Tag: ব্যবসায়ী

  • মাধবপুরে গাঁজাসহ শীর্ষ মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে গাঁজাসহ শীর্ষ মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে গাঁজাসহ শীর্ষ মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।


    হবিগঞ্জের মাধবপুর থানাধীন এলাকা হতে ৫১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

    গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর মাদক বিরোধী অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল বুধবার (১৩ জুলাই) হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন এলাকা থেকে অভিযান পরিচালনা করে ৫১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর থানার বড়ইরি এলাকার বাসিন্দা সখিচরণ সরকার এর ছেলে সুকুমার সরকার (৩১)।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর অবৈধ মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টার প্রমাণ পাওয়া যায়। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • গোদাগাড়ীতে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক।

    গোদাগাড়ীতে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক।

    গোদাগাড়ীতেহেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক।


    রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহীর গোয়েন্দা পুলিশের সদস্যরা।

    গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় ৬ জুলাই বুধবার রাত সোয়া ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাটিকাটা ইউনিয়নের গোপালপুর বাজার মোড়ে আক্তারুজ্জামানের বাসার সামনে পাঁকা সড়কের উপর ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১’শ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

    আটককৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী থানার আমতলা সরমংলা গ্রামের সাইদুর রহমানের ছেলে জিয়া রুল রহমান(৪১) ও চাপাইনবয়াবগঞ্জের চরকোদাল কাটি রুবেল পাড়া গ্রামের রুবেল ইসলামের ছেলে মোতালেব হোসেন(২৪)।

    আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

     

  • হরিপুরে গাড়িসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।

    হরিপুরে গাড়িসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।

    হরিপুরে গাড়িসহ দুই মাদক কারবারি আটক


    ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলায় ৯০ বোতল ফেনসিডিল ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়িসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুন) ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলার আমগাঁও ইউনিয়নের কামারপুকুর মোড় থেকে গাড়িসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।

    আটকরা হলেন—উপজেলার বনগাঁও কালিতলা গ্রামের মো. নঈমুদ্দিনের ছেলে আটক হওয়া গাড়ির ড্রাইভার মো. জাহেরুল ইসলাম (২৮) ও একই উপজেলার বনগাঁও হাবুপাড়া গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে আটক হওয়া গাড়ির হেলপার মো. রবিউল ইসলাম (২৭)।

    হরিপুর থানা পরিদর্শক (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার ভোররাতে উপজেলার আমগাঁও ইউনিয়নের অন্তর্গত কামারপুকুর মোড় হইতে মিলনবাজার গামী পাঁকা রাস্তায় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

    এসময় ৯০ বোতল ফেনসিডিল ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, নগদ ৫ হাজার ১০০ টাকা ও দুইটি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয় ।

    তিনি আরও জানান, মাদক আইনে হরিপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করে আসামিদেরকে আদালতে সোর্পদ করে জেলা কারাগার পাঠানো হয়েছে।

  • বাঘায় ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    বাঘায় ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    বাঘায় ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    বাঘাতে প্রায় দিন গ্রেফতার হচ্ছে নানা রকম মাদক ব্যবসায়ী। তাউ যেন শেষ নেই এই ব্যাবসার, দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাদক ব্যবসায়ী।
    বুধবার রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে এক হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে আড়ানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
    এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানান রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম।
    সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে জানান, রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায় ওসি ডিবি রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকার ও এসআই ইনামুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার বিকেলে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের মৃত বাদশা আলীর ছেলে বাহাদুর ইসলামের (৩৩) বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি থেকে এক হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতে নাতে গ্রেফতার করে ডিবি পুলিশ।
  • নন্দীগ্রামে মোটরসাইকেল থেকে ছিটকে পরে গরু ব্যবসায়ী নিহত।

    নন্দীগ্রামে মোটরসাইকেল থেকে ছিটকে পরে গরু ব্যবসায়ী নিহত।

    নন্দীগ্রামে মোটরসাইকেল থেকে ছিটকে পরে গরু ব্যবসায়ী নিহত।


    বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে গরুর রশির সাথে পেঁচিয়ে মোটর সাইকেল থেকে ছিটকে পরে লতিফ (৫৪) নামের এক গরু ব্যবসায়ী নিহতে হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন মোটর সাইকেল চালক শামীম হোসেন।

    নিহত ব্যক্তি উপজেলার ২নং সদর ইউনিয়নের ইউবপুর গ্রামের মৃত সামেদ উদ্দিনের ছেলে।

    বুধবার (২৯শে জুন) সকাল সারে ৯টায় কাথম কালিগঞ্জ রোডের ভাগবজর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

    জানা গেছে, গরু ব্যবসায়ী নিহত লতিফ ও শামীম তাদের গরুর ভটভটিতে পাঠিয়ে পিছে পিছে নওগাঁর রাণীনগরে হাটে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছার পর গরুর রশি তাদের মোটর সাইকেলের সাথে বেঁধে যায়। এতে দুজনেই চলন্ত মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন। এসময় স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আব্দুল লতিফের মৃত্যু হয়।

    নন্দীগ্রামের সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • সুদ ব্যবসায়ী কাজল রেখা ও তার স্বামীর অত্যাচারে সর্বশান্তের অভিযোগ। 

    সুদ ব্যবসায়ী কাজল রেখা ও তার স্বামীর অত্যাচারে সর্বশান্তের অভিযোগ। 

    সুদ ব্যবসায়ী কাজল রেখা ও তার স্বামীর অত্যাচারে সর্বশান্তের অভিযোগ। 


    সিরাজগঞ্জের বেলকুচিতে সুদ ব্যবসায়ী কাজল রেখা ও তার সহযোগী স্বামী আব্দুল্লাহ আল মামুনের অত্যাচারে অনেকেই সর্বশান্ত হয়েছেন। সুদ ব্যবসায়ী কাজল রেখা উপজেলার পৌর ক্ষিদ্রমাটিয়া গ্রামের মৃত মকবুল ফকিরের মেয়ে এবং রাজাপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে আব্দুল্লাহ আল মামুম।

    আব্দুল্লাহ আল মামুনের বাড়ি রাজপুর হলেও তিনি কাজল রেখার বাড়িতে জাগিড় থাকতেন। তারপর কাজল রেখাকে বিয়ে করে ক্ষিদ্রমাটিয়া তে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন। সম্পদ বলতে ৯ শতাংশ জমি ছাড়া তাদের তেমন কোন সম্পদ ছিলো না। তার স্বামী পেশায় একজন ক্ষুদ্র হোমিওপ্যাথি ঔষধ ব্যবসায়ী। কিন্তু ঔষধ ব্যবসার আড়ালে কাজল রেখা ও আল মামুন এলাকার অসহায় সাধারণ মানুষদের অসহায়ত্বের সুযোগ নিয়ে চক্রবৃদ্ধি হারে চড়া সুদে মানুষকে হয়রানী ও সর্বশান্ত করে আসছে। তাদের সুদের জালে জড়িয়ে এ পর্যন্ত ভিটে মাটি বিক্রি করে সর্বশান্ত হয়েছেন এলাকার অনেকেই। আবার সুদ আসল সহ টাকা পরিশোধের পরেও সুদ ব্যবসায়ীর অত্যাচার সহ্য করতে না পেরে বেশ কয়েকজন ঢাকা পাড়ি জমিয়ে মানবতর জীবন যাপন করছেন।

    অনুসন্ধানে জানা যায়, পাঁচ-ছয় বছর আগেও উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামে নিজ বাড়িতে কাজল রেখার একটা টিন সেট ঘর ছাড়া অন্য কোনো ঘর ছিলো না। সুদের কারবার করে কাজল রেখা শূন্য থেকে এখন কোটিপতি। সাধারণ মানুষকে নিঃস্ব করে পথে বসিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। ক্ষিদ্রমাটিয়া গ্রামের একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। তাতে নির্মাণ খরচ ব্যয় হয়েছে প্রায় ৬০ লক্ষ টাকা। শুধুমাত্র ব্যক্তিগতভাবে সুদের কারবার করে হঠাৎ করেই তারা আঙুল ফুলে কলাগাছ হয়ে উঠেছেন। তাছাড়াও ক্ষিদ্রমাটিয়া গ্রামে আরও ২ দুটি বাড়ি ও অসংখ্য জমিজমাও ক্রয় করেছেন।

    একাধিক সূত্র জানায়, হঠাৎ জরুরি প্রয়োজনে যারা টাকার জন্য দিশেহারা হয়ে পড়েন তাদেরকেই মূলত টার্গেট করেন। অর্থ সংকটে পড়া বিপদগ্রস্ত এসব মানুষজন তাৎক্ষণিক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর টিপ সই দিয়ে চড়া সুদে তাদের কাছ থেকে নগদ টাকা গ্রহণ করেন। এ ছাড়া অনেকের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ব্লাঙ্ক চেক, জমির দলিলপত্র নিয়েও টাকা দিয়ে থাকেন। বিনিময়ে নিয়ে থাকেন মোটা অঙ্কের সুদ। প্রতি সপ্তাহে মূল ১ হাজার টাকায় সর্বনিম্ন ২০ টাকা হারে সুদ নেয় যা বছর শেষে সেটা শুধু লাভ দাড়ায় ১ হাজার ৪০ টাকা। এই সুদের টাকা দিতে না পারলে তার উপর চলে অত্যাচার আর নির্যাতন।

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন এলাকাবাসি বলেন, সময় মতো সুদের টাকা পরিশোধ করতে না পারলে আগেই নিয়ে রাখা ফাঁকা স্ট্যাম্প ও ব্যাংক চেকে তিনি তার ইচ্ছামতো টাকা বসিয়ে উকিল নোটিশ পাঠান।

    সুদের টাকা নিয়ে নিঃস্ব হওয়া উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের মৃত মোহাম্মদ মোল্লার ছেলে গোলাম মোল্লা বলেন, আমি বিপদে পরে সুদ ব্যবসায়ী কাজল রেখার কাছ থেকে ৯০ হাজার টাকা নিয়ে ছিলাম। সেই টাকা পরিশোধ ও দুই গুন লাভ দিয়েও ঋণের হাত থেকে রেহাই পাইনি। পরে সুদ শোধ করতে আমার ভাই জামিন নিয়ে আরো ১০ হাজার টাকা দিয়ে পরিশোধ করে।

    ক্ষিদ্রমাটিয়া উত্তর পাড়া গ্রামের মৃত বক্কার শেখের ছেলে চাঁন শেখ বলেন, ২ বছর আগে ২ লক্ষ টাকা নিয়ে ছিলাম। আসলসহ ৩ লক্ষ টাকা দেওয়ার পরেও বাড়ির জায়গাটুকু জোর করে লিখে নেই। ভিটে মাটি হাড়িয়ে এখন ঢাকায় থাকি।

    ক্ষিদ্রমাটিয়া পূর্বপাড়া গ্রামের তারা বানু জানান, এলাকার সুদখোর কাজল রেখার কাছ থেকে হাজারে ২০ টাকা লাভে সুদ নেই। চক্রবৃদ্ধিহারে সুদ দিতে দিতে ভিটে মাটি হারানোর উপক্রম হচ্ছে।

    এ বিষয়ে সহযোগী আব্দুল্লাহ আল মামুন জানান, সুদের সাথে তিনি জড়িত না। তবে তার স্ত্রী কাজল রেখা বেশ কিছু দিন আগে সমিতির সাথে জড়িত ছিলো।

    এ বিষয়ে সুদ ব্যবসায়ী কাজল রেখার সাথে যোগাযোগ করা হলে তিনি সুদ ব্যবসায়ী বিষয়টা সমিতির উপর দিয়ে গড়িয়ে দেন।

    এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, কাজল রেখা ও তার স্বামী যে সুদের ব্যবসার সাথে জড়িত এটা আমি অবগত। কিন্তু লিখিত অভিযোগ না পাওয়ায় এখন পর্যন্ত ব্যবস্থা নিতে পারছি না। অভিযোগ পেলে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনিসুর রহমান জানান, সুদের ব্যবসা করার কোন ধরনের সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • গোদাগাড়ীতে হেরোইন সহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ীতে হেরোইন সহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ীতে হেরোইন সহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


    রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইন সহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইনামুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম সরকার সহ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় মাদক ব্যবসায়ী মোঃ রায়হান আলী (২৫), পিতা- মোঃ নাজমুল হক, মাতা- মোসাঃ মাসুরা খাতুন পারুল, সাং- মহিষালবাড়ী সাগরপাড়া ও মোঃ সোহেল রানা (৩৬), পিতা- মোঃ আজিজুল হক, মাতা- মোসাঃ সকিনা বেগম, সাং-দিয়ার মানিকচক (পশ্চিম পাড়া) উভয় থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীদ্বয়কে ইং-১১/০৬/২০২২ তারিখ ভোর সাড়ে ৪ টার সময় গোদাগাড়ী পৌরসভাধীন ২নং ওয়ার্ডের মহিষালবাড়ী সাগরপাড়া গ্রামস্থ আসামী মোঃ রায়হান আলী (২৫), পিতা- মোঃ নাজমুল হক এর একতলা বিশিষ্ট বিল্ডিং বাড়ীর উত্তর পার্শ্বের মেইন গেটের সামনে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করাকালে ধৃত ১নং আসামীর হেফাজত হইতে ১০ (দশ) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেন।

    এ সংক্রান্তে ধৃত আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।

  • গোদাগাড়ীতে হেরোইনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ীতে হেরোইনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ীতে হেরোইনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।


    রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১’শ গ্রাম হেরোইনসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশের সদস্যরা।

    রবিউল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইনামুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম সরকার, সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় আসামী ১। মোঃ রাফিকুল ইসলাম @ রাফি (২৪), পিতা- মোঃ আশরাফ আলী, মাতা- মৃত সোনাভান বেগম, ২। মোঃ আব্বাস আলী (৪৫), পিতা- মোঃ আরশাদ আলী, মাতা- মোসাঃ মনোয়ারা বেগম, উভয় সাং- দিয়ার মানিকচর মাদ্রাসাপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদ্বয়কে ৯ জুন সাড়ে ৪ টার সময় গোদাগাড়ী থানার ০৯নং চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়ার মানিকচর মাদ্রাসাপাড়া গ্রামস্থ ০২ নং ধৃত আসামী মোঃ আব্বাস আলী (৪৫) এর বসত বাড়ীর উত্তর পার্শ্বের মেইন গেটের সামনে মোটলসাইকেল সহ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে অবস্থান করাকালে ধৃত ১নং আসামীর হেফাজত হইতে ১০০ (একশত) গ্রাম হেরোইন ও মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে ধৃত আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।

  • মাধবপুরে ইয়াবাসহ শীর্ষ দুই যুবক গ্রেফতার।

    মাধবপুরে ইয়াবাসহ শীর্ষ দুই যুবক গ্রেফতার।

    মাধবপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে নিষিদ্ধ ৩৬০ পিস ইয়াবা সহ মানিক মিয়া (৩২), ও মোঃ হেলাল মিয়া (৩৫) নামে দুইজন মোটরসাইকেল সহ মাদক ব‍্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
    মাধবপুর – চুনারুঘাট সার্কেল এসপি মহসিন আল মুরাদ নেতৃত্বে মঙ্গলবার (৭জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাধবপুর থানার এস আই শুভ দে, এস আই রাজীব রায়, সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়েছে   উপজেলা নোয়াপাড়া ইউনিয়ন ইটাখোলা সাহেব বাড়ী গ্রামেস্হ ঢাকা সিলেট মহাসড়কের পূর্ব  দিকে সাহেব বাড়ী গেইট হইতে নোয়াপাড়া বাজারগামী পাকা
    রাস্তার উপর পারিবারিক কবরস্থানের সামনে মোটরসাইকেল থেকে ৩৬০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব‍্যবসায়ী কে গ্রেফতার করতে সক্ষম হন।
    গ্রেফতারকৃত দুই আসামী হলো মানিক মিয়া (৩২),পিতা মৃত আবুল হোসেন। মোঃ হেলাল মিয়া (৩৫) পিতা মৃত নেয়াজত মিয়া, একি উপজেলা জগদীশপুর ইউনিয়নের
    উভয় খাটুরা গ্রামের।
    এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, পলাতক আসামি মোঃ সোহেল মিয়া (৩৫),গ্রেফতারের চেষ্টা চলছে।তারদের বিরুদ্ধে উল্লেখিত ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
  • মাধবপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    হবিগঞ্জের মাধবপুর বাজার বাস ষ্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবার (৭ জুন) সকালে ৫০০ পিস ইয়াবা সহ জরিনা বেগম (৫০) নামে এক নারী কে গ্রেফতার করেছে পুলিশ।
    থানার পুলিশ পরির্দশক (তদন্ত ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, সীমান্ত এলাকা থেকে ইয়াবা নিয়ে এসে গাড়ির জন্য অপেক্ষা করছিল ওই নারী।
    গোপন সূত্রে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বাসষ্ট্যান্ডে এলাকার অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে বিজয়নগর উপজেলার দয়ারামপুর গুচ্ছ গ্রামের চান মিয়ার ।
    এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান,গোপন সংবাদের ভিত্তিতে ৫’শ পিচ ইয়াবা সহ ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।