Tag: বিতরণ

  • বড়লেখায় প্রাক বড়দিন পালনে নগদ অর্থসহ উপহার সামগ্রী বিতরণ।  

    বড়লেখায় প্রাক বড়দিন পালনে নগদ অর্থসহ উপহার সামগ্রী বিতরণ।  

    মৌলভীবাজার প্রতিনিধিঃ আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা “কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এর সহযোগিতায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে জাঁকজমকপূর্ণ ভাবে  বড়দিনের পূর্ব প্রস্তুতি প্রাক-বড়দিন অনুষ্ঠান ও  বার্ষিক বিভিন্ন  উপহার বিতরণ করা হয়।
    বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে বড়লেখা উপজেলা অধীনে সাত নম্বর খাসি পুঞ্জিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রকল্প ব্যবস্থাপক টারজেন পাপাংয়ের সঞ্চালনায় ও প্রকল্পের চেয়ারম্যান প্রবীণসন সুছিয়াংয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাত নম্বর পুঞ্জির সেক্রেটারি পাইলট মারলিয়া, ১০ নং দক্ষিণভাগ ইউপি’র ৫ নং ওয়ার্ড সদস্য সমিরন মুন্ডা, সাবেক ইউপি সদস্য ডেভিড পাপাং, পাথারিয়া বাগান পঞ্চায়েত সভাপতি মোহনলাল রিকমুন, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার বড়লেখা প্রতিনিধি মোস্তফা উদ্দিন প্রমূখ।
    জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম  শুরু হয়। প্রাক-বড়দিনের কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন ইউএনও। এসময় প্রকল্পের শিশু দেশাত্মবোধক নৃত্য ও ঐতিহ্যবাহী খাসি নৃত্য পরিবেশন করা হয়।
    প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, শিক্ষার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি এনজিও সংস্থা কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজের জন্য তিনি কম্প্যাশন সংস্থাকে সাধুবাদ জানান। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমারা ভালভাবে পড়াশোনা করবে। তবেই জীবনে সাফল্য অর্জন করতে পারবে। আর যারা তোমাদের সাহায্য সহযোগিতা ও সাপোর্ট করছেন তাদের পরিশ্রম সার্থক হবে। তিনি আরও বলেন, যে কোন ধরনের সহযোগিতা প্রশাসন আপনাদের পাশে আছে।
    অনুষ্ঠান শেষে চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম (সিএসপি) ১৫ শিশুর পরিবারের মাঝে ১টি করে চায়ের ফ্লাক্স, জগ, বালতি, গরম জামা, চাদর ও ১৯৩ শিশুর জন্য নগদ অর্থ প্রদান করা হয়।
  • দূরন্ত মেধাবী ছাত্র সংসদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের পুরুষ্কার বিতরণ।

    দূরন্ত মেধাবী ছাত্র সংসদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের পুরুষ্কার বিতরণ।

    শাহরিয়ার আহমেদ শাকিল বড়লেখা(সিলেট)প্রতিনিধিঃ সিলেটের বরলেখা উপজেলায় দুরন্ত মেধাবী ছাত্র সংসদ এর উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের নীয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুরুন্ত মেধাবী ছাত্র সংসদ বড়লেখা উপজেলা শাখার চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল লতিফ, পৌরসভা শাখার চেয়ারম্যান আকিফ ইব্রাইম,পৌরসভা শাখার ভাইস চেয়ারম্যান হাসান আহমেদ,পৌরসভা শাখার সাংগঠনিক সাব্বির আহমেদ,সদস্য আশরাফ মাহমুদ রাহি, তাহারাত প্রমুখ।

    এ সময় সংসদের চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল লতিফ প্রধান অতিথির বক্তব্যে বলেন, সত্যি কারের সোঁনার বাংলাদেশ গড়তে হলে প্রথমে এ দেশের ছাত্র সমাজকে সোঁনার মানুষ হিসাবে গড়ে তুলতে হবে।

    পড়াশোনার পাশাপাশি সমাজের সামাজিকতা বজায় রাখতে সমাজের কাজে এগিয়ে আসতে হবে। মেধার রাঁজ্যে সবচেয়ে জ্ঞানী হতে হবে। পিতামাতার স্বঁপ্নকে বাস্তবায়ন করার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে।পাশাপাশি নিজের নীতি নৈতিকতাকে ও সুন্দর ভাবে গড়ে তুলতে হবে। সমাজের যেখানে সত্যের কথা বলা হবে,ন্যায় এবং ইনসাফের কথা বলা হবে তাদের পাশে দাড়াঁতে হবে। এবং ভালো বন্ধু নির্বাচন করতে হবে, ভালো ও চরিত্রবান ছাত্রদের বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে।

  • ওসমানীনগর-বালাগঞ্জে এস ও এস শিশু পল্লীর খাদ্যসামগ্রী বিতরণ।

    ওসমানীনগর-বালাগঞ্জে এস ও এস শিশু পল্লীর খাদ্যসামগ্রী বিতরণ।

    ওসমানীনগর প্রতিনিধিঃ এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ-Support COVID -19 শীর্ষক ২য় পর্যায় (অক্টোবর ২০২১-সেপ্টেম্বর ২০২২) কার্যক্রমের আওতায় সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় উপকারভোগী পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

    পৃথক পৃথক বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে পরিবার শক্তিশালীকরণ ও কীনশীপ কেয়ার কর্মসূচীর দুই উপজেলার ৪৭৮টি সুবিধা বঞ্চিত পরিবারে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে নিরাপদ দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

    ওসমানীগরের দয়ামীরে অবস্থিত এস ও এস শিশু পল্লী সিলেট প্রাঙ্গনে সোমবার অনুষ্ঠিত বিতরনী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা। এস ও এস শিশু পল্লী সিলেট এর সহকারী পরিচালক মো: মাজহারুল ইসলাম খান এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার তানবীর আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন।

    অনুষ্ঠানে উসমানপুর ইউনিয়নের মমিনপুর এবং পরবর্তীতে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের বানীগাঁও ও সোনাপুর এলাকার উপকারভোগী পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পৃথক পৃথক অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পরিবারে প্রতি চাল-২০ কেজি, সয়াবিন তেল-০২ লিঃ, লবণ- ০২ কেজি,মসুর ডাল-০২ কেজি,আলু-০৫ কেজি,পিঁয়াজ-০১ কেজি, গুড়ো দুধ ২০০ গ্রাম-০১ প্যাকেট,চিনি -০১ কেজি,মুড়ি-২ কেজি, এনার্জি বিস্কুট-২০ প্যাকেট, ডিম-৩০ টি, লন্ড্রী সোপ-২ টি,বিউটি সোপ-০২ টি ও ডিটারজেন্ট পাইডার-০১(৫০০ গ্রাম)।

    প্রসঙ্গত,করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমন নিয়ন্ত্রণে সরকার গৃহিত সকল পদক্ষেপ বাস্থবায়নের পাশাপাশি বিশ^ স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসরণ করে বৃত্তর সিলেট অঞ্চলের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সার্বিক কল্যানে কাজ করে যাচ্ছে এস ও এস শিশু সিলেট পল্লী কাজ করে আসছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে এস ও এস শিশু পল্লী সিলেট উপকারভোগীদের জন্য বিশেষ কার্যক্রমের ধারাবাহিকতায় গত নভেম্বর মাসে বালাগঞ্জ-ওসমানীনগরের ৪৭৮টি পরিবারের মধ্যে প্রথম দফা খাদ্য সামগ্রী বিতরণের পর ২য় দফা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    আগামী এক বছর পর্যন্ত ওই কর্মসূচির আওতায় দুই উপজেলার উপকারভোগী পরিবারগুলোকে খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • কুড়িগ্রামে হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    কুড়িগ্রামে হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    রোকন মিয়া,রিপোর্টার উলিপুর কুড়িগ্রামঃ বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক(বেন) এর অর্থায়নে নদী ও মানুষ শীর্ষক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ।

    কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াসাম গ্রামে নদী ও মানুষ শীর্ষক আলোচনা সভা ও অর্ধ-শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

    আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব ফরিদুল ইসলাম ফরিদ সাধারণ সম্পাদক সাজু বাঙালি কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক সদস্য নুরুন্নবী আজাদ নিশাত স্বেচ্ছাসেবক মোরশেদুল ইসলাম,  কিরন প্রমুখ।

    নদী ও মানুষ শীর্ষক আলোচনা সভায় তিস্তা নদী ভাঙন রোধ তিস্তা মহাপরিকল্পনা ও পরিবেশ বিষয়ে মতবিনিময় করা হয় এবং বন্যায় ক্ষতিগ্রস্ত চর গতিয়াসাম এলাকা পরিদর্শন করেন।

    আয়োজনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) তিস্তা নদী রক্ষা কমিটি।

  • বেলকুচিতে ফেসবুকের সংগৃহীত অর্থায়নে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ।

    বেলকুচিতে ফেসবুকের সংগৃহীত অর্থায়নে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ।

    বেলকুচিতে ফেসবুকের সংগৃহীত অর্থায়নে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

    সবুজ সরকার বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ বেলকুচিতে ফেসবুকের মাধ্যমে সংগৃহীত অর্থায়নে ২ শত শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।শনিবার সকালে সাংবাদিক মামুন বিশ্বাসের আয়োজনে বেলকুচি উপজেলার বেলকুচি ইউনিয়ন পরিষদ থেকে এ কম্বল বিতরণ করা হয়।

    কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, বেলকুচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, ১ নং ওয়ার্ড মেম্বর নজরুল ইসলাম, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ও বেলকুচি প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য এম, এ, মুছা, পারভেজ আলী, সবুজ সরকার প্রমূখ।

  • লংগদু কালাপাকুজ্জায় বিএনপি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা।

    লংগদু কালাপাকুজ্জায় বিএনপি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা।

    লংগদু(রাঙ্গামাটি)প্রতিনিধিঃ রাঙামাটির লংগদু উপজেলায় কালাপাকুজ্জা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে গরীব শীতার্থদের মাঝে শীতকম্বল ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

    শুক্রবার(১৭ ডিসেম্বর)উপজেলার কালাপাকুজ্জা ইসলামপুর বাজারটিলা প্রাঙ্গণে শতাধিক গরীব শীতার্থদের মাঝে কম্বল বিতরণ শেষে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    কালাপাকুজ্জা ইপি’র ১নং ওয়ার্ডের সদস্য ও সাবেক ইউনিয়ন যুবদলের যুগ্ন সম্পাদক মোঃ শাহআলম এতে সভাপতিত্ব করেন।

    সাবেক কালাপাকুজ্জা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সম্পাদক মোঃ ইউসুফের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সিঃ যুগ্ন সম্পাদক ও জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম’র সহ সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।

    অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সাবেক সদস্য ও ইউপি সদস্য মোঃ আলী হোসেন, ইউনিয়ন যুবদলের সিঃসহ সভাপতি নুর আলম চৌধুরী,ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আলম, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দুলাল মেম্বার,সাবেক ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মোঃ মিন্টু মিয়া,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আলী,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার ইয়াছিন আহম্মেদ,ইউনিয়ন জাসাস’র সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

    বক্তারা বলেন,বর্তমান ক্ষমতাসীন সরকার গায়ের জোরে একদলীয়ভাবে।

  • কুড়িগ্রামের দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    কুড়িগ্রামের দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    রোকন মিয়া,রিপোর্টার(উলিপুর)কুড়িগ্রামঃ বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক(বেন) এর অর্থায়নে নদী ও মানুষ শীর্ষক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ।কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াসাম গ্রামে নদী ও মানুষ শীর্ষক আলোচনা সভা ও অর্ধ-শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
    আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব ফরিদুল ইসলাম ফরিদ সাধারণ সম্পাদক সাজু বাঙালি কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক সদস্য নুরুন্নবী আজাদ নিশাত স্বেচ্ছাসেবক মোরশেদুল ইসলাম,কিরন প্রমুখ।
    নদী ও মানুষ শীর্ষক আলোচনা সভায় তিস্তা নদী ভাঙন রোধ তিস্তা মহাপরিকল্পনা ও পরিবেশ বিষয়ে মতবিনিময় করা হয় এবং বন্যায় ক্ষতিগ্রস্ত চর গতিয়াসাম এলাকা পরিদর্শন করেন।আয়োজনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) তিস্তা নদী রক্ষা কমিটি।
  • মাধবপুরে মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা,উপহার সামগ্রী বিতরণ।

    মাধবপুরে মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা,উপহার সামগ্রী বিতরণ।

    মাধবপুরে মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা, উপহার সামগ্রী বিতরণ

    নাহিদ মিয়া মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রশাসনের কৃর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস ২০২১ এর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ১ ঘটিকার সময় উপজেলা পাইলট উচ্চ বিদ‍্যালয়ে মাঠে মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠিত পরিচালনা করেন সহকারি শিক্ষা কর্মকর্তা রফিক ইসলাম।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারি কমিশন (ভূমি) মহিউদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিক রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনাম খাঁ সহ প্রমূখ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ৪৫০ জনের হাতে উপহার শাড়ী লুঙ্গি ও খাবার সামগ্রী তুলে দেন।

  • বাঘায় ব্যাংক এশিয়া‘র উদ্যোগে দরিদ্রদের কম্বল বিতরণ।

    বাঘায় ব্যাংক এশিয়া‘র উদ্যোগে দরিদ্রদের কম্বল বিতরণ।

    মোস্তাফিজুর রহমান,বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় ব্যাংক এশিয়া‘র উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ডিসেম্বর) বিকেল ৪ টার সময় উপজেলা মনিগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়। মনিগ্রাম ইউনিয়নের ৬০ দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ হয়।
    উপজেলা আওামীলীগের সহ সভাপতি কাবাতুল্লাহ সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্যাংক এশিয়া‘র রাজশাহী শাখার ম্যানেজার মো. একরাম হোসেন ।
    কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন,এজি প্লাষ্টিক কম্পানীর ব্যবস্থাপক আব্দুল গণি, মনিগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মাইনুল হক মনি, শিক্ষক রাজকুমার সরকার প্রমুখ।
  • তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাই সাইকেল ও চেক বিতরণ।

    তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাই সাইকেল ও চেক বিতরণ।

    তাড়াশ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচীর আওতায় ২০২১-২২ অর্থ বছরের ১ম কিস্তির বরাদ্দকৃত অর্থ দ্বারা সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক পরিবারের শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল এবং শিক্ষা বৃত্তি প্রদানে চেক বিতরণ করা হয়েছে। ১০ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচীর আওতায় ২০২১-২২ অর্থ বছরের ১ম কিস্তির বরাদ্দকৃত অর্থ থেকে উপজেলার নৃ তাত্বিক পরিবারের ৩০জন উচ্চ মাধ্যমিক শিক্ষাথর্ীকে ৬ হাজার টাকা করে ও ৭জনকে বাই সাইকেল ,১৫জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ২ হাজার ৪শ টাকা করে ও ৩জনকে বাই সাইকেল বিতরণ করেন ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মমিন সহ প্রমূখ।