Tag: ব্যবসায়ী

  • হবিগঞ্জের ডাকাতের হামলায় ব্যবসায়ীর মৃত্যু-ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার।

    হবিগঞ্জের ডাকাতের হামলায় ব্যবসায়ীর মৃত্যু-ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার।

    হবিগঞ্জ প্রতিনিধি:
    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ডাকাতদের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহতের ঘটনায় সন্দেহভাজন পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার  করেছে পুলিশ।”
    বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) ভোরে এসআই কাউছার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। এর আগে উলুকান্দি গ্রাম থেকে আরেক ডাকাতকে গ্রেপ্তার করা হয়।”
    গ্রেপ্তারকৃতরা হলো- মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের জমির আলীর পুত্র ফয়সাল মিয়া (৩২), মানিকপুর গ্রামের শাহ আলম মিয়ার পুত্র রুবেল আহমদ রনি (২৬), সুন্দরপুর গ্রামের আছদ্দর আলীর পুত্র জয়নাল মিয়া (৪২), একই গ্রামের দুবাই মিয়ার পুত্র জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩২) ও চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের ইদ্রিছ আলীর পুত্র রুহুল আমিন (২৪)।”
    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়। এসময় অবস্থানরত ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর আক্রমন করতে আসে। তাৎক্ষণিত পুলিশ তাদের ঘেরাও করে আটক করে।”
    এর আগে গত ৩ ফেব্রুয়ারী রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের থানা এলাকায় দুই বিএনপি নেতা ডাকাতের কবলে পড়েন। একই সময় ডাকাতের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারী রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী একটি মামলায় দায়ের করেন।”
    শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) দিলীপ কান্ত নাথ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান- আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।”
  • লক্ষ্মীপুরে দধি ব্যবসায়ী পারভেজ নিখোঁজ-৩ দিন পর ধানের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার।

    লক্ষ্মীপুরে দধি ব্যবসায়ী পারভেজ নিখোঁজ-৩ দিন পর ধানের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

    লক্ষ্মীপুরে নিখোঁজের তিনদিন পর ধানের ক্ষেত থেকে মো. পারভেজ নামে এক দধি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চররুহিতা গ্রামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পারভেজ ৩১ জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিল।

    নিহত পারভেজ একই উপজেলার শাকচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আব্দুল্লাহ খোকনের ছেলে ও পেশায় দধি ব্যবসায়ী।

    পুলিশ ও পরিবার সূত্র জানায়, ৩১ জানুয়ারি রাতে শাকচর জব্বার মাষ্টার হাটের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারভেজ তার মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে বের হয়। রাতে বাড়ের সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন তার ভাই মো. ফয়েজ সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে। পারভেজের স্বজনরা মরদেহ শনাক্ত করেছে।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • শ্রীপুর বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন সভাপতি’ফেরদৌস,সম্পাদক নুরু।

    শ্রীপুর বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন সভাপতি’ফেরদৌস,সম্পাদক নুরু।

    মুরাদ মিয়া,তাহেরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
    তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার ব্যবসায়ী কমিটি গঠন। সভাপতি তাহিরপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী,সাধারন সম্পাদক পল্লী চিকিৎসক মো.নুরু মনোনিত হয়েছেন।
    শুক্রবার (২৪ জানুয়ারি সন্ধ্যায় শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো.আলী হায়দার এর নিজ অফিস শ্রীপুর বাজারে অনুষ্ঠিত ব্যবসায়ীদের পরিচিতি সভায় ৬৭ সদস্যের এ কমিটি ঘোষনা করা হয়। এর আগে সাধারন ব্যবসায়ীদের সম্মতিতে কমিটি গঠন হয়।
    ব্যবসায়ীদের নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন,ইউনিয়ন চেয়ারম্যান আলী হায়দার।
    পরিচিতি সভায় শ্রীপুর বাজার সাধারন ব্যবসায়ীরা বলেন, আগে কমিটির নেতৃত্ব  বিভিন্ন ভাবে সাধারন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
    স্হানীয় এলাকাবাসী ও বাজার ব্যবসায়ীরা বলেন,আমরা আশাবাদী নতুন কমিটি  বাজারে বেপরোয়া জুয়া-মাদক প্রতিরোধ করাসহ  সকল ব্যবসায়ীদের  নিয়ে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরী করবে আশা প্রকাশ করেন তারা।
    কমিটির অন্যরা হলেন,ব্যবসায়ী সহ-সভাপতি পদে মন্ত পাল,মো.আলম মিয়া, দুলাল কান্তি  পাল, সহ-সাধারণ সম্পাদক মতি পাল, সাংগঠনিক সম্পাদক পদে লিমন মিয়া, অর্থ সম্পাদক মো. আজহার ইসলাম, কার্যকরী কমিটির সদস্য শান্তু মিয়া, সুরেন্দ্র দাস, রানা পাল, সিরাজুল ইসলাম প্রমুখ।
  • মাছ সংকটে শুঁটকি পল্লী ফাঁকা-ব্যবসায়ীরা হতাশ।।

    মাছ সংকটে শুঁটকি পল্লী ফাঁকা-ব্যবসায়ীরা হতাশ।।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জ উল্লাপাড়ার চলনবিলে প্রতি বছর বিপুল পরিমাণে দেশী মাছের শুটঁকি উৎপাদন করেন শুঁটকি মাছ ব্যবসায়ীরা। উন্নত প্রক্রিয়ায় ভালো মানের উৎপাদিত শুঁটকি মাছের চাহিদা কমবেশি সারাদেশেই রয়েছে। যে কোন অঞ্চলের তৈরি করা শুঁটকি মাছের তুলনায় চলনবিলাঞ্চলের তৈরি করা দেশী মাছের শুঁটকি খেতে সুস্বাদু ও মজাদার।

    উপজেলার বড়পাঙ্গাসী,উধুঁনিয়া ও মোহনপুর ইউনিয়নসমূহ চলনবিল অধ্যুসিত এলাকা। এখানে বছরে ৬ মাস শুষ্ক ও ৬ মাস বর্ষার পানিতে নিমজ্জিত থাকে। এই অঞ্চলের দরিদ্র কৃষক শুষ্ক মৌসুমে কৃষিকাজ ও বর্ষা মৌসুমে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে। ফসলের মাঠ বন্যার পানিতে নিমজ্জিত থাকায় মাটির উর্বর শক্তি বেশি। ফলে কৃষক তাদের জমিতে উন্নত জাতের ধান,রবি শস্য ও শাকসবজির চাষ করে অধিক অর্থ উপার্জন করে।বর্ষা মৌসুমে মাছ শিকারীরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে মাছ শিকার করে অর্থ উপার্জন করে।গত বর্ষা মৌসুমে চলনবিলে ৬৫০ মেট্রিকটন ছোট বড় বিভিন্ন জাতের দেশী মাছ শিকার করে ৯০ মেট্রিকটন শুঁটকি মাছ উৎপাদন করেছিল শুঁটকি মাছ ব্যবসায়ীরা।
    চলতি বছরে শুঁটকি মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯৫ মেট্রিকটন ধরা হলেও শুঁটকি উৎপাদন কম হওয়ার সম্ভবনা রয়েছে। বিভিন্ন পদ্ধতিতে মাছ নিধন করায় দেশী মাছের আমদানি কমে গেছে। এ কারণে শুঁটকি পল্লী এলাকাগুলো অনেকটাই ফাঁকা।এতে শুঁটকি মাছ ব্যবসায়ীরা ক্ষতির মুঁখে পরেছে।

    মৌসুমকালের শুঁটকি মাছ উৎপাদনের ফলে অনেক নতুন ব্যবসায়ী গড়ে উঠেছে। ব্যবসায়ীরা তাদের উৎপাদিত শুঁটকি মাছ যশোর,রংপুর,জামালপুর ও ঢাকায় বিক্রি করেন।প্রতি বছর শুঁটকি পল্লীতে বেশি পরিমাণ মাছ আমদানি করা হয়।শুঁটকি উৎপাদন কর্মীদের কর্মব্যস্ততা থাকে কিন্তু এ বছরের চিত্র অনেকটাই ভিন্ন। এ বছর মাছ আমদানি কম হওয়াতে শুটঁকি উৎপাদন কর্মীদের কাজের পরিধি কমে যায়। এর প্রভাব তাদের জীবন ও জীবিকার ওপর পরেছে।

    বড়পাঙ্গাসী ইউনিয়নের খাদুলি গ্রামের জয়ন্তী দাস, খুশী খাতুন, শাহিনুর খাতুন জানান প্রতি বছর বর্ষার মৌসুমে শুরু থেকে অন্তত ৮ মাস পর্যন্ত শুটঁকি পল্লীতে কাজ করে সংসার চালান তারা। কিন্তু এ বছর দেশীয় প্রজাতির মাছের আমদানি কমে যাওয়ায় তাদের কাজের পরিধি অনেকটাই কমে গিয়াছে ফলে সংসার চালাতে হিমসিম খাচ্ছেন তারা। চলনবিল এলাকায় রিংজাল,চায়না জাল,কারেন্ট জাল দ্বারা প্রচুর মা মাছ নিধনের কারণে শুঁটকি পল্লীতে মাছ পাওয়া যাচ্ছে না। প্রশাসন নজরদারি বৃদ্ধি না করলে লক্ষ্য মাত্রায় শুঁটকি মাছ উৎপাদন করা সম্ভব নয়।

    বড়পাঙ্গাসীর শুঁটকি মাছ ব্যবসায়ী বায়জিদ হোসেন জানান প্রতি বছর আমাদের শুঁটকি পল্লীতে প্রায় সাড়ে ৩ হাজার মণ শুঁটকি উৎপাদন করা হয় কিন্তু চলতি বছরে মাছের আমদানি কমে যাওয়ায় কাংখিত পরিমান শুঁটকি মাছ উৎপাদন করা সম্ভব হবে না। তিনি আরোও বলেন চলনবিলে প্রতি বছর পানি কমে গেলে প্রচুর পরিমান দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায় কিন্তু এ বছর কিছু অসাধু মাছ শিকারীর কারণে মাছ আমদানি করা যাচ্ছে না। তারা রিংজাল,কারেন্ট জাল, চায়না জাল সহ বিভিন্ন পদ্ধতিতে মা মাছ নিধন করার কারণে মাছ আমদানিতে শঙ্কট সৃষ্টি হয়েছে। এ জন্যেই শুঁটকি মাছ উৎপাদন কমে গেছে।তিনি চলনবিলের শুঁকটি মাছ যশোর, রংপুর, ঢাকায় বিক্রি করেন।

    উল্লাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আতাউর রহমান জানান ২০২৩-২৪ বছরে চলনবিল উল্লাপাড়া অংশে ৬৬০ মেট্রিকটন শুঁটকি মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা এখন পর্যন্ত সঠিক বলা যাচ্ছে না। তবে চলনবিলে মা মাছ নিধনের বিষয়ে তাদের অভিযান অব্যহত ছিল।

  • ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে শিক্ষার্থীদের বিনা লাভের দোকান ক্রেতাদের ভিড় ও মুখে হাসি।

    ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে শিক্ষার্থীদের বিনা লাভের দোকান ক্রেতাদের ভিড় ও মুখে হাসি।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে, ব্যতিক্রমী উদ্যোগে পাইকারি দামেই খুচরা পণ্য বিক্রি হচ্ছে সাধারণ মানুষের মাঝে মুখে হাসি। মূলত নিম্ন ও মধ্যবিত্ত মানুষের স্বস্তি লাভের জন্য শিক্ষার্থীদের এ আয়োজন। বাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি তখন মৌলভীবাজারে চালু হয়েছে বিনা লাভের এ সবজি বাজার। কম দামে সবজি কিনতে পেরে মুখে হাসি ক্রেতাদের।
    বুধবার ৩০ অক্টোবর ২০২৪ইং, সকাল থেকে পৌর শহরের চৌমূহনা এলাকায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সপ্তাহব্যাপী এই বাজার চালু করা হয়।
    সরেজমিন দেখা যায়, ইচ্ছে মতো শাক-সবজি, ডিম-আলুসহ বিভিন্ন পণ্য ক্রয় করছেন সাধারণ মানুষ। কম মূল্যে বাজার করে চোখে মুখে তাদের স্বস্তির ছাপ। খবর পেয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। অধিকাংশই নিম্ন মধ্যবিত্ত। এছাড়াও আসছেন মধ্যবিত্তরাও, সবাই হাসি মুখে আনন্দে বাজার করছেন তারা।
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও উদ্যোক্তাদের একজন বলেন, হাত বদল হলেই পণ্যের দাম বাড়ে, মাঝখানে সুবিধা নেয় সিন্ডিকেট। কিন্তু আমরা কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় করে ভোক্তাদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছি। কোনো লাভ রাখা হচ্ছে না। এটি স্বেচ্ছাসেবী কার্যক্রম হিসেবে চলবে।
    আরও বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যোগে এই বাজার চালু হয়েছে। শিক্ষার্থীদের বিনা লাভের বাজারে স্বস্তি দিচ্ছে ক্রেতাদের। সবাই আনন্দে বাজার করছেন হাসি মুখে।
  • রামপালের গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রামপালের গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ

    বাগেরহাট গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ তমা খাতুন (১৯) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

    রবিবার (২১ এপ্রিল) বিকেলে বাগেরহাটের মোল্লাহাট থানার কাহালপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে ডিবি পুলিশের একটি চৌকস অভিযানিক দল  তমাকে গ্রেফতার করা হয়।এসময় তাকে তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

    গ্রেফতারকৃত তমা বাগেরহাটের রামপাল উপজেলার ডাকরা কালিগঞ্জ গ্রামের মৃত জাহাঙ্গীর সরদারের মেয়ে।

    ডিবি পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে খুলনাগামী যাত্রীবাহী কমফোর্ট পরিবহনের মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক নিয়ে আসতেছে বলে গোপনে খবর পায়। এ সংবাদের ভিত্তিতে কাহালপুর এলাকায় অভিযানিক দলটি চেকপোস্ট বসিয়ে মাদক বাহি গাড়িটি আটক করা হয়।এসময় আটক গাড়িটি তল্লাশি করে কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়ি তল্লাশি করার সময়ে তমা তার হাতে থাকা ট্রলি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তার ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ৮টি প্যাকেট পাওয়া যায়। যার প্রতিটি প্যাকেটে ১ কেজি করে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায়ের সাথে কথা হলে তিনি বলেন, গোপণ সংবাদের মাধ্যমে জানা যায় বিপুল পরিমান মাদকের চালান নিয়ে বাগেরহাটে আসতেছে মাদক ব্যবসায়ীরা।

    এ সংবাদের ভিত্তিতে মোল্লাহাট থানাধীন কাহালপুর এলাকায় অভিযান চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮ কেজি গাঁজাসহ তমা নামের ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়।

  • কানাইঘাটে করাতকলে আগুন ও ভারতীয় চিনি ভর্তি পিক-আপসহ দুই ব্যবসায়ী আটক।

    কানাইঘাটে করাতকলে আগুন ও ভারতীয় চিনি ভর্তি পিক-আপসহ দুই ব্যবসায়ী আটক।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ

    সিলেটের কানাইঘাটের সুরইঘাটে ভারতীয় চিনি আটক নিয়ে সুরইঘাট বাজারের পাশে অবস্থিত একটি করাতকলে গত বৃহস্পতিবার ৭টার দিকে চোরাকারবারীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
    এ ঘটনায় কানাইঘাট সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি নিজ চাউরা উত্তর (বড়কান্দি) গ্রামের মৃত মুবশ্বির আলীর পুত্র করাতকলের মালিক তাজ উদ্দিন বাদী হয়ে থানায় চোরাকারবারী ৩০ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।

    অপরদিকে কানাইঘাট থানা পুলিশের এক প্রেসনোটে বলা হয়েছে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে থানা পুলিশ সদর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ইউপি সদস্য নিজাম উদ্দিনের বাড়ির সামনে রাস্তার উপর থেকে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ২৫ বস্তা চিনি সহ একটি পিকআপ গাড়ী আটক করা হয়। এ ঘটনায় পিকআপ গাড়ীতে থাকা নাজিম উদ্দিন, রামিম আহমেদ সহ গাড়ীর চালক পুলিশের উপস্থিতি টের পেরে দৌড়ে পালিয়ে যায়। পরে থানার এস.আই
    দেবাশীষ সূত্রধর চিনি ও গাড়ী জব্দ করে থানায় নিয়ে আসার পর বিশেষ ক্ষমতা আইনে নাজিম উদ্দিন ও রাহিম আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

    থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানিয়েছেন, ভারতীয় চিনি ও পিকআপ আটকের মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। করাতকলে আগুন ধরিয়ে দেয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
    আগুনে পুড়িয়ে দেয়া ক্ষতিগ্রস্ত করাতকলের মালিক তাজ উদ্দিন সহ তার পরিবারের লোকজন জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের বাড়ির পাশ থেকে সুরইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা চোরাকারবারী নাজিম উদ্দিন ও তার ভাই রামিম আহমদের ভারতীয় চিনি বোঝাই পিকআপ গাড়ী আটক করে। ভারতীয় চিনি বিজিবিথ সদস্যরা কর্তৃক আটকের সহযোগিতা করার অভিযোগ এনে চোরাকারবারী নাজিম উদ্দিন ও তার সংঘবদ্ধ
    চোরকারবারী চক্রের সদস্যরা ক্ষিপ্ত হয়ে রাত ৭টার দিকে সুরইঘাট বাজারে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাজারের পাশে অবস্থিত তাজ উদ্দিনের মালিকানাধীন তাজ করাতকলে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে করাতকল পুড়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। খবর পেয়ে
    কানাইঘাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে করাতকলের আগুন নিয়ন্ত্রণে আনেন। করাতকলে আগুন ধরিয়ে দেয়ার পর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এদিকে চিনি আটকের ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে কানাইঘাট উত্তর বাজারে তাজ উদ্দিনের ভাতিজাদের সাথে চোরাকারবারীদের হাতাহাতির ঘটনাও ঘটে। থানা পুলিশ তাজ উদ্দনের দুই ভাতিজা সহ ৪ জনকে আটক করলেও পরবর্তীতে দুথজনকে ছেড়ে দেয়।

    তাজ উদ্দিন বলেন তার অভিযোগের সাক্ষী হওয়ার অভিযোগ তুলে আলতাফ হোসেন নামে একজনকে গতকাল শুক্রবার সুরইঘাট বাজারে তার অভিযোগের বিবাদী চোরাকারবারীরা ধরে মারধর করে।

  • কাচা মরিচের ভিতরে লুকিয়ে গাঁজা পাচারের সময় মাদক ব্যবসায়ী আটক।

    কাচা মরিচের ভিতরে লুকিয়ে গাঁজা পাচারের সময় মাদক ব্যবসায়ী আটক।

    মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
    পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় থেকে কাঁচা মরিচ দ্বারা বিশেষ কায়দায় লুকানো আট কেজি গাঁজা সহ রফিকুল ইসলাম(৩৭)কে আটক করেছে রামগড় থানা পুলিশ।
    বুধবার (২৭ মার্চ) সকালে পুলিশ সুপার মুক্তা ধর এক লিখিত প্রেস ব্রিফিংয়ে জানান, রামগড় থানার চৌকস আভিযানিক দল রামগড় থানা এলাকায় নিয়মিত মাদক উদ্ধার ও  বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে  রামগড় ইউনিয়ন পরিষদের ০৭নং ওয়ার্ড পশ্চিম বলিপাড়া বাজারস্থ নুর উল্ল্যাহ এর পান দোকানের সামনে থেকে মোঃ রফিকুল ইসলাম(৩৭) কে ০২টি সাদা প্লাষ্টিকের বস্তায় ০৮ কেজি গাঁজা সহ আটক করা হয়।
    আটককৃত ব্যক্তী দিঘীনালা উপজেলার মেরুং ইউপির ৪নং ওয়ার্ড বাঁচা মেরুং এলাকার মৃত ওমর আলী’র ছেলে রফিকুল ইসলাম।
    পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
  • তিতাসে বাকিতে সিগারেট বিক্রি না করায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা।

    তিতাসে বাকিতে সিগারেট বিক্রি না করায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা।

    ডেস্ক রিপোর্টঃ

    কুমিল্লার তিতাসে বাকিতে সিগারেট বিক্রি না করায় বমানিক রতন(৩৩)নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বাহাউন্দিন ও জালাল উদ্দীন নামের দুই সন্ত্রাসীর বিরুদ্ধে।

    ২১ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টার সময় উপজেলা কানাইনগর গ্রামের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মানিক রতন কানাইনগর গ্রামের মোঃ মোখলেছুর রহমানের ভূঁইয়ার ছেলে।

    নিহতের স্ত্রী তাসলিমা আক্তার জানান ভূঁইয়া বাড়ির নায়েব আলীর ছেলে বাহাউদ্দীন আমার স্বামীর কাছে সিগারেট বাকি চায়। কিন্তু দোকানে সিগারেট না থাকায়,আমার স্বামী বলেন সিগারেট নেই। এতে বাহাউদ্দীন ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি করে ঘরে চলে যায়। তারপর বাহাউদ্দীন ঘর থেকে দা হাতে ও তার আপন ভাই জালালউদ্দীনকে সঙ্গে নিয়ে এসে আমার স্বামীকে কোপাতে আসে। তখন প্রতিবেশীদের বাধার মুখে ব্যর্থ হয় তারা। পরে আবারো ঘরে গিয়ে আমার স্বামীকে গলায় ছুরি মেরে হত্যা করেছে।

    তিনি আরো বলেন, এর আগেও তারা বাকি নিয়ে অনেক টাকা জমিয়েছে, আর সেই টাকা চাইতে গেলে কয়েকবার আমার স্বামীকে মারধর করেছে।

    এ ব্যাপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাঞ্চন কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি আমরা শুনেছি সিগারেট বাকি না দেওয়ায় মানিক নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • মাটিরাঙ্গায় ভারতীয় চিনি ভর্তি ট্রাক সহ দুই ব্যবসায়ী আটক।

    মাটিরাঙ্গায় ভারতীয় চিনি ভর্তি ট্রাক সহ দুই ব্যবসায়ী আটক।

    মাটিরাঙ্গায়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
    সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে প্রায়ই খাগড়াছড়ি মাটিরাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে দেশে আনা হচ্ছে ভারতীয় পন্য।  প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নিয়ে আসা ৪৫ বস্তা চিনিসহ মোশারফ হোসেন(২৫) ও মোমিনুল ইসলাম(১৮) নামে দুই চোরা কারবারীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
    সোমবার (১৮ মার্চ) রাতে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ১০নং ইসলামপুর টোল প্লাজার সামনে থেকে এসব চিনি জব্দ করে। এসময় চিনি পাচারের কাজে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ ও দুই চোরাকারবারিকে আটক করে পুলিশ।
    আটকৃতরা হলেন, রামগড় পৌরসভার উত্তর গর্জনতলী এলাকার মীর হোসেনের ছেলে মোশাররফ হোসেন এবং পানছড়ি উপজেলার টিএন্ডটি এলাকার মশিউর রহমানের ছেলে মোমিনুল ইসলাম।
    জব্দকৃত চিনির বর্তমান বাজার মূল্য তিন লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
    মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে চোলাচালানের মাধ্যমে এ ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৪৫ বস্তা চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।
    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।