Tag: বিক্ষোভ

  • বাঘায় আওয়ামীলীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ।

    বাঘায় আওয়ামীলীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেন।

    সোমবার (৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বাউসা বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে দিঘা ও অমরপুর বাজারে বিক্ষোভ মিছিল করেন তারা।

    বাউসা বাজারে বিক্ষোভ মিছিল শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক, বিএনপি নেতা ইদ্রিস আলী বানু, এনামুল হক, রমজান আলী, বাদশা আলী, আলতাফ হোসেন, নাসির উদ্দীন, আবুল ফজল, ইয়ার উদ্দীন, আমির হামজা মধু প্রমুখ।

    এ বিষয়ে বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, আওমীলীগের লিফলেট বিতরণের কোন খোঁজ মেলেনি। তবে উপজেলার কয়েকটি স্থানে লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

  • বাঘায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে অফিস কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ।

    বাঘায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে অফিস কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

    রাজশাহীর বাঘায় প্রধান শিক্ষক আনিসুর রহমানের পদত্যাগের দাবিতে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ শেষে অফিস কক্ষে তালা লাগিয়ে দেন। এ দিকে প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা ঝুলানোকারীদের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

    ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় উপজেলার বাউসা হারুন অর-রশিদ-শাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

    এ দিকে বাউসা হারুন অর-রশিদ-শাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় বিএনপির নেতাকর্মীরা ক্রীড়া প্রতিযোগিতার খেলাধুলা বন্ধ করে দিয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের লাঞ্চিত করে।

    এ বিষয়ে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাাউল করিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ের নিয়োগ বানিজ্য, অনিয়ম, দূর্নীতি, অনৈতিকভাবে বিদ্যালয় পরিচালনা করে আসছিলেন। টাকার বিনিময়ে বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কিছু লোক নিয়োগ করা হয়। এই টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়নের দাবি করা হয়। এতে প্রধান শিক্ষক রাজি না হওয়ায় প্রধান শিক্ষককের বিরুদ্ধে বিক্ষোভ শেষে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়দের অনুরোধে তালা খুলে দেওয়া হয়।

    এ বিষয়ে বাউসা হারুন অর-রশিদ-শাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভাপতি পদে বিএনপির
    সমর্থিত তিনজন ও জামায়াতের সমর্থিত একজন আবেদন করেছেন। বিএনপির নেতামকর্মীরা দাবি করেন তাদের তিনজনের নাম শিক্ষা বোর্ডে প্রেরণ করতে হবে।

    এদিকে জামায়াতের আবেদনকারীর আবেদন যুক্তিযুক্ত হলে তার নামও বোর্ডর প্রেরনের জন্য বলেন। এদিকে বিএনপির নেতার অযৌক্তিক দাবি মেনে না নেওয়ায় তারা বিক্ষোভ শেষে অফিস কক্ষে তালা লাগিয়ে দেন। এ দিকে ক্রীড়া প্রতিযোগিতার খেলাধুলা বন্ধ করে দিয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের লাঞ্চিত করেন তারা।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে অবগত করার পর সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিয়েছিলাম। পুলিশ গিয়ে অফিস কক্ষের তালা খুলে দিয়ে দিয়েছেন। তবে খেলাধুলা অব্যাহত রাখার জন্য বলেছিলাম। কিন্তু, পরিবেশ না থাকায় বন্ধ রেখেছেন। মঙ্গলবার খেলাধুলা হবে।

  • তে-ভাগা আন্দোলনের শহীদের স্মৃতি ও প্রত্নত্বাতিক নিদর্শন সংরক্ষণের দাবীতে বিক্ষোভ

    তে-ভাগা আন্দোলনের শহীদের স্মৃতি ও প্রত্নত্বাতিক নিদর্শন সংরক্ষণের দাবীতে বিক্ষোভ

    ডিমলা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় তে-ভাগা আন্দোলনের শহীদদের স্মৃতি ও প্রত্নত্বাতিক নিদর্শন সংরক্ষণের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলার সর্বস্তরের জনগণ । শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে ডিমলা উপজেলায় তে-ভাগা আন্দোলনের অন্যতম নেতা তৎনারায়নের ৭৯মত মৃত্যুবার্ষিকী পালনকালে উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে এই দাবী জানানো হয়।
    সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলার প্রতিনিধি জাফর হোসেন জাকির বলেন, তৎনারায়ন সহ তে-ভাগা আন্দোলনের শহীদের সমাধি মন্দির ও জমিজমা প্রভাবশালী মহল দখল করে নিয়েছে। দালালদের হাতে এসব ত্যাগী নেতাদের সমাধি বেচা-কেনার ঘটনাও ঘটেছে।  বেহাত হওয়া এসব নিদর্শন ডিমলার ঐতিহ্যবাহী রাজনৈতিক ইতিহাস ও অতীত ঐতিহ্য বহন করে। সেই ইতিহাস রক্ষা করতে সকলকে আহবান জানান তিনি।
    তে-ভাগা আন্দোলনের নেতা মঙ্গলু বর্মনের নাতিজামাই হিরম্ব  বম্মর্ণ কান্নাজনিত কন্ঠে বলেন, আমার দাদুর সমাধীস্থল ভাঙ্গার জন্য পায়তারা চলছে। মঙ্গলুসহ সকল ত্যাগী নেতাদের সমাধীস্থল রক্ষা করতে হবে।
    সরকারকেই এই দায়িত্ব গ্রহন করার দাবী বিক্ষোভকারীদের।  ডিমলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শতাধিক মানুষ শহরজুড়ে র‌্যালী শেষে সদর ইউনিয়ন পরিষদের সামনে তৎনারায়নের সমাধীস্থলে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এসময় তারা তৎনারায়নের সমাধিতে পুস্পস্তবক অর্পন করেন।
    সমাবেশে বক্তব্য রাখছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, রাজনৈতিক ব্যক্তিত্ব আতিয়ার রহমান, ইউনুছ আলী, মসাহেদুল আলম মানিক, গীতিকবি মুন্সি সাদিক সালেহ্, গোপাল চন্দ্র রায়, মাহবুব রহমান সহ সর্বস্তরেরজনগণ ।
  • ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে আদিবাসীদের বিক্ষোভ মিছিল।

    ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে আদিবাসীদের বিক্ষোভ মিছিল।

    মৌলভীবাজার প্রতিনিধি :
    এনসিটিবি কর্তৃক বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পেছনের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করার প্রতিবাদে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা’ আহুত বিক্ষোভ সমাবেশে প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী সংগঠন ‘স্টুডেন্ট ফর সভেরেন্টি’ এর নৃশংস সন্ত্রাসীর হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
    বৃহস্পতিবার(১৬জানুয়ারি) সকাল ১১ টার দিকে মৌলভীবাজার চৌমুহনা চত্বরে বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখা আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল পালন করা হয়।
    বাংলাদেশ আদিবাসী ফোরামের মৌলভীবাজার জেলা সভাপতি ফ্লোরা বাবলী তালাং এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনক দেববর্মার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলিমেষ ঘোষ বলু,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল হাসান, আদিবাসী নেতা ফিলা পতমী,কৃষক সমিতির সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, কৃষক নেতা খছরু চৌধুরী,আদিবাসী নেতা চিত্তরঞ্জন দেববর্মা,আদিবাসী নেত্রী ববিতা দিও, মনিকা খংলা, যুব ইউনিয়ন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুকান্ত নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর প্রমুখ।
    প্রতিবাদ  সভায় বক্তারা বলেন, ‘গতকাল (বুধবার) ভুঁইফোড় সংগঠন ‘স্টুডেন্ট ফর সভেরেন্টি’ নামক সংগঠন আদিবাসী শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে যে পৈশাচিক হামলা করে আদিবাসী  শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে এটা গণঅভ্যুত্থানের আকাঙ্খার সাথে সাংঘর্ষিক। তারা সংগঠনের নামে সভেরেন্টি রেখেছে, তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। কিন্তু প্রশ্ন থেকে যায় যারা জাতীয় পতাকার অবমাননা করে তারা কিভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। বাংলাদেশের আদিবাসীদের পূর্ণ সাংবিধানিক স্বীকৃতি ও ভুমির অধিকার দিতে হবে। আদিবাসীরা কোনও বিচ্ছিন্নতাবাদী নয়, এই বাংলাদেশের নাগরিক এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা মুখ্য ভুমিকা রেখেছেন। আদিবাসী শব্দের ভুল ব্যাখ্যা দিয়ে সমাজে একটা বিচ্ছেদে রাজনীতি জিইয়ে রাখা হচ্ছে। হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
    বক্তারা আরো বলেন, ১৯৭১সালে পরাজিত আলবদররা বাংলার রাজনীতিতে অদিষ্ট হয়ে মৌলবাদী সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে। স্টুডেন্ট ফর সভারেনটি তাদেরই পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। দেশে বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে, সকল জাতি গোষ্ঠীর সঠিক ইতিহাস-সংস্কৃতি তুলে ধরা সময়ের দাবি। পাঠ্যপুস্তকে আদিবাসী সম্বলিত গ্রাফিতি পুনরায় সংযুক্ত করতে হবে। একই সাথে আজকে (বৃহস্পতিবার) ঢাকায় মিছিলে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এই সমাবেশ শেষে শহরের বিক্ষোভ মিছিল বের হয়ে টিসি মার্কেটের সামনে এসে শেষ হয়।
  • রামপালে যাত্রাপালা ও জুয়ার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল।

    রামপালে যাত্রাপালা ও জুয়ার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে গোনাইব্রিজ এলাকায় শুভ এন্টারপ্রাইজের বালুর মাঠে রামপাল প্রেসক্লাব’র আয়োজনে মাসব্যাপী আনন্দ মেলার নামে যাত্রাপালা, জুয়ার আসর, লটারীসহ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রামপাল উপজেলা ইমাম সমিতি ও তৌহিদী জনতা।

    বুধবার(৮ জানুয়ারি) বিকেলে উপজেলার উজলকুড় ইউনিয়নের রণসেন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফয়লাহাটের বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

    উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা নুরুল ইসলাম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মাহবুবুর রহমান’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর মল্লিক আব্দুল হাই, সাধারণ সম্পাদক মাওলানা জিহাদুজ্জামান, জেলা ইমাম সমিতির সদস্য ক্বারী মিরাজ মাহমুদ প্রমুখ।

    উল্লেখ্য, গতকাল(৭ জানুয়ারি) ইমাম সমিতির উদ্যোগে যাত্রাপালা ও জুয়ার আসর বন্ধের দাবিতে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রধান করা হয়। স্মারকলিপিতে তারা যাত্রাপালা ও জুয়ার আসর অবিলম্বে বন্ধের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

    এ বিষয়ে রামপাল প্রেসক্লাব এর সভাপতি ফকির আতিয়ার রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

    এ বিষয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল গাজী জানান, রামপাল প্রেসক্লাবের নাম ব্যবহার করে ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান কাউকে না জানিয়ে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এ বিষয়ে আমরা কেউ অবগত নই। আমরা চাই এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করে দেয়া হোক।

    এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে রামপালে কোথাও মাসব্যাপী আনন্দ মেলার অনুমতি দেয়া হয়নি। উপজেলা ইমাম সমিতির পক্ষ থেকে আমি একটি স্মারক লিপি পেয়েছি। জেলা প্রশাসনের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ।

    বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

    গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় ২ মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে কারখানার শ্রমিকরা।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হার্ডী কারখানার শ্রমিকরা এ অবরোধ তৈরি করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের ২ পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে লাঠিচার্জ করে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হার্ডী কারখানার শ্রমিকরা গত ২ মাসের বকেয়া বেতনের জন্য চন্দ্রা এলাকায় সকাল সাড়ে ১০:৩০ টায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এতে উত্তর বঙ্গের প্রবেশদ্বার খ্যাত চন্দ্রায়, চন্দ্রা-নবীনগর, ঢাকা-টাঙ্গাইল ও জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হওয়ায় দু্র্ভোগে পড়েন এই মহাসড়কে চলাচলকারী সকল যাত্রীরা।পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে প্রথমে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।পরে পুলিশ লাঠিচার্জ করে দুপুর সাড়ে ১২ টায় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় যাএীরা সাধারনভাবে চলাচল শুরু করে।

  • ইসকন নিষিদ্ধের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও সমাবেশ।

    ইসকন নিষিদ্ধের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও সমাবেশ।

    নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনায় ইসকন নিষিদ্ধের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ইং, জুমআ’র নামাজের পর শ্রীমঙ্গল কলেজ রোডস্থ থানা জামে মসজিদের সামনে থেকে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গল এর ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্বরে এসে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
    এ সময় মিছিলে ও সমাবেশে বিক্ষোভকারীরা- ইসকন জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, বিশ্ব মুসলিম এক হও, এক হও, উগ্রবাদি সংগঠন ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না, ভারতীয় আগ্রাসন রুখে দাও‍‍- সহ নানা স্লোগান দেয়। বিক্ষোভ মিছিল ও ইসকন বিরোধী স্লোগানে মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে এ সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক-সহ চৌমুহনা চত্বর প্রায় এক ঘন্টা বন্ধ ছিল।
    চৌমুহনা চত্বরে সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাদিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নাঈম হাসান, তালামিযে ইসলামিয়ার শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নাজমুল ইসলাম, ইসলামী ছাত্রসেনার শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নাজমুল ইসলাম সাঈদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মোজাহিদুল ইসলাম-সহ প্রমুখ।
    অন্যদিকে একই সময় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদের সামনে থেকে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড যমুনা পেট্টল পাম্পের সামনে মিলিত হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
    এ সময় সমাবেশে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-খতিব হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম মুফতি হিফজুর রহমান হেলালী, আল মদিনা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান-সহ শহর-শহরতলীর বিভিন্ন মসজিদের ইমাম, খতিব প্রমুখ।
    সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের বক্তারা ও সর্বস্তরের তৌহিদি জনতার বক্তারা ইসকন সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন, দেশবিরোধী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে উগ্রহিন্দুত্ববাদী ইসকনের কর্মী-সমর্থকরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দিনের আলোতে জনসম্মুখে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। ভারতের উসকানি ও মদদে এই ষড়যন্ত্রমূলক অরাজকতা তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি। এই ষড়যন্ত্রের সাথে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেফতার করে শহীদ আলিফ হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে সরকারকে। সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী ইসকনকে অতিসত্বর নিষিদ্ধ করতে হবে।
    সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই উগ্রবাদী কার্যক্রম বা ষড়যন্ত্রের জন্য স্থান দেওয়া যাবে না বলেও হুশিয়ারী দেন সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের নেতারা।
    ইসকন উগ্রবাদী কার্যক্রম চালিয়ে দেশের পরিবেশে অশান্তি সৃষ্টি করছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, ইসকন বা অন্য কোন উগ্রবাদী সংগঠন যাতে দেশের জনগণের মধ্যে বিভেদ এবং অশান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। পাপাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
    বক্তারা আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে ইসকন। আমরা দেখেছি, ৫ আগস্ট আলেমরা, দাড়িওয়ালা-টুপিওয়ালারা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। তবুও উগ্র হিন্দুত্ববাদী জঙ্গী সংগঠন সাইফুল ইসলাম আলিফকে জবাই করে হত্যা করেছে। বাংলাদেশে সকল ধর্মের সহাবস্থান থাকবে। ধর্মের নামে উগ্রবাদীতার এখানে ঠাঁই নেই। ইসকনের বর্বরতা আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে। তাই অবিলম্বে ইসকন নিষিদ্ধ করতে হবে বলে জানান তারা।
  • রামপালে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

    রামপালে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের রামপালে সারাদেশে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ কর্তৃক নেতাকর্মীদের ‘ষড়যন্ত্র, নৈরাজ্য ও প্রপাগান্ডার’ বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি’র নেতা-কর্মীরা।
    শনিবার (২৩ নভেম্বর) বিকেলে হুড়কা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার বাবুরবাড়ি এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
    সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন।
    এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুহুল আমিন শেখ, মাজহারুল ইসলাম ইয়ামিন, শহিদুর রহমান, আলী আকবর সম্রাট, নাজমুল কবীর বাদশা, অলিউর রহমান, বখতিয়ার হোসেন, রুহুল গোলদার, ফারুক শেখ, শাহিনুর রহমান, মল্লিক বাকী বিল্লাহ, শেখ হুমায়ুন কবির, হাবিবুর রহমান, হীরক মনি, আকাশী মন্ডল, ছাত্রদল নেতা শামীম শেখ, হেলাল মোড়ল, মোঃ আবিদ মল্লিক প্রমুখ।
    বিক্ষোভ সমাবেশে নেতা-কর্মীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,’ ‘হৈ হৈ রই রই, শেখ হাসিনা গেলি কই,’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো,’ ‘খুনি এখন দিল্লিতে, তোমার আমার জান নিতে,’ ‘স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন,’ ‘হিন্দু, মুসলিম ভাই ভাই, স্বৈরাচারের ঠাঁয় নাই’ ‘বিএনপির আ্যাকশন, ডাইরেক্ট আ্যাকশন’ প্রভৃতি স্লোগান দেন।
    প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,বাংলাদেশের আপামর ছাত্র-জনতা যখন রক্ত দিয়ে বিজয় অর্জন করতে শিখেছে, তারা এই বিজয়কে রক্ষা করতেও জানে। খুনি হাসিনা গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। কোনো অবস্থাতে এই বিজয়ের ওপর আঘাত হানলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
  • রাণীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ‘র পদত্যাগের দাবিতে বিক্ষোভ।

    রাণীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ‘র পদত্যাগের দাবিতে বিক্ষোভ।

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলালের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ১৪ নভেম্বর বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা কলেজ চত্বরে এই কর্মসূচি করেন।

    শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কলেজের প্রশাসনিক ভবনের সামনে আসার পর বিভিন্ন স্লোগান দেওয়া হয়। স্লোগানে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। একদফা এক দাবি অধ্যক্ষের পদত্যাগ।’

    বিক্ষোভ মিছিলে এসে কলেজের পক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রভাষক কামাল উদ্দীন, মোস্তাফিজুর রহমান ও সহকারী অধ্যাপক শাহাজাহান আলী। এ সময় শিক্ষার্থীদের উদ্দ্যেশে সহকারী অধ্যাপক শাহাজাহান আলী বলেন, ‘তোমাদের দাবিগুলো লিখিত আকারে দাও। দাবী নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

    বিক্ষোভ কর্মসূচির সময় শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, কলেজে বহিরাগতরা চলাফেরা করে, ছাত্রীদের বিরক্ত করে। বিভিন্নভাবে হয়রানি করে। কলেজ চত্বরে মাদক সেবন হয়। পরীক্ষার ফি বেশি নেওয়া হয়। কলেজের কক্ষগুলো ঠিকমতো পরিস্কার করা হয় না। অধ্যক্ষ নিয়মিত অফিস করে না। তিনি কখনো শ্রেনি কক্ষগুলোতে পরির্দশনে যান না। এমন অনেক অভিযোগ তুলে শিক্ষার্থীরা বলেন, ‘তিনি একজন ব্যর্থ অধ্যক্ষ। তাঁকে দিয়ে এতবড় একটি কলেজ পরিচালনা করা সম্ভব নয়। তাই আমরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করছি।’

    শিক্ষার্থী হামিম রানা বলেন, ‘কলেজটি কে নিয়ন্ত্রন করছে। অধ্যক্ষ না অন্য কেউ, তা বুঝতে পারছি না।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানান, বাইরে থেকে একজন ছেলে এসে তাঁকে বিরক্ত করেছেন। তিনি এ বিষয় কলেজ কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

    কলেজের ছাত্রনেতা আতিকুর রহমান আতিক বলেন, কলেজে আজ মিছিল হলো, মিছিল শেষে শিক্ষক প্রতিনিধিদের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি নিয়ে একটি পত্র অধ্যক্ষকে দেওয়া হলো। এ দাবিগুলো পূরণে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয়। তাহলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন করা হবে।

  • রামপালে আ.লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

    রামপালে আ.লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যে ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাগেরহাটের রামপালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
    মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার উজলকুড় ইউনিয়নের রনসেন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা। মিছিলটি ফয়লা বাজার চৌরাস্তায় মিলিত হয় এবং পথসভা অনুষ্ঠিত হয়।
    এ বিক্ষোভ মিছিল  ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।
    সমাবেশে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে দলটির সন্ত্রাসীরা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য করেছে। বর্তমানেও সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এতোদিন তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিলো। আওয়ামী লীগ সন্ত্রাসীরা আবার কোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য করার চেষ্টা করলে বিএনপি তা কঠোর ভাবে প্রতিহত করবে।
    এসময় উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।