Tag: বিতরণ

  • সিরাজগঞ্জের তাড়াশে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।১৭ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে চলনবিল দুঃস্থ মহিলা সংস্থার (সিডিএমএস) ও এসডিএফ’র আয়োজনে ৩’শ গর্ভবতী মা ও শিশুকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

    চলনবিল দুঃস্থ মহিলা সংস্থার পরিচালক আব্দুল মালেকের সভাপতিত্বে স্বাস্থ্য,শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়,স্বাস্থ্য সেবা বিভাগ ,ঢাকা’র অর্থায়নে এ চিকিৎসা ও  ঔষধ বিতরণ কার্যক্রমের  উদ্বাধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জামাল মিয়া শোভন।

    এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী খন্দকার, উপজেলা প্রেসক্লাবের সহ -সভাপতি  মহসীন আলীসহ প্রমূখ। গর্ভবতী মা ও শিশুদের চিকিৎসা সেবা দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো মোঃ আব্দুল মাজেদ ও কাজলী খাতুন।

  • জাতীয় শোক দিবসে ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

    জাতীয় শোক দিবসে ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

    স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনাজপুর ফুলবাড়ী ২৯ বিজিবির উদ্যোগে অসহায় গরীব ও দুস্থদের মাঝে সামগ্রী বিতরণ করা হয়েছে।

    ১৫ আগস্ট রোববার সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় ১২৫ টি
    অসহায় গরীব ও দুস্থ পরিবারের মাঝে এই শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শরীফ উল্লাহ আবেদ এসজিপি।

    এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন
    ২৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ নঈম রেজভী, সহকারী পরিচালক মোঃ মাহাতাব উদ্দিন। খাদ্য সামগ্রী বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

  • জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা পুলিশ ও পুনাকের খাবার বিতরণ।।

    জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা পুলিশ ও পুনাকের খাবার বিতরণ।।

    হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা পুলিশ ও পুনাকের উদ্যোগে গরীব,দুঃস্থ,অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে ।

    শুক্রবার (১৩ আগষ্ট) দুপুর ২ টার সময় সিরাজগঞ্জ পুলিশ লাইনস্ শহীদ কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে ও সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর হার্ডপয়েন্টে এ সকল রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

    উক্ত খাবার বিতরণ অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার হাসিবুল আলম,(বিপিএম) ও জেলার পুনাক সভানেত্রী পলি সুলতানা শান্তা’র উপস্থিতিতে রান্না করা খাবার বিতরন করা হয়।

    এসময় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূর আলম সিদ্দিকী,সিরাজগঞ্জ সার্কেল জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম) পুনাকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা সিফাত-ই-খোদা,অতিরিক্ত পুলিশ সুপার(সদর)শরাফত ইসলাম, আরআই প্রমূখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।

  • নন্দীগ্রামে শোকা দিবস উপলক্ষে মৎস্যজীবীলীগের উদ্যোগে খাবার বিতরন

    নন্দীগ্রামে শোকা দিবস উপলক্ষে মৎস্যজীবীলীগের উদ্যোগে খাবার বিতরন

    বগুড়ার নন্দীগ্রামে শোকা দিবস উপলক্ষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১২ই আগস্ট) বিকেল ৩টায় উপজেলার পৌর ওমরপুর বাজারে আওয়ামী মৎস্যজীবী লীগের দলীয় কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল ও খাবার বিতরন অনুষ্ঠিত হয়।

    উক্ত দোয়া মাহফিল ও খাবার বিতরন শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ আলীর সভাপতিত্বে ও পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আনিছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম ছবি (মাস্টার)।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী মৎস্যজীবী লীগের বগুড়া জেলার সাধারন সম্পাদক কামরুজ্জামান মানিক।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক তুহিন, পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক ইউনুস আলী, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

  • তানোরে সিদীপ এনজিও’র দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

    তানোরে সিদীপ এনজিও’র দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

    মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বংবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ও মহামারি করোনা ভাইরাসের জন্য অসহায় দুঃস্থ ২শত পরিবারের মাঝে ৫কেজি চাউল ৩ কেজি আলু ১কেজি ডাল ১কেজি লবণ ১কেজি করে পিয়াজ বিতরণ করা হয়েছে।

    ১২ আগস্ট বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব খাবার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।

    উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বে- সরকারী সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ)এর বাস্তবায়নে খাবার বিতরণে আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) তারিকুল ইসলাম, সিদীপের এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার জাকির হোসেন, ফিল্ড সুপারভাইজার আশাদুল ইস্লাম,হাফিজুর রহমান, রাকিবুল ইসলাম, সাইদুর রহমান ও মাহতাব হোসেন প্রমুখ।

  • সিরাজগঞ্জে ছাত্রলীগনেতা ইমনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরন

    সিরাজগঞ্জে ছাত্রলীগনেতা ইমনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরন

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শােক দিবস উপলক্ষ্যে শতাধিক দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো -চাউল,ডাউল, আলু,সয়াবিন তৈল ।

    উক্ত খাদ্যসামগ্রী বিতরনের জন্য আয়োজন করেন,চট্রগ্রাম পলেটেনিক ইন্সটিটিউট এর ছাত্রলীগ ছাত্র সংসদের সাবেক এজিএস ইমন সরকার।

    বৃহস্পতিবার (১২ আগষ্ট) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতী গ্রামে কে,জি স্কুল মাঠে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরন করেন,

    বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল।

    এসময় আরো উপস্থিত ছিলেন, সদর থানা যুবলীগের এসে এমন বারী, মাহাবুবুর রহমান সাবেক জেলা যুবলীগের দপ্তর সম্পাদক, শরিফ আল সেখ, ভাষানী ,আলহাজ্ব সরকার, মোমিন হাসান, আকাশ বিন শেখ,সৌরভ তালুকদার প্রমুখ।

  • সিরাজগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরন। 

    সিরাজগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরন। 

    সিরাজগঞ্জে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্তআ দিবাসী,মুচি,কুলী ও দুঃস্থ ওঅসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে।

    সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস সিরাজগঞ্জের অর্থায়নে স্বাস্থ্যবিধিমেনে বুধবার(১১ আগস্ট) সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম সিরাজগঞ্জের উক্ত আদিবাসী, মুুুচি,কুুুলী,দুুুুঃস্থ ও অসহায় ৪’শ পরিবারে ২’হাজার করে নগদ টাকা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুুুযোগ্য জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

    সিরাজগঞ্জ সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা মোঃ আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস সিরাজগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল মান্নান,এজিএম মোঃ সাজেদুল করিম সহ অন্যান্য কর্মকর্তাগণ এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক হেলাল আহমেদ।

    এসময় এনডিসিঅনিদ্য গুহ,নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি,রাশেদ হোসাইন, ইসরাত জাহান ও পরাগ সাহা সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অনেকে উপস্থিত ছিলেন।

    উক্ত বিতরণ অনুুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসকদ ড. ফারুক আহাম্মদ বলেন,লকডাউনে থাকা পরিবারকে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান গুলো এগিয়ে আসছে। আমরা ধন্যবাদ জানাই ওই সকল প্রতিষ্ঠানকে যারা দেশের ক্রান্তিকালে সরকারের পাশে থেকে অসহায় মানুষকে সহযােগিতা করছে।

    এসময় মাস্ক পরিধান করা,সহ সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহবান জানান। পাশাপাশি সকল শ্রেণীর মানুষের টিকা নেয়ার জন্য আহবান করেন।

  • শাহজাদপুরে পল্লী উদ্যোক্তাদের এস এমই প্রণোদনা ঋণের চেক বিতরণ

    শাহজাদপুরে পল্লী উদ্যোক্তাদের এস এমই প্রণোদনা ঋণের চেক বিতরণ

    সিরাজগঞ্জের শাহজাদপুরে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের প্রণোদনা হিসাবে এসএমই ঋন বিতরণ করা হয়েছে। ১০ আগস্ট মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেল কক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শাহজাদপুর শাখার উদ্যোগে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে এস এমই ঋণ বিতরণ করা হয়।

    এসএমই ঋন বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মোঃ লিয়াকত আলী, সিরাজগঞ্জ পল্লী উন্নয়ন বোর্ডের ডিডি জিহাদ খান, ইউসিসি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাহাবুর রহমান প্রমুখ।

    বক্তব্য শেষে শাহজাদপুরের কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ১৩ জন পল্লী উদ্যোক্তার মাঝে ২ লক্ষ করে মোট ২৬ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

  • বেলকুচিতে পূর্বানী গ্রুপের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

    বেলকুচিতে পূর্বানী গ্রুপের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

    বেলকুচিতে পূর্বানী গ্রুপের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

    সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
    করোনায় মোকাবেলায় সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্বানী গ্রুপের অর্থায়নে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ (আগস্ট) শুক্রবার বিকালে বেলকুচি থানা প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) সিদ্দিক আহমেদ, বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি দেলখোশ আলী প্রামানিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকারসহ আরো অনেকেই।

  • তাড়াশে নৃৃতাত্বিক পরিবারের মাঝে ৪’শ প্যাকেট খাদ্য বিতরণ

    তাড়াশে নৃৃতাত্বিক পরিবারের মাঝে ৪’শ প্যাকেট খাদ্য বিতরণ

    সিরাজগঞ্জের তাড়াশে নৃৃতাত্বিক পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের  কারনে সারাদেশে সরকারী  সিদ্ধান্ত লকডাউন বাস্তবায়নে কর্মহীন হয়ে পরা নৃৃতাত্বিক পরিবারের মাঝে ৪’শ প্যাকেট রান্না করা খাদ্য বিতরণ করা হয়। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার  মাধাইনগর ইউনিয়নের পৌষার  আদিবাসী  উচ্চ  বিদ্যালয়ের হলরুমে এমপি আব্দুল আজিজের  নিজস্ব অর্থায়নে ১১তম দিনের মতো এ খাদ্য বিতরণ করা হয়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই সকল মানুষের পাশে রান্না করা খাদ্য বিতরণ করেন ৬৪ সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    ১১তম দিনে পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের হলরুমে খাবার বিতরণ অনুষ্ঠানে মাধাইনগ  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুুর রহমান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস আলম,  সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আছাব আলী  কিরণ,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, সাবেক উপজেলা ছাত্রলীলের সভাপতি আনিছ প্রধান, বর্তমান সভাপতি ইকবাল হাসান রুবেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক মাধাইনগর ইউপি চেয়ারম্যান বাবু সাধন চন্দ্র,পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শ্যাম সুন্দরসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরোওয়ার হোসেন ।