Tag: বিতরণ

  • এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ।

    এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ।

    সেবা, সুনাগরিকত্ব, বন্ধুত্ব এই তিন মটোকে সামনে রেখে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জ বাংলাদেশের একটি শাখা সংগঠন এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের আয়োজনে বুধবার (১৪জলাই) বিকেলে শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষায় শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেছে সংগঠনটি এবং হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    অনুষ্ঠান এপেক্স ক্লাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এপেক্সিয়ান রায়হান কবীর ( মিঠু) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ।

    এসময় উপস্থিত ছিলেন, এপেক্স এর ফাউন্ডার প্রেসিডেন্ট ও আই পি পি এপে. হেলাল আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. এ এইচ এম মুহিবুল্লাহ মুহিব, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. ফরিদুল হক, সেক্রেটারি এন্ড ডিনার এডিটর এপে. ফুলাদ হায়দার খান, সেবা পরিচালক এপে. আব্দুস সালাম, ট্রেজারার এপে, মজনু মোল্লা,
    সার্জেন্ট অব আর্মস এপে, আল আমিন তালুকদার, পরিচালক কামরুল ইসলাম সুইট, পরিচালক এপে. মাহমুদুল্লাহ সিরাজী, পরিচালক এপে. মাকসু্দা খাতুন, ফ্লোর মেম্বার এপে. ডাঃ আব্দুর রশিদ, এপে. ফরহাদ হোসেন, এপে. প্রদীপ রায়, স্বর্ণালী, এপে. সোহেল রানা রনি, এপে. প্রিন্সিপাল জহুরুল ইসলাম, এপে. এনামুল কবির, এপে. আবু তাহের, এপে. আশিক আহমেদ,এপে. কামরুল ইসলাম, এপে. কায়েস হেলাল ও পরিচালক মোঃ আব্দর রহিম খোকন, এবং হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আরা সহ সদস্য বৃন্দ, উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দল।

  • সিরাজগঞ্জ তাড়াশে অনাহারী, হত-দরিদ্র ও পথ শিশুদের মাঝে  খাবার বিতরণ।

    সিরাজগঞ্জ তাড়াশে অনাহারী, হত-দরিদ্র ও পথ শিশুদের মাঝে  খাবার বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে প্রতিদিন অনাহারী, হত-দরিদ্র ,প্রতিবন্ধী ও পথ শিশুদের মুখে দুপুরের ফুল পেট খাবার তুলে দেওয়া হচ্ছে। মহামারী করোনা ভাইরাসে সারা বিশ্বের মানুষ যখন দিশেহারা। বাংলাদেশে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা যখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে করোনা ভাইরাসের কারনে  মানুষ যখন ঘর থেকে বের হচ্ছেনা।

    ঠিক এমন মুহুর্তে  ১৪ জুলাই বুধবার দুপুরে অনাহারী, হত-দরিদ্র ,প্রতিবন্ধী ও পথ শিশুদের মুখে দুপুরের ফুল পেট খাবার তুলে দিচ্ছেন  তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিএসসি। উপজেলার হাসপাতাল গেটে অবস্থিত সিয়াম এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর সিয়াম, সিফাত ও সাঈফ মানবতা ভোজনালয় ব্যানার টাঙ্গিয়ে প্রতিদিন এ খাবার বিতরণ করছেন।

    এ আয়োজনের উদ্যোক্তা আব্দুস সালাম বিএসসি বলেন,  আমি ৯ জুলাই শুক্রবার থেকে অনাহারী, হত-দরিদ্র ,প্রতিবন্ধী ও পথ শিশুদের মুখে  খাবার তুলে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ আমাকে যতদিন সামর্থ দেন আমি এ কাজ করে যাব। আল্লাহ আমাকে তিনবার মৃত্যুর হাত থেকে ফিরে এনেছেন।  তাই আল্লাহকে সন্তুষ্টি রাখার জন্য আমি আমার সাধ্যমত প্রতিদিন দুপুরে অনাহারী, হত-দরিদ্র ,প্রতিবন্ধী ও পথ শিশুদের মুখে খাবার তুলে দিবো।

    এ খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের  সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি  আলহাজ্ব মোঃ গোলাম রাব্বারী ,সহ সভাপতি মহসীন আলী ও সাংবাদিক এম ছানোয়ার হোসেন সাজু।

  • সিরাজগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান।

    সিরাজগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান।

    সিরাজগঞ্জে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ৭’শ দোকান কর্মচারীদের মাঝে খাদ্যের সহায়তা প্রদান করা হয়েছে । সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও আবুল খায়ের গ্রুপ এর সহযোগিতায় স্বাস্থ্য বিধিমেনে এ সকল ফুড প্যাকেজের প্যাকেট বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার ( ১৩ জুলাই)সকাল হতে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ শহরে শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে এই ৭’শ জন দোকানকর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ ।

    সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা ও আফিফান নজমু এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন,জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।

    বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ।জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, লকডাউনে থাকা পুরাে পরিবারকে সরকারের পক্ষ সকল প্রকার সহযােগিতা প্রদান করা হচ্ছে।
    সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলে, মাস্ক পরিধান করতে হবে।ঘন ঘন সাবান /ডিটারজেন্ট পাউডার দিয়ে হাত ধৌত করতে হবে এবং সবাইকে বাড়িতে থাকার আহবান জানান।

    এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ সহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার গণ উপস্থিত ছিলেন।

  • নন্দীগ্রামে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।

    নন্দীগ্রামে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।

    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি। করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার জন্য এই সামগ্রী তাদের হাতে তুলে দেয়া হয়। তাদের পরিবার পরিজন নিয়ে যতটুকু পারেন ততোটুকুন সুরক্ষিত থাকবেন।

    জেলা পরিষদের অর্থায়নে বেলা ১১টায় পরিষদে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাত এর উপস্থিতিতে এই স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, সাবান ও পরিছন্নতার জন্য ডিটারজেন্ট পাউডার রয়েছে। এসময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার আদনান বাবু, চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাধারন সম্পাদক সহ-সভাপতি পরিতোষ চন্দ্র উপস্থিত ছিলেন।

  • সিরাজগঞ্জের তাড়াশে পৌরসভার উদ্যোগে দুঃস্থদের মাঝে টাকা বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে পৌরসভার উদ্যোগে দুঃস্থদের মাঝে টাকা বিতরণ।

    সিরাজগঞ্জের  তাড়াশ পৌরসভার উদ্যোগে টাকা বিতরণ করা হয়েছে। ১২ জুলাই সোমবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে তাড়াশ পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে  জি আর ’র বরাদ্দ থেকে এ টাকা বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক মেজবাউল করিমের সভাপতিত্বে ২শ জন হতদরিদ্র ও দূঃস্থ পরিবারের মাঝে ৫শ টাকা করে নগদ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

    এ সময় উপন্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম, পৌর সচিব আশরাফুল ইসলাম ভূইয়া,কাউন্সিলর জালাল উদ্দিন,আব্দুল সালাম,শামছুল আলম,আশরাফুল  ইসলাম বাচ্চু, বকুল হোসেন,সাইফুল ইসলামসহ অনেকে।

  • নন্দীগ্রামে সংবাদকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিলেন এলএলবি রানা।

    নন্দীগ্রামে সংবাদকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিলেন এলএলবি রানা।

    বগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সম্মুখসারির সংবাদকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও নন্দীগ্রান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।

    জেলা পরিষদের অর্থায়নে রোববার দুপুরে পৌর শহরের রানার চত্বরে ব্যাক্তিগত অফিসে এই সুরক্ষার উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। প্রতিটি প্যাকেটে মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, সাবান ও পরিছন্নতার জন্য ডিটারজেন্ট পাউডার রয়েছে।

    উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেন, আরজেএফ ও ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক আব্দুল আহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মজনুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. বকুল হোসেন, দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, নাজির হোসেন, আখতার হোসেন দুলাল, নজরুল ইসলাম দয়া, সংবাদকর্মী মুনিরুজ্জামান মুনির, জিল্লুর রহমান রয়েল, অদৈত কুমার আকাশ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম গোলাপ প্রমূখসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নন্দীগ্রামে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন মেয়র আনিছুর।

    নন্দীগ্রামে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন মেয়র আনিছুর।

    করোনা মোকাবেলায় বগুড়ার নন্দীগ্রামে পৌরসভায় কর্মহীন, অসহায়, দু:স্থ্য মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান। তিনি করোনা দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকেই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। এছাড়া

    করোনা ভাইরাস প্রতিরোধে পৌরসভার পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করেছেন।বৃহস্পতিবার  সকালে পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায়, দু:স্থদের মাঝে চাল, ডাল, তেল, আলু বিতরণ করা হয়। এ সময় কাউন্সিলর সাইদুল ইসলাম, শাহিরুল ইসলাম, রফিকুল ইসলাম, আবু সাঈদ মিলন, নুরন্নাহার মিষ্টি উপস্থিত ছিলেন।

    পৌরসভা সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম পৌরসভার উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া সরকারি ভাবে ২৫ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা বরাদ্দ পায়। বরাদ্দকৃত টাকা দিয়ে পৌরসভার কর্মহীন ও অসহায় পরিবারের মধ্যে চাল, আলু, ডাল, তেলসহ নগদ অর্থ বিতরণ করা হয়।

    এছাড়া পৌরসভার নিজস্ব উদ্যোগে আরও এক হাজার ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। জানতে চাইলে পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, সরকারি ও পৌরসভার নিজস্ব উদ্যোগে অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে।
    পৌরসভায় খেটে-খাওয়া লোকের সংখ্যা অনেক। তবুও অনেক যাচাই-বাছাই করে প্রকৃত কর্মহীন-দু:স্থদের মধ্যে খাদ্য সহায়তা দেয়া অব্যাহত রয়েছে।

     

     

  • রাজবাড়ীতে কঠোর লকডাউনে হতদরিদ্রদের চৈতির রান্না করা খাবার বিতরণ।

    রাজবাড়ীতে কঠোর লকডাউনে হতদরিদ্রদের চৈতির রান্না করা খাবার বিতরণ।

    রাজবাড়ীর গোয়ালন্দে করোনা ভাইরাস প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি,র কন্যা কানিজ ফাতেমা চৈতী ছিন্নমূল, পথশিশু, প্রতিবন্ধী, দিনমজুর, দুস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন।

    চলমান কঠোট লকডাউন পরিস্থিতিতে প্রতিবন্ধী দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক বেলা একমুঠো রান্না করা খাবার তাদের হাতে দিলেন কানিজ ফাতেমা চৈতী।মঙ্গলবার (৬ জুলাই) গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইউনুছ মোল্লা, গোয়ালন্দ উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদ্দুজামান আসাদ চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকন, এরশাদ, সুজন, সাখাওত হোসেন অভি, সাইফুল ইসলাম অন্তর সহ প্রমূখ।

    এ সময় গোয়ালন্দ উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকন বলেন, এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতীর উদ্দ্যোগে ছিন্নমূল,পথশিশু, দিনমজুর, প্রতিবন্ধী, দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পরবর্তীতে উপজেলার বিভিন্ন এলাকায় এই বিতরণ অব্যাহত থাকবে ।

  • সিরাজগঞ্জ কাজিপুরে বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে লাঠি বিতরণ। 

    সিরাজগঞ্জ কাজিপুরে বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে লাঠি বিতরণ। 

    সিরাজগঞ্জের কাজিপুরে ৩৫০ জন অসহায় বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে সাহায্যকারী লাঠি বিতরণ করা হয়েছে। সোমবার (৫ জুলাই) বিকেলে আশার আলো ফাউণ্ডেশনের উদ্যোগে উপজেলার চালিতাডাঙ্গা বাজারে লাঠি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির পরিচালক ডা.আশকার পাইন। সংগঠনের উপদেষ্টা কানাডা প্রবাসী কাজী মোশারফ হোসেনের সার্বিক তত্বাবধানে ও অর্থায়নে এই লাঠি বিতরণ করা হয়েছে।

    সাহায্যকারী লাঠি পেয়ে নুরুল ইসলাম নামের এক বৃদ্ধ জানান, “শেষ বয়সে চলাচলের জন্য একটি ভালো মানের লাঠি পেয়ে খুশি। অনেক শখ ছিল লাঠি হলে ভালো করে চলাফেরা করতে পারবো। সেই শখ পূরণ হলো আশার আলো সংগঠনের দেওয়া লাঠির মাধ্যমে সে শখ পূরন হলো। কোহিনুর নামের আরো একজন বৃদ্ধা জানান, “চলাচল করতে গা দোল দিয়ে পড়ে যাই। এই লাঠির উপর ভর দিয়ে চলাচল করতে আর অসুবিধা হচ্ছে না।

    সংগঠনটির পরিচালক আশকার পাইন বলেন, “এক বছর আগে এই সাহায্য কারি লাঠি বিতরণ শুরু করি আমরা। দ্বিতীয় বারের মতো এবছর দুঃস্থ বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করলাম। এই বিতরণ কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

    এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কাজিপুর উপজেলা প্রতিনিধি আব্দুল লতিফ তালুকদার, সদস্য মাওলানা জয়নাল আবেদীন, শাহ আলম, আনোয়ার হোসেন, নয়ন, নজরুল মাস্টার, নুরুজ্জামান সরকার, তোতা মিয়া, সম্রাট প্রমুখ।

  • ঢাকার সাভারে করোনায় ক্ষতি গ্রস্থদের প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ।

    ঢাকার সাভারে করোনায় ক্ষতি গ্রস্থদের প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ।

    ঢাকার সাভারে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে মননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেওয়া উপহার নগদ অর্থ বিতরণ করলেন তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

    সোমবার ( ৫ জুলাই )দুপুরে তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৩০ জনের হাতে উপহার এই নগদ অর্থ তাদের হাতে তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে এই ইউনিয়নের ২’শ ৮০ জন ক্ষতিগ্রস্থ মানুষের হাতে ৫’শ টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা তাদের মাঝে বিতরণ করা হয়েছে।

    তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুল আলম সমর জানান মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ১ লাখ ৪০ হাজার টাকা আর্থিক সাহায্য দিয়েছেন। এই সাহায্যের টাকা পেয়ে করোনায় ক্ষতিগ্রস্থরা কিছুটা হলেও পুষিয়ে উঠতে পারবে।

    এ সময় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মীর মোঃ আব্দুল বারেক এবং উক্ত ইউনিয়নের সকল ইউপি সদস্যসহ স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ।