Tag: বিচার

  • ছেঁড়া পোস্টার হাতে নিয়ে বিচারের দাবিতে থানায় মেম্বর পদপ্রার্থী।

    ছেঁড়া পোস্টার হাতে নিয়ে বিচারের দাবিতে থানায় মেম্বর পদপ্রার্থী।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ গায়ে ময়লা জামা ও অগোছালো চুল। হাতে একটি ছেঁড়া পোস্টার নিয়ে প্রতিপক্ষ প্রার্থীর বিচারের দাবি নিয়ে থানায় হাজির এক মেম্বার প্রার্থী।

    বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে তথ্য সংগ্রহে ঠাকুরগাঁও সদর থানায় গেলে এমন এক দৃশ্য প্রতিবেদকের চোখে পরে।

    তার পোস্টারও ছিঁড়ে দেওয়া হয়েছে। ছেঁড়া পোস্টার নিয়েই থানায় অভিযোগ করতে যান তিনি। তবে পুলিশ তাকে নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দিতে বলেছে।

    আগামী রোববার (২৬ ডিসেম্বর) উল্লেখিত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেম্বার পদপ্রার্থী ফজলুলের মার্কা বৈদ্যুতিক পাখা।

    দেখা যায়,থানার ওসিসহ বেশকিছু কর্মকর্তা থানা প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন। সেখানেই ময়লা ও অগোছালো চুলের একজন বৃদ্ধ হাতে ছেঁড়া পোস্টার নিয়ে পুলিশের কাছে আকুতি জানাচ্ছেন। কখনও বা পুলিশের পা ধরার জন্য এগিয়ে যাচ্ছেন।
    পুলিশের কাছে অভিযোগ জানানোর সময় অনেকটা অসহায় দেখা গেছে তাকে।

    কথা হয় সেই বৃদ্ধের সঙ্গে। তিনি জানান,তার নাম ফজলুল হক। ২৬ ডিসেম্বরের ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও বেগুনবাড়ির ৫ নম্বর ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থী তিনি। ফজলুলের নির্বাচনী প্রতীক বৈদ্যুতিক পাখা। কিন্তু প্রতিপক্ষ প্রার্থীদের চাপে তিনি নির্বাচন করতে পারছেন না।

    তিনি আরো বলেন ৫ নম্বর ওয়ার্ড থেকে আমরা সাত জন মেম্বার প্রার্থী আছি। প্রতিপক্ষরা আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। মোরগ মার্কার প্রার্থী মহসিন আমার পোস্টার ছিঁড়ে ফেলতেছেন।

    আমাকে মারধর করছেন। আমাকে আমার নিজের বাসায় ঢুকতে দিচ্ছেন না। আমি এর বিচার চাই। নিজের নিরাপত্তা চাই। কিন্তু কেউ আমাকে সাহায্য করছে না। পুলিশের কাছে এসেছি। তারাও আমাকে তাড়িয়ে দিচ্ছেন।

    অভিযুক্ত মেম্বার প্রার্থী মহসিন বলেন,ফজলুল হক আমার চাচা। তার মাথায় একটু সমস্যা আছে। তার পরিবারের লোকজন আমার নির্বাচন করছে। তাই আমার নামে উল্টাপাল্টা কথা ছড়াচ্ছেন তিনি।

    এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানা পরিদর্শক  (ওসি) তানভীরুল ইসলাম বলেন,মেম্বারপ্রার্থী ফজলুল হক আমার কাছে এসেছিলেন। তিনি বেশকিছু অভিযোগ করেছেন। তাকে নির্বাচন কর্মকর্তা বরাবর অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে।’

  • মেহেদি হত্যা:বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন ও বিক্ষোভ।

    মেহেদি হত্যা:বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন ও বিক্ষোভ।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে মেহেদি হাসান মিরাজ (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ করছে সহপাঠীরা। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে কোর্ট চত্বর এলাকায় অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও শোক র‌্যালি করে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা।

    এসময় আন্দোলনরত ছাত্ররা মেহেদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান তারা।

    নিহতের সহপাঠীরা জানান, বাড়ি থেকে ডেকে নিয়ে মেহেদীকে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

    তা না হলে অনেক মায়ের কোল খালি হবে।
    ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুইঞা দোষীদের বিচারের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে পুলিশ ও প্রশাসন সজাগ থাকবে। মেহেদি হত্যার মূল রহস্য বের করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।’

    ঠাকুরগাঁও সদর থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ‘পুলিশ তৎপর রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রস্তুতি চলছে।’

    প্রসঙ্গত বুধবার (২২ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের দুরামারি এলাকায় স্কুল ছাত্র মেহেদীকে বাসায় থেকে বন্ধু পরিচয় দিয়ে ডেকে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর স্থানীয় লোকজন খবর দেয় মেহেদী রাস্তার ধারে পড়ে আছে। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেহেদীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সে সময় কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় আরমান নামে আরো একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।