Tag: বিতরণ

  • উল্লাপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান তপন।

    উল্লাপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান তপন।

    মজিব বর্ষ উপলক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পথচারী, দুঃস্থ ও শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৫’শত কম্বল বিতরণ করেন চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম তপন।

    কম্বল বিতরণ অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন পূর্নিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রাশেদুল হাসান রাশেদ, পরিষদ সচিব মোঃ আমিনুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আব্দুর রব, মোঃ মোহন আলী, মোঃ মুছা প্রামাণিক ও নারী সদস্য মোছাঃ মাফিয়া খাতুন প্রমুখ।

    পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের প্রায় ৫’শত দুঃস্থ, অসহায় ও শীতার্ত লোকজনের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়।

  • উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুজিববর্ষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

    রবিবার (২৩ জানুয়ারী) মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে এসব কম্বল তুলে দেন।

    এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ইদ্রিস আলী ও আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

  • বেলকুচিতে পৌর মেয়রের উদ্যোগে কম্বল বিতরণ।

    বেলকুচিতে পৌর মেয়রের উদ্যোগে কম্বল বিতরণ।

    সিরাজগঞ্জ বেলকুচিতে পৌর মেয়রের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে পৌরসভা চত্বরে ১৪’শ ৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

    এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ইকবাল রানা, প্রশাসনিক কর্মকর্তা ওয়ারেজ কবীর, কাউন্সিলর ফজলুল রহমান ফজল, উপজেলা স্বেচ্ছাসসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল মোল্লা প্রমুখ।

    পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অসহায় মানুষের শীত নিবারণের জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শীত যতদিন আছে ততদিন আমাদের কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় অসহায় শীতার্ত নারী পুরুষ কম্বল পেয়ে উচ্ছাস প্রকাশ করেন।

  • তাড়া‌শে অসহায় ও দুস্থ্য শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ।

    তাড়া‌শে অসহায় ও দুস্থ্য শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ।

    সিরাজগ‌ঞ্জের তাড়া‌শে অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ২৩ জানুয়ারী রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে তাড়াশ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (কালব)’র উদ্যোগে ২০০ জন অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ডি.এম মামুনুর রশিদ, সভাপতি প্রভাষক জালাল উদ্দিন, সহ-সভাপতি আইয়ুবুর রহমান রাজন, সাধারণ সম্পাদক সিরাজুল হক সিরাজ, সদস্য লায়লা আনজুমান খলিল, লাবনী পারভীন প্রমূখ।

  • সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির উপদেষ্টার শিক্ষা উপকরণ বিতরণ।

    সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির উপদেষ্টার শিক্ষা উপকরণ বিতরণ।

    অসহায় মানুষদের সার্বিক কল্যানে কাজ করার ধারাবাহিকতায় খাদ্য,বস্ত্র,চিকিৎসাহ শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণসহ এলাকার আত্ম সামাজিক উন্নয়নে সহায়াতার হাত প্রসারিত করে যাচ্ছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির উপদেষ্টা সিলেটের বালাগঞ্জের মুসলিমাবাদ গ্রামের বাসিন্দা সমাজসেবী দেলোয়ার হোসেন বেগ। যার ধারাবাহিকতায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির উদ্যোগে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

    সোসাইটির উপদেষ্ঠা মো: দেলোয়ার হোসেন বেগ এর অর্থায়নে ২২ জানুয়ারি শনিবার সিরাজ বেগ কিন্ডারগার্টেন স্কুলের হলরুমে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন শালিস ব্যাক্তিত্ব ছানা বেগ।

    সাংবাদিক তারেক আহমদের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজ বেগ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক লিটন আহমদ বেগ,ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান তালুকদার,ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মির্জা আব্দুল গফফার, ভয়েস অব সাউথ সিলেট প্রতিনিধি আমির আলী।

    এ সময় বক্তব্য রাখেন,শিক্ষক আব্দুল কুদ্দুছ,আশরাফুল আহমদ,ইয়াছমিন আক্তার প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন,যেকোনো দূর্যোগে নিজ উদ্যোগে এলাকার দুঃস্থ লোকজনকে অব্যাহত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছেন প্রবাসী দেলোয়ার হোসেন বেগসহ তাঁর পরিবার। অসহায়দের সহায়তার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নসহ সার্বিক উন্নয়ন কর্মকান্ডের কাজ করে দুঃখী মানুষের কষ্ট লাগবের পাশাপাশি সৃষ্টি করে যাচ্ছেন বেকারদের আত্নকর্মস্থান। সমাজ উন্নয়নে তাদের এই মানবিক কার্যক্রমগুলো অব্যাহত রাখার আহব্বান জানান তারা।অনুষ্ঠানে সামাজিক রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ শিক্ষক, অভিবাবক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • নলডাঙ্গায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    নলডাঙ্গায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় প্রত্যন্তগ্রামে শীতার্ত এতিম শিক্ষার্থীদের হাতে স্বেচ্ছাসেবী সংগঠন অনুপ্রেরণা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

    শুক্রবার (২১ জানুয়ারি) রাতে মাধনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুনজুর রহমান মৃধার সভাপত্তিতে মাধনগর ইছাতুল্লাহ হাফেজিয়া মাদ্রাসার এতিম শিশুদের হাতে শীতবস্ত্রগুলো তুলে দেন ফাউন্ডেশনের সদস্যরা।

    এসময় উপস্থিত ছিলেন,মাদ্রাসার সুপার হাফেজ মুফতি মোঃ আবু তালহা,মাদ্রাসার সাধারন সম্পাদক খাত্তাব প্রামানিক,স্থানীয় ব্যবসায়ী আলাল হোসেন। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)এর দপ্তর সম্পাদক ও অনুপ্রেরণা ফাউন্ডেশনের সহ-সভাপতি ফজলে রাব্বী,সাধারন সম্পাদক মোঃ রাজা হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ তুহিন আহস্মেদ,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রনি ইসলামসহ প্রমূখ।

    এর আগে বিকালে পার্শ্ববর্তী আবদানপুর নূরানী হাফেজিয়া মাদ্রাসার শিশুদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেন সংস্থাটির নেতৃবৃন্দ।

  • ছাতক গোবিন্দগঞ্জ পয়েন্টে তৃতীয় বারের মতো সেভ ছাতকের শীতবস্ত্র বিতরণ।

    ছাতক গোবিন্দগঞ্জ পয়েন্টে তৃতীয় বারের মতো সেভ ছাতকের শীতবস্ত্র বিতরণ।

    সিলেটের সর্ববৃহৎ প্লাটফর্ম সেভ সিলেট’র অঙ্গ প্রতিষ্ঠান সেভ ছাতকের উদ্যোগে ছাতক গোবিন্দগঞ্জ পয়েন্টে এলাকার গরিব, অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে তৃতীয় বারের মতো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    গত ২১/ জানুয়ারি শুক্রবার বিকেলে ছাতক গোবিন্দগঞ্জ পয়েন্টে ভোক্ত ভোগিদের ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী। সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক, সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক সরকুম, সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার হেলাল আহমদ, সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আবুল কাশেম। সেভ ছাতক এর দায়িত্বশীল জুবায়েদ আহমেদ, ভলান্টিয়ারবৃন্দ সাইদুর রহমান সাঈদ, জুবায়ের আহমেদ, হোসাম উদ্দিন হারুন, তোফায়েল আহমেদ, সালমান আহমেদ, জেএস শুভ, নজরুল ইসলাম, ইকরাম আহমেদ, তানভীর আহমেদ সহ প্রমুখ।

  • লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ।

    লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ।

    লক্ষ্মীপুর জেলাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫পাঁচ হাজার মানুষের মাঝে শীতার্তের কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন ওয়ার্ডে শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় করোনা রোধে সকলকে মাস্ক পরিধানসহ সরকারি বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

    লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম কম্বলগুলো শীতার্তদের গায়ে জড়িয়ে দেন। করোনামুক্ত হয়েই তিনি প্রধানমন্ত্রীর উপহার কম্বল নিয়ে শীতার্তদের শীত নিবারণে কম্বল বিতরণের উদ্যোগ নেন।

    লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না,জেলা যুবলীগের সভাপতি প্রার্থী নজরুল ইসলাম ভুলু,পৌর কাউন্সিলর আবুল খায়ের স্বপন ও আবুল কালাম প্রমুখ। বক্তারা বলেন, পৌরসভার বিভিন্ন এলাকায় অসহায় মানুষগুলো শীতের তীব্রতায় ভুগছেন। তাদের শীত নিবারণে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। দেশব্যাপী অসহায় মানুষের ভরসা শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে হাটছে।

  • সিরাজগঞ্জে গাঙচিলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    সিরাজগঞ্জে গাঙচিলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারী) বিকেল ৪ টার দিকে মুড়িপট্টি বাংলা রেস্তোরাঁয় জেলা প্রশাসনের আয়োজনে মাহমুদুল আলম চৌধুরীর সভাপতিত্বে গরীব, অসহায়, হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি খ.ম একরামুল হক, গাঙচিল সাহিত্য সংস্কৃতির পরিষদের উপদেষ্টা আনিসুজ্জামান পাপ্পু প্রমুখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার শাহা, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ-সাধারণ সম্পাদক, মোছাঃ হ্যাপি, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী জওহর লাল রবি দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক, যুগের কথার স্টাফ রিপোর্টার শহিদুল্লাহ বুলবুল, মানবতা হাসি সাহিত্য সংস্কৃতির পরিষদের সদস্য সাথী সুলতানা, মানবতার হাসি সাহিত্য পরিষদের সদস্য সচিব মোঃ দিল, মানবতার হাসি সাহিত্য পরিষদ ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রচার সম্পাদক সবুজ এইচ সরকার প্রমুখ।

  • মাধবপুরে উপকারভোগীদের সুদ মুক্ত ক্ষুদ্রঋন বিতরণ।

    মাধবপুরে উপকারভোগীদের সুদ মুক্ত ক্ষুদ্রঋন বিতরণ।

    মাধবপুরে উপকারভোগীদের সুদ মুক্ত ক্ষুদ্রঋন বিতরণ।
    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি-
    হবিগঞ্জের মাধবপুর উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে সুদমুক্ত ক্ষুদ্রঋন প্রকল্পের আওতায় উপজেলা বিভিন্ন গ্রামের দেবপুর, আনন্দগ্রাম, কাশীপুর, বেঙাডুবা, ছাতিয়াইন , বাঘাসুরা গ্রামে মোট ২২ জন উপকারভোগীর মাঝে ৫’ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
     বুধবার ১৯ জানুয়ারি দুপুরে দিকে ক্ষুদ্রঋন বিতরণ করা সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন,  সহকারী কমিশনার( ভূমি) মোঃ মহিউদ্দিন আহমেদ, ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আশরাফ আলীসহ প্রমূখ।