Tag: বিতরণ

  • হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের আওতায় চিকিৎসা সামগ্রী ও খাবার দুধ বিতরণ।

    হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের আওতায় চিকিৎসা সামগ্রী ও খাবার দুধ বিতরণ।

    হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের আওতায় উল্লাপাড়া উপজেলা সমাজসেবা অফিস বুধবার বিকেলে দুস্থ শিশুদের অভিভাবকদের মধ্যে খাবার দুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেন। উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোতালিব এসব দুধ ও চিকিৎসা সামগ্রী তাদের হাতে তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র অফিসের সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন, অফিস সহকারী আব্দুর রাজ্জাক, ইউনিয়ন সমাজকর্মী অতুল সরকার, সুলতান মাহমুদ প্রমুখ।

    উপজেলা সমাজসেবা অফিসার জানান, দুস্থ অসহায় রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী এবং দুস্থ শিশুদের খাবার দুধ অত্র অফিসের ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের’ মাধ্যমে প্রদান করা হয়। তিনি আরো জানান, এই খাতে যথেষ্ট সেবা দেবার সুযোগ রয়েছে। দুস্থ অসহায় রোগীদের ওষুধ, চিকিৎসা সামগ্রী এবং দুস্থ শিশুদের দুধের জন্য তিনি অত্র অফিসে যোগাযোগের জন্য অনুরোধ জানান।

  • রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের গরীব,অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ।

    রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের গরীব,অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ।

    বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী প্রাঃ লিঃ) পক্ষ থেকে ৬ হাজার শীতার্ত,অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ৯টায় বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রবেশ মুখে জিরোপয়েন্ট এলাকায় এ কম্বল বিতরণ করেন খুলনা সিটি করপোরেশনের মাননীয়  মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট লিঃ প্রকল্প পরিচালক সুভাষ চন্দ্র পান্ডে, উপ-প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীন, তাপ বিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) সিদ্ধার্থ মন্ডল ও ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) জি,এম তারিকুল ইসলাম।
    কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, এ তাপ বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে এই এলাকায় একটি উপশহর গড়ে উঠবে। এর সুফল ভোগ করবেন আশপাশের লোকজনই। এছাড়া এটি আলো ছড়াবে এই এলাকাসহ সারাদেশে।
    বাগেরহাটের রামপালের ১০টি, মোংলার ১টি ও খুলনার দাকোপ উপজেলার ২টি ইউনিয়নের মোট ৬ হাজার মানুষের মাঝে সোমবার এ কম্বল বিতরণ করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
    তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) জি,এম তারিকুল ইসকাম বলেন, আগামী মার্চে এ বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামুলকভাবে চালু করা হবে। এরপর মে-জুনে বাংলাদেশ-ভারত দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এখানে ৬৬০ মেগাওয়াটের দুইটি ইউনিটের কাজ চলছে। প্রথম দফায় ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিটটি উৎপাদনে যাবে। প্রথম ইউনিটটির ও চিমনির কাজ প্রায় শেষের পথে। এ পর্যন্ত মুল প্রকল্পের ৭৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
  • রাণীশংকৈলে সমাজসেবা দিবসে প্রতিবন্ধীদের সুদমুক্ত ঋনের চেক বিতরণ।

    রাণীশংকৈলে সমাজসেবা দিবসে প্রতিবন্ধীদের সুদমুক্ত ঋনের চেক বিতরণ।

    নারী পুরুষ নির্বিশেষ সমাজসেবায় গড়বো দেশ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে সমাজ সেবা দিবস পালন করা হয়েছে।

    এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে রবিবার (০২জানুয়ারি) সকালে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি  শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে হলরুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।শাহরিয়ার আজম মুন্না  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা উপজেলা আ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক মহিলা আ.লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।

    সমাজসেবা দিবসের আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

    আলোচনা শেষে বিনামূল্যে বয়স্ক বিধবা ভাতা কার্ড বিতরণ ও প্রতিবন্ধীদের সুদমুক্ত ঋনের চেক বিতরণ করা হয়।

  • বাঘায় ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ।

    বাঘায় ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ।

    রাজশাহীর বাঘায় প্রাথমিক ও মাধ্যমিক, দাখিলসহ ১৭৯টি প্রতিষ্টানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। শনিবার (১ জানুয়ারী) উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে এই বই বিতরণ করা হয়।
    উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ,৪৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১০ ভোকেশনাল বিদ্যালয়, ২২টি কেজি স্কুল, ব্র্যাক স্কুল ৮টি, ৯টি দাখিল মাদ্রাসাসহ মোট ১৭৯টি প্রতিষ্ঠানের শিশু শ্রেণি থেকে নবম শ্রেনি পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। মোট ১৭৯ টি শিক্ষা প্রতিষ্ঠান
    এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ ওবাইদ জানান, শিক্ষা প্রতিষ্টানে উপস্থিত ৭৫ ভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। প্রাপ্তি সাপেক্ষে বাঁকী বই ছাত্র-ছাত্রীদের বিতরণ করা হবে।
    উপজেলা নির্বার্হী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, এ বছর করোনার পরবর্তী সময়ে কোন আনুষ্ঠানিকতা ছাড়াই নিজ নিজ শিক্ষা প্রতিষ্টান স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করেন।
  • উৎসবমূখর পরিবেশে কুতুবআলী একাডেমির ক্যাম্পাসে বই বিতরণ।

    উৎসবমূখর পরিবেশে কুতুবআলী একাডেমির ক্যাম্পাসে বই বিতরণ।

    মৌলভীবাজারের বড়লেখায় খাদ্য গুদামের পশ্চিম পাশে অবস্থিত কুতুবআলী একাডেমি ১ম ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশে ২০২২ সালের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ সম্পূর্ণ করা হয়েছে।

    এসময় প্রধান অতিথি হিসাবে উপস্হিত হয়ে বক্তব্য রাখেন কুতুবআলী একাডেমি ১ম ক্যাম্পাসের চেয়ারম্যান নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক একুশে নিউজ পত্রিকার বড়লেখা (সিলেট) প্রতিনিধিঃ সাংবাদিক এস এম শাহরিয়ার শাকিল।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবআলী একাডেমি ১ম ক্যাম্পাসের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। এছাড়া উপস্হিত ছিলেন সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারি শিক্ষিকা রুবাইয়া জামান, লিমা বেগম, নাহিদা আক্তার, শিরিন বেগম, সায়েরা আক্তার, বুশরা জান্নাত।

    প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, সুন্দর ও স্বার্থক ভাবে আজকের বই বিতরণ হয়েছে, আমি ধন্যবাদ জানাই বড়লেখা উপজেলা প্রশাসন ও শিক্ষা মন্ত্রনালয় কে ওনারা আমাদের কে সব সময় সহযোগীতা করবেন বলে আমি আশাবার্দী। এর পাশাপাশি সকল ছাত্র -ছাত্রী ও অভিবাবক বৃন্দকে ও ধন্যবাদ জানাই।

    বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক শাহরিয়ার শাকিল বলেন, সত্যি কারে সোঁনার বাংলাদেশ গড়তে হলে দেশের ছাত্রদের কে সু-শিক্ষিায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। মেধার রাঁজ্যে সবচেয়ে জ্ঞানী হতে হবে। পিতা-মাতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। পাশাপাশি নিজের নীতি নৈতিকতাকে ও সুন্দর করে গড়ে তুলতে হবে।

  • উম্মাহ ইন্টারন্যাশনাল ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ।

    উম্মাহ ইন্টারন্যাশনাল ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ।

    সমস্ত বিশ্ববাসীর রহমত কোরআনের আলো পরিবার থেকে শুরু করে সমাজকে আলোকিত করার প্রত্যয়ে ইসলামী গবেষক শায়খ এইচ এম শফিকুর রহমান আল মাদানী অনূদিত আল কুরআনুল করিম-এর সহজ বাংলা তরজমা বিতরণ করা হয়েছে।ফ্রি কোরআন বিতরণকে ঘিরে শ্রীমঙ্গলের নারাইনছড়া বরুণা এলাকার ঐতিহ্যবাহী নাজাত ইসলামী মারকাজ মাল্টিপারপাস সেন্টারে সহস্রাধিক মাদ্রাসা,কলেজ,ভাসির্টির শিক্ষার্থীসহ দুস্থদের উৎসাহ উদ্দিপনার পাশাপাশি কোরআনের নির্দেশিত পথে সুখ ও শান্তিময় জীবন গড়ার অনুভূতি ছিলো লক্ষনীয়।

    উম্মাহ ইন্টারন্যাশনাল ট্রাস্ট ইউকের অর্থায়নে সিলেট মুসলিম সেন্টারের উদ্যোগে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান নাজাত ইসলামী মারকাজ মিলনায়তনে বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,নাজাত ইসলামী মারকাজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী।

    এতে প্রধান অতিথি ছিলেন,যুক্তরাজ্য প্রবাসী শায়খ এইচ এম শফিকুর রহমান আল-মাদানী। বিশেষ অতিথি ছিলেন,প্রিন্সিপাল কবি কালাম আজাদ,লেখক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল,মোহাম্মদ আব্দুল লতিফ।

    কোরআন নিজে শিখে অন্যকে শিক্ষা দেয়ার আহব্বান জানিয়ে বক্তারা বলেন,মানব জীবনের যাবতীয় কার্যক্রম কুরআনের বিধান অনুসারে পরিচালনা করতে সবাইকে শুদ্ধভাবে পবিত্র কোরআনকে বুঝতে হবে এবং জানতে হবে।

    মহান আল্লাহতালা সমগ্র সৃষ্টির চিরন্তন জীবনব্যবস্থা সুষ্ট বর্ণনা একমাত্র পবিত্র কোরআনেই দিয়েছেন। পরকালীন জীবনে নাজাত,মুক্তির পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভ মাধ্যম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন।দীর্ঘ সাধনা ও চিন্তার বাস্তবায়নে অনূদিত ইসলামী চিন্তাবিদ শায়খ শফিকুর রহমান আল মাদানীর কোরআনের বাংলা তরজমা সর্বক্ষেত্রে সমাদৃত করার পাশাপাশি কোরআনের নির্দেশিত পথে চলে মানবজীবনের সর্বক্ষেত্রে কল্যাণকর করার জন্য কোরআন শিক্ষা ও জানার প্রতি সম্মেলিত প্রচেষ্টার আহব্বান জানান তারা।বক্তব্য রাখেন, মাওলানা হাবীবুর রহমান মছরু,মাওলানা সাকালাইন শাফি,আব্দুল নুর টিপুসহ অনেকে।

    শীতের সকালে অনুষ্ঠানে এসে কোরআন শরীফ ও মারকাজের পক্ষ থেকে লেপ হাতে পেয়ে খুশি মনে বাড়ি ফিরতে দেখা যায় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক লোকজনকে।বিতরণ শেষে সমস্ত মানবজাতীর মঙ্গল কামনায় মোনাজাত ও উপস্থিত লোকজনের মধ্যে শিরনী বিতরণ করা হয়েছে।

  • নলডাঙ্গায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    নলডাঙ্গায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় প্রত্যন্তগ্রামে শীতার্ত এতিম শিক্ষার্থীদের হাতে লাইফ ফর লাইফের উদ্যোগে শীতবস্ত্র তুলে দিলেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।

    শুক্রবার সকালে নাটোরের নলডাঙ্গার দূর্লভপুর গ্রামে এতিম শিশুসদনে এসব এতিম শিশুদের হাতে শীতবস্ত্রগুলো তুলে দেন তিনি।

    এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার,লাইফ ফর লাইফের সভাপতি পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ আলাউদ্দিন, সহসভাপতি বাংলাদেশ শিক্ষা বোর্ডের আইন কর্মকর্তা ড. মাহতাব হোসেন, যুগ্ম সম্পাদক সাংবাদিক ইসাহাক আলী, প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার নুরুল ইসলাম ও মাদরাসার পরিচালক জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

    পরে পার্শ্ববর্তী নখোপাড়া শিশুসদন ও এতিমখানার শিশুদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেন সংস্থাটির নেতৃবৃন্দ।

  • পীরগঞ্জে টিফিনের টাকায় ছিন্নমূল মানুষের মাঝে শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ।

    পীরগঞ্জে টিফিনের টাকায় ছিন্নমূল মানুষের মাঝে শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ।

    শীত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ বেশি ভোগান্তিতে পড়েছেন। তা ছাড়া এই সময়ে  ঠান্ডাজনিত রোগেও ভুগছেন শিশু ও বৃদ্ধরা। ঠিক সেই মূহুর্তে শীত নিবারণে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টিফিনের টাকা জমিয়ে অসহায় ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছে উপজেলার ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরবেলা ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা ২৫০ জনের মাঝে এসব শীতবস্ত্র প্রদান করেন।

    এসময় ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সেনগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান সরকার, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মানিক,শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সংগঠক সহকারি শিক্ষক আব্দুল খালেক প্রধান,পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহকারি শিক্ষক সুনীল চন্দ্র বর্মন, জবাইদুর রহমান সহ ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সংগঠক সহকারি শিক্ষক আব্দুল খালেক প্রধান বলেন, ২০১৭ সালে বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি জনসেবা মূলক কাজের প্রতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করি। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা টিফিনের টাকা জমিয়ে দরিদ্র অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে । শিক্ষার্থীদের সাথে নিয়ে সমাজে পিছিয়ে পড়া মানুষদের কল্যাণের জন্য আমরা এগিয়ে যাচ্ছি।

    ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সেনগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান সরকার জানান, এর আগে এ এলাকায় শিক্ষার্থীদের এধরণের কোন কার্যক্রম চোখে পড়েনি।

    শিক্ষার্থীদের টিফিনের টাকা জমিয়ে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য এ ধরণের কার্যক্রম বিরল। শিক্ষার্থীদের এরকম কার্যক্রম অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি।

  • চরফ্যাশনে শীতার্থদের ভোলা জেলা নাগরিক ফোরামের শীতবস্ত্র বিতরণ।

    চরফ্যাশনে শীতার্থদের ভোলা জেলা নাগরিক ফোরামের শীতবস্ত্র বিতরণ।

    ভোলার চরফ্যাশনে অসহায় শীতার্থ মানুষের মাঝে ভোলা জেলা নাগরিক ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে৷

    শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ফ্যাশন স্কয়ারে পৌর মেয়র মোঃ মোরশেদ ভোলা জেলা নাগরিক ফোরামের কেন্দ্রীয় ও ভোলা জেলা নেতৃবৃন্দদের নিয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন৷

    ভোলা জেলা নাগরিক ফোরাম(দক্ষিণ) এর সভাপতি এম আবু সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, ভোলা জেলা নাগরিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মোক্তার হোসেন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবদুল হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মামুন ঢালী, আল আমিন মুন্না,মহিলা সম্পাদক ফারজানা আফরোজ সখী৷ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি ও নাগরিক ফোরামের সহ সভাপতি মনির আসলামি৷

    অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র মোঃ মোরশেদ বলেন,মানবিক সেবায় স্বেচ্ছায় আত্নপ্রণোদিত হয়ে শীতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে অনন্য এত দৃস্টাস্ত স্হাপন করলো ভোলা জেলা নাগরিক ফোরাম।অসহায়দের কস্ট লাঘবে তাদের একটি কাজ।এই মহতি কাজের জন্য নেতৃবৃন্দকে সাধুবাদ জানাই৷
    ফোরামের কেন্দ্রীয় সভাপতি হাজি মোকতার হোসেন বলেন,
    ইতিপূর্বে ভোলা জেলা নাগরিক ফোরাম চরফ্যাশন উপজেলায় অসংখ্য অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে আসছে।ঘর ও দোকান নির্মাণসহ সাধারণ মানুষের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে৷

    এরই ধারাবাহিকতায় ২৫ ডিসেন্বর শনিবার চরফ্যাশন উপজেলায় বিভিন্ন ইউনিয়নে হাফেজি মাদরাসার শিক্ষার্থীসহ অসহায় পাচঁ শতাধিক মানুষের মাঝে অরাজনৈতিক সামাজিক সংগঠন ভোলা জেলা নাগরিক ফোরামের পক্ষ থেকে শীতবস্র বিতরণ করা হয়েছে।

  • সাতকানিয়া ও লোহাগাড়া দুঃস্থদের আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ।

    সাতকানিয়া ও লোহাগাড়া দুঃস্থদের আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ।

    আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম প্রতিনিধিঃ আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন উদ্যোগে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় পৃথকভাবে গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয় ২৪ ডিসেম্বর শুক্রবার।
    সকাল ১০ টায় সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে সাতকানিয়া পৌরসভা এলাকার পাঁচশত গরীব,দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চট্টগ্রাম-১৫ আসেন মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
    এই সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, সাতকানিয়া পৌরমেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র,সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন,সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক,চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য জসিম উদ্দিন,আবুল কালাম,খোকন নন্দী, সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল,সিনিয়র যুগ্ম আহবায়ক আ.ন.ম সেলিম চৌধুরী, হারেজ মুহাম্মদ, সাতকানিয়া পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ আনিছ,সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল,কমিশনার মোহাম্মদ রাসেল,মুহাম্মদ আরফাত,মোহাম্মদ আরিফ,পৌর ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ ইদ্রিছ প্রমুখ।
    লোহাগাড়া উপজেলা আমিরাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র পক্ষে বিকাল ৩টায় চারশত পঞ্চাশ গরীব,দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু,উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট,উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হক নুনু, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন,মিজানুর রহমান মিজান,আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ,আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন, যুবনেতা মুহাম্মদ ওবায়েদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ ইফতেখার প্রমুখ।