Tag: বিজিবি

  • পীরগঞ্জ সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার পথে বিজিবি’র হাতে হিন্দু সম্প্রাদায়ের ৫ ব্যক্তি আটক।

    পীরগঞ্জ সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার পথে বিজিবি’র হাতে হিন্দু সম্প্রাদায়ের ৫ ব্যক্তি আটক।

    (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে হিন্দু সম্প্রাদায়ের ৫ ব্যক্তি আটক। এ সময় পালিয়ে যায় আরো ৪ জন।
    শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে আটককৃতদের ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামের ববি রায় (৪৫), অন্তর রায় (১৭), অপু রানী (১৫), কবিতা রাণী রায় (৪০) ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নিদুল বেওয়া (৫৭)।
    পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্তের নওডাঙ্গা গ্রামের ৩৩২/৮ এস পিলার এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে ৯ জন নারী পুরুষ।
    এ সময় বিজিবি টহল দল ওই ৫ জনকে আটক করে। পালিয়ে যায় ৪ জন। পলাতকরা হলেন, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জঙ্গলীপীর গ্রামের কংকর চন্দ্রের ছেলে সমারু (৩৫), হেকাম উদ্দিনের ছেলে আব্দুর সোবহান (৫০), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের মধ্য ভবানীপুর গ্রামের মৃত বাহের উদ্দিনের ছেলে কফিল উদ্দিন (৫৫), মৃত আব্দুল কাফির ছেলে জিয়াউর রহমান (৩০)।
    আটক হওয়া ৫ জন এবং পালিয়ে যাওয়া ৪ জনের নামে বিজিরি পক্ষ থেকে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ এর ১১(১)ক/১১/২ ধারায় পীরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
  • মাধবপুরে বিজিবি’র অভিযানে বিদেশী মদ উদ্ধার,পালিয়েছে চোরাকারবারি।

    মাধবপুরে বিজিবি’র অভিযানে বিদেশী মদ উদ্ধার,পালিয়েছে চোরাকারবারি।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
    হবিগঞ্জের মাধবপুরে মালিক বিহীন ২ লাখ ৭৯ হাজার টাকার বিদেশী মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    রবিবার(১২ জানুয়ারী) বেলা পৌনে ৩ টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলের সার্বিক দিক নির্দেশনায় হবিগঞ্জ বিজিবি অধীনস্থ তেলিয়াপাড়ায় বিওপি’র একটি টহল দল সুবেদার প্যাট্রিক দালবৎ এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
    রবিবার ভোর পৌনে ৫ টায় মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ার ১৯ নং চা বাগান সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।এসময় অবৈধভাবে চোরাচালানকৃত মালিকবিহীন ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
    উদ্ধারকৃত ভারতীয় মদের বোতলের আনুমানিক মূল্য ২ লক্ষ ৭৯ হাজার টাকা। আটককৃত মাদক দ্রব্য সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুনারুঘাট জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
    হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ।তিনি আরও বলেন  মাদকের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। বিজিবি চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত  রয়েছে।
  • বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী ও কসমেটিকস পণ্য জব্দ।

    বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী ও কসমেটিকস পণ্য জব্দ।

    মাধবপুর প্রতিনিধি 
    হবিগঞ্জের ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র একটি বিশেষ টহলদলের অভিযানে বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে।
    জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল ইমদাদুল বারী খান পিএসসি’ র নেতৃত্বে একটি বিশেষ টহলদল বুধবার (৪ ডিসেম্বর) ৯ টার দিকে মাধবপুর উপজেলার সাহেব বাড়ি বাসস্ট্যান্ডের ঢাকা- সিলেট মহাসড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে  বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে চোরাচালানকৃত ভারতীয় পণ্য ভর্তি একটি  কাভার্ড ভ্যান আটক করেছে।
    আটককৃত কাভার্ড ভ্যানটিতে ভারতীয় উন্নতমানের শাড়ি কাপড় ১ হাজার ৪৭ পিস বিভিন্ন প্রকারের থান কাপড় ৮ হাজার ২ শত ৬৭ মিটার, সোফা কভারের কাপড় ৮’শ ৬০ মিটার, পন্ডস ব্রাইট ক্রিম ১ হাজার ৩’শ ৪ পিস, ভেটনোভেট  সি ক্রিম ৪ হাজার ৮ শত পিস, স্কিন সাইন ক্রিম ৩২ হাজার ৪ শত পিস, ক্লোপ- জি ক্রিম ২৭ হাজার ২শত ৮০ পিস,ওয়াইল্ড স্টোন বডি পারফিউম ৪ শত ১২ পিস, জনসন বেবি লোশন ৩ শত ৬০ পিস এবং কিটকেট চকলেট ২১ হাজার ৮ শত ৮০ পিস যার আনুমানিক মূল্য ৩ কোটি ৬১ লক্ষ ৬৬ হাজার ১শত টাকার  ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করা হয়।
    হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি জানান, আটককৃত ভারতীয় পণ্য গুলো হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও আরও জানান, অত্র ব্যাটালিয়ন কর্তৃক চোরাচালান বিরোধী কার্যক্রম অভিযান অব্যাহত থাকবে।
  • ভারতে অনুপ্রবেশ করার সময় বিজিবির হাতে ৪ বাংলাদেশী যুবক আটক।

    ভারতে অনুপ্রবেশ করার সময় বিজিবির হাতে ৪ বাংলাদেশী যুবক আটক।

    নীলফামারীর ডিমলায় কালীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যদের হাতে ৪ বাংলাদেশী যুবক আটক হয়েছে।
    উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ ভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে অনুপ্রবেশের সময় গত রাত অনুমান ১১.৫০ ঘটিকায় কালীগঞ্জ বিজিবি ক্যাম্পের সদস্যরা ০৪ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবককে আটক করেছে ।
    এজাহার সুত্রে জানা যায়, ডিমলা থানাধীন কালীগঞ্জ নামাজি পাড়া নামক স্থানে বিজিবি সদস্যরা ৭৯৪ নং পিলারের ১০০ গজ দুরে বাংলাদেশের অভ্যন্তরে টহল ডিউটিতে থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ০৪ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবক কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় হাবিলদার ফারুকুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করে।
    আটককৃত হলেন, দিনাজপুর জেলার খানাসামা থানার খামাতপাড়া গ্রামের বিমল চন্দ্র  রায়ের ছেলে ছন্দ রায় (২১), দূর্গা রায়ের ছেলে তপন রায় (২১), প্রমোদ চন্দ্র রায়ের ছেলে খনিজ রায় (২৬), কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে রঞ্জিত রায় (১৭)। বিজিবি সদস্যরা আটকৃতদের জিজ্ঞাসাবাদ করিলে তাদের নাম ঠিকানা প্রকাশ করে এবং পাসপোর্ট কিংবা বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারে নাই।
    বিজিবি সদস্যরা তাদের দেহ তল্লাসী করে বাংলাদেশী ২৫,১৭০ টাকা, ভারতীয় ১৬০ রুপি, দুইটি চার্জার,একটি ব্লুটুথ হেডফোন, চারটি সিম, দুইটি অ্যানড্রোয়েট ফোন,দুইটি এনআইডি কার্ড,একটি জন্ম নিবন্ধন জব্দ করে।
    আটককৃত যুবকদের জিজ্ঞাসাবাদ শেষে ডিমলা থানায় সোর্পদ করা হয়।
    ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহি(ওসি)বলেন, আটককৃত বাংলাদেশী যুবকদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। জব্দ তালিকা তৈরী করে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
  • বিজিবি সদস্য’র বিরুদ্ধে কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ।

    বিজিবি সদস্য’র বিরুদ্ধে কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ।

    মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
    খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি সদস্য জাহিদুল ইসলাম(২৫)র বিরুদ্ধে। পুলিশের কাছে ঐ কিশোরীর মা ধর্ষণের কথা জানিয়ে থানায় মামলা করেন।
    জাহিদুল ইসলাম(২৫)  মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড হাতিয়া পাড়া এলাকার মো: মোশাররফ মিয়ার ছোট ছেলে। সে বর্তমানে কক্সবাজার টেকনাফে বিজিবি’তে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
    ধর্ষণের শিকার কিশোরী অভিযোগ করে বলেন, বিজিবি সদস্য জাহিদুল ইসলামের সাথে তাঁর চার মাস প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে জোরপূর্বকধর্ষণ করে জাহিদুল। গত শনিবার ১৩/০৪/২০২৪খ্রী: রাত অনুমান ০৯.৩০ ঘটিকার সময় জাহিদুল ফোন দিয়ে মেয়েকে ঘর থেকে বের হতে বলে এবং পরে তাঁর বাড়ির পাশে জংগলে নিয়ে যেতে চাইলে আমি চিৎকার করলে এলাকার প্রতিবেশীরা আসলে জাহিদুল পালিয়ে যায়।
    হাতিয়া পাড়া এলাকার সর্দার মো: রাকিব উদ্দিন ও এলাকার  বেলাল হোসেন সহ একাধিক লোক জানান, হাতিয়া পাড়া এলাকার মোশাররফ মিয়ার বাড়ীর পাশ থেকে শনিবার রাত সাড়ে নয় ঘটিকার সময় হঠাৎ মেয়ে কন্ঠের চিৎকার শুনে ঘটনাস্থলে যাওয়ার সময় জাহিদুল দৌড়ে পালিয়ে যায়, পরে ঐ কিশোরীকে কান্না করতে দেখে মেয়েকে জিগ্যেস করলে মেয়ে ধর্ষণের কথা স্বীকার করে। এবং বলে এর আগেও জাহিদুল এই মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে।
    পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন লিটন বলেন, গত শনিবার রাতে এলাকার যুবসমাজ থেকে একটি ফোনের মাধ্যমে বিজিবি সদস্য জাহিদুল ইসলাম ও এক কিশোরীকে আটকের বিষয় অবগত হই। বিষয়টি শিশু ধর্ষণ সংক্রান্ত হওয়ার কারণে আমি মেয়র মহোদয়কে বিস্তারিত ঘটনা জানাই, পরে মেয়র ও এলাকার সর্দার, মুরুব্বিদের মতামতের ভিত্তিতে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিই। এবং শুনেছি ইতিমধ্যে ঐ কিশোরীর মা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।
    মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, কিশোরীর জবানবন্দির ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। ঐ কিশোরীকে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। ভিকটিম আদালতে জবানবন্দি দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
  • রাণীশংকৈলে বিজিবির ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ।

    রাণীশংকৈলে বিজিবির ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ।

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
    ঠাকুরগাঁওয়ে গরীব, দুঃস্থ ও অসহায় দুইশত ২৫ জনের মাঝে উন্নত মানের ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    রবিবার বিকালে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাশিপুর ভূমি অফিস মাঠে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন ও ঠাকুরগাঁও সেক্টর দপ্তর এর ব্যবস্থাপনায় এসব ইফতার ও খাবার বিতরণ করা হয়।
    এ সময় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ, ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপস) মেজর মোঃ রিয়াদুল ইসলাম, পিএসসি ও ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (লজিস্টিক) এডি মোহাম্মদ জামালসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
    খাদ্য সামগ্রী বিতরণের আগে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যারা অবৈধ পথে রাতের বেলা সীমান্ত অতিক্রম করে দেশের বাইরে যেতে চায়, তাদেরকে সচেতন করে ভুল পথ থেকে সঠিক পথে আনতে আমাদের সহায়তা করুন। অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম, চৌরাচালান এসব বন্ধে গ্রামবাসীকে বিজিবি’র সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
    উন্নত মানের ইফতার সামগ্রী ও একবেলা রাতের খাবার পেয়ে খুশি ওই এলাকার অসহায় মানুষ। বিজিবি’র এমন মহৎ উদ্যোগকে স্বাগ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য বক্তিরা।
  • লংগদুতে পাচারের সময় বিজিবির অভিযানে ভারতীয় মহিষ উদ্ধার।

    লংগদুতে পাচারের সময় বিজিবির অভিযানে ভারতীয় মহিষ উদ্ধার।

    রাঙ্গামাটির লংগদুতে রাজনগর ৩৭ বিজিবি জোনের অভিযানে চোরাই পথে পাচারের সময় ভারতীয় ৫টি মহিষ করেছেন বিজিবি’র সদস্য্যরা।
    শনিবার ( ১৪ জুলাই)  আনুমানিক সন্ধ্যা ৬ টার সময় মহিষ নিয়ে বগাচতর ইউনিয়নের শিবারেগা থেকে বৈরাগী বাজার যাওয়ার পথে  রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনস্থ রাঙ্গীপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মোঃ দেলোয়ার হোসেন টহল করার সময় দেখতে পান কিছু সংখ্যক ভারতীয় মহিষ পাচার হচ্ছে।
    অত্র অঞ্চলে স্থানীয়ভাবে কোথাও মহিষ পালন বা ক্রয় বিক্রয় করা হয়না বিধায় মহিষের সাথে থাকা ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় যে, জনৈক সুনীল চাকমা ও বিদুৎ জ্যোতি চাকমা মহিষগুলো অবৈধভাবে ভারত থেকে নিয়ে এসেছে এবং কয়েক হাত ঘুরে গত১৪ জুলাই ২০২৩ তারিখে মহিষগুলো জনৈক ইসমাইলের কাছ হতে নিম্নোক্ত ব্যক্তিবর্গ খরিদ করেছে।
     হাবিলদার দেলোয়ার হোসেন সমগ্র ঘটনা রাজনগর জোন সদরে জানালে ৩৭ বিজিবির ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ রসুল আমিন, এর নেতৃত্বে বিজিবি-পুলিশ সমন্বয়ে একটি টাস্কফোর্স দল শিবেরআগা বাজারে গমন করতঃ মহিষগুলো আটক করে।
    পরবর্তীতে আটককৃত ০৫টি মহিষ রাজনগর জোনে নিয়ে আসা হয়। মহিষ ক্রেতা-মোঃ জিলানী (৪৩),মোঃ আবুল বাশার (৪২),মোঃ মফিজুল ইসলাম (৪৫),মোঃ ফারুক হোসেন (৫২),সকলের গ্রাম-ছোটলোহা কাঠবাগান,পোষ্ট-মাইনীমুখ,থানা-লংগদু, জেলা-রাঙ্গামাটি।
     মহিষ ক্রেতাদের  সকলে গরু ব্যাবসায়ী বলে প্রাথমিকভাবে জানিয়েছেন বিজিবি। তাদের মুচলেকা নিয়ে গুলশাখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম এর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
    এ প্রসংগে জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম বলেন,দেশীয় খামারীদের রক্ষায় ভারতীয় মহিষ চোরাচালান বিরোধী বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।তিনি বলেন আটককৃত মহিষগুলো শুল্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। আটককৃত ০৫টি ভারতীয় মহিষের আনুমানিক বাজার মূল্য-৮,৮০,০০০/- (আট লক্ষ আশি হাজার টাকা)হবে।
  • মাধবপুরে বিজিবি’র মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    মাধবপুরে বিজিবি’র মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    মাধবপুরে বিজিবি’র মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।


    হবিগঞ্জের মাধবপুরের রামনগরে বাংলাদেশ বর্ডার গার্ড মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০পিস ইয়াবাসহ আব্দুল আজিজ ধনু(২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।আজ (২১শে ফেব্রুয়ারি) সোমবার বিকেল ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র মাদক বিরোধী অভিযানে তাকে আটক করা হয়।

    বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামিউন্নবী চৌধুরী আমারজমিন পত্রিকার প্রতিবেদককে জানান, মনতলা বিওপির সুবেদার আব্দুল হামিদ এর নেতৃত্বে বিজিবি’র জোয়ানরা উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর থেকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে কমলপুর গ্রামের মৃত্যু আবু তাহের এর পুত্র আব্দুল আজিজ ধনু(২৩)কে ২০ পিস ইয়াবাসহ আটক করে।
    আটককৃত মাদক ব্যবসায়ীর বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
  • শৃংঙ্খলা বিনষ্ট করে ক্ষতি ডেকে আনবেন নাঃ বিজিবি দিবস উদযাপনে প্রধানমন্ত্রী।

    শৃংঙ্খলা বিনষ্ট করে ক্ষতি ডেকে আনবেন নাঃ বিজিবি দিবস উদযাপনে প্রধানমন্ত্রী।

    অনলাইন ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন,আপনাদের কাছে আমার প্রত্যাশা, আপনারা দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। তাতে নিজেদেরই ক্ষতি হবে।

    রোববার (১৯ ডিসেম্বর) সকালে ‘বিজিবি দিবস-২০২১ উদযাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর পিলখানা বিডিআর সদরদপ্তরে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন।

    এ সময় প্রধানমন্ত্রী বিজিবি সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘মনে রাখবেন, শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড আপনাদের বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। কখনও শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। তাতে নিজেদেরই ক্ষতি হবে। চেইন অব কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ মেনে চলা শৃঙ্খলা বাহিনীর অবশ্য নৈতিক দায়িত্ব।

    তিনি আরো বলেন, ‘আমার বিশ্বাস,জাতির পিতার প্রত্যাশিত আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ এগিয়ে যাবে তার অভীষ্ট লক্ষ্যে এবং বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে সীমান্তের অতন্ত্রপ্রহরী হিসেবে অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

    প্রধানমন্ত্রী বিজিবি সদস্যদের মনোজ্ঞ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। এসময় একটি সুসজ্জিত দল তাকে অভিবাদন জানান।

    প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিজিবি সদস্যদের বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি পদক বিতরণ করেন। অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো, সাফিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

    পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবি সদর দপ্তরে ‘বিজিবি সম্মেলন কেন্দ্রেথর উদ্বোধন করেন।

    সূত্রঃ তরঙ্গ নিউজ
    তারিখঃ ১৯/১২/২১

  • খাগড়াছড়িতে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বিজিবি দিবসে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। 

    খাগড়াছড়িতে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বিজিবি দিবসে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। 

    ফারুক হোসেন,মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ পার্বত্য খাগড়াছড়ির গুইমারা সেক্টরের আওতায় পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি’র উদ্যােগে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বিজিবি দিবস উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার উদ্ভোধন করেন পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন পিএসসি।
    রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উৎসব মুখর পরিবেশে  পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০বিজিবি,র ক্রীড়াঙ্গন মাঠে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বিজিবি দিবস উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
    অনুষ্ঠানে জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন পিএসসি’র পত্নী, খেদাছড়া ব্যাটালিয়ন এর সহকারী পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন স্বস্ত্রীক, সুবেদার মেজর গোলাম মোহাম্মদ, প্রধান সহকারী মোঃ জাহিদুল ইসলাম, নায়েব সুবেদার এ্যাডজুটেন্ট মোঃ ওয়াহেদুজ্জামান উপস্থিত ছিলেন।
    অন্যােন্যদের মাঝে বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রহমত উল্যাহ,গুমতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তফাজ্জল হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
    এ সময় মাটিরাঙ্গা, খাগড়াছড়ি শিল্পকলা একাডেমির শিল্পীগোষ্ঠী কতৃক দলীয় ত্রিপুরা নৃত্য, চাকমা, আসাম ও মারমা নৃত্য পরিবেশন করা হয়। এছাড়াও বিজিবি’র নিজস্ব শিল্পীগন বিভিন্ন গান ও কৌতুক পরিবেশন করেন।