাদের একমাত্র পেশা মাছ ধরা। তাদের আর্থিক অবস্থা অত্যন্ত্ম খারাপ। যারা আটক হয়েছেন তাদের মধ্যে অনেকেই আছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

    তিনি জেলেদের মুক্তির জন্য বাংলাদেশ সরকারের স্বরাষট্রমনত্রণালয়ের সারবিক সহযোগিতা কামনা করেন।
    শিলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মু. নাজিম উদ্দিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিকে বলেন, ্তুভারতে আটক জেলেদের ছাড়িয়ে আনার চেষ্টা চলছে। ভারতের আদালতে মামলা চলছে। মামলা পরিচালনার সব অর্থ ট্রলার মালিক বহন করছে। ভারতীয় দূতাবাসেও জেলেদের মুক্তির বিষয়ে সহায়তা চেয়ে আবেদন জানানো হয়েছে। বাংলাদেশ থেকে আমাদের একজন প্রতিনিধি আবুল বাশার ভারতীয় আদালতে আটক জেলেদের মুক্তির জন্য সারবক্ষণিক কাজ করে যাচ্ছে। আশা করছি শিগগিরই জামিনে মুক্তি পেয়ে দেশে ফিরতে পারবেন জেলেরা।্থ

    বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, ্তুবাঁশখালীর ৩২ জেলে সাগরে মাছ ধরতে গিয়ে ভুলবশত ভারতে জলসীমায় ঢুকে যায়। এরপর তাদেরকে সে দেশের কোস্টগার্ড আটক করে নিয়ে যায়। এমন তথ্য দিয়ে ট্রলার মালিক নুরুল আবছার থানায় একটি জিডি করেছিলেন। এ জিডি মূলে তারা উপজেলা নিরবাহী কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেছিল বলে শুনেছি। তবে বর্তমান কী অবস্থা তা আমার জানা নেই।

    উপজেলা নিরবাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, ্তুঘটনার পর পরই স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় ভারতে আটক ৩২ জেলেদের তালিকা করা হয়েছিল। তালিকাটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আটক জেলেদের পরিবারে খাদ্য সহায়তা দেওয়া হয়েছিল। খুব শিগগির তাদের ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানান তিনি।’

    জেলেদের মুক্তির জন্য বাংলাদেশ থেকে প্রতিনিধি হয়ে ভারতীয় আদালতে কাজ করেন আবুল বাশার। ভারত থেকে তিনি মুঠোফোনে চট্টগ্রাম জেলা প্রতিনিধিকে বলেন, ‘চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত্ম ভারতের আদালত ছুটিজনিত কারণে ১০দিন বন্ধ আছে। বন্দী জেলেদের মুক্তির জন্য ভারতীয় আদালতে আবেদন জানিয়েছি। কোর্ট খোলার পর বন্দী জেলেদের মুক্তির বিষয়টি জানতে পারবো। এখন পর্যন্ত্ম রায় না পাওয়ায় কিছুই বলা যাচ্ছে না।

     

  • ভারতে অস্ত্রোপচার না কারণ জানালেন মাশরাফি বিন মর্তুজা।

    ভারতে অস্ত্রোপচার না কারণ জানালেন মাশরাফি বিন মর্তুজা।

    ভারতে অস্ত্রোপচার না কারণ জানালেন মাশরাফি বিন মর্তুজা।


    আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও গত দুই বছর ধরে জাতীয় দলে নেই মাশরাফি বিন মর্তুজা।

    তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ কিংবা ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন নিয়মিতই। চলতি ডিপিএলেও লেজেন্ডস অব রুপগঞ্জের হয়ে খেলার প্রস্তুতি নিচ্ছেন এখন।

    সম্প্রতি কোমরের ডিস্ক সমস্যায় অস্ত্রোপচার করার উদ্দেশে ভারতে যান এ সাবেক অধিনায়ক। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার অ্যাপয়েনমেন্ট নেন। তবে সেখানে চিকিৎসকদের পরামর্শে অপারেশন না করেই দেশে ফেরেন।কী কারণে অপারেশনটি করালেন না সে ব্যাখ্যা দিয়েছেন মাশরাফি।

    বৃহস্পতিবার (১৭ মার্চ) রুপগঞ্জের দলীয় অনুশীলনের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের এ সফলতম অধিনায়ক বলেন, ‘আমি (ভারত থেকে) চিকিৎসা করিয়ে এসেছি। সার্জারি করলে লম্বা সময়ের ব্যাপার। এ মুহূর্তে অ্যাডজাস্ট করে যত সময় খেলা যায়। এরপর বড় বিরতি আছে, ঘরোয়া ক্রিকেট তো নেই। এখন সার্জারি করালে হয়তো ঘরোয়া ক্রিকেট মিস হতো।

    প্রায় নয় মাস লেগে যাবে ফিট হতে। আর আমার কাছে মনে হয় না সার্জারি করে নয় মাস রিহ্যাব করে মাঠে ফেরার কোনো পয়েন্ট আছে আমার। যেহেতু জাতীয় দলের কোনো ফোকাস নেই, সার্জারি থেকে যতটা দূরে থাকা যায় আর কি। এখন ম্যানেজ করে যতটুকু খেলা যায় আর কি। আসলে আমার কোনো লক্ষ্য নেই। আমি আগেও বলেছিলাম। শুধুই ভালো লাগা থেকে খেলছি।থ

    ‘নড়াইল এক্সপেসথ খ্যাত তারকা বলেন, ‘ঢাকা লিগে অসংখ্য খেলোয়াড় আছে যারা হয়তো ১০-১৫ বছর খেলছে। তাদের আর লক্ষ্য অন্যদিকে নেই। কেউ রুজি-রুটির জন্য খেলে, কেউ ভালো লাগার জন্য খেলে। খেলাটাই আনন্দ তাদের কাছে, তাই খেলে। আমার কাছে খেলাটা সবসময় উপভোগের। দেখা যাক কতদিন খেলতে পারি।

  • ভারতের সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে বিএসএফ জওয়ান নিহত।

    ভারতের সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে বিএসএফ জওয়ান নিহত।

    ভারতের সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে বিএসএফ জওয়ান নিহত।


    ভারতের সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে বিএসএফের সদস্য পাঁচ জোয়ান নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অভিযুক্ত হামলাকারী জওয়ানও রয়েছেন। তিনিই পথমে গুলি চালিয়ে চার জওয়ানকে হত্যা করেছিলেন বলে শোনা যাচ্ছে।

    রোববার (০৬ মার্চ) সকালে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের অমৃতসরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভি।

    প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফের নিহত পাঁচ জওয়ানের একজন রোববার সকালে অন্য সহকর্মীদের দিকে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করলে চারজন নিহত হন। পরে হামলাকারী জওয়ান নিজেও নিহত হন। তবে হামলাকারী জওয়ান কী আত্মহত্যা করেছেন নাকি অন্যদের গুলিতে নিহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

    এনডিটিভি বলছে, কনস্টেবল সাত্তেপ্পা এস কে নামে এক বিএসএফ জওয়ান অন্যদের ওপরে প্রথমে হামলা চালিয়েছিলেন বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া হামলায় আরও এক বিএসএফ সদস্য আহত হয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।

    সংবাদমাধ্যম বলছে, রোববার সকালে অমৃতসরের খাসা এলাকায় বিএসএফের মেসে গোলাগুলি ও প্রাণহানির এই ঘটনা ঘটে। ঘটনাস্থলটি পাকিস্তানের ওয়াগা সীমান্ত ক্রসিং থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

    বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, নিজেদের মধ্যে গোলাগুলি ও হতাহতের ঘটনার খবর পেয়ে বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এছাড়া ঘটনার বিস্তারিত জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে বিএসএফ।

    সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রোববার সকালে অভিযুক্ত কনস্টেবল সাত্তেপ্পার সঙ্গে মেসেরই কয়েকজন বিএসএফ জওয়ানের কথা কাটাকাটি হয়। সেই সময়ই হঠাৎ করেই অভিযুক্ত সাত্তেপ্পা নিজের একে-৪৭ রাইফেল দিয়ে সহকর্মীদের উদ্দেশে গুলি চালাতে শুরু করেন।

    গুলিতে গুরুতর আহত হন ৬ জন। তাদের মধ্যে ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে অভিযোগ। অন্যজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

    অন্যদিকে বিএসএফথর সূত্র দিয়ে সংবাদমাধ্যম বলছে, নিজের রাইফেল থেকে গুলি চালানোর পরই অভিযুক্ত কনস্টেবল সাত্তেপ্পা নিজের গলাতেও গুলি চালান। এতে তিনি নিজেও প্রাণ হারান। গোটা ঘটনার তদন্তে বিএসএফের পক্ষ থেকে কোর্ট অব এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। সুত্রঃ রুপালী বার্তা

  • এক্স মিলানে অংশ নিতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ভারতের উদ্দেশ্যে রওনা।

    এক্স মিলানে অংশ নিতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ভারতের উদ্দেশ্যে রওনা।

    এক্স মিলানে অংশ নিতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ভারতের উদ্দেশ্যে রওনা।


    পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার লক্ষে বন্ধু প্রতীম দেশ ভারতের বিশাখাপাট নামে অনুষ্ঠিত “এক্স মিলান- ২০২২” অংশ নিতে মোংলা ছেড়েছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘বিএনএস ওমর ফারুক।’

    মঙ্গলবার ২২ ফেব্রুয়ারী দুপুর ১টায় জাহাজটি মোংলা নৌ জেটি থেকে ভারতের বিশাখাপাটনাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়।

    এসময় কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মোহাম্মদ আনোয়ার হোসেন (এনডি), এনজিপি, পিসিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটিকে বিদায় জানান।

    জাহাজটি আগামী ২৫ ফেব্রুয়ারী থেকে ৪ মার্চ পর্যন্ত ভারতীয় নৌবাহিনীর আয়োজনে ভারতের বিশাখাপাটনামে অনুষ্ঠিতব্য “এক্স মিলান- ২০২২” এ অংশগ্রহণ করবে।এই “এক্স মিলান-২০২২” এ বিশ্বের প্রায় ৪৬টি দেশের নৌবাহিনী অংশগ্রহণ করবে।

    বাংলাদেশ নৌবাহিনীর ২৮৪ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা “বিএনএস ওমর ফারুক” জাহাজটির অধিনায়কের দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভূঁঞা (সি) পিএসসি বিএন।এই সমুদ্র যাত্রা বিএনএস ওমর ফারুক প্রায় ৫২০ নটিক্যাল মাইল বা প্রায় ৯৬২ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দেবে বলে আশা করা যায়।

    এ মহড়ায় বাংলাদেশ ও অংশগ্রহণকৃত পৃথিবীর প্রায় ৪৬টি দেশের নৌবাহিনীর মধ্যে বর্ণিত এক্স মিলান- ২০২২ এর ফলে কুটনৈতিক সম্পর্কোন্নোয়ন, সমুদ্রপথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানব পাচার, অবৈধ মৎস্য আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড রোধে সহায়ক ভূমিকা রাখার পাশাপাশি দেশের মর্যাদা ও ভাবমূর্তি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করবে।

    এছাড়াও উক্ত মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বের ৪৬টি দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে এবং নৌবাহিনীর সদস্যদের পেশাগত মান, দক্ষতা ও কর্মপরিধি বহুলাংশে বৃদ্ধি পাবে বলে প্রতীয়মান। মহড়া শেষে জাহাজটি আগামী ৬ মার্চ দেশে প্রত্যাবর্তন করবে বলে আশা করা যায়।

  • মৌলভীবাজারে বাংলাদেশ-ভারত বর্ডার হাট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন। 

    মৌলভীবাজারে বাংলাদেশ-ভারত বর্ডার হাট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন। 

    দুই দেশের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে কুরমা সীমান্তে সীমান্ত ও ভারতের ত্রিপুরা রাজ্যের ধল‌ই জেলার মধ্যে বর্ডার হাট নির্মাণের কাজ শুরু হয়েছে।
    বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুরমাঘাট এবং ভারতের কমলপুর সীমান্ত এই হাটের ভিত্তি স্থাপনের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি ও ভারতের ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
    এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, এই হাটের মাধ্যমে দুই দেশের বাণিজ্যেরও উন্নতি হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য সীমান্তবর্তী মানুষ হাতের নাগালে পাবে। সীমান্তে চোরাচালান কমে আসবে। স্থানীয়রা নানা পণ্য হাট থেকে কিনতে পারবে। এতে দু-দেশের মধ্যে ভ্রাতৃত্বও বাড়বে। এছাড়া পর্যটনের ক্ষেত্রেও প্রসারতা লাভ করবে।
    ভারতের ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, যখন সীমান্তের দুইদেশের পন্য গুলো খোলা বাজার হয়ে যাবে তখন চোরা চালান বন্ধ হয়ে যাবে। মাতৃতুল্য প্রধানমন্ত্রীর নেতৃতী বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সব সেক্টন এগিয়ে যাছে। আজকের এই দুই দেশের যে লাভবান হবে দুই দেশের যে সু-সম্পর্ক সাংকেতিক সম্পর্ক বৃদ্ধি পাবে।
    মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুরমাঘাট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের ধলই জেলার কমলপুরে এ ই সীমান্ত হাট। হাটটি চালু হলে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত সংলগ্ন অধিবাসীরা উপকৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া শুল্কমুক্ত পণ্য আমদানি ও রপ্তানির মাধ্যমে লাভবান হবে দু’দেশের ব্যবসায়ীরা।
    আনুষ্ঠানিক ভিক্তি প্রস্তর স্হাপন অনুষ্ঠানে আরও অন্যান্য উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী মনোজ কুমার দেব,বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড.মো আব্দুস শহীদ এমপি,দু’দেশের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দগণ।
    জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে দুই দেশের নোম্যান্স ল্যান্ডে ২৭২ শতক ভুমিতে কুরমাঘাট-কমলপুর বর্ডার হাট নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশী টাকার হিসাবে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩০ লক্ষ টাকা। ১৮ টি পণ্য নির্ধারণ করা হয়েছে। যা এই বাজারে কেনা বেচা হবে। প্রতি সপ্তাহের মঙ্গলবার তিনঘন্টার জন্য এই হাট বসবে। ২০২৩ সালে এই হাট চালু হ‌ওয়ার কথা রয়েছে।
    উল্লেখ্য, বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও সীমান্ত এলাকায় বৈধ বাণিজ্য নিশ্চিতে ২০১১ সালে যাত্রা শুরু করেছিল সীমান্ত হাট কার্যক্রম। সীমান্ত হাটের প্রথম যাত্রা শুরু হয় ২০১১ সালের জুলাই মাসে কুড়িগ্রাম জেলার বালিয়ামারি সীমান্তে সোনাভরি নদের তীরে। উদ্দেশ্য ছিল সীমান্তের দুই পাড়ের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে চাঙ্গা করে একদিকে তাদের জীবিকার সংস্থান করা এবং অন্যদিকে তাদের জীবন যাত্রার মানের উন্নয়ন। এর আর একটি উদ্দেশ্য ছিল দুদেশের মানুষের মধ্যে সমপ্রীতি, ভালোবাসা এবং ভাতৃত্ববোধ সৃষ্টি করা।
  • ওয়ানডে ক্রিকেটে ডি’ককের অনবদ্য সেঞ্চুরি-চাপের মুখে ভারত।

    ওয়ানডে ক্রিকেটে ডি’ককের অনবদ্য সেঞ্চুরি-চাপের মুখে ভারত।

    ভারত দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম দুই ওয়ানডে ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।রোববার (২৩ জানুয়ারি) চলমান তৃতীয় ওয়ানডেতেও কুইন্টন ডি’ককের অনবদ্য সেঞ্চুরিতে চাপের মুখে আছে ভারত।

    কেপটাউনে ওপেন করতে নেমে প্রোটিয়া দলের হয়ে ১৩০ বলে ১২ চার ২ ছক্কায় এক অনবদ্য ১২৪ রানের ইনিংস খেলেন ডি’কক। ডি’ককের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের এটি ১৭তম সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটরক্ষক এবং ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের ১৬টি সেঞ্চুরিই এখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। আজ গিলক্রিস্টকে ছাড়িয়ে গেলেন ডি’কক।

    শুধু তা-ই নয়,এটি ভারতীয় দলের বিপক্ষে ২৯ বছর বয়সী তারকা ব্যাটারের ষষ্ঠ সেঞ্চুরি,যা তাকে সর্বকালের সেরাদের তালিকায় স্থান করে দিয়েছে। ভারতের বিপক্ষে এবি ডি’ভিলিয়র্স,কুমার সাঙ্গাকারা এবং রিকি পন্টিংও ছয়টি সেঞ্চুরি করেছেন,যা যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ।

    ভারতের বিপক্ষে ৭টি ওয়ানডে সেঞ্চুরি করে তালিকার শীর্ষে আছেন সনৎ জয়সুরিয়া। হয়তো জয়সুরিয়াকেও পেছনে ফেলে দিবেন ডি’কক।

  • ভারতের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার ফিটনেস ও ফর্ম নিয়ে নাজেহাল।

    ভারতের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার ফিটনেস ও ফর্ম নিয়ে নাজেহাল।

    স্পোর্টস ডেস্কঃ শারিরীক ফিটনেস ও বর্তমানে তার ফর্ম নিয়ে নাজেহাল পোহাতে হচ্ছে ভারতের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া।দেশের মাটিতে অনুষ্ঠিত নিউজিল্যান্ড সিরিজে দলে সুযোগ করে নিতে পাননি তিনি।

    আগামী আইপিএলে অধিনায়কের দায়িত্ব নিয়ে খেলতে দেখা যাবে । কারণ আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি ঘরের ছেলেকে ক্যাপ্টেন করতে চায়-এমটাই ভারতীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হচ্ছে। আর এই তথ্য সত্যি হলে তিনি প্রথমবারের মত আইপিএলে নিজের রাজ্যের ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হবেন।

    টাইমস অফ ইন্ডিয়ার খবর মতে, আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি তার দলের নেতৃত্ব অলরাউন্ডার হার্দিকের কাছে হস্তান্তর করতে পারে পাশাপাশি এই দলে যোগ দিতে পারেন সানরাইজার্স হায়দরাবাদের সাবেক লেগ স্পিনার রশিদ খানও।

    মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের সবচেয় সফল দল অথচ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়া এবার পাণ্ডিয়াকে ধরে রাখেনি।

    বেঙ্গালুরুতে আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারিতে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে । সেদিনই আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি এই অলরাউন্ডারকে  দলে যোগদান করাবেন বলে জানা গেছে। এদিকে আগেই জানা যায় আহমেদাবাদে প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে আশিস নেহরাকে।

    ১৫তম সংস্করণের আইপিএলে অংশ নেবে মোট ১০টি দল। গত মাসে দলগুলো তাদের পছন্দের সর্বোচ্চ চারজন খেলোয়াড়ের তালিকা আইপিএল ম্যানেজমেন্টের কাছে জমা দিয়েছেন।

     

  • ভারত থেকে পালিয়ে আসা নীলগাই পীরগঞ্জে উদ্ধার।

    ভারত থেকে পালিয়ে আসা নীলগাই পীরগঞ্জে উদ্ধার।

    ভারত থেকে পালিয়ে আসা নীলগাই ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে উদ্ধার করা হয়েছে।শুক্রবার(৭ জানুয়ারি) বিকেলে ভারত থেকে পালিয়ে আসা নীলগাইটি উদ্ধার করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের মাধবপুর গ্রামের লোকজন। তারা চারপাশ থেকে ঘিরে ধরে নীলগাইটি ধরতে সক্ষম হন। পরে মাধবপুর থেকে ধুসর ছাই রংয়ের নীলগাইটি উদ্ধার করে বিজিবি সদস্যরা।

    এনিয়ে ঠাকুরগাঁওয়ে গত চার বছরে পাঁচটি নীলগাই উদ্ধার করা হয়েছে। যদিও এর আগে উদ্ধার হওয়া সবগুলো নীলগাই মারা গেছে। তবে এবারের উদ্ধার হওয়া নীলগাইটি সুস্থ আছে এবং বিজিবির জিম্মায় আছে বলে জানিয়েছেন বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান হিমু সরকার।

    ষষ্ঠ শ্রেণির ছাত্র ফয়সাল আমিন হৃদয় বলে,আমরা ১০ থেকে ১২ জন্য মাঠে খেলে বাড়ি ফিরছিলাম। এসময় দেখি নীলগাইটি মাঠে হাঁটছে। পরে আমরা জোরে ‘নীলগাই’, ‘নীলগাই’ বলে হই-হুল্লোড় করলে গ্রামবাসী চারদিক থেকে ঘেরাও করে এটিকে ধরে ফেলে।”

    স্থানীয় তমিজ মিয়া বলেন,অনেক চেষ্টার পর আমরা নীলগাইটি ধরতে সক্ষম হই। এটি অনেক শক্তিশালী, সামলানো যাচ্ছিল না। তাই দড়ি দিয়ে বেঁধে চেয়ারম্যানকে মোবাইলে খবর দিই।

    বটচুনা ইউপি চেয়ারম্যান হিমু সরকার জানান,বিকেলের দিকে নীলগাইটি ভারতীয় সীমান্ত (শিঙ্গোর) অতিক্রম করে মাধবপুর গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসী নীলগাইটি দেখতে পেয়ে চারপাশে ঘেরাও করে রাখে। পরে আমাকে খবর দিলে বিজিবি ক্যাম্পে খবর দেই।

    পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, উপজেলা প্রাণী চিকিৎসক নীলগাইটি দেখেছেন।এটি সুস্থ রয়েছে নীলগাইটিকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। প্রাণীটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নীলগাই উদ্ধারের খবরটি আমরা এখনও জানি না। খবরটি সঠিক হলে এটি হবে চলতি বছরের প্রথম উদ্ধার করা নীলগাই।তিনি আরও বলেন, এখন পর্যন্ত পাঁচটি নীলগাই উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সবকটি মারা গেছে।

    ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজেদ জাহাঙ্গীর বলেন দিনাজপুর,নওগাঁ, জয়পুরহাট এলাকায় নীলগাইয়ের বিচরণের ইতিহাস পাওয়া গেলেও ১৯৪০ এর পর থেকে বাংলাদেশে প্রাণীটি খুব একটা দেখা যায়নি। চেহারায় ঘোড়ার সাথে কিছুটা সাদৃশ্য থাকা এ প্রাণীটির অস্তিত্ব ভারতের অনেক এলাকায় থাকলেও বাংলাদেশে এখন বিলুপ্ত। এছাড়া পাকিস্তান ও নেপালেও এর দেখা মেলে। নীলগাই উদ্ধার হলে সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে।প্রজননের মাধ্যমে ফের বাংলাদেশে বিলুপ্তপ্রায় প্রাণীটিকে ফিরিয়ে আনা সম্ভব।

    এবিষয়ে শিঙ্গোর সীমান্ত বিজিবির নায়েক সুবেদার সাইফুদ্দিনের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় ১৩ জেলে কারাভোগের পর মুক্ত।

    অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় ১৩ জেলে কারাভোগের পর মুক্ত।

    এমএইচ শান্ত,বাগেরহাট প্রতিনিধিঃ বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় আটক হওয়া ১৩ ভারতীয় জেলে মুক্তি পেয়েছেন। তিন মাস ২০ দিন বাগেরহাটের জেলে হাজতে কারাভোগের পর বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) তাদের খালাস দেন আদালত।

    এদিন মোংলা থানা পুলিশ তাদরকে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি মনোজ কুমার পান্ডের কাছে হস্তান্তর করে। মোংলা থানার ওসি মো. মনিরুল ইসলাম এ তথ্য জানান।

    খালাস পাওয়া ভারতীয় জেলেরা হচ্ছেন মোহন দাস,রুবেল দাস,বিধান দাস,অভি দাস,হরি দাস, রনো দাস,মহাদেব দাস,গৌরঙগ দাস,বিষু দাস, সুনিল দাস,সুজিত দাস,জয়লাল দাস ও সম্রাট দাস। তাদের সবার বাড়ি ভারতের চব্বিস পরগোনা জেলায় বলে জানান ওসি মনিরুল ইসলাম।

    এ সময় তিনি বলেন,বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় গত ৯ সেপ্টেম্বর কোস্টগার্ড তাদের আটক করে। এসময় বিপুল পরিমান সামুদ্রিক মাছসহ ‘এফ বি পিতা মাতার আশির্বাদ’নামে একটি ট্রলারও জব্দ করা হয়। ওইদিনই তাদের নামে মামলা দিয় বাগেরহাটের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। দীর্ঘ তিন মাস ২০ দিন কারাভোগের পর আজ তাদের খালাস হয়েছে। পরবর্তীতে আইন ও বিধি অনুসরন করে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধির মাধ্যমে নিজ দেশে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

  • ছাতকে ভারতের লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স প্রদান ভারত ও ছাতকের সম্পর্ক ঐতিহাসিক।

    ছাতকে ভারতের লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স প্রদান ভারত ও ছাতকের সম্পর্ক ঐতিহাসিক।

    ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য, পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন,ছাতকের সাথে অখন্ড ভারতের সম্পর্ক তিন’শবছরের। ছাতক ও ভারতের চুন, কমলা, তেজপাতা ব্যবসা-বাণিজ্য সম্পর্ক ঐতিহ্যগত ও প্রাচীন। বর্তমান করোনা মোকাবিলায় ভারত বাংলাদেশকে পিপিই,কিট,চিকিৎসা সরঞ্জাম,টেস্টিং কিট, ভ্যাকসিন দিয়ে এবং সক্ষমতা বাড়াতে অভিজ্ঞতা বিনিময় কর্মশালার মাধ্যমে বিভিন্ন উপায়ে সহায়তা করেছে। ভারতের প্রয়োজনে বিভিন্ন সময় বাংলাদেশও ভারতের পাশে দাঁড়িয়েছে।

    ১১/ডিসেম্বর শনিবার ভারত সরকারের পক্ষ থেকে ছাতক ৫০ শয্য হাসপাতালে লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার নিরাজ কুমার জসোয়াল। এ উপলক্ষে ছাতক হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন তিনি।
    একেবারে নতুন, অত্যাধুনিক ও জীবনরক্ষাকারী জটিল যন্ত্রপাতি সমৃদ্ধ এই অ্যাম্বুলেন্সটি হাসপাতালে যাওয়ার পথে রোগীদের মানসম্মত জরুরি সেবা ও ট্রমা লাইফ সাপোর্ট প্রদানের ক্ষেত্রে প্যারামেডিক্স এবং দ্রুত সাড়া দানকারীরা ব্যবহার করতে পারবেন।

    ২০২১ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এই অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।

    বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জসোয়াল বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে বাংলাদেশকে উপহার দিতে পেরে আনন্দিত। এটা বিজয়ের মাস ছাড়াও বন্ধুত মৈত্রীর মাস। এই উপহার এই এলাকার স্বাস্থ্য সেবার মান আরও বাড়িয়ে দেবে।

    বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে, জনস্বাস্থ্য ও জনগণের কল্যাণের জন্য ভারত তার সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তীর সভাপতিত্বে, ডা. তোফায়েল আহমদ সনি ও প্রধান সহকারী আমিরুল ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাশু লাল রায়,সুনামগঞ্জের সিভিল সার্জন ডা.শামসুদ্দীন,ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান,সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তামিম ইয়ামিন,ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান,সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিলাল হোসেন,ছাতকের সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু,দোয়ারা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালেহা বেগম, ছাতকের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম,সিনিয়র সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ,হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য সৈয়দ আহমদ,প্রমুখ।