Tag: বিতরণ

  • সুধা স্বনির্ভর প্রকল্পের উদ্যেগে ভূমিহীনদের মাঝে বিনা সুধে ঋন বিতরন।

    সুধা স্বনির্ভর প্রকল্পের উদ্যেগে ভূমিহীনদের মাঝে বিনা সুধে ঋন বিতরন।

    সিরাজগঞ্জের কাজিপুরে সুধা স্বনির্ভর প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন কৃষকদের মধ্যে বিনা সুধে ঋন বিতরন করেছে।

    ২ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে উপজেলার তেকানি ও নিশ্চিন্তপুর ইউনিয়নের ১২ জন কৃষকদের মাঝে নগদ ৬০ হাজার টাকা কৃষিঋণ বিতরন করা হয়।

    নদী সিকস্তি এসব ভূমিহীন কৃষকদের আর্থিকভাবে সাবলম্বী করে তুলতে কোন প্রকার মুনাফা বা সুধ ছাড়াই চাহিদামত ঋন দেওয়া হয়।

    উল্লেখ্য,প্রথম পর্যায়ে একই এলাকার ২২জন হতদরিদ্র কৃষক-কৃষানীর মধ্যে এক লক্ষ পনের হাজার টাকা ঋন বিতরন করা হয়।

    গ্রামীন হতদরিদ্র, অসহায়,নিপীড়িত কৃষক পরিবারকে আর্থিকভাবে সাবলম্বী করে তুলতে সুধা স্বনির্ভর প্রকল্প বিনা সুধে ঋন বিতরনের পাশাপাশি ছাগল বিতরন,সেলাই মেশিন বিতরন সহ নানাবিধ জনকল্যাণমুখী সেচ্ছােসেবী কাজ করে আসছে।

    সুধা স্বনির্ভর প্রকল্পের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব রেজাউল করিম খোকন তালুকদারের ব্যক্তিগত অর্থায়ন ও দিকনির্দেশনায় জনকল্যাণ মুখী এ প্রকল্পটির সুবিধা মাঠ পর্যায়ে অসহায় মানুষের মাঝে পৌঁছে দিতে কাজ করছেন শাহাদাত তালুকদার সহ একদল সেচ্ছােসেবী।

  • বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরন।

    বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরন।

    চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় বিভিন্ন সময়ে বন্যহাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ৪ লাখ ৬০ হাজার টাকার সরকারি আর্থিক অনুদানের চেক বিতরন করেছেন দক্ষিন চট্টগ্রাম বন বিভাগ।
    ২ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টার সময় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে দক্ষিন চট্টগ্রাম বন বিভাগের উদ্যোগে আয়োজিত চেক বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
    আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বন্যপ্রাণী ও বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, ২নং সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, কালীপুর রেঞ্জ কর্মকর্তা আব্দুর রাজ্জাক সহ বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
    অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বনদস্যুদের বন উজাড় এবং বন নিধন করে চাষাবাদের ফলে বনের হাতিরা তাদের খাবার না পেয়ে লোকালয়ে চলে এসে বাড়ি ঘরে হামলা চালায় এবং ফসলের ক্ষতি করে। বন্যপ্রাণীর আক্রমন থেকে নিরাপদ থাকতে হলে হাতিদের চলাচলের রাস্তা যেন কোনভাবে বন্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। চেক বিতরন অনুষ্টানে ১ জন মৃত পরিবার এবং ৪ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সর্বমোট ৪ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরন করা হয়।
    ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বন বিভাগের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপুরন পেয়ে দক্ষিন চট্টগ্রাম বন বিভাগকে কৃতজ্ঞতা জানান।
    উল্লেখ্যঃ বাঁশখালী উপজেলার পাহাড়ী অঞ্চলে বন উজাড়ের ফলে বন্য হাতিরা বিগত বেশ কয়েকবছর থেকে বাঁশখালীর পুকুরিয়া, বানিগ্রাম, সাদনপুর, জলদী, চাম্বলসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে এসে যান মালের ব্যাপক ক্ষতি সাধন করে আসছে। এর ফলে অনাকাংখীতভাবে বনের অনেক হাতি জনসাধারন কতৃক হতাহতও হচ্ছে, যা জিববৈচিত্র সংরক্ষনের জন্য মারাত্বক হুমকিস্বরুপ।
  • ভয়েস অব বালাগঞ্জ ও পূর্বগৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ।

    ভয়েস অব বালাগঞ্জ ও পূর্বগৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ।

    সিলেটের বালাগঞ্জ উপজেলায় অসহায় শিতার্র্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভয়েস অব বালাগঞ্জ ও পূর্বগৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ উদ্যোগ মঙ্গলবার বালাগঞ্জের পূর্বগৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ সিরাজবেগ কিন্ডারগার্টেনের মাঠে এলাকার অসহায় শিতার্র্ত মানুষদের মধ্যে এই শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

    এসময় শীতার্ত মানুষদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন,আসহায় শিতার্ত মানুষের পাশে থেকে শীতবস্ত্র বিতরণ একটি মহতি উদ্যোগ। যারা এই মহৎ কাজের সাথে সংশ্লিষ্ট থাকেন তারাও মহৎ মানুষ। আমাদের চারপাশে অনেক অসহায় রয়েছে যারা এই কনকনে শীতে জীবন যাপন করছেন।

    সামর্থ অনুযায়ী তাদের পাশে থাকলে অসহায়দের কস্ট লাগবের পাশাপাশি দারিদ্রতা দূর হবে। ভয়েস অব বালাগঞ্জ ও পূর্বগৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি তাদের এ মহতি উদ্যোগের সাথে সংশ্লিষ্ট থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করি। আমি আশা রাখি আগামীতেও তাদের এ মহতি উদ্যোগ অব্যাহত থাকবে।

    ভয়েস অব বালাগঞ্জের সম্পাদক তারেক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, পূর্বগৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

    এসময় বক্তব্য রাখেন ,প্রবাসী কমিউনিটি নেতা রেজাউল করিম রিজু, সমাজকর্মী লিটন আহমদ বেগ, প্রভাষক রুহুল আমিন, পূর্বগৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু সূত্রধর, পূর্বপৈলনপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি শাহ আলম, যুবলীগ নেতা মাহিনুল ইসলাম চৌধুরী, পূর্বগৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মারুফ আলম তালুকদার মিজু।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আওয়ামী লীগ নেতা সানুর আহমদ, সাংবাদিক হেলাল আহমদ, জাহেদুল ইসলাম,ফারহান আহমদ চৌধুরী, আমির আলী, সৈয়দ ত্বাকী, ফাউন্ডেশনের সদস্য শেখ মহিম, মাহবুব তালুকদার প্রমুখ।

  • উল্লাপাড়ায় চা দোকানদারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন মেয়র এস. এম. নজরুল ইসলাম।

    উল্লাপাড়ায় চা দোকানদারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন মেয়র এস. এম. নজরুল ইসলাম।

    প্রতি বছরের ন্যায় উল্লাপাড়ায় চা দোকানদারদের মধ্যে শীতবস্ত বিতরণ করলেন মেয়র এস.এম. নজরুল ইসলাম। বুধবার বিকেলে মেয়রের নিজস্ব অর্থায়নে উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দু’শত চা দোকানদারদের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজদার হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল ইসলাম বকুল, যুবলীগ নেতা আল হেলাল রতন, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান শাওনসহ অন্যান্যরা।

    এ সময় প্রধান অতিথি মেয়র নজরুল বলেন, নিম্ন আয়ের চা দোকানদারদের শীত নিবারনের জন্য প্রতি বছরের ন্যায় মুজিব বর্ষেও নিজস্ব উদ্যোগে প্রায় দুইশত জনের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়। মানবতার অংশ হিসেবে তিনি এ সমস্ত কম্বল বিতরণ করেন।

  • রাণীশংকৈলে বীরাঙ্গনাদের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ।

    রাণীশংকৈলে বীরাঙ্গনাদের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ২২ বীরাঙ্গনা পরিবারের মাঝে উন্নত মানের ভারী চায়না মকম্মল কম্বল বিতরণ করা হয়েছে।

    রবিবার (৩০ জানুয়ারি) দুপুরবেলা জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসিমা আক্তার জাহানের ব্যক্তিগত উদ্যোগে বীরাঙ্গনা শীতার্ত অসহায় পরিবারকে এসব কম্বল দেওয়া হয়।

    রাণীশংকৈল মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগমের বাসভবনে উপজেলার অসহায় ২২জন বীরাঙ্গনা পরিবারের মাঝে উন্নতমানের কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।

    এসময় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসিমা আক্তার জাহান, রাণীশংকৈল মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, বীরমুক্তিযোদ্ধা হাবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মেদ, মোবারক আলী,বাংলাাদেশে টেলিভিশন (বিটিভি) জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি আশরাফুল আলম প্রমূখ।

    জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসিমা আক্তার জাহান বলেন, আমি নিজ উদ্যোগে সেবামূলক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছি। জীবিকা নির্বাহের জন্য  অসহায় মানুষদের আর্থিক  সহায়তা করছি। আজ ২২জন বীরাঙ্গনা পরিবারের মাঝে উন্নতমানের শীতবস্ত্র কম্বল ও মাস্ক দেয়া হলো। প্রতিটি কম্বলের মূল্য প্রায় ৩ হাজার পাঁচশত টাকা।

  • শীতার্তদের মাঝে ডিসি’র শীতবস্ত্র উপহার বিতরণ।

    শীতার্তদের মাঝে ডিসি’র শীতবস্ত্র উপহার বিতরণ।

    ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জামালপুর ইউনিয়নের বিশ্বাসপুর গ্রামে শতাধিক শীতবস্ত্র উপহার বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা প্রসাশক মোঃ মাহবুবুর রহমান।
    দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ চলছে। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদি মানুষ।
    শনিবার (২৯ জানুয়ারি) বিকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ঠাকুুরগাঁও জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক এর আয়োজনে শীতবস্ত্র উপহার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আবু তাহের শামসুজাম্মান।
    উন্দিয়ার মতো শীতের কষ্টে থাকা শতাধিক  মানুষের চোখেমুখে কম্বল পেয়ে হাসির ঝিলিক ফুটেছে। কেউ লাঠিতে ভর করে, কেউবা হেঁটে এসেছিলেন কম্বল নিতে। কম্বল হাতে পেয়ে যেন কারও চোখের কোণে আনন্দের জল, কারও মুখে রাতভর আরামে ঘুমানোর খুশি।
    কম্বল নিতে এসেছিলেন বাকুন্দা গ্রামের ললিতা (৭০)। ভাঙাচোরা ঘরে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে রাত্রি যাপন করেন। কম্বল হাতে পেয়ে  হাউমাউ করে কেঁদে বলেন, ‘একনা কম্বলের জন্যে মেলাজনের কাছোত হাত পাতছুং, কায়ও দেয় নাই। গরম কাপড়ের জন্যে রাইতোত নিন (ঘুম) যাবার পাও নাই। এই কম্বলকোনা গাওত দিয়া ঠান্ডা থাকি বাঁচিম। তোমার তকনে দোয়া করিম।
  • কাজিপুরে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন।

    কাজিপুরে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন।

    সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দুই শতাধিক বাক,বুদ্ধি, শারিরীক ও মানসিক প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

    ২৭ শে জানুয়ারী (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নে যমুনা প্রতিবন্ধী কল্যাণ সংস্হার উদ্যেগে যমুনা আহাদ আলী শেখ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের দু’শতাধিক শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল,সুয়েটার ও লেপ বিতরন করা হয়।

    বাংলাদেশের অন্যতম তৈরী পোশাক শিল্প খাত স্ট্যান্ডার্ড গ্রুপের কর্ণধার আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও সাংবাদিক হাবিবুল্লাহ সিদ্দীকির সহায়তায় এসব অসহায় দুঃস্হ প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

    প্রচন্ড শীতের মধ্যে শীতবস্ত্র হিসেবে এসব শীতের পোশাক পেয়ে আনন্দ প্রকাশ করেছে বিশেষ প্রতিবন্ধী সম্পূর্ণ শিশু ও নানা বয়সী।

    বাক প্রতিবন্ধী আশা খাতুনের মা বলেন,”স্বপনের হাত দিয়া ম্যালা কিছু পাছি,আমার ম্যাছাল (মেয়ে) এর জন্য স্বপন হুইলচেয়ার,কম্বল,নগদ টাকাও দিছে”।

    আরেক শারীরিক প্রতিবন্ধী সুজন বলেন,”আমি হাঁটতে পারি না,স্বপনের জন্য হুইলচেয়ার পাইছি,এখন অন্যদের মতো আমিও হাঁটতে পারি চেয়ারে বসে”।

    প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করা জাহিদুল হাসান স্বপন বলেন,” প্রথমেই আমি ঔই সমস্ত লোকজনকে ধন্যবাদ দিতে চাই,যাদের সহযোগিতার মাধ্যমেই এসব প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে পারি”।

    তিনি আরও বলেন,” প্রথম প্রথম আমি যখন প্রতিবন্ধীদের নিয়ে কাজ শুরু করি তখন অনেকেই হাসি তামাশা করত, মা-বাবার,ভাই-বোনদের কটু কথা শুনতে হতো।এখন আর কারও কথা খারাপ লাগে না। এসব বাচ্চাদের মুখের দিকে তাকালে সব কষ্ট ভুলে যাই।

  • বেলকুচিতে সোহাগপুর মানব কল্যান সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ।

    বেলকুচিতে সোহাগপুর মানব কল্যান সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ।

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সোহাগপুর মানব কল্যান সংস্থার উদ্যোগে ১’শ ৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঢাকা ব্যাংকের সৌজন্যে বেলকুচি পৌরশহরের চালা মুকুন্দগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়।

    ৩নং ওয়ার্ডের কাউন্সিলর হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, সোহাগপুর মানব কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউন্সিলর জুলফিকার মাহমুদ শিপন, স্বর্ণা পারভীনসহ এলাকার মুরুব্বিগন উপস্থিত ছিলেন।

    এ সময় অসহায় শীতার্ত দেড় শতাধিক নারী পুরুষ কম্বল পেয়ে উচ্ছাস প্রকাশ করেন।

  • বড়লেখায় শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    বড়লেখায় শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    বড়লেখায় ‘কানাডা জেডিএসএস ফুডস ইন্কের ব্যবস্থাপনা পরিচালক কানাডা প্রবাসী জবা দেবীর পৃষ্ঠপোষকতায় বুধবার বিকেলে প্রয়াত জনপ্রতিনিধি নগেন্দ্র চন্দ্র দেবনাথ স্মরণে পৌরসভা ও সদর ইউনিয়নের উত্তর ডিমাই গ্রামের ৫শ’ সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সভাপতিত্বে ও কাউন্সিলার রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় পৌরসভা হলরুমে অনুষ্ঠিত কম্বল বিতরণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘কানাডা জেডিএসএস ফুডস ইন্ক’ এর ব্যবস্থাপনা পরিচালক কানাডা প্রবাসী জবা দেবী, ডা. মো. শাহনেওয়াজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহিদ, পৌর কাউন্সিলার কবির আহমদ, রেজাউল করিম, জাহিদ হাসান, রোজিনা বেগম প্রমুখ।

  • কাজিপুরে কৃষকলীগের উদ্যোগে কৃষকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ।

    কাজিপুরে কৃষকলীগের উদ্যোগে কৃষকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ।

    সিরাজগঞ্জের কাজিপুরে প্রচন্ড শীতে কৃষকের মাঝে উঞ্চতার পরশ কম্বল বিলিয়ে দিলেন কৃষক বন্ধু সংগঠন কৃষকলীগ।

    ২৬শে জানুয়ারী (বুধবার) দুপুরে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে কৃষকলীগের পক্ষ থেকে দুই শতাধিক কৃষকের মাঝে উন্নত মানের কম্বল বিতরন করা হয়।

    নাটুয়ারপাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নুরুল ইসলাম তাঁরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের সঞ্চালনায় কম্বল বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু,নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম সরকার,সাধারণ সম্পাদক বেলাল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল আলম,মাইজবাড়ি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হযরত আলী,সাধারণ সম্পাদক সুলতান শেখ সহ প্রমুখ।