Tag: বিতরণ

  • তানোরে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণে অনিয়মের অভিযোগ।

    তানোরে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণে অনিয়মের অভিযোগ।

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর তানোরে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদের বিরুদ্ধে। সেই সাথে কৃষি কর্মকর্তার শাস্তি ও জরুরী ভাবে দ্রুত বদলির দাবি জানিয়েছেন প্রকৃত কৃষকরা। গত ২০মার্চ সোমবার উপজেলার প্রায় ৪হাজার কৃষককে বিনামূল্যে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এসময় উপস্থিত এমপির কাছে একাধিক প্রকৃত কৃষকরা কৃষি প্রণোদনা বিতরণের অনিয়ম নিয়ে অভিযোগ করেন।

    কৃষকদের অভিযোগ কৃষি কর্মকর্তা তার মাঠ পর্যায়ের বিএস কর্মকর্তাদের দিয়ে নামমাত্র কৃষি প্রণোদনার তালিকা তৈরি করে প্রকৃত কৃষকদের সহায়তা প্রদান না করে নিজের ইচ্ছে মতো অকৃষকদের প্রণোদনা দিয়ে প্রতিনিয়ত সরকারি অর্থ আত্মসাৎ করে আসছেন। এমনকি কৃষক না হয়েও যাদের কৃষক বানিয়ে কৃষি প্রণোদনা দেয়া হয়েছে। তারা সকলে সেই কৃষি প্রণোদনার সার বীজ খুচরা সার ডিলারদের কাছে বিক্রি করে দিচ্ছেন। অথচ প্রকৃত কৃষকরা কৃষি প্রণোদনা সহায়তা পাচ্ছেন না। যা শুধু একমাত্র কৃষি কর্মকর্তার সেচ্ছাচারীতায় এসব অনিয়ম দূর্নীতি হচ্ছে।

    জানা যায়, একজন কৃষক এক কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার, ১০০ টাকার বালাইনাশক এবং জমি প্রস্তুতি, সেচ ও বাঁশের বেড়া তৈরিতে বিকাশের মাধ্যমে ২ হাজার ৮০০ টাকা পাবেন। সেই সঙ্গে ২ হাজার ১০০ টাকার পলিথিন ও ১৫০ টাকার নাইলনের সুতা দেওয়ার কথা ছিলো। কিন্তু সেখানেও কৃষক প্রতি বরাদ্দের ২ হাজার ১০০ টাকার পলিথিনের বদলে দিয়েছেন বড়জোর ৫০০ টাকার পলিথিন। ১৫০ টাকার নাইলনের সুতার বদলে দিয়েছেন ৬০ টাকার প্যারাসুট সুতা। আর এসব কৃষি প্রণোদনা গুলো যেসব কৃষকদের দেয়া হয়েছে তারা কেউ প্রণোদনা গুলো ব্যবহার না করে প্রায় কৃষক বিক্রি করে দিয়েছেন। যা সরেজমিনে তদন্ত করলেই বেরিয়ে আসবে এসব অনিয়ম দুর্নীতি।

    তানোর পৌরসভার বেশকিছু কৃষক অভিযোগ করে বলেন, তানোর পৌরসভার দায়িত্বে থাকা উপসহকারী বিএস এমদাদুল হকের মাধ্যমে কৃষি কর্মকর্তা যোগসাজশ করে এসব কৃষি প্রণোদনার সার বীজ গুলো নামমাত্র ভুয়া কৃষকের তালিকা তৈরি করে আত্মসাৎ করে আসছেন বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে।
    এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ তার বিরুদ্ধে করা কৃষকের সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কৃষি কর্মকর্তা কৃষকের কিসে ভালো আর কিসে খারাপ আমি জানি,এমপি সাহেব না বুঝে কৃষকের কথায় আমাকে গালাগালি করেছে। তিনিতো আর মাঠ পর্যায়ে থাকেন না সে কি বুঝবে। আমরা সারাদিন মাঠেঘাটে থাকি কে কৃষক আর কে অকৃষক আমার চাইতে এমপি সাহেব বেসি চিনেন না। তাই আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ নিয়ে আমাকে ক্ষমতার দাম্ভিকতা দিয়ে গালাগালি করেছেন। আমি বিষয়টি আমার উদ্ধর্তন কর্মকর্তাকে অবহিত করেছি,দেখা যাক তারা এমপি সাহেবের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহন করছে।

  • রামপালে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

    রামপালে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

    রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ

    বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী একুব্বারিয়া বৃ-চাকশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের ৫৯ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। (১৯ ফেব্রæয়ারী ২০২৩) রবিবার দুপুর ৩.০০ টায় চাকশ্রী একুব্বারিয়া বৃ-চাকশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের সভাপতি ও বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী হাবিবুন নাহার (এম.পি)।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি মোঃ সামছুদ্দীন, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জামিল হাসান জামু, বাগেরহাট জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহম্মেদ প্রিন্স, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান, বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ হারুন অর রশিদ, রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সাধারন সম্পাদক শেখ বেলাল উদ্দিন, শিক্ষক শেখ আঃ মান্নানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। এর পূর্বে মাননীয় উপমন্ত্রী মহোদয় সকাল ৯.০০ টায় উপজেলার আমতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও বাইনতলা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

  • ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ-উপমন্ত্রী হাবিবুন নাহার। 

    ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ-উপমন্ত্রী হাবিবুন নাহার। 

    রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ
    বাগেরহাটের রামপালে  ভূঁইয়ারকান্দর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ,  নবীন বরণ এবং এস, এস, সি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
    ৪ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৪.০০ টায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঁইয়ারকান্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আবুল হোসেন।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন,    ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, রামপাল থানার ওসি মোঃ সামছুদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু, বাগেরহাট জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আক্তারুজ্জামান,  সাধারণ সম্পাদক হাওলাদার জুলফিকার আলী ভুট্টো, রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান ।
    ৪ দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
    একই সাথে উক্ত বিদ্যালয় থেকে যারা এস, এস, সি পরিক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল তাদেরকে ও সংবর্ধনা দেওয়া হয়।
    উপজেলার ভূঁইয়ারকান্দর মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যেগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
  • তাড়াশে দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ।

    তাড়াশে দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ।

    তাড়াশে দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ।

    তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে দুঃস্থ পরিবারের মাঝে ২শ কম্বল বিতরণ করা হয়েছে। ২৪ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার পৌর সদরে হতদরিদ্র,অসহায়, দুঃস্থ, পিছিয়ে পরা পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন ও ভিলেজ ভিশন বাংলাদেশের আয়োজনে এবং হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট’র অর্থায়নে হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করে।

    এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শাহবাজ খান সানি, ভিলেজ ভিশন বাংলাদেশের নির্বাহী পরিচালক শরীফ খন্দকার ও ভলান্টিয়ার ডা. রাজু,আজিম উদ্দিন,শাহাদত হোসেন সহ অনেকে।

  • ডিমলায় বোরো ধানের বীজ ও সার বিতরনের শুভ উদ্ভোধন।

    ডিমলায় বোরো ধানের বীজ ও সার বিতরনের শুভ উদ্ভোধন।

    ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

    নীলফামারীর ডিমলায় বিনামুল্যে কৃষকদের মাঝে বোরো হাইব্রীড ও উফশী জাতের ধানের উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার বিতরনের শুভ উদ্ভোধন করা হয়।

    সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় ডিমলা উপজেলা কৃষি সমম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মোঃ নাজমুল হক এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ ( ডোমার- ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দীন সরকার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ভাইচ চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইচ চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ শাহিনুর ইসলাম, মোঃ আঃ খালেক, মোঃ ফরিদ হোসেন, মোঃ গোলাম ফারুক ও মোঃ মমিনুর রহমান।

    এ সময় বক্তারা বলেন কৃষিই আমাদের প্রাণ তাই কৃষকদের এগিয়ে নিতে সরকারী ভাবে মাননীয় প্রধানমন্ত্রী বিনামুল্যে সার, বীজ, কম খরচে উৎপাদন বৃদ্ধিতে ৫০% ভূতুর্কীতে আধুনিক কৃষি যন্ত্রপাতি সহ সার্বিক সহযোগিতা করে আসছে। দশটি ইউনিয়নের কৃষকদের মাঝে ২০২২-২৩ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনার কর্মসূচির আওতায় বোরো হাইব্রীড ও উফশী জাতের ধানের উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২ কেজি হাইব্রীড ধান বীজ, ৫ কেজি উচ্চ ফলনশীল উফশী ধান বীজ , বিএডিসির ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি পটাশ (এমওপি) সার ও বীজ বিতরন করা হয় । ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা রবি মৌসুমে প্রণোদনার বিনামুল্যে বীজ ও সার পেয়ে অত্যন্ত খুশি।

    এসময় বালাপাড়া ইউনিয়নের কৃষক আব্দুল হামিদ জানান উপজেলা কৃষি সমম্প্রসারন অধিদপ্তররের সহযোগিতায় কৃষকরা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেকেন্দার আলী জানান গত বছর বোরো ধানের ফলন আশানুরূপ ভালো ও ন্যার্য মুল্য পাওয়ায় এবারে বোরো ধান চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। রবি মৌসুমে চাষাবাদের বিষয়ে আমরা কৃষকদের দোড় গোড়ায় পরামর্শ দিচ্ছি। এছাড়াও মাঠ পর্যায়ে ও যেকোনো পরামর্শের জন্য উপ সহকারী কৃষি কর্মকর্তাগন নিরলস ভাবে কাজ করছে।

  • রাজশাহীর গণসমাবেশ সফল করতে বাঘায় বিএনপি’র লিফলেট বিতরণ।

    রাজশাহীর গণসমাবেশ সফল করতে বাঘায় বিএনপি’র লিফলেট বিতরণ।

    বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ

    আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে রাজশাহীর বাঘায় লিফলেট বিতরণ করেছে রাজশাহী জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল ।
    রোববার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা তেঁথুলিয়া বাজার এলাকায়সহ উপজেলার বিভিন্ন স্থানে আনোয়ার হোসেন উজ্জলের নেতৃত্বে নেতারা এ লিফলেট বিতরণ করেন। নেতাকর্মীরা উপজেলার মীরগঞ্জ এলাকা হয়ে উপজেলা সদর পরে তেঁথুলিয়া, আড়ানী পৌর বাজার সড়কের মোড়ে মোড়ে পথচারী ও যানবাহনের যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন। বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য আহবায়ক জানানো হয় এ লিফলেটে।

    এছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে পথচারী ও যানবাহনের যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন। বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য অনুরোধ জানানো হয় লিফলেটে।
    লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য সহকারি অধ্যপক মো. জাহাঙ্গীর হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র নজরুল ইসলাম, আড়ানী পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম, চারঘাট উপজেলার সাবেক সভাপতি সহকারি অধ্যাপক ইউনুছ আলী তালুকদার, চারঘাট পৌর বিএনপির সভাপতি কায়েম উদ্দিন, সাধারণ সম্পাদক মুরাদ পাশা, বাঘা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, আড়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন,সাবেক উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন পলাশ, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক নবাব আলী, উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য সচিব মোমিনুল ইসলাম হিটলার, আব্দুল সালাম,জুয়েল প্রমুখ।

    লিফলেট বিতরণকালে বিএনপির নেতা আনোয়ার হোসেন উজ্জল বলেন, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহীর বিভাগীয় গণসমাবেশে লক্ষ লক্ষ নেতাকর্মী যোগদানের কথা রয়েছে। ইতোমধ্যে বাস মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। নেতাকর্মীরা প্রয়োজনে পাঁয়ে হেঁটে সমাবেশে যাবেন । কোনো প্রতিবন্ধকতা বাধাই সৃষ্টি করতে পারবে না।

  • বালিয়াডাঙ্গীতে ধর্মীয় প্রতিষ্ঠানে সাড়ে চারলাখ টাকা অনুদানের চেক বিতরণ।

    বালিয়াডাঙ্গীতে ধর্মীয় প্রতিষ্ঠানে সাড়ে চারলাখ টাকা অনুদানের চেক বিতরণ।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে সাড়ে চারলাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
    শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ১০পর্যন্ত বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের লাহিড়ী ঠুমনিয়া,ধূকুরঝাড়ী সিন্দুর পিন্ডি,ঠুমনিয়া মাশানতলা, টাকাহারা, বানাঁগাও, জোতপাড়া,খচাবাড়ী,আনসারহাট,পূনিপুকুর, ফুটানীরহাট এলাকায় উপস্থিত হয়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির নিকট এসব অর্থ হস্তান্তর করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম।
    তিনি বলেন, ঠাকুরগাঁও ২ আসনের এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপির বিশেষ বরাদ্দ থেকে এসব অনুদানের টাকা প্রদান করা হয়েছে।
    অনুদান প্রদানেরর সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সহ সভাপতি সমর কুমার চ্যাটাজী নুপুর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দুলাল রব্বানী, সাধারণ সম্পাদক অমিকান্ত শাহ,সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো ঠুমনিয়া মহিরউদ্দীন সমজিদ -৫০,০০০ হাজার টাকা,সিন্দুরপিন্ডি হরিবাসর ৫০,০০০ হাজার টাকা,ঠুমনিয়া মাশানতলা কালি মন্দির -৫০,০০০ হাজার টাকা,জোতপাড়া নলপানিয়া কালি মন্দির -৫০,০০০০, হাজার টাকা,খোচাবাড়ী রিকূয়েন্সী ক্লাব -৫০,০০০ হাজার টাকা, আনসার হাট হাফিজিয়া মাদ্রাসা -৫০,০০০ হাজার টাকা,পুনিপুকুর দুর্গা মন্ডপ -৫০০০০ হাজার টাকা, ফুটানি জামে মসজিদ। -৫০,০০০ হাজার টাকা।
  • বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ।

    বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ।

    বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৫ জন ছাত্রীকে এলজিএসপি-৩ এর আওতায় বাইসাইকেল এবং ৫ শতাধিক গর্ভবর্তী মায়েদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার, দৌলতপুর হাইস্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার মন্ডল।

    এসময় আরও উপস্থিত ছিলেন, দৌলতপুরের ইউপি প্যানেল চেয়ারম্যান সামছুল হক, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ মোল্লা, থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা কামাল হোসেন, ইউপি সচিব এবিএম খায়রুজ্জামান লিটন, ইউপি সদস্য আনোয়ার হোসেন, আব্দুল মালেক, জিন্নত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • নলডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন ও কৃষি উপকরণ বিতরণ।

    নলডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন ও কৃষি উপকরণ বিতরণ।

    . নাটোর(নলডাঙ্গা)প্রতিনিধিঃ

    নাটোরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষি উপকরণ বিতরণ প্রযুক্তি নির্ভর জীবন যাত্রায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের নলডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

    মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

    উদ্ভাবন,ডিজিটাল সেবা,হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা ও কর্মসংস্থান এই চারটি বিষয়ভিত্তিক প্যাভিলিয়নের ২৫টি স্টলের মাধ্যমে মেলা প্রদর্শিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা।

    এ সময় শফিকুল ইসলাম শিমুল সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ২,৬১০ জন কৃষকদের মাঝে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর খেসারী ও রাসায়নিক সার এবং ৫০% ভূর্তুকিতে ২টি কম্বাইন হার্ভেষ্টার মেশিন বিতরণ করেন।

    কৃষি উপকরণ বিতরণকালে সাংসদ শফিকুল ইসলাম শিমুল বলেন,ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাস্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তি দক্ষতা বৃদ্ধির সাথে সাথে কৃষি ও কৃষকদের জীবনমান উন্নয়নের সর্বদা নিরলসভাবে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • ডিমলায় তেল জাতীয় ফসল সরিষার বীজ ও সার বিতরণ।

    ডিমলায় তেল জাতীয় ফসল সরিষার বীজ ও সার বিতরণ।

    . ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

    “তামাক চাষ বর্জন করি, ধুমপান মুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ২০২২-২৩ অর্থ বছরের তামাক চাষে নিরুৎসাহিতকরণ প্রকল্পের আওতায় নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে তেল জাতীয় সরিষার বীজ সার ও উপকরন বিতরন করা হয়েছে।

    মঙ্গলবার (৮নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদের অর্থায়নে ও বাস্তবায়নে এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে, উপজেলার তিনটি ইউনিয়নের ৩০০ কৃষকের মাঝে এসব সরিষা ফসলের উপকরণ বিতরণ করা হয়।
    নির্বাহী অফিসার বেলায়েত হোসেন এঁর সভাপতিত্বে ও সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী৷

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথির বক্তব্যে দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী’র অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আবু বক্কর সিদ্দিক, উদ্ভিদ সংরক্ষণ কৃষিবিদ আনোয়ার হোসেন।

    বক্তারা তাদের বক্তব্যে বলেন, তামাক হচ্ছে মানবদেহের সবচেয়ে ক্ষতিকর একটি ফসল, এই তামাক সেবনের ফলে মানবদেহে ফুসফুসে ক্যান্সারসহ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। তামাকসহ বিভিন্ন ধরনের মাদক জাত দ্রব্য ব্যবহার করার ফলে উঠতি বয়সের কিশোর ও যুবকদের অকালে মৃত্যুও হচ্ছে। তাই আসুন আমরা তামাক চাষ আবাদ ছেড়ে দিয়ে অন্যন লাভজনক ফসল বেশি চাষ করি।
    এসময় আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, খোগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন৷

    উল্লেখ্যঃ প্রতিজন কৃষককে সরিষা বীজ ১.৫ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি সার ১০ কেজি, জিবসাম ১০ কেজি, বোরন ১ কেজি, ছত্রাকনাশক ইম্প্রোডিয়ন ১০০ গ্রাম, ও প্রদর্শনী সাইনবোর্ড ১টি করে দেওয়া হয়েছে।